The Mixed Lense

The Mixed Lense “The Mixed Lens” “

“One Lens. Infinite Roles.”

মারিয়ানা ট্রেঞ্চ পৃথিবীর সবচেয়ে গভীর স্থান। এটি প্রশান্ত মহাসাগরের পশ্চিমে, ফিলিপাইনের ম্যানিলা থেকে প্রায় ২,৫০০ কিলো...
17/05/2025

মারিয়ানা ট্রেঞ্চ পৃথিবীর সবচেয়ে গভীর স্থান। এটি প্রশান্ত মহাসাগরের পশ্চিমে, ফিলিপাইনের ম্যানিলা থেকে প্রায় ২,৫০০ কিলোমিটার দূরে এবং গুয়ামের কাছাকাছি অবস্থিত।
এর সবচেয়ে গভীর অংশ চ্যালেঞ্জার ডিপ, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১০,৯১৬ মিটার (প্রায় ৩৫,৭৬০ ফুট) নিচে।
চরম গভীরতা ও চাপের কারণে এখানে গবেষণা কঠিন, তবে বিজ্ঞানীরা মনে করেন এটি পৃথিবীর ভূগঠন এবং অজানা প্রাণীর খোঁজে গুরুত্বপূর্ণ।
এই ট্রেঞ্চ তৈরি হয়েছে প্রশান্ত মহাসাগরের প্লেট মারিয়ানা প্লেটের নিচে সরে যাওয়ার ফলে, যাকে বলা হয় সাবডাকশন। এটি ভূমিকম্প ও আগ্নেয়গিরির জন্য পরিচিত রিং অফ ফায়ারের অংশ।

14/05/2025

আবহাওয়ায় বিপদ সংকেতের এর অর্থ জেনে নিন....

১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত :- এর অর্থ বঙ্গোপসাগরের কোন একটা অঞ্চলে ঝড়ো হাওয়া বইছে এবং সেখানে ঝড় সৃষ্টি হতে পারে৷(একটি লাল পতাকা )

২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত :- সমুদ্রে ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে৷

৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত :- এর অর্থ বন্দর দমকা হাওয়ার সম্মুখীন ৷(দুইটি লাল পতাকা)

৪ নম্বর হুঁশিয়ারি সংকেত :- এর অর্থ বন্দর ঝড়ের সম্মুখীন হচ্ছে, তবে বিপদের আশঙ্কা এমন নয় যে চরম নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে হবে৷

৫ নম্বর বিপদ সংকেত :- এর অর্থ হচ্ছে অল্প বা মাঝারী ধরনের ঘূর্ণিঝড়ের কারণে বন্দরের আবহাওয়া দুর্যোগপূর্ণ থাকবে এবং ঝড়টি চট্টগ্রাম বন্দরের দক্ষিণ দিক দিয়ে উপকূল অতিক্রম করতে পারে (মংলা বন্দরের বেলায় পূর্ব দিক দিয়ে)৷

৬ নম্বর বিপদ সংকেত :- এর অর্থ হচ্ছে অল্প বা মাঝারী ধরনের ঝড় হবে এবং আবহাওয়া দুযোগপূর্ণ থাকবে৷ ঝড়টি চট্টগ্রাম বন্দরের উত্তর দিক দিয়ে উপকূল অতিক্রম করতে পারে৷ (মংলা বন্দরের বেলায় পশ্চিম দিক দিয়ে)৷

৭নং বিপদ সংকেত :- এর অর্থ অল্প অথবা মাঝারী ধরনের ঘূর্ণিঝড় হবে এবং এজন্য আবহাওয়া দুর্যোগপূর্ণ থাকবে৷ ঘূর্ণিঝড়টি সমুদ্রবন্দরের খুব কাছ দিয়ে অথবা উপর দিয়ে উপকূল অতিক্রম করতে পারে৷(তিনটি লাল পতাকা)

