Manir Xpress

Manir Xpress "Taste the World, Travel the Dream, Laugh the Life! Were Every day is a New Adventure"

Works at Ministry of Railway

25/10/2025

প্রজ্ঞা হলো, কোন বিষয়গুলো উপেক্ষা করতে হবে তা শেখা
উইলিয়াম জেমস

23/10/2025

আপনি যত বেশি জেনুইন হবেন, জগতে তত বেশি পস্তাবেন।

আপনি যদি পড়াশোনায় একটু ভালো ও পারিবারিকভাবে দায়িত্ববান হন তাহলে পুরো পরিবার আপনার ওপর পাহাড়সমান এক্সপেকটেশন নিয়ে বসে থাকবে। এক্সপেকটেশন ফুলফিল করতে না পারলে আপনি দুনিয়ার সবচেয়ে ব্যর্থ মানুষ হিসেবে ভূষিত হবেন।

আপনি যদি কর্মক্ষেত্রে রেস্পন্সিবল হন, আপনার ওপর আরো কাজ চাপানো হবে। নিজের যোগ্যতায় যদি ভালো করেন বাকিদের চক্ষুশূল হবেন। দিনশেষে কর্মক্ষেত্র বা সহকর্মী কেউই আপনার আবদান মনে রাখবে না।

আপনি যদি ভালোমতো পড়াশোনা করে ভালো রেজাল্ট করেন তাহলে আপনি আতেল হিসেবে গণ্য হবেন৷ পরীক্ষায় নিজের মূল্যবান সময় নষ্ট করে আরেকজনকে না দেখানোর অপরাধে ভীষণ স্বার্থপর হিসেবে পরিচিতি পাবেন।

আপনি যদি রিলেশনশিপে অনেস্ট ও সিরিয়াস হন, তাহলে টেকেন ফর গ্র‍্যান্টেড হয়ে যাবেন। আপনার পার্টনার বুঝে যাবে সে যাই করুক না কেন, আপনি তাকে ক্ষমা করে দেবেন। আপনার ইমোশোনের বিশেষ কোন মূল্য তার কাছে থাকবে না।

কোথাও নিয়ম মেনে লাইন ধরে দাঁড়ালে দেখবেন আপনার সামনে কত মানুষ এসে ঢুকে গেছে। লেন মেনে গাড়ি চালালে দেখবেন রং ওয়েতে গাড়ি আপনার আগে চলে যাচ্ছে৷ এমন উদাহরণ সারাদিন ভুড়ি ভুড়ি দেয়া যাবে।

বেপরোয়া, দায়িত্বহীন, তেলবাজ, ফাঁকিবাজ, গলাবাজ, ডমিন্যান্ট, সুযোগ-সন্ধানী, অনিয়মানুবর্তী, কূটনা না হলে পদে পদে পিষ্ট হতে থাকবেন। যত বেশি জেনুইন হবেন, তত বেশি মানুষের দ্বারা ব্যবহৃত হবেন। যত বেশি ফেক আর কেয়ারলেস হবেন, তত বেশি উন্নতি করবেন। জেনুইন আপনি না পারবেন কিছু করতে, না পারবেন ওদের মত হতে। বারবার বিবেকের কাছে আটকে যাবেন। এটাই আপনার নিয়তি।

-Safayat Polok

23/10/2025
30/09/2025

🔻 এক বিশাল এতিম জনগোষ্ঠীর নাম – বাংলাদেশের তরুণ জনগোষ্ঠী।

🔻 চাকরি নাই, বিনিয়োগ নাই – কারো কোনো মাথাব্যথা নাই।

🔻 ৫০ বছরের মধ্যে তরুণরা আজ সবচেয়ে ভয়াবহ সময় পার করছে।

🔻 চাকরির বাজার চরমভাবে সংকুচিত।
নতুন চাকরি আসছে না, বরং প্রতিদিন চাকরি হারাচ্ছে মানুষ।

🔻 কিছু ধান্ধাবাজ, সুবিধাবাদী ছাড়া – দেশের আসল তরুণরা ভীষণ সংকটে।

🔻 অথচ এই ভয়ংকর বাস্তবতা নিয়ে কেউ কথা বলে না।

🔻 সবচেয়ে বেদনাদায়ক হলো – তরুণদের জন্য কোনো অভিভাবক নেই।

🔻 পুরো জাতির তরুণ জনগোষ্ঠী আজ অনাথের মতো পরিত্যক্ত।

🔻 এর চেয়ে বড় দুর্ভাগ্য আর কী হতে পারে?

27/09/2025

কখনোই ক্ষমতার সবটা প্রকাশ করোনা,
কারণ ক্ষমতা উজাড় করার দিনই শুরু হয় পতনের দিন।

27/09/2025

যে নিজেকে সম্পূর্ণ প্রকাশ করে, সে আসলে শূন্য হয়ে যায়।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Manir Xpress posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share