Polli Tour

Polli Tour Polli Tour combines agriculture with community-based tourism to connect farmers and consumers.

Through homestays, direct farm product sales, and eco-friendly practices, it ensures fair prices for farmers, supports rural livelihoods & cultural experiences

আজ ১০ই আশ্বিন ১৪৩২ বুধবার। শরৎকাল। প্রতিদিন একটি পরিবেশবান্ধব অভ্যাস দিন‌ - ৩মিনিপ্যাকের চক্করআমাদের সবকিছুই মিনি চর্চার...
24/09/2025

আজ ১০ই আশ্বিন ১৪৩২ বুধবার। শরৎকাল।
প্রতিদিন একটি পরিবেশবান্ধব অভ্যাস
দিন‌ - ৩

মিনিপ্যাকের চক্কর

আমাদের সবকিছুই মিনি চর্চার ভেতর ঢুকে গেছে। এই যেমন মিনিপ্যাক। শ্যাম্পুর মিনিপ্যাক, সাবানের মিনিপ্যাক, পেস্ট, মশলা, সস, কফি, মধু, চিনি…. এরকম আরো কত! কিন্তু কেন আমাদের মিনিপ্যাকের সুবিধার নামে একটা প্লাস্টিকের প্যাকেট দরকার হয়? মুহূর্তের ব্যবহার শেষে প্যাকেটটি কোথায় যায়? যখন এই সুবিধাটুকু ছিল না তখন আমরা কী করতাম? এখন যদি এই সুবিধাটুকু গ্রহণ না করি তাহলে কী হয়? মিনিপ্যাক কি জীবনরক্ষাকারী ওষুধ যাকে আমরা এড়িয়ে যেতে পারব না? অবশ্যই নয়। অবশ্যই আমরা মিনিপ্যাককে ‘না’ বলতে পারি পরিবেশবান্ধব জীবনযাপনের শিশু পদক্ষেপ হিসেবে। মিনিপ্যাক শ্যাম্পু, সাবান, পেস্ট মুহূর্তের সিদ্ধান্তেই জীবন থেকে বিতাড়িত করা যায়, মশলা, সস, কফি ইত্যাদি একটু চেষ্টাতে বর্জন সম্ভব। এবং বাদবাকি সবই। বদলটা বাইরে থেকে আমার জীবনের ভেতর ঢুকে পড়বে এমনটা না ভেবে উল্টোটা ভাবলেই হয়, আমার ভেতর থেকেই বদলটা বাইরে ছড়াবে। চলুন শুরু করি ছোট্ট বদল দিয়ে।

লিখেছেন: সাদিকা রুমন
অনুপ্রেরণা প্রাকৃত সমাজ
#প্রতিদিনএকটিপরিবেশবান্ধবঅভ্যাস #দিন_৩

০৯ ই আশ্বিন, ১৪৩২। সোম বার। শরৎকাল প্রতিদিন একটি করে পরিবেশবান্ধব অভ্যাস গড়ে তুলুন।  #প্রতিদিনএকটিপরিবেশবান্ধবঅভ্যাস ২য় ...
22/09/2025

০৯ ই আশ্বিন, ১৪৩২। সোম বার। শরৎকাল

প্রতিদিন একটি করে পরিবেশবান্ধব অভ্যাস গড়ে তুলুন।
#প্রতিদিনএকটিপরিবেশবান্ধবঅভ্যাস
২য় দিনঃ আসুন পলিথিন কে না বলি।

#কিভাবে?

আমি কি করি বলি তাহলে শুনুন, আমি বাজারে দুটি ব্যাগ নিয়ে যাই। একটাতে সবজি আর একটাতে মাছ-মাংস। দোকানী পলিথিনে ভরে সবজি দিতে চাইলে নিজের ব্যাগটা বাড়িয়ে দিয়ে বলি, এটাতে দিন। দোকানী তারপরও আপনাকে ভালোবেসে প্রতিটা সবজি কাঁচামরিচ আলাদা আলাদা পলিথিন ব্যাগে দিতে চাইলে হাসি মুখে বলি দরকার নেই রেখেদিন টাকা দিয়েই ত কিনতে হয়, আমার ব্যাগেই দিন।

