The Mohadan UMB news 24 bd.com

The Mohadan UMB news 24 bd.com Kazi Rafiqul Hasan
Editor

The Mohadan Sangram Times 24 bd.comবিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন আমিনুল–ফাহিম, সেপ্টেম্বর ২৯,...
29/09/2025

The Mohadan Sangram Times 24 bd.com
বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন আমিনুল–ফাহিম

, সেপ্টেম্বর ২৯, ২০২৫

Kazi Rafiqul Hasan . বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে ঢাকা বিভাগীয় কোটায় ক্যাটাগরি-১ থেকে সভাপতি পদে আমিনুল ইসলাম বুলবুল ও সিনিয়র সহ-সভাপতি পদে নাজমুল আবেদিন ফাহিমের পথ প্রায় নিশ্চিত হয়ে গেছে। তাদের চ্যালেঞ্জ জানালেও শেষ পর্যন্ত লড়াইয়ের মাঠে টিকতে পারেননি বিসিবির সাবেক পরিচালক আবদুল্লাহ আল ফূয়াদ রেদোয়ান।

জামালপুর জেলা ক্রীড়া সংস্থার এই কাউন্সিলর মনোনয়নপত্র জমা দিয়ে প্রস্তাবক ও সমর্থকের স্বাক্ষরও সংগ্রহ করেছিলেন। ফলে দুইটি পরিচালক পদের বিপরীতে তিন প্রার্থীর লড়াইয়ের ইঙ্গিত মিলেছিল।

কিন্তু শেষ পর্যন্ত নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বাতিল করে দেয়।
নির্বাচন কমিশনের ব্যাখ্যা, রেদোয়ানের মনোনয়নপত্রে দেওয়া সমর্থকের স্বাক্ষরের সঙ্গে ওই সমর্থকের কাউন্সিলর ফরমের স্বাক্ষরের মিল পাওয়া যায়নি।

এ কারণে প্রার্থিতা বাতিল করা হয়েছে। ফলে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় এখন ঢাকা বিভাগের দুই প্রতিনিধি আমিনুল ইসলাম বুলবুল (ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা) ও নাজমুল আবেদিন ফাহিম (ঢাকা জেলা ক্রীড়া সংস্থা)।
রেদোয়ান ছাড়াও আরও দুইজনের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। তারা হলেন- চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার শওকত হোসেন এবং রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার হাসিবুল আলম। একই কারণে, প্রস্তাবক বা সমর্থকের স্বাক্ষরের অমিল।

চাঁদপুরের প্রার্থী বাতিল হওয়ায় চট্টগ্রাম বিভাগের দুই পরিচালক পদের জন্য তিনজন বৈধ প্রার্থী রয়েছেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার আহসান ইকবাল চৌধুরী, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এবং কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি, খ্যাতনামা সঙ্গীতশিল্পী আসিফ আকবর।

রাজশাহী বিভাগের একটি পরিচালক পদে এখন বৈধ প্রার্থী তিনজন- চাঁপাইনবাবগঞ্জের মুখলেসুর রহমান, জয়পুরহাটের এস এম শামস মতিন ও পাবনার তওহীদ তারিক খান।

অন্যদিকে যাচাই-বাছাই শেষে বরিশাল বিভাগের শাখাওয়াত হোসেন, সিলেট বিভাগের রাহাত সামস এবং খুলনা বিভাগের আবদুর রাজ্জাক ও জুলফিকার আলী খান বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন।

এবারের নির্বাচনে মোট ৫১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে ৪৮টি বৈধ ও ৩টি বাতিল হয়েছে। ক্যাটাগরি-২ এর ৩০টি এবং ক্যাটাগরি-৩ এর তিনটি মনোনয়নই বৈধ হিসেবে গণ্য করা হয়েছে। মঙ্গলবার প্রার্থীদের ওপর আপত্তি ও শুনানি, বুধবার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং সেদিনই চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।

Kazi Rafiqul Hasan
Editor

At BD, we seek to usher in a new era of healthcare by bringing medical products, capabilities and solutions to every corner of the world.

