আসল পাবলিক দল -আপদ

আসল পাবলিক দল -আপদ জনকল্যাণ আমাদের মুল লক্ষ্য

06/10/2025
★আমেরিকায় বিবাহ─নিমন্ত্রিত: ১০০ জন।বিয়ের অনুষ্ঠানে চার্চে উপস্থিত: ৮০ জন।রিসেপশানে ভোজে উপস্থিত: ৭০ জন।গিফট নিয়ে এসেছে: ...
06/10/2025

★আমেরিকায় বিবাহ─
নিমন্ত্রিত: ১০০ জন।
বিয়ের অনুষ্ঠানে চার্চে উপস্থিত: ৮০ জন।
রিসেপশানে ভোজে উপস্থিত: ৭০ জন।
গিফট নিয়ে এসেছে: ৬৫ জন।
অনুষ্ঠানে চুরি যাওয়া দ্রব্য: ০।

★ইংল্যান্ডে বিবাহ─
নিমন্ত্রিত: ৫০ জন।
বিয়ের অনুষ্ঠানে চার্চে উপস্থিত: ৫০ জন।
রিসেপশানের ভোজে উপস্থিত: ৪৮ জন।
গিফট নিয়ে এসেছে: ৪৮ জন।
অনুষ্ঠানে চুরি যাওয়া দ্রব্য: ০।

★★বাংলাদেশে বিবাহ─
নিমন্ত্রিত: ৫০০ জন।
বিয়ের অনুষ্ঠান দেখতে উপস্থিত: ১৬ জন।
আর বাকি সবাই খাবারের টেবিলে উপস্থিত: ১০৮২ জন।
গিফট নিয়ে এসেছে: ১২ জন।
খাম নিয়ে এসেছে: ১১ জন। তার মধ্যে ২ টা ফাকা। আর বাকি ৫ টায় লেখা আল্লাহ বরকত দান করুক৷
😁গলা পর্যন্ত খেয়েছে: ৫০০ জন।
মোটামুটি খেতে পেয়ে রেগে আছে: ৩০০ জন।
খেয়েও খায়নি বলছে: ১০০ জন।
খেতে না-পেয়ে মারামারি লাগিয়ে দিয়েছে: ১৮২ জন।
খাবারের বদনাম করছে: ১০৮২ জন।
অনুষ্ঠান থেকে চু'রি গেছে: ১৯টি মোবাইলফোন, ৫১টি চামচ, ১২টি থালা, ৬টি নুনদানি, একজন ফটোগ্রাফারের ক্যামেরাটা, ২জন ধনী অতিথি, একজনের গার্লফ্রেন্ড।
ভেঙে আছে: ৫০টি চেয়ার, ১৩টি টেবিল।
ছিঁড়ে আছে: তেরপালের তিন দিক।
অ্যাম্ব্যুলেন্সে তোলা হচ্ছে: গার্লফ্রেন্ডের না'ক'ফা'টা এক্স-বয়ফ্রেন্ড ও ঠ্যা'ঙ'ভা'ঙা.!
এবং, সদ্যশ্বশুরকে চ্যাং'দো'লা করে পাশের পুকুরে চু'বা'তে নিয়ে যাচ্ছে সদ্যজামাই।

এটা কি আপু? এটা দিয়া কেক বানাও নাকি?এই জন্যই ত আপুর কেক এর এতো কাস্টমার🤪🤪
06/10/2025

এটা কি আপু? এটা দিয়া কেক বানাও নাকি?
এই জন্যই ত আপুর কেক এর এতো কাস্টমার🤪🤪

হে আল্লাহ হেফাজত করুন গাজাগামী ত্রাণবহরের কয়েকটি জাহাজ জব্দ করেছে ইসরায়েল; আটক করা হয়ছে স্বেচ্ছাসেবীদের
01/10/2025

হে আল্লাহ হেফাজত করুন
গাজাগামী ত্রাণবহরের কয়েকটি জাহাজ জব্দ করেছে ইসরায়েল; আটক করা হয়ছে স্বেচ্ছাসেবীদের