অফিস থেকে ফেরার পথে, অনেকেই বাসার টুকিটাকি বাজার এর সাথে ফল -শাকসবজি কিনি। একটা পাতলা কাপড়ের ব্যাগ অফিসের ব্যাগের কোনায় রেখজে দেই। এবং ওটাতে করেই ভরে নিই।

ও মাছ -মাংসের জন্য চিন্তা করছেন ? তা থেকে ত রক্ত পানি পরে, কি করব? সহজ হিসেব মাছের ব্যাগের ভিতর নিচে বিছিয়ে একটা পুরনো খবরের কাগজ নিয়ে যাই তার উপর মাছ/মাংস নেই পলিথিন থেকে যেটুকু বিন্দু বিন্দু রক্তপানি পরে তাও পড়বে না।

আপনার! ব্যাগ নিতে আলসেমি লাগে? আমাদের মুহূর্তের আলসেমির খেসরাতে আপনার পরবর্তি প্রজন্ম ছেলে-মে নাতিনাতনি তারা এবং তাদের পরবর্তি প্রজন্ম কষ্ট পাবে, অসুস্থ হবে। আসুন পলিথিন কে না বলি, কৃষি জমি রক্ষা করি।
ছবি: Polli Tour
অনুপ্রেরনাঃ প্রাকৃত সমাজ

#দিন_২


#সামাজিক_কৃষি_পর্যটন

০৮ ই আশ্বিন, ১৪৩২। সোম বার। 'প্রতিদিন একটি পরিবেশবান্ধব অভ্যাস' শিরোনামে শুরু করছি আজ থেকে।দিন ১মন স্থির করিপরিবেশবান্ধব...
22/09/2025

০৮ ই আশ্বিন, ১৪৩২। সোম বার।

'প্রতিদিন একটি পরিবেশবান্ধব অভ্যাস' শিরোনামে শুরু করছি আজ থেকে।

দিন ১
মন স্থির করি
পরিবেশবান্ধব জীবনযাপন করতে চাইছি, কিছুটা হলেও। কিন্তু কেন? কী উদ্দেশ্য? কী লাভ?
এই প্রশ্নের উত্তরগুলো খানিকটা জড়ো করে নেয়া ভালো। প্রত্যেকের নিশ্চয়ই আলাদা উত্তর থাকবে। সেটাকে জুম করে একবার দেখে নেয়া ভালো। তাহলে পরবর্তীতে অনেক প্রশ্নের উত্তর দেয়া সহজ হবে। যেমন ধরা যাক একটা প্রশ্ন হতেই পারে, আট বিলিয়ন মানুষের ভেতর তুমি একলা কয়টা পলিথিন, কয়টা পানির বোতল, কয়টা সিঙ্গেল ইউজ প্লাস্টিককে 'না' বলবে? তাতে লাভ কী? আপনি সিদ্ধান্ত নিলেন আজ থেকে পরিবেশবান্ধব জীবনযাপনের চেষ্টা করবেন। তাহলে চলুন এই প্রশ্নের উত্তরটা নিজের ভেতর গুছিয়ে নিয়েই শুরু করা যাক!
ছবি: পল্লিট্যুর
লিখেছেন: সাদিকা রুমন

প্রাকৃত সমাজ এর পেজ থেকে নেওয়া।

22/09/2025

কোন ঋতুতে, কোন সময়ে, কোন খাবার খেলে প্রাকৃতিকভাভেই সুস্থ থাকা যায় জানেন কি?
https://www.facebook.com/share/v/1CSqjsRm9W/

Send a message to learn more

  of  Polli TourThe inspiration for working on community-based tourism came from a Spanish guest, Luis, who visited Bang...
16/09/2025

of Polli Tour

The inspiration for working on community-based tourism came from a Spanish guest, Luis, who visited Bangladesh after traveling to 73 countries. He shared that in most countries he stayed in community-based homestays. According to him, the reason hotel and resort rents in Bangladesh are abnormally high is the lack of proper community-based homestays. And the few that exist are almost negligible.

Later in 2016, with funding from the Tourism Board, we started a small CBT (Community-Based Tourism) project through Helal Bhai’s organization, but the initiative was very limited.

Insist - Inspiration and full support of Md Imrul Hasan Warsi Bhai in May 2018, I started a pilot project near Dhaka Dhaleshwari Camping & Kayaking . By Allah’s mercy, it ran very well, gained popularity among both tourists and locals, and successfully completed as a pilot initiative.

