
02/09/2025
সংসার, বাচ্চা সামলানো এগুলো নিয়ে দিন পার হয়ে যায়।
জীবনে কিছু করার অনেক ইচ্ছে থাকার পরও সব সামলিয়ে আর হয়ে উঠে না।
সব সময় নিজের ভাবনায় থাকে আমার কিছু একটা করা দরকার। সেই শখ থেকেই পেজটা খোলা।
আগে ভাবতাম পেজে কাজ করা অনেক সহজ। কিন্তু ভয়েজ না দিয়ে,চেহারা না দেখিয়ে কাজ করা অনেক কঠীন।এই কয়েক মাসে কতবার হতাশ হলাম।আর কাজ করবো না ভাবলাম। সত্যি এই পাওয়াটা অনেক কিছু আমার জন্য।
সব সামলিয়ে নিজের সামান্য তম অবসর টাইমটাকে কাজে লাগিয়ে এইটুকুন অর্জন।
আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য।
゚