23/07/2025

The Mohadan London Times 24 bd.com
সিঙ্গাপুরের প্রতিনিধিদল বার্ন ইনস্টিটিউটে

, জুলাই ২৩, ২০২৫

Kazi Rafiqul Hasan . মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় সিঙ্গাপুর থেকে চার সদস্যের প্রতিনিধিদল জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রয়েছে।

বুধবার (২৩ জুলাই) বেলা সোয়া ১১টা থেকে বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকদের সঙ্গে তাদের বৈঠক চলছে।

স্বাস্থ্য অধিদপ্তরের একজন দায়িত্বশীল কর্মকর্তা এ খবর নিশ্চিত করেছেন।
বার্ন ইনস্টিটিউটে এ মুহূর্তে রয়েছেন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট চোং সি জ্যাক, সিঙ্গাপুর স্বাস্থ্যসেবা বিভাগ সিংহেলথের সিনিয়র ডিরেক্টর বিজয়া রাও।

তাদের সঙ্গে সিঙ্গাপুরের দুই চিকিৎসক পুন লাই কুয়ান, লিম ইউ হান জোভান উপস্থিত রয়েছেন।
সিঙ্গাপুরের এই বিশেষজ্ঞ চিকিৎসকদল বার্ন ইনস্টিটিউটে ভর্তি থাকা রোগীদের উন্নত চিকিৎসায় নতুন পরামর্শ দেবে।


তাদের সুপারিশ অনুযায়ী চিকিৎসা সেবা ওষুধের ধরনও পরিবর্তন হতে পারে বলে আগেই আভাস দিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বাস্থ্য) অধ্যাপক সায়েদুর রহমান।
Kazi Rafiqul Hasan
Editor

16/07/2025

The Mohadan London Times 24 bd.com
গোপালগঞ্জে এনসিপির সমাবেশ মঞ্চে নিষিদ্ধ ছাত্রলীগ-আ. লীগের হামলা

, জুলাই ১৬, ২০২৫

Kazi Rafiqul Hasan . গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রার সমাবেশ মঞ্চে হামলা চালিয়েছে দেয় নিষিদ্ধঘোষিত ছাত্র লীগসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বুধবার (১৬ জুলাই) বেলা দেড়টার দিকে এ হামলার ঘটনা ঘটে।


এর আগে আলাদা ঘটনায় গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ি বহরে হামলা, ভাঙচুর এবং পুলিশের গাড়িতে ভাঙচুর ও আগুন দিয়ে পুড়িয়ে দেয় নিষিদ্ধঘোষিত ছাত্র লীগসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

গোপালগঞ্জ সদর উপজেলার কংশুর এলাকায় (ইউএনও) গাড়ি বহরে হামলা, ভাঙচুরের ঘটনা ঘটে।

এছাড়া সদর উপজেলার উপজেলার দুর্গাপুর ইউনিয়নে টহলরত পুলিশের গাড়িতে ভাঙচুরের পাশাপাশি আগুন দেয় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই জুলাই পদযাত্রায় অংশ নিতে গোপালগঞ্জ সদরের পৌর পার্ক এলাকায় জড়ো হচ্ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা।

কর্মসূচির শুরুর আগেই এ হামলার ঘটনা ঘটে।
মাসজুড়ে জুলাই পদযাত্রার অংশ হিসেবে বুধবার গোপালগঞ্জ শহরের পৌর পার্কে পদযাত্রার কর্মসূচি রয়েছে জাতীয় নাগরিক পার্টি।

এতে দলটির আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতাদের অংশ নেওয়ার কথা। এরই মধ্যে নাহিদ ইসলাম ও সারজিস আলমদের গাড়ি বহর গোপালগঞ্জে জেলা সদরে প্রবেশ করেছে।
Kazi Rafiqul Hasan
Editor

03/07/2025

The Mohadan Jamaat Times 24 bd.com
এভাবে অগ্রসর হলে এ মাসেই জুলাই সনদ ঘোষণা সম্ভব

