Hafiz Qari Shah Waliullah

Hafiz Qari Shah Waliullah Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Hafiz Qari Shah Waliullah, Social Media Agency, Dhaka, Dhaka.

✨ আল-কুরআনের পবিত্র নূরে পথ চলা, হৃদয় নির্মল করা,
নেক আমল ও সৎকর্মের মাধ্যমে জীবনের সার্থকতা খোঁজা—
এই দাওয়াত ও নাসিহত নিয়ে আমরা যাত্রা করি।

🌿 আমাদের উদ্দেশ্য:
সকলের জন্য শান্তি, ইমানের উজ্জ্বলতা,
এবং আল্লাহর রহমতে রূহানিয়াতের আলো ছড়ানো।

**এটা শুধু একটি ছবি নয়,বরং এক আলোকিত হৃদয়ের সাথে হৃদয়ের মিলনের মুহূর্ত…একজন দীনদার ওস্তাদের সামনে দাঁড়িয়ে যেন নিজেই...
26/07/2025

**এটা শুধু একটি ছবি নয়,
বরং এক আলোকিত হৃদয়ের সাথে হৃদয়ের মিলনের মুহূর্ত…
একজন দীনদার ওস্তাদের সামনে দাঁড়িয়ে যেন নিজেই দীনের পথে এক কদম এগিয়ে গেলাম।
এই সাক্ষাৎ, এই সান্নিধ্য—আল্লাহর এক নিঃসন্দেহ বরকতময় আয়োজন।
জেলার আলো, আমার চোখে দীনের আলো হয়ে জ্বলে উঠলো তাঁর হাতে ধরা প্রদীপ থেকে।*

الحمد لله ثم الحمد لله
এলেমের প্রদীপ জ্বালানোর জন্য এক থেকে নিয়ে গিয়েছিলাম ওস্তাদের কাছে আমার চোখে দেখা একজন বিরল গুণের অধিকারী ওস্তাদ, দরদী হৃদয় ও রুহানিয়াতভরা এক আলেমে রাব্বানীর সঙ্গে — আলহাজ হাফেজ ক্বারী আব্দুল কাইয়ুম সাহেব দামাত বারাকাতুহুম।

তিনি এমন একজন মানুষ যিনি শুধুই একজন শিক্ষক নন, বরং তিনি আমাদের বাংলাদেশকে উপহার দিয়েছেন বিশ্বজয়ী হাফেজদের।
🌟 তাঁর ছাত্র হচ্ছেন — বিশ্বজয়ী হাফেজ ক্বারী আবু রায়হান হাফিজাহুল্লাহ, যিনি বিশ্বমঞ্চে কুরআনের আলো ছড়িয়েছেন।
এই মহান ওস্তাদ হাজারো গরীব ও মেধাবী ছাত্রের হাতে তুলে দিয়েছেন কুরআনের নূর।

📚 তিনি প্রতিষ্ঠা করেছেন আর'রায়হান ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা, যেখানে তাঁর শিক্ষা ও সান্নিধ্যে গড়ে উঠছে ভবিষ্যতের কুরআনের সৈনিকরা।
তিনি অত্যন্ত বিনয়ী, সদয় ও হৃদয়বান এক আলেম। তাঁর কথাবার্তা, আচরণ, নসীহত—সবকিছুতেই ইলম ও হিকমতের ছাপ।

💠 এই বরকতময় রাতে তিনি আমাকে দোয়া দিয়েছেন —
বলেছেন:
"তুমি খুলনায় যাও, কুরআনের খেদমতে মেহনত করো। ইনশাআল্লাহ, আল্লাহ তায়ালা তোমাকে সফলতা দান করবেন।"

এই কথা আমার অন্তরে গেঁথে গেছে।
আমি একবার ব্যর্থ হয়েছি ঠিক, কিন্তু হাল ছাড়িনি।
আল্লাহর কসম, আমি আবারো সেই গোপন মেহনতের পথে ফিরে যাবো —
এই ওস্তাদদের দিকনির্দেশনা ও দোয়া নিয়েই ইনশাআল্লাহ।

🤲 আমি খুলনাবাসীর পক্ষ থেকে প্রতিশ্রুতি দিচ্ছি,
আমি ইনশাআল্লাহ খুব শিগগিরই কুরআনের আলো খুলনা শহরে ছড়িয়ে দিতে পারব ইনশাআল্লাহ।
দোয়া করবেন যেন আমি সফল হই, যেন আমি ও আমার উস্তাদ — দুজনেই আল্লাহর রাহে কবুল হই।

