27/06/2025
🕋 জন্ম থেকে মৃত্যু — এটিই তো মানবজীবনের সফর… 🌱
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
এই ভিডিওটি একটি জীবনের বাস্তব প্রতিচ্ছবি।
একটি মানুষের শৈশব থেকে শুরু করে যৌবন, বিবাহ, সংসার, নাতিপুতিদের মুখ দেখা, অতঃপর বার্ধক্য ও মৃত্যুবরণ—
এই সব কিছু যেন এক মুঠো ধূলোর মতো ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়…
📖 আল্লাহ তাআলা বলেন:
اللَّهُ الَّذِي خَلَقَكُم مِّن ضَعْفٍ ثُمَّ جَعَلَ مِنۢ بَعْدِ ضَعْفٍ قُوَّةً ثُمَّ جَعَلَ مِنۢ بَعْدِ قُوَّةٍ ضَعْفًا وَشَيْبَةً ۚ يَخْلُقُ مَا يَشَآءُ ۖ وَهُوَ الْعَلِيمُ الْقَدِيرُ
(সূরা রূম, ৩০:৫৪)
অর্থ:
আল্লাহই তোমাদের সৃষ্টি করেছেন দুর্বল অবস্থা থেকে,
তারপর দুর্বলতার পর দিয়েছেন শক্তি,
আর শক্তির পর দিয়েছেন দুর্বলতা ও বার্ধক্য।
তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন। তিনি সব কিছু জানেন, সবকিছুর ওপর ক্ষমতাবান।
🌍 আমরা অনেকেই দুনিয়ার চাহিদা অনুযায়ী জীবন গঠন করি—
লোক দেখানো বিয়ে, নাম-কাম-দাম, অর্থের দৌড়, মানুষের বাহবা পাওয়ার চেষ্টা...
কিন্তু শেষত: আমাদের গন্তব্য তো সেই একটাই—
قَبْر (কবর), আর তার পরের চিরন্তন জবাবদিহি।
🎥 এই ভিডিওটি আমাদের স্মরণ করিয়ে দেয়:
জীবনের প্রতিটি ধাপ অতি সংক্ষিপ্ত, ক্ষণিকের খেলা।
যে কেউ আজ আছে, কাল নেই।
একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে,
সাথে যাবে না অর্থ, খ্যাতি, বিলাসিতা—
সাথে যাবে শুধুই আমল।
🕊️ আসুন, জীবনের প্রকৃত উদ্দেশ্যকে বুঝি।
কেবল দুনিয়া নয়, বরং আখিরাতের প্রস্তুতি হোক আমাদের চিন্তা।
কবরের অন্ধকারে আলো জ্বালাবে কেবল আমাদের সৎ আমল।
---
🔖 ভিডিওটি দেখে যদি হৃদয়ে একটু কাঁপন লাগে, তাহলে শেয়ার করে অন্যকেও ভাবতে শেখান।
আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দিন এবং হায়াতের প্রতিটি মুহূর্তকে কবুল আমলে পরিণত করার তাওফিক দান করুন। আমিন।
#জীবনের_বাস্তবতা
#জন্ম_থেকে_মৃত্যু
#কুরআনের_দৃষ্টিতে_মানবজীবন
#ইসলামিকভিডিও
োক_সঙ্গী
#জীবনের_গভীর_মেসেজ