জুলাই ৩, ২০২৫

Kazi Rafiqul Hasan : জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনা ইতিবাচকভাবে অগ্রসর হচ্ছে বলে জানিয়েছেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেন, এভাবে অগ্রগতি বজায় থাকলে জুলাই মাসের মধ্যেই ‘জুলাই সনদ’ ঘোষণা করা সম্ভব হবে।

বৃহস্পতিবার (৩ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সভার শুরুতে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, কোন পরিস্থিতির মধ্য দিয়ে আমরা এই পর্যন্ত এসেছি, সেটি যেন আমাদের প্রেরণা হয়ে কাজ করে, সেদিকে লক্ষ্য রাখা উচিত।

আমরা যদি একমত হতে পারি, সেটা হবে একটি ইতিবাচক অর্জন।
অনেক বিষয়ে প্রাথমিক আলোচনা হলেও পরে সেগুলো আর আলোচনায় আসছে না জানিয়ে আলী রীয়াজ বলেন, আমরা দলীয়ভাবে সেসব আলোচনার সুযোগ দিচ্ছি।

আমাদের লক্ষ্য হচ্ছে সাফল্য নিয়ে দিনটি শেষ করা।
এখনো প্রায় ২০টির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত হয়নি।

সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা প্রয়োজন। আজকের আলোচনায় রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন, বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ এবং জরুরি অবস্থা জারির বিষয়গুলো কমিশনের প্রস্তাবনার আলোকে আলোচনা হবে এবং সিদ্ধান্ত আসতে পারে পারে বলেও জানান তিনি।
এছাড়া এখন পর্যন্ত যেসব বিষয়ে ঐকমত্যে পৌঁছানো যায়নি, সেগুলো আবার আলোচনার সুযোগ রাখবে কমিশন। এর আগে বুধবারের বৈঠকের পর কমিশনের সহ-সভাপতি জানিয়েছিলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল ও নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ নিয়ে সব রাজনৈতিক দল ও জাতীয় ঐকমত্য কমিশনের মধ্যে ঐকমত্য হয়েছে।

Kazi Rafiqul Hasan
Editor

The Mohadan London Times 24 bd.comআমদানি-রপ্তানির সব সনদ অনলাইনে দাখিল বাধ্যতামূলক করল এনবিআরজুন ৩০, ২০২৫Kazi Rafiqul Ha...
30/06/2025

The Mohadan London Times 24 bd.com
আমদানি-রপ্তানির সব সনদ অনলাইনে দাখিল বাধ্যতামূলক করল এনবিআর

জুন ৩০, ২০২৫

Kazi Rafiqul Hasan : আগামী মঙ্গলবার (১ জুলাই) থেকে এনবিআরের সিঙ্গেল উইন্ডো সিস্টেমের আওতায় আমদানি ও রপ্তানি পণ্য চালানের শুল্কায়নে ১৯টি সংস্থার ইস্যুকৃত সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিট (সিএলপি) অনলাইনের মাধ্যমে দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।

সোমবার (৩০ জুন) এক সংবাদ বিবৃতিতে এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল আমিন শেখ এ তথ্য জানিয়েছেন।

বিবৃতিতে এনবিআর জানায়, বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো সিস্টেম একটি অনলাইন প্ল্যাটফর্ম, এর মাধ্যমে আমদানিকারক ও রপ্তানিকারকরা প্রয়োজনীয় সিএলপির জন্য আবেদন ও সংগ্রহ করতে পারবেন। এই সিস্টেম ব্যবহারের জন্য প্রথমে বিজনেস শনাক্তকরণ নম্বর বা বিন ব্যবহার করে ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে।

এই সিস্টেম ব্যবহারের ফলে আমদানি-রপ্তানি কার্যক্রমে যেসব সুবিধা পাওয়া যাবে সেগুলো-
* একটি কমন প্ল্যাটফর্মে আমদানি-রপ্তানি পণ্যের জন্য প্রযোজ্য সার্টিফিকেট, লাইসেন্স এবং পারমিট সংক্রান্ত সব কার্যক্রম সংশ্লিষ্ট সংস্থা কর্তৃক যুগপৎভাবে অনলাইনে সম্পন্ন করা হবে।