📌 উল্লেখ্য, ওস্তাদ কাইয়ুম সাহেব হুজুর ইনশাআল্লাহ খুলনায় আসবেন, যখন এই কাজ বাস্তব রূপ নেবে।
তাঁর প্রতি আমার ভালবাসা, কৃতজ্ঞতা আর সম্মানের কোনো সীমা নেই।

🌿 আল্লাহর অশেষ রহমতে বিশ্বজয়ী হাফেজ ক্বারী মাওলানা সাআদ সুরাইল হাফিজাহুল্লাহ’র পবিত্র সান্নিধ্যে এক স্মরণীয় ও বরকতময় সন্...
26/07/2025

🌿 আল্লাহর অশেষ রহমতে বিশ্বজয়ী হাফেজ ক্বারী মাওলানা সাআদ সুরাইল হাফিজাহুল্লাহ’র পবিত্র সান্নিধ্যে এক স্মরণীয় ও বরকতময় সন্ধ্যা 🌿

الحمد لله ثم الحمد لله

গত রাতে আমার জীবনে ঘটে গেল এক অতুলনীয় সৌভাগ্য—৪ (চার) ঘণ্টার দীর্ঘ, হৃদয়ছোঁয়া এক মিলনের সাক্ষী হলাম আমি।
এই সাক্ষাৎ ছিল এমন একজন গুণী আলেমের সাথে, যিনি শুধু একজন হাফেজ নন, বরং কুরআনের প্রকৃত খাদেম, আত্মমর্যাদাশীল, তাকওয়াবান, নিভৃতচারী এক হক্কানী বুযুর্গ।
তিনি হচ্ছেন—
🌟 বিশ্বজয়ী হাফেজ, ক্বারী, মাওলানা সাআদ সুরাইল (হাফিজাহুল্লাহ)।

---
🏆 আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিশ্বজয়:

২০১২ সালে সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজ প্রতিযোগিতায় তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করে বিজয় লাভ করেন এবং
মসজিদুল হারামের খতীব ও প্রধান ইমাম, শাইখ আবদুর রহমান আস-সুদাইস (حفظه الله)-এর হাত থেকে সম্মানজনক পুরস্কার গ্রহণ করেন।
এ যেন গোটা বাংলাদেশের জন্য এক গর্বের অধ্যায়।

---

📚 তাঁর শিক্ষা ও আত্মশুদ্ধির পরিক্রমা:

▪️ পড়াশোনা করেছেন মারকাযুত তাহফীজ ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা-তে।
▪️ বর্তমানে তিনি নিজেই প্রতিষ্ঠা করেছেন একটি অনন্য দ্বীনি প্রতিষ্ঠান—মাহাদুত তাহফিজ মাদ্রাসা, যেখানে তিনি মুহতারাম মুহতামিম ও রূহানী রাহবর।
▪️ জীবন গঠন করেছেন দারুল উলূম যাত্রাবাড়ী, শাইখুল হাদীস আজিজুল হক রহ.-এর পরিবারের সাহচর্যে।
▪️ আমাদের প্রিয় শায়খ, হযরত হাফেজ মাওলানা হাবীবুর রহমান নাদভী (দা.বা.)-এর ছাত্র এবং
মাওলানা সালমান নদভী (হাফি.)-এর কাছেও বাইআতপ্রাপ্ত।

📍 এই ছবি আমরা তুলেছি তাঁর প্রাণপ্রিয় মাদ্রাসা মাহাদুত তাহফিজ-এর প্রাঙ্গণে।

আমার ক্ষুদ্র জীবনের কিছু কথাও তাঁর সামনে উপস্থাপন করেছিলাম। তিনি অবাক বিস্ময়ে শুনেছেন, স্নেহভরে দোয়া করেছেন।
আমি নিজেকে গোনাহগার, অযোগ্য একজন ক্ষুদ্র মেহনতকারী মনে করি—তবুও তিনি যে ভালোবাসা, দোয়া ও সম্মানসূচক শব্দে আমাকে আপ্যায়িত করেছেন, তা আমি কোনদিন ভুলতে পারবো না।

🔸 তাঁর ব্যক্তিত্বের কিছু দিক, যা হৃদয় ছুঁয়ে গেছে:

▪️ "যে গাছে যত ফল, সে গাছ তত বেশি ঝুঁকে পড়ে"—এ হাদীসের বাস্তব নিদর্শন তিনি।
▪️ সম্পূর্ণ সোশ্যাল মিডিয়ামুক্ত জীবন যাপন করে নিজের নফস ও তাকওয়াকে আগলে রেখেছেন।
▪️ বিনয়, রূহানিয়াত, ইলম, নেকি, গোপন আমল—সবকিছুতেই তিনি এক উজ্জ্বল আলোকবর্তিকা।