৮ নং মহাবিপদ সংকেত :- এর অর্থ প্রচণ্ড ঘূর্ণিঝড় হবে এবং বন্দরের আবহাওয়া খুবই দুর্যোগপূর্ণ থাকবে৷ ঝড়টি চট্টগ্রাম বন্দরের দক্ষিণ দিক দিয়ে উপকূল অতিক্রম করতে পারে (মংলা বন্দরের বেলায় পূর্ব দিক দিয়ে)৷

৯ নম্বর মহাবিপদ সংকেত :- এর অর্থ প্রচণ্ড ঘূর্ণিঝড়ের প্রভাবে বন্দরের আবহাওয়া দুর্যোগপূর্ণ থাকবে৷ ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম বন্দরের উত্তর দিক দিয়ে উপকূল অতিক্রম করার আশঙ্কা রয়েছে (মংলা বন্দরের বেলায় পশ্চিম দিক দিয়ে)৷

১০ নম্বর মহাবিপদ সংকেত :- এর অর্থ প্রচণ্ড ঘূর্ণিঝড়ের প্রভাবে বন্দরের আবহাওয়া দুর্যোগপূর্ণ থাকবে এবং ঘূর্ণিঝড়টির বন্দরের খুব কাছ দিয়ে অথবা উপর দিয়ে উপকূল অতিক্রম করতে পারে৷

১১ নম্বর যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ার সংকেত :- এর অর্থ ঝড় সতর্কীকরণ কেন্দ্রের সাথে সমস্ত যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে এবং স্থানীয় অধিকর্তার বিবেচনায় চরম প্রতিকূল আবহাওয়ার আশঙ্কা রয়েছে৷

10/05/2025

সম্ভব হলে এই ভিডিওটা প্রতিটা বাঙালীকে দেখাতাম। মাত্র ২মিনিট ৫১ সেকেন্ড চিন্তার ভিত নাড়িয়ে দিতে যথেষ্ট।

পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষ্যে জনসাধারণের নির্বিঘ্নে যাতায়াতের সুবিধার্থে ১১ ও ১২ জুন ২০২৫ তারিখ যথাক্রমে বুধবার ও বৃহস্পতি...
07/05/2025

পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষ্যে জনসাধারণের নির্বিঘ্নে যাতায়াতের সুবিধার্থে ১১ ও ১২ জুন ২০২৫ তারিখ যথাক্রমে বুধবার ও বৃহস্পতিবার নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা এবং দাপ্তরিক কাজের স্বার্থে ১৭ মে ২০২৫ তারিখ শনিবার ও ২৪ মে ২০২৫ তারিখ শনিবার সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা রাখার ঘোষণা।

06/05/2025
06/05/2025

Welcome to The Mixed Lens
দৃষ্টিভঙ্গি বদলালে, গল্পও বদলায়।

এই পেজে আমি দেখি জীবনকে—
কখনও কর্মক্ষেত্রে কাঠিন্যে, কখনও রাস্তার রোমাঞ্চে,
আর সবসময়—আমাদের সন্তানের চোখ দিয়ে, কৌতূহলে।

আমি কে?
একজন কর্মজীবী,
একজন পেশাদার,
একজন বাবা,
আর একজন নিরন্তর পথিক।

এই পেজে যা পাবেন:

কর্মক্ষেত্রের ভেতরের মানুষগুলোর গল্প

ভ্রমণের ভিডিও ও ব্লগ

রান্নার আস্বাদ

বাবা-ছেলের রসায়ন

আর সবচেয়ে বড় কথা, বাস্তবতা আর কল্পনার সংমিশ্রণে জীবনের ফ্রেম।

"The Mixed Lens" — কারণ সব গল্প একরকম হয় না।
থাকুন পাশে, দেখুন ভিন্ন চোখে।
এই লেন্সে ধরা পড়বে জীবন, রায় নয়—রঙে।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Mixed Lense posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category