* সরকারি কাজে ব্যক্তিগত যোগাযোগ না থাকায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।

* পণ্য আমদানি-রপ্তানির ক্ষেত্রে সময় ও ব্যয় কমবে।

* দেশি-বিদেশি ব্যবসায়ীদের মধ্যে আস্থা সৃষ্টির মধ্যমে বিনিয়োগ ও বাণিজ্যের প্রসার ঘটবে।

এনবিআর জানায়, সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিটের ৮৫ দশমিক ৯৭ শতাংশ একঘণ্টার কম সময়ে এবং ৯৪ দশমিক ৬৩ শতাংশ একদিনের সময়ে স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় ইস্যু করা হয়। ইতোমধ্যে সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিট ইস্যুকারী ১৯টি সংস্থার ক্ষেত্রে ইস্যুকৃত সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিট সিস্টেমের মাধ্যমে দাখিল করার সিদ্ধান্ত গৃহীত হয়।

এ অবস্থায় আগামী ১ জুলাই থেকে আমদানি ও রপ্তানি পণ্যচালান শুল্কায়নের ক্ষেত্রে ১৬ সংস্থার ইস্যুকৃত সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিট সিস্টেমের মাধ্যমে দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। প্রয়োজনে হটলাইন ১৬১৩৯ এ যোগাযোগ কিংবা www.bswnbr.gov.bd ওয়েবসাইট থেকে সহায়তা নেওয়া যাবে।

এনবিআর জানায়, সিঙ্গেল উইন্ডো সিস্টেম থেকে ইতোমধ্যে স্বয়ংক্রিয়ভাবে ইস্যুকৃত সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিট সংখ্যা অদ্য তিন লাখ ৮৯ হাজার ১৫ অতিক্রম করেছে।

Kazi Rafiqul Hasan
Editor

At BD, we seek to usher in a new era of healthcare by bringing medical products, capabilities and solutions to every corner of the world.

26/06/2025

The Mohadan Sangram news 24 bd.com
পরীক্ষার হলে প্রবেশের সময়সীমা তুলে দেওয়া হোক

জুন ২৬, ২০২৫

Kazi Rafiqul Hasan . একজন শিক্ষার্থী যখন উচ্চমাধ্যমিক পরীক্ষার হলে পৌঁছতে না পেরে কাঁদতে কাঁদতে দাঁড়িয়ে থাকে, তখন বোঝা যায় শুধু পরীক্ষা নয়, তার জীবনের একটা বড় স্বপ্নও থেমে গেছে দরজার ওপারে। আর এই থেমে যাওয়ার পেছনে দায়ী কেবল সময় নয় দায়ী আমাদের শিক্ষা ব্যবস্থার একগুঁয়ে নিয়ম, যেখানে মানবিকতা নয় শুষ্ক নিয়মই শেষ কথা।

সরকার পাবলিক পরীক্ষার ঘোষণা দেওয়ার পর থেকেই ছাত্র-ছাত্রীরা তাদের পূর্ণাঙ্গ প্রস্তুতি শুরু করে। নির্ধারিত তারিখ আসার পর শুরু হয় পরীক্ষার যুদ্ধ।

এই যুদ্ধে কেউ বিজয়ী হয়, কেউ হয় পরাজিত। কিন্তু যারা পরীক্ষা দিতে পারেন না, তাদের ভাগ্যে কি জোটে?
২৬ জুন ২০২৫, দেশজুড়ে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা।

এদিনই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ঘটনা বেশ ভাইরাল হয়েছে। রাজধানীর সরকারি মিরপুর বাঙলা কলেজ কেন্দ্রে এক ছাত্রী পরীক্ষায় অংশ নিতে পারেননি।
কেন্দ্রে আসার পরও হলে ঢুকতে না পারায় ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ওই শিক্ষার্থীর মাথায় আকাশ ভেঙে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি-ভিডিওতে দেখা যায়, পরীক্ষায় অংশ নিতে না পারা মেয়েটি অঝোরে কাঁদছেন।
জানা গেছে, মেয়েটির বাবা নেই। তার মাও গুরুতর অসুস্থ। মেজর স্ট্রোক করেছেন তিনি। পরীক্ষার হলে যাওয়ার প্রস্তুতি নিয়েও পরিবারের একমাত্র সচল সদস্য হিসেবে ওই শিক্ষার্থী সকালে তার মাকে হাসপাতালে ভর্তি করান। পরে খালাকে নিয়ে যান কেন্দ্রে। কিন্তু দেরি হওয়ায় তাকে হলে ঢুকতে দেওয়া হয়নি।

