Tahiya Tasnim nowrin

Tahiya Tasnim nowrin Both Education and Entertainment
(4)

একটি দূর্ঘটনা সারাজীবনের কান্না। এইজন্য সবসময় সৃষ্টিকর্তার নাম স্মরণ রাখি, মানুষের সাথে ভালো ব্যবহার করি।
22/07/2025

একটি দূর্ঘটনা সারাজীবনের কান্না। এইজন্য সবসময় সৃষ্টিকর্তার নাম স্মরণ রাখি, মানুষের সাথে ভালো ব্যবহার করি।

18/07/2025

সবাই জানে ক্ষমতায় গেলে জামায়াতে ইসলামী /খেলাফতে মজলিস / খেলাফতে আন্দোলন / যে কোন ইসলামি দল, ক্ষমতায় গেলে অন্যান্য গতানুগতিক রাজনৈতিক দল থেকে অনেক সুন্দর,সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে রাষ্ট্র পরিচালনা করবে, তথাপি ৯০% মুসলমানের এই দেশে ইসলামী দলগুলোকে ভোট দিয়ে ক্ষমতায় না আনার কি কারণ থাকতে পারে বলে আপনারা মনে করেন???

10/07/2025

Good morning. Have a wonderful day ❤️

09/07/2025

শুভ সকাল। বৃষ্টিস্নাত সকালের শুভেচ্ছা।

✅ আনুপাতিক প্রতিনিধিত্ব কী?আনুপাতিক প্রতিনিধিত্ব (Proportional Representation) হলো এক ধরনের নির্বাচনী পদ্ধতি, যেখানে রাজ...
07/07/2025

✅ আনুপাতিক প্রতিনিধিত্ব কী?

আনুপাতিক প্রতিনিধিত্ব (Proportional Representation) হলো এক ধরনের নির্বাচনী পদ্ধতি, যেখানে রাজনৈতিক দলগুলো জনগণের মোট ভোটের অনুপাতে সংসদে আসন পায়। অর্থাৎ, যদি কোনো দল ৩০% ভোট পায়, তাহলে তারা প্রায় ৩০% আসন পাবে।

কোন কোন দেশে এ পদ্ধতিতে ভোট হয়?

আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি ব্যবহার করে এমন কিছু দেশ হলো:

জার্মানি

নেদারল্যান্ডস

সুইডেন

দক্ষিণ আফ্রিকা

ইসরায়েল

নরওয়ে

🇧🇩 বাংলাদেশে এ পদ্ধতির সুবিধা ও অসুবিধা

✅ সুবিধা:

1. সব দলের অংশগ্রহণ নিশ্চিত হয় – ছোট দলগুলোরও সংসদে জায়গা পাওয়ার সুযোগ থাকে।

2. বস্তুনিষ্ঠ রাজনীতি উৎসাহিত করে – দলগুলো জনগণের ভোট পাওয়ার জন্য নীতিনির্ভর রাজনীতিতে আগ্রহী হয়।

3. ভোটের মূল্যায়ন সঠিকভাবে হয় – যেহেতু ভোটের অনুপাতে আসন বণ্টন হয়, তাই ভোট নষ্ট হয় না।

❌ অসুবিধা:

1. জটিলতা বেশি – ভোট গণনা ও আসন বণ্টনের পদ্ধতি সাধারণ মানুষের কাছে জটিল মনে হতে পারে।

2. দলীয় সরকার গঠন কঠিন – অনেক সময় কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় জোট সরকার গঠন করতে হয়।

3. অস্থিতিশীলতা তৈরি হতে পারে – একাধিক ছোট দল সরকারে থাকলে সিদ্ধান্ত নেওয়ায় ধীরগতি বা বিরোধ তৈরি হয়।

#পোস্ট

শুভ সকাল। কেমন আছেন সবাই? আল্লাহ সবাইকে সুস্থ ও নিরাপদ রাখুক।
07/07/2025

শুভ সকাল। কেমন আছেন সবাই? আল্লাহ সবাইকে সুস্থ ও নিরাপদ রাখুক।

সন্ধ্যা হলো দিনের শেষ কবিতা,যেখানে আলো মেশে অন্ধকারের সঙ্গে।একটি নিঃশব্দ ডাক হৃদয়ের ভেতর,যা স্মৃতি জাগায়, স্বপ্নে ভাসায়।...
06/07/2025

সন্ধ্যা হলো দিনের শেষ কবিতা,
যেখানে আলো মেশে অন্ধকারের সঙ্গে।
একটি নিঃশব্দ ডাক হৃদয়ের ভেতর,
যা স্মৃতি জাগায়, স্বপ্নে ভাসায়।

শুভ সকাল। সবার দিনটি খুব ভালো কাটুক।
06/07/2025

শুভ সকাল। সবার দিনটি খুব ভালো কাটুক।

04/07/2025

শুভ সকাল।

“তারা কি লক্ষ্য করে না আকাশে উড্ডয়মান পাখিদের দিকে, যাদেরকে কিছুই ধরে রাখে না আল্লাহ ছাড়া? নিশ্চয়ই এতে রয়েছে বিশ্বাসীদের জন্য নিদর্শন।”

সুরা আন-নাহল (১৬:৭৯)

#কোরআন

Address

Chandina, Cumilla, Chittagong
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tahiya Tasnim nowrin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share