Hafiz Qari Shah Waliullah

Hafiz Qari Shah Waliullah Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Hafiz Qari Shah Waliullah, Social Media Agency, Dhaka.

✨ আল-কুরআনের পবিত্র নূরে পথ চলা, হৃদয় নির্মল করা,
নেক আমল ও সৎকর্মের মাধ্যমে জীবনের সার্থকতা খোঁজা—
এই দাওয়াত ও নাসিহত নিয়ে আমরা যাত্রা করি।

🌿 আমাদের উদ্দেশ্য:
সকলের জন্য শান্তি, ইমানের উজ্জ্বলতা,
এবং আল্লাহর রহমতে রূহানিয়াতের আলো ছড়ানো।

10/07/2025

সাপ্তাহিক সবিনা

01/07/2025
01/07/2025

আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন আমীন

মাশাআল্লাহ 🥰🤲
27/06/2025

মাশাআল্লাহ 🥰🤲

27/06/2025

🕋 জন্ম থেকে মৃত্যু — এটিই তো মানবজীবনের সফর… 🌱
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

এই ভিডিওটি একটি জীবনের বাস্তব প্রতিচ্ছবি।
একটি মানুষের শৈশব থেকে শুরু করে যৌবন, বিবাহ, সংসার, নাতিপুতিদের মুখ দেখা, অতঃপর বার্ধক্য ও মৃত্যুবরণ—
এই সব কিছু যেন এক মুঠো ধূলোর মতো ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়…

📖 আল্লাহ তাআলা বলেন:

اللَّهُ الَّذِي خَلَقَكُم مِّن ضَعْفٍ ثُمَّ جَعَلَ مِنۢ بَعْدِ ضَعْفٍ قُوَّةً ثُمَّ جَعَلَ مِنۢ بَعْدِ قُوَّةٍ ضَعْفًا وَشَيْبَةً ۚ يَخْلُقُ مَا يَشَآءُ ۖ وَهُوَ الْعَلِيمُ الْقَدِيرُ
(সূরা রূম, ৩০:৫৪)

অর্থ:
আল্লাহই তোমাদের সৃষ্টি করেছেন দুর্বল অবস্থা থেকে,
তারপর দুর্বলতার পর দিয়েছেন শক্তি,
আর শক্তির পর দিয়েছেন দুর্বলতা ও বার্ধক্য।
তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন। তিনি সব কিছু জানেন, সবকিছুর ওপর ক্ষমতাবান।

🌍 আমরা অনেকেই দুনিয়ার চাহিদা অনুযায়ী জীবন গঠন করি—
লোক দেখানো বিয়ে, নাম-কাম-দাম, অর্থের দৌড়, মানুষের বাহবা পাওয়ার চেষ্টা...
কিন্তু শেষত: আমাদের গন্তব্য তো সেই একটাই—
قَبْر (কবর), আর তার পরের চিরন্তন জবাবদিহি।

🎥 এই ভিডিওটি আমাদের স্মরণ করিয়ে দেয়:
জীবনের প্রতিটি ধাপ অতি সংক্ষিপ্ত, ক্ষণিকের খেলা।
যে কেউ আজ আছে, কাল নেই।
একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে,
সাথে যাবে না অর্থ, খ্যাতি, বিলাসিতা—
সাথে যাবে শুধুই আমল।

🕊️ আসুন, জীবনের প্রকৃত উদ্দেশ্যকে বুঝি।
কেবল দুনিয়া নয়, বরং আখিরাতের প্রস্তুতি হোক আমাদের চিন্তা।
কবরের অন্ধকারে আলো জ্বালাবে কেবল আমাদের সৎ আমল।

---

🔖 ভিডিওটি দেখে যদি হৃদয়ে একটু কাঁপন লাগে, তাহলে শেয়ার করে অন্যকেও ভাবতে শেখান।
আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দিন এবং হায়াতের প্রতিটি মুহূর্তকে কবুল আমলে পরিণত করার তাওফিক দান করুন। আমিন।

#জীবনের_বাস্তবতা
#জন্ম_থেকে_মৃত্যু
#কুরআনের_দৃষ্টিতে_মানবজীবন







#ইসলামিকভিডিও
োক_সঙ্গী
#জীবনের_গভীর_মেসেজ

27/06/2025

📖 কুরআনের ধ্বনি, হৃদয়ের জাগরণ...
নিয়মিত তেলাওয়াত, প্রতিযোগিতা, সেমিনার ও হিফজ জলসায় গড়ে উঠছে এক প্রজন্ম—
যারা কুরআনের আলোয় আলোকিত, শৃঙ্খলায় সুশোভিত,
ওস্তাদদের তত্ত্বাবধানে পরিপূর্ণ ইসলামি শিক্ষায় গড়ে উঠছে ভবিষ্যতের উম্মাহ।

🕌 একটি মাদ্রাসা — যেখানে শুধু পড়া নয়,
🔹আদব আছে,
🔹আখলাক আছে,
🔹আদর্শ গড়ার পথ আছে।

🎤 এই ভিডিওতে দেখুন — ছাত্রদের কুরআন তেলাওয়াত, প্রতিযোগিতার মুহূর্ত, সুশৃঙ্খল পরিবেশ ও প্রাণবন্ত ইসলামি চেতনার এক ঝলক।

🕋 আমাদের লক্ষ্য— কুরআনের সৈনিক গড়ে তোলা।


#হিফজ_জলসা


#মাদ্রাসার_শৃঙ্খলা



23/06/2025

ছাত্রদের নামাজের তেলাওয়া 🫀🥀🎧

Address

Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Hafiz Qari Shah Waliullah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share