30/08/2025
এই ছবিতে দুইটা মেয়ে....একটা আমার মেয়ে আরেকটা আমার শশুরের মেয়ে....একজনের বাপ বেচে আছে.. আরেকজনের বাবা মারা গেছেন অনেক বছর হলো...
আমার মেয়ের ইলিশ মাছের ডিম খুব পছন্দ, তাই টেবিলে একসাথে খেতে বসলেই সবার আগে ইলিশের ডিমটা আমার মেয়ের প্লেটে তুলে দেই.... আচ্ছা এবার বলুন তো আমার ওয়াইফ যিনি আমার শ্বশুরের ছোট মেয়ে, তার তো বাবা বেঁচে নেই তাহলে তার যা খেতে পছন্দ সেটা তার প্লেটে কে তুলে দেবে?? আর স্বভাবতই আমাদের বাঙালি বেশিরভাগ বউয়েরা বিয়ের পর তাদের পছন্দের খাবারের কথা তো দূরের কথা নিজেদের ভালো লাগা মন্দ লাগার কথাগুলো বলতেই ভীষণ সংকোচ বোধ করে..এটা আমি আমার মায়ের ক্ষেত্রেও দেখেছি!
তা যাই হোক আমাদের সম্পর্কের বেশ কয়েক বছর পর আমি বুঝতে পারি আমার ওয়াইফ মুরগির লেগ পিস খেতে পছন্দ করে...এই অভ্যাসটা ওর ছোটবেলার.. কিন্তু এটা আমার ব্যর্থতা যে এটা বুঝতে আমার অনেক দেরি হয়েছে.... অথচ বিয়ের পর বছরের পর বছর ধরে স্বামীর প্লেটে সবার আগে সে মুরগির রানটা তুলে দিয়েছে..
সত্যি কথা বলতে, এখন বাসায় মুরগি রান্না হলে কিংবা কোন দাওয়াতে গেলে, আমি ঐ রান টা যখন ওর প্লেটে নিজের হাতে তুলে দেই আমার তখন একটা অদ্ভুত ভালো লাগা কাজ করে...
ভাইরে, এতো কথার শেষ কথা হইলো, প্রেম করেন আর বিয়া করেন আপনি যার দায়িত্ব নিবেন, তারে ভালো রাখার
সবটুকু দায়িত্ব নিয়েন... মানুষ ডাল ভাত খাইয়াও বছরের পর বছর সুখী থাকতে পারে, যদি সাথের মানুষটা তারে কইলজায় আঁকড়ায় রাখতে পারে....❣️
©RJ UDAY