From this experience, we launched Polli Tour for the entire Bangladesh.

If Polli Tour’s plan is implemented, here’s what will happen:

🌺 Friendly relations will grow between tourists and local communities.
🌺 Tourists will enjoy authentic tourism at lower costs through homestays.
🌺 Tourism expenses in Bangladesh will decrease, attracting more foreign tourists.
🌺 Local residents will directly benefit.
🌺 Natural environment and ecosystem will be preserved.
🌺 Employment opportunities will be created at the local level.
🌺 A new era of agriculture and tourism: a profitable model for both farmers and tourists.
🌺 Sustainable income: farmers will earn extra from homestays and selling produce.
🌺 Local products will reach international markets through direct online booking and export.
🌺 Rural-urban bonds will be rebuilt; city people will reconnect with villages.
🌺 Social and economic inequality at the local level will be reduced.

Bangla Ghor at Bangladesh Urban Life

🌱 *পল্লী ট্যুর: কৃষি ও পর্যটনের এক নতুন দিগন্ত!* পল্লী ট্যুর শুধু একটি পর্যটন প্রতিষ্ঠান নয়, এটি একটি স্বপ্ন, একটি যাত্র...
13/09/2025

🌱 *পল্লী ট্যুর: কৃষি ও পর্যটনের এক নতুন দিগন্ত!* পল্লী ট্যুর শুধু একটি পর্যটন প্রতিষ্ঠান নয়, এটি একটি স্বপ্ন, একটি যাত্রা। এটি কৃষিপ্রধান জাতির কৃষকের পাশে দাঁড়ানো পর্যটনের গল্প, যেখানে আমরা কৃষকের সাথে পর্যটকের সরাসরি সংযুক্তির মাধ্যমে তার জীবন, তার পরিশ্রম, তার আশা-আকাঙ্ক্ষাকে ছুঁয়ে যেতে চাই। আমরা সবাই কোনো না কোনো সময় গ্রামে ছিলাম। কিন্তু সময়ের সাথে সাথে, জীবিকার তাগিদে, শহরকেন্দ্রিক ব্যস্ততায় আমরা আজ শহরে; বিশেষ করে ঢাকায়-সীমাবদ্ধ হয়ে গেছি। গ্রামের কৃষকরা রয়ে গেছে অভিভাবকহীন, কারণ যারা তাদের সাথে যুক্ত, তারা অনেকেই নিজস্ব স্বার্থে কাজ করে:

💰অর্থনৈতিক প্রতিষ্ঠান (সুদভিত্তিক ঋণ)
💰আড়ৎদার (দাদন দিয়ে কম দামে পণ্য নেওয়া)
☢️পেস্টিসাইড কোম্পানি (কিটনাশক ব্যবহারে উৎসাহিত করা) অন্যদিকে পর্যটক যখন কোন পর্যটন স্পটে যায় তখন তারা গিয়ে বানিজ্যিক হোটেল, মোটেল, রিসোর্টে উঠি। সেখানেই আমরা নিয়মিত খাবার দাবার খাই। অল্প কিছু লোকাল খাবার পাওয়াগেলেও তার মূল্য থাকে অনেক বেশি। আর স্থানীয় শিল্প সংস্কৃতি, পোশাক, হস্তশিল্প এইসকল অধিকাংশ সময় ই থাকে অব্যাবস্থাপনা, অল্প বিস্তর পাওয়াগেলেও মূল্য থাকে অনেক বেশি। আর সব থেকে বড় সমস্যা এইসকল হোটেল রিসোর্ট স্থাপন করতে গাছ,বন, পাহাড় কেটে কৃষি জমি নষ্ট করে করা হয়, এতে প্রাকৃতিক পরিবেশ বিনষ্টহয় সেই সাথে কখনো কি আমরা, শহরের মানুষ, কোনো পরিবেশবান্ধব বা সামাজিক সংগঠন থেকে গিয়ে তাদের বলেছি রাসায়নিকের ক্ষতি কী, বিকল্প কী, কীভাবে টেকসই চাষ সম্ভব? না, কখনো বলিনি।