🌿 এই মিলনে আরও একটি বিশেষ বিষয় ছিল—
আমরা দুজনেই একই মাকতবের, একই শায়খের হাতে বাইআতপ্রাপ্ত।
আমরা একই পথের যাত্রী—ইলম, ইখলাস, আত্মশুদ্ধি ও কুরআনের খেদমতের।

-----

আমার নাম হাফেজ ক্বারী মোহাম্মদ ওয়ালীউল্লাহ।
আলহামদুলিল্লাহ, আমি বর্তমানে খেদমতে আছি—

🎓 বিশ্বজয়ী হাফেজ ক্বারী মাওলানা নাজমুস সাকিব দামাত বারকাতুহুম প্রতিষ্ঠিত
“কুরআনের ধ্বনি ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা”-তে, একজন শিক্ষক হিসেবে।

আমিও চাই—এই নেক কাজ, এই তাকওয়া, এই দাওয়াতি মেহনত যেন আজীবন জারি থাকে।
আমি যেন নিজের খেদমতকে নিঃস্বার্থ, ইখলাসভিত্তিক করে তুলি, এবং একনিষ্ঠভাবে এই পথেই অটল থাকি—এই দোয়া চাই আপনাদের সবার কাছে।

🤲 আল্লাহ তা’আলা সাআদ ভাইকে কবুল করুন।
🤲 তাঁর মাদ্রাসাকে কবুল করুন।
🤲 আমাদের এই ইলমি ও রূহানী ভ্রাতৃত্বকে কবুল করুন।
🤲 এবং আমাকেও এই ইখলাসের পথে, তাকওয়ার আলোয়, নিভৃতে কুরআনের খেদমতে আত্মনিয়োগ করার তাওফিক দান করুন।

✨ প্রিয় ভাই সাআদ সুরাইল (হাফিজাহুল্লাহ) — আপনি আমার জন্য এক অনুপ্রেরণা, এক নিঃশব্দ দীপ্তি, এক জীবন্ত আদর্শ।
আপনার চলন, ভাব, ইখলাস, আত্মশুদ্ধি—সবকিছু আমাকে তাকওয়ার পথে আরও দৃঢ় করে দিল।

#বাংলাদেশের_গর্ব

#মাহাদুত_তাহফিজ
#মাহাদুত_তাহফিজ

কোথায় গেল সোনার সময় সোনার মানুষ কই!কোথায় গেল লাঙ্গল জোয়াল কোথায় গেল মই।কোথায় গেল গরুর গাড়ি কোথায় গরুর হালকোথায় ...
19/07/2025

কোথায় গেল সোনার সময় সোনার মানুষ কই!
কোথায় গেল লাঙ্গল জোয়াল কোথায় গেল মই।

কোথায় গেল গরুর গাড়ি কোথায় গরুর হাল
কোথায় গেল রংবেরঙের ডিঙি নায়ের পাল।

কোথায় গেল মাটির কলস
সেই কলসির জল
ঘরের শোভা রঙিন শিখাঁ কোথায় গেল বল!

শকুনরা সব কোথায় গেল কোথায় গেল কাক
কোথায় গেল শিয়াল মামার হুক্কাহুয়া ডাক।

কোথায় গেল শিল আর পাটা পাটার ভাটা ঝাল
কোথায় গেল কাঠের ঢেকি ঢেকির ছাঁটা চাল।

কোথায় গেল পালকি চলার হুনহুনাহুন সুর
ঠেলার গাড়ি হারিয়ে গেল হায়রে কত দূর।

কোথায় গেল রাত্রি জেগে চিঠি লেখার দিন
কোথায় গেল হারিকেন আর কোথায় কেরোসিন।

কোথায় গেল গরুর টানা আঁখ মারানোর কল
কোথায় গেল গ্রামের বাড়ির বাংলা ঘরের ছল।

বিয়েবাড়ির গীতের আসর কোথায় গেল ভাই
কলাপাতায় আহার করার মেজবানিটাও নাই।

কোথায় গেল কাঁচের চুড়ি রেশমী ফিতার সাজ
কোথায় গেল হায় রুমালের সুতার কারুকাজ।

কোথায় গেল মাটির কূপের মিষ্টি স্বাদের জল
কোথায় গেল ডাল মারানোর শিলার