ভুক্তভোগী শিক্ষার্থী ও তার খালা বার বার সরকারি মিরপুর বাঙলা কলেজ কেন্দ্র সংশ্লিষ্টদের অনুরোধ করছিলেন যেন পরীক্ষার সুযোগ দেওয়া হয়। কিন্তু, ‘রুলসে নেই’ অজুহাতে ওই শিক্ষার্থীকে পরীক্ষায় বসতে দেওয়া হয়নি।

এই শিক্ষার্থীর পরীক্ষার হলে ঢোকার সুযোগ না পাওয়ার বিষয়টি ভাইরাল হতেই ক্ষোভে ফেটে পড়েন নেটিজেনরা। তাদের ভাষ্য, কতটা অমানবিক নীতি হলে একজন শিক্ষার্থী তার মমতাময়ী মাকে হাসপাতালে রেখে এলেও পরীক্ষা দেওয়ার সুযোগ পায় না!

একজন ফেসবুক ব্যবহারকারী ভুক্তভোগীর ছবি শেয়ার করে লিখেছেন, সে ইচ্ছাকৃতভাবে নয়, বরং জীবন-মৃত্যুর মুহূর্তে মায়ের পাশে দাঁড়াতে গিয়েই পরীক্ষায় দেরি করেছে। এই মানবিক পরিস্থিতিতে তার প্রতি সদয় হওয়া উচিত ছিল।

অনেকে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছিলেন— মানবিক বিবেচনায় যেন বিশেষ ব্যবস্থায় তার পরীক্ষাটি নেওয়ার সুযোগ দেওয়া হয়।

এ ঘটনার পর এখন পর্যন্ত শিক্ষা প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি। কিন্তু সাধারণ মানুষের ভাষ্য, ওই শিক্ষার্থীর পরীক্ষা দেওয়ার ‍সুযোগ প্রাপ্য ছিল। কিন্তু এখানে বাধা শিক্ষাবোর্ডের রুলস। তাই সেই রুলস তুলে দেওয়া হোক।

একজন শিক্ষার্থী ১০-১২ বছর পড়াশোনা করে জীবনের দুটি বড় পরীক্ষার সিটে বসে। এ সময় কোনো কারণে যদি তার একটি পরীক্ষা ছুটে যায়, তাহলে তার পুরো একটি বছর নষ্ট হয়। ফলে পরীক্ষার সময়সীমা ঠিক রেখে শিক্ষার্থীকে তার পরীক্ষায় বসার সুযোগ দেওয়া দরকার‌। পরীক্ষায় কতটা লিখতে পারল, সেটি ফলাফল বলবে। কিন্তু সুযোগ না দেওয়া মানে তার স্বপ্নটাকেই সরাসরি বন্ধ করে দেওয়া। আর সেটিই সবচেয়ে বড় অনাচার।

বিশেষ করে, এই শিক্ষার্থীর মতো যারা মানবিক বিড়ম্বনায় ভোগেন তাদের বিষয়টি শিক্ষা বোর্ড, পরীক্ষারে কেন্দ্র সংশ্লিষ্টদের মাথায় রাখা উচিৎ। কোনো পরীক্ষার্থী ইচ্ছা করে পরীক্ষার কেন্দ্রে দেরি করে আসে না। তাই দেরি হলেও পরীক্ষার সিটে বসার অধিকার তার আছে।