🔶 *আমাদের পরিকল্পনাঃ*

আমরা চাই প্রতিটি ট্যুরিস্ট স্পট বা কৃষিপণ্য-বিখ্যাত অঞ্চলেঃ

✅ হোমস্টে তৈরি করাঃ স্থানীয় কমিউনিটির ঘরে পর্যটকরা থেকে গ্রামীণ জীবন, খাবার, সংস্কৃতি উপভোগ করবে
✅ কৃষি পণ্য সরাসরি বিক্রির ব্যবস্থা করাঃ কৃষক নিজের উৎপাদিত পণ্য অনলাইনে বুকিংয়ের মাধ্যমে বিক্রি করবে, প্রয়োজনে বিদেশেও রপ্তানি করবে
✅ দীর্ঘমেয়াদি সংরক্ষণ ব্যবস্থা গড়ে তোলাঃ পেঁয়াজ, আলু, রসুন, আদা, হলুদ, মরিচ ইত্যাদির সঠিক সংরক্ষণ হবে, ফলে হঠাৎ সংকট হবে না।

🌟 *আমাদের মিশনঃ*
🔸 কৃষকের পাশে দাঁড়ানোঃ তাদের উৎপাদনের সঠিক মূল্য নিশ্চিত করা।
🔸 সরাসরি কৃষক-ভোক্তা সংযোগঃ সিন্ডিকেট ভাঙা, মধ্যস্বত্বভোগী দূর করা।
🔸 রাসায়নিকমুক্ত কৃষির দিকে এগোনোঃ কৃষককে সচেতন করা, বিকল্প ব্যবস্থা শেখানো।
🔸 হোমস্টের মাধ্যমে বাড়তি আয়ের সুযোগঃ কৃষকের পরিবারও উপকৃত হবে।

🌿 *আমাদের ভিশনঃ*
🌺 কৃষি ও পর্যটনের নতুন যুগের সূচনাঃ কৃষক ও পর্যটক উভয়ের জন্য লাভজনক মডেল।
🌺 টেকসই আয়ের উৎসঃ কৃষক হোমস্টে আর কৃষি পণ্য বিক্রির মাধ্যমে অতিরিক্ত আয় করবে।
🌺 দেশী পণ্যের আন্তর্জাতিক বাজারে প্রবেশঃ সরাসরি অনলাইন বুকিং ও বিদেশে রপ্তানি।
🌺 গ্রাম-শহরের সেতুবন্ধনঃ শহুরে মানুষ আবার গ্রামকে জানবে, বুঝবে, পাশে দাঁড়াবে।

✨ *আমরা কীভাবে কাজ করব?*
🔹 হোমস্টে গড়ে তোলা
🔹 স্থানীয় খাবার, পোশাক, হস্তশিল্প, সংস্কৃতি সরাসরি পর্যটকের কাছে পৌঁছানো
🔹 কৃষকের নিজস্ব পণ্যের দাম নির্ধারণের ক্ষমতা দেওয়া
🔹 রাসায়নিকের ক্ষতিকর দিক বোঝানো এবং বিকল্প ব্যবস্থা নেওয়া
🔹 কৃষক-ভোক্তার মধ্যে সরাসরি লেনদেনের পথ তৈরি করা

✅ *আমাদের লক্ষ্য*
✔️ সিন্ডিকেট ভাঙা
✔️ কৃষকের ন্যায্য দাম নিশ্চিত করা
✔️ পর্যটনের নতুন মাত্রা যোগ করা
✔️ রাসায়নিকমুক্ত, টেকসই কৃষি গড়ে তোলা
✔️ গ্রাম ও শহরের মধ্যে নতুন সম্পর্ক তৈরি করা

🏆পরিকল্পনা বাস্তবায়িত হলে_কি হবেন:

