
12/04/2025
ভোলায় দাখিল পরীক্ষার্থী ধর্ষণের শিকার — ৩৬ ঘণ্টা পার হলেও অভিযুক্ত গ্রেপ্তার হয়নি!
#ধর্ষণের_বিচার_চাই | #ভোলার_লজ্জা
ভোলা, বোরহানউদ্দিন:
ভোলা জেলার বোরহানউদ্দিন থানার ৬নং হাসান নগর ইউনিয়নের খাসমহল বাজার সংলগ্ন দক্ষিণ পাশে ঘটে যায় এক মর্মান্তিক ও বীভৎস ঘটনা। গতকাল রাতে একজন দাখিল পরীক্ষার্থী—মাত্র ১৬ বছরের কিশোরী— ধর্ষণের শিকার হন এক বেপরোয়া যুবকের দ্বারা।
বর্তমানে তিনি গুরুতর অবস্থায় ভোলা সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
অভিযুক্ত ধর্ষক:
নাম: ওমর কাজী
বয়স: ২৪ বছর
পিতা: বশির কাজী
ঠিকানা: ৬নং ওয়ার্ড, খাসমহল বাজার, হাসান নগর ইউনিয়ন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের অভিযোগ—ওমর কাজী পূর্বেও বিভিন্ন অপরাধে জড়িত ছিলো, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে দৃঢ় আইনি পদক্ষেপ না নেওয়ায় সে আরও ভয়ঙ্কর হয়ে উঠে। সেই অবহেলারই মাশুল দিতে হলো আজ একজন নিরীহ মেয়েকে।
৩৬ ঘণ্টা পার হয়ে গেছে কিন্তু অভিযুক্ত ওমর কাজী এখনো গ্রেপ্তার হয়নি!
এ নিয়ে এলাকায় চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। সাধারণ মানুষ প্রতিবাদে ফেটে পড়েছে।
স্থানীয়দের দাবি:
“এই ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে, অপরাধ বাড়তেই থাকবে। আমরা মেয়েদের নিরাপত্তা চাই। এখনই প্রশাসনের কঠোর পদক্ষেপ প্রয়োজন।”
আমাদের প্রশ্ন:
কেন এখনো গ্রেপ্তার হয়নি অভিযুক্ত?
প্রশাসন কি এতটাই উদাসীন?
কবে আমাদের মেয়েরা নিরাপদ হবে?
আমাদের দাবি স্পষ্ট:
ধর্ষক ওমর কাজীর অবিলম্বে গ্রেপ্তার এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
কোনো রাজনৈতিক বা সামাজিক প্রভাবের আশ্রয়ে যদি এই মামলাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়, তা রুখে দাঁড়াবে পুরো হাসান নগরবাসী।
ন্যায়বিচার চাই। প্রতিরোধ চাই।