আখতারকে আজকে সার্বিকভাবে যিনি নিরাপত্তা দিয়ে সাহায্য করেছেন তিনি হলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিবির...
23/09/2025

আখতারকে আজকে সার্বিকভাবে যিনি নিরাপত্তা দিয়ে সাহায্য করেছেন তিনি হলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিবিরের সাবেক নেতা Maruf Rahman ভাই।

তার লাইফের উপর দিয়ে হাসিনা কতটা বর্বরতা চালিয়েছিল:
# বিভিন্ন সময়ে (২০১০-২০২০) খুন, বিস্ফোরক, ভাংচুর সহ ১০ এর অধিক মামলার আসামী হওয়া।
# প্রায় ৩ বছর আত্নগোপনে থাকা।
# ৩ বার গ্রেফতার হয়ে জামিন নিয়ে জেল থেকে বেরিয়ে আসা।
# লীগের হামলায় ব্যবসা ক্ষতিগ্রস্ত হওয়া।

আর এদিকে এই শিবির কে শিশু পার্টি ও টেম্পুস্ট্যান্ড বাহিনী গুপ্ত বলে, লীগের লুঙ্গির তলে বলে।। কতটা নির্লজ্জ শিশু পার্টি ও টেম্পুস্ট্যান্ড বাহিনী!!!
আচ্ছা ঐদেশে কি বিএনপি বা ছাত্রদলের কেউ ছিলো না তাদের নেতাদের প্রটোকল দিতে।।।

যে স্ত্রী স্বামীর দুঃসময় ছেড়ে যায়, সে কখনোই সুখের সময়ের যোগ্য নয়– কষ্টে যে পাশে থাকে না, আনন্দে সে কেবল অভিনয় করে।ভালোবা...
22/09/2025

যে স্ত্রী স্বামীর দুঃসময় ছেড়ে যায়, সে কখনোই সুখের সময়ের যোগ্য নয়

– কষ্টে যে পাশে থাকে না, আনন্দে সে কেবল অভিনয় করে।

ভালোবাসা শুধু সুখে ভাগাভাগি করার নাম নয়।
ভালোবাসা মানে দুঃখ, কষ্ট আর অভাবের সময়েও একসাথে দাঁড়িয়ে থাকা।

👉 সুখের দিনে স্বামীর সাথে থাকা খুব সহজ।
কারণ তখন আছে টাকা, আরাম আর সম্মান।
কিন্তু যখন সেই সবকিছু ভেঙে পড়ে, তখনই বোঝা যায় স্ত্রী আসলে সঙ্গী নাকি দর্শক।

যে স্ত্রী স্বামীর দুঃসময় ছেড়ে যায়, সে শুধু স্বামীকে নয়, নিজেকেও ছোট করে।
কারণ—

কষ্টে না থাকা মানে ভালোবাসার মিথ্যা প্রমাণ দেওয়া।

অভাবের সময় ছেড়ে যাওয়া মানে স্বামীকে একা যুদ্ধ করতে বাধ্য করা।

এই বিশ্বাসঘাতকতার দাগ কোনোদিনও মুছে যায় না।

💡 মনে রাখবেন—
দুঃসময় হলো সম্পর্কের আসল পরীক্ষা।
👉 যে স্ত্রী সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়, সাফল্যের দিনগুলোতে সে স্বামীর চোখে হয়ে ওঠে রানি।
👉 আর যে স্ত্রী দুঃখে পালিয়ে যায়, সুখের সময় তার অভিনয়ও আর বিশ্বাসযোগ্য হয় না।

আজ প্রশ্ন করুন নিজেকে—
👉 আমি কি শুধু সুখে ভাগ নিতে চাই?
নাকি স্বামীর প্রতিটি কষ্টে-দুঃখে তার আসল সঙ্গী হয়ে থাকতে চাই?