🌺 পর্যটিক ও স্থানীয় জনসাধারনের সাথে বন্ধুত্বপূর্ন সম্পর্ক স্থাপন হবে।
🌺 পর্যটকরা হোমস্টের মাধ্যমে অনেক কম খরচে ঘুরতে ও সত্যিকারের ট্যুরিজম উপভোগ করতে পারবে।
🌺 আশেপাশের দেশর মত আমাদের দেশের পর্যটন খরচ ও কমে যাবে তাতে বিদেশি পর্যটকের সংখ্যা বারবে।
🌺 স্থানীয় জনবসতি সরাসরি উপকৃত হবে।
🌺 প্রাকৃতিক পরিবেশ ও প্রতিবেশ সুরক্ষা হবে।
🌺স্থানীয় পর্যায় কর্মসংস্থান এর ব্যাবস্থা হবে।
🌺 কৃষি ও পর্যটনের নতুন যুগের সূচনাঃ কৃষক ও পর্যটক উভয়ের জন্য লাভজনক মডেল।
🌺 টেকসই আয়ের উৎসঃ কৃষক হোমস্টে আর কৃষি পণ্য বিক্রির মাধ্যমে অতিরিক্ত আয় করবে।
🌺 দেশী পণ্যের আন্তর্জাতিক বাজারে প্রবেশঃ সরাসরি অনলাইন বুকিং ও বিদেশে রপ্তানি।
🌺 গ্রাম-শহরের সেতুবন্ধনঃ শহুরে মানুষ আবার গ্রামকে জানবে, বুঝবে, পাশে দাঁড়াবে।
🌺স্থানীয় পর্যায় কুশিক্ষা ও সামাজিক-অর্থনৈতিক বৈষম্য দূর হবে।

With Mujahidul Islam Jahid – I just got recognized as one of their top fans! 🎉
27/08/2025

With Mujahidul Islam Jahid – I just got recognized as one of their top fans! 🎉

Good morning....
23/08/2025

Good morning....

🌱 *পল্লী ট্যুর: কৃষি ও পর্যটনের এক নতুন দিগন্ত!* পল্লী ট্যুর শুধু একটি পর্যটন প্রতিষ্ঠান নয়, এটি একটি স্বপ্ন, একটি যাত্র...
18/06/2025

🌱 *পল্লী ট্যুর: কৃষি ও পর্যটনের এক নতুন দিগন্ত!*

পল্লী ট্যুর শুধু একটি পর্যটন প্রতিষ্ঠান নয়, এটি একটি স্বপ্ন, একটি যাত্রা।
এটি কৃষিপ্রধান জাতির কৃষকের পাশে দাঁড়ানো পর্যটনের গল্প, যেখানে আমরা কৃষকের সাথে পর্যটকের সরাসরি সংযুক্তির মাধ্যমে তার জীবন, তার পরিশ্রম, তার আশা-আকাঙ্ক্ষাকে ছুঁয়ে যেতে চাই।

বিস্তারিত জানতে:
Jayed Khan Khaled
01782 678 454, 0167 090 2442
উষ্ণঅভ্যর্থনা
Polli Tour
WhatsApp : 01782-678454
E-mail: [email protected]
Website : https://pollitour.com

12/06/2025

আসসালামু আলাইকুম।
সুপ্রভাত
আপনি যদি আমের রাজ্যে একদিন ট্যুরে যেতে চান, তাহলে আজই ভ্রমণ নিশ্চিত করুন।

এর জন্য ১০২০ বিকাশ করে আপনার ভ্রমন নিশ্চিত করুন।
Send money
BKash no: 01782678454
Nagod no :01782678454

বিস্তারিত জানতে:
Jayed Khan Khaled
০১৭৮২ ৬৭৮ ৪৫৪, ০১৬৭ ০৯০ ২৪৪২

উষ্ণঅভ্যর্থনা
Polli Tour
মোবাইল: +88 01782678454।
ফ্ল্যাট #2/B, হাউস নং #৪, রোড #৭
জনতা হাউজিং সোসাইটি লিমিটেড, আগারগাঁও,
শেরে বাংলা নগর, ঢাকা-১২০৭
ই-মেইল: [email protected]

গ্রামীণ সৌন্দর্য ও ঈদের আন্তরিক শুভেচ্ছা নিয়ে পল্লী টুরের পক্ষ থেকে ঈদ মুবারাক! 🌙✨
07/06/2025

গ্রামীণ সৌন্দর্য ও ঈদের আন্তরিক শুভেচ্ছা নিয়ে পল্লী টুরের পক্ষ থেকে ঈদ মুবারাক! 🌙✨

03/06/2025

0 Followers, 4 Following, 0 Posts - See Instagram photos and videos from Polli Tour ()

Address

House# 4 Road Number 7, Janata Housing Society Ltd, Agargaon, Sher-E/Bangla Nagor
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when Polli Tour posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Polli Tour:

Share