আবার বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ ও যানবাহনঘন শহরে পরীক্ষার্থীদের হলে পৌঁছাতে যানজট অন্যতম প্রধান প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে এইচএসসি ও এসএসসি পর্যায়ের মতো জীবনের গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলোয় কয়েক মিনিট দেরি মানেই একটি পুরো বছর পিছিয়ে পড়া। অথচ এই দেরির দায় কোনোভাবেই কেবল পরীক্ষার্থীর নয়—তা নগর ব্যবস্থাপনার, যানবাহন নিয়ন্ত্রণের এবং প্রাতিষ্ঠানিক কড়াকড়িরও।

রাজধানী ঢাকা কিংবা অন্যান্য বড় শহরে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছাতে ঘণ্টার পর ঘণ্টা সময় লেগে যায়। ফলে অনেকে কেন্দ্রে পৌঁছাতে পারেন না সময়মতো। তাদের এই ভোগান্তির পেছনে রয়েছে অনির্ধারিত সড়ক সংস্কার, অব্যবস্থাপনা, যানবাহনের স্বল্পতা এবং অকার্যকর ট্রাফিক কন্ট্রোল সিস্টেম। এ অবস্থায় জরুরি ভিত্তিতে সরকারি উদ্যোগ নেওয়া উচিত। পরীক্ষার দিনগুলোয় পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য পৃথক লেন, পরীক্ষাকেন্দ্র অভিমুখী নির্ধারিত বাস সার্ভিস কিংবা পরীক্ষার্থীদের জন্য বিশেষ পাস সুবিধা দেওয়া যেতে পারে। ট্রাফিক বিভাগও পরীক্ষার দিনগুলোয় কেন্দ্রঘেঁষা এলাকাগুলোয় বিশেষ নজরদারি চালাতে পারে। উদাহরণ হিসেবে যদি দেখি, গত বছর ভুল কেন্দ্রে চলে যাওয়া এক পরীক্ষার্থীকে পুলিশ তার সঠিক কেন্দ্রে পৌঁছে দিয়েছিল।

মিরপুর বাঙলা কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীর ঘটনাটি শুধু একটি ব্যতিক্রম নয়, এটি আমাদের নিয়ম ও বাস্তবতার টানাপোড়েনের প্রতিচ্ছবি।

শিক্ষা বোর্ডের দৃষ্টিকোণ থেকে বলা হয়, পরীক্ষার সময় নির্ধারিত থাকে, নির্দিষ্ট সময়ের পর কেউ হলে ঢুকতে পারবে না। কিন্তু এই নিয়ম অমানবিক ও বাস্তবতাবিমুখ। এক বছরের জন্য একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ থেমে যাক শুধু পাঁচ-দশ মিনিটের জন্য, সেটি কোনোভাবেই যৌক্তিক হতে পারে না। পরীক্ষাকেন্দ্র সংশ্লিষ্টদেরও দায়িত্ব ছিল শিক্ষার্থী ও অভিভাবকের অনুরোধ বিবেচনায় নেওয়া। তারা চাইলে বিষয়টি বোর্ডে তাৎক্ষণিকভাবে জানিয়ে অনুমতি নেওয়ার চেষ্টা করতে পারতেন, যা একটি মানবিক পদক্ষেপ হতে পারত।

পরিবারেরও প্রস্তুতি থাকা জরুরি, বিশেষ করে মা গুরুতর অসুস্থ জানার পর শিক্ষার্থীকে সহায়তার জন্য পরিবারের অন্য সদস্যদের সক্রিয় রাখা উচিত ছিল। যদিও এই পরিস্থিতিতে ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ওই শিক্ষার্থীর ভূমিকা নিঃসন্দেহে প্রশংসনীয়।

সবচেয়ে বড় কথা, এই সমস্যার একটি দীর্ঘমেয়াদি সমাধান দরকার। সময়মতো পরীক্ষা হলে পৌঁছানো জরুরি, তবে যারা নিরুপায় ও মানবিক বিপর্যয়ে পড়ে দেরি করে আসে, তাদের জন্য ‘স্পেশাল কেস’ বিবেচনার সুযোগ রাখা উচিত। কেন্দ্রের তত্ত্বাবধায়ক বা বোর্ডের প্রতিনিধিকে তাৎক্ষণিক অনুমতির ক্ষমতা দেওয়া যেতে পারে। দেরিতে এলেও পরীক্ষার্থীকে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া উচিত, যদিও তার সময় কম থাকবে। এতে শিক্ষা ব্যবস্থার মানবিকতা যেমন প্রমাণিত হবে, তেমনি একজন শিক্ষার্থীর বছরের ক্ষতিও ঠেকানো যাবে।