#দাম্পত্যজীবন #ভালোবাসা #দুঃসময়েপরীক্ষা #পরিবারেরমূল্য

সারাদেশের মানুষ এই সবজিকে শিম নামে জানে।তবে এটা নিয়ে একবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক চাচার কাছ থেকে হাসাহাসির কথায় শুনতে হল...
22/09/2025

সারাদেশের মানুষ এই সবজিকে শিম নামে জানে।তবে এটা নিয়ে একবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক চাচার কাছ থেকে হাসাহাসির কথায় শুনতে হল।উনি চট্টগ্রামে কাজ করার সময় এর চাটগাঁইয়া রূপ জানতেন।চাটগাঁইয়ারা এই শীতকালীন সবজিকে বলে...

প্রায় দুই লাখ টাকার বিল হয়ে গেল ২৬০০ টাকা।এই ভদ্রমহিলার মাত্র দুইটা লাইট এবং দুইটা ফ্যানের এক মাসের বিদ্যুৎ বিল এসেছিল...
22/09/2025

প্রায় দুই লাখ টাকার বিল হয়ে গেল ২৬০০ টাকা।
এই ভদ্রমহিলার মাত্র দুইটা লাইট এবং দুইটা ফ্যানের এক মাসের বিদ্যুৎ বিল এসেছিল ১ লাখ ৬৭ হাজার টাকার উপরে। বিদ্যুৎ অফিসে যোগাযোগ করলে তারা বলে কমিয়ে ৮০ হাজার টাকা করে দিবে। পরবর্তীতে dbc news এর মাধ্যমে সংবাদ প্রকাশ করা হলে রাতারাতি এই বিল নেমে আসে 2600 টাকায়। এখন কথা হচ্ছে বিদ্যুৎ অফিস কি এখানে লস দিয়ে এই মহিলার বিল কমিয়েছে। না তা কখনোই নয়। বিল ২৬০০ টাকাই এসেছিল কিন্তু তাদের ভুল বা প্রতারণার কারণে লাখ টাকার উপরে লেখা হয়েছে। বিদ্যুৎ অফিসের ভাইদের বিনীতভাবে অনুরোধ করবো আপনারা আরো সচেতন হোন কাজের প্রতি আরো মনোযোগ দেন। শুধুমাত্র বিদ্যুৎ অফিস নয়, আমাদের প্রত্যেকটি সেক্টরেই নিজ নিজ দায়িত্ববোধের জায়গা থেকে আরো সতর্ক হওয়া প্রয়োজন। ধন্যবাদ

অনেকদিন ধরে দেশের বাইরে অ'ব'স্থা'ন করছে রুবায়েত ফাতেমা তনি। অনেক বার গুনজন উঠেছে দেশের বাইরে কারো স'ঙ্গে স/ম্প/র্কে আছে ...
22/09/2025

অনেকদিন ধরে দেশের বাইরে অ'ব'স্থা'ন করছে রুবায়েত ফাতেমা তনি। অনেক বার গুনজন উঠেছে দেশের বাইরে কারো স'ঙ্গে স/ম্প/র্কে আছে তনি।এবার সত্যি পাওয়া গেল তার আবাস।তনি এক অচেনা ব্য'ক্তির স'ঙ্গে বেশ কিছু ছবি আ'পলোড করেছেন যার ক্যা'পশনে লিখেছেন। আমার দেখা সবচেয়ে অসাধারণ মানুষ। এটা দেখে নে/টি'জনরা ধ/রে নিয়েছে হয়তো তনি এই লোকের প্রে'মে পড়েছেন।

নব্বই দশকের বৌ সাজ❤🎀 যা সময়ের সাথে হারিয়ে যাচ্ছে,,,💝💘
22/09/2025

নব্বই দশকের বৌ সাজ❤🎀
যা সময়ের সাথে হারিয়ে যাচ্ছে,,,💝💘

22/09/2025

টংগীতে কেমিক্যাল গুডাউনে আ*গু*ন নির্বাপণ করতে গিয়ে ইন্সপেক্টর জান্নাতুল নাঈম ও তিনজন ফায়ার ফাইটার অ*গ্নি*দ*গ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় আছে। সবাই তাদের জন্য দোয়া করবেন। #ভাইরালভিডিওシ

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when আসল পাবলিক দল -আপদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share