শিক্ষা শুধু পঠনপাঠন নয়, নীতি, মূল্যবোধ ও মানবিকতা শেখায়। আর এই মানবিকতার প্রথম বাস্তব পরীক্ষা শুরু হয় শিক্ষার্থীর নিজের জীবন থেকেই। তাই নিয়ম নয়, আগে বিবেচনায় আসুক শিক্ষার্থীর পরিস্থিতি। পরীক্ষার হলে প্রবেশের সময়সীমা তুলে দেওয়া হোক— এটাই সময়ের দাবি।
Kazi Rafiqul Hasan
Editor

24/06/2025

The Mohadan London Times 24 bd.com
দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখবে কাতার-ইরান

জুন ২৪, ২০২৫

Kazi Rafiqul Hasan : ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী (রাজনৈতিক) মজিদ তাখত রাভানচি কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ আল-খলিফির সঙ্গে টেলিফোন আলাপ করেছেন। ফোনালাপে তারা তেহরান ও দোহার মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক পর্যালোচনা করেন এবং সম্পর্ক বজায় রাখার বিষয়ে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

মঙ্গলবার (২৪ জুন) ঢাকার ইরান দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানায়, মজিদ তাখত ও আল-খলিপির ফোনালাপে সাম্প্রতিক সময়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের প্রেক্ষাপটে আঞ্চলিক সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা ও মতবিনিময় হয়েছে।

টেলিফোন আলাপে তাখত রাভানচি ইরান ও কাতারের মধ্যকার দীর্ঘস্থায়ী, বন্ধুত্বপূর্ণ ও মজবুত সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান পারস্পরিক মঙ্গল এবং সদ্ভাবপূর্ণ প্রতিবেশের ভিত্তিতে দুই দেশের সম্পর্ক অব্যাহত রাখা ও সম্প্রসারণে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরও বলেন, ইসরায়েলি শাসকগোষ্ঠীর উসকানিমূলক ও অপকর্মমূলক কর্মকাণ্ড এই অঞ্চলে অশান্তি সৃষ্টি ও বিভাজন ঘটাতে পারে, তবে ইরান কখনোই এসব কর্মকাণ্ডকে সফল হতে দেবে না।

তিনি প্রতিবেশী দেশগুলোর মধ্যে সহযোগিতা ও সমঝোতার মাধ্যমে এই হুমকির মোকাবিলার ওপর গুরুত্বারোপ করেন।

তাখতে রাভানচি কাতারের গঠনমূলক ও ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন, যা আঞ্চলিক উত্তেজনা হ্রাস ও নিরাপত্তা সংকট প্রশমনে সহায়ক হিসেবে কাজ করছে।

মোহাম্মদ আল-খলিফিও ইরান ও কাতারের চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের কথা তুলে ধরে বলেন, আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন রয়েছে এবং তার দেশ এ বিষয়ে গঠনমূলক ভূমিকা রাখতে প্রস্তুত।

গত ১৩ জুন ভোরে ইসরায়েল বিনা উসকানিতে ইরানে বিমান হামলা চালালে এর পাল্টা জবাব দিতে শুরু করে তেহরান। এর মধ্যে যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু স্থাপনায় বিমান হামলা চালায়। এর জবাবে ইরান গত সোমবার (২৩ জুন) রাতে কাতারে থাকা যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ছোড়ে।

এটিকে কাতারের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে দোহা। অবশ্য কাতারেরই মধ্যস্থতায় শেষ পর্যন্ত ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাতে বিরতি হয়েছে বলে জানা গেছে।

Kazi Rafiqul Hasan
Editor

Address

Malgodam Area Jamalpur
Dhaka
O7008

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Mohadan UMB news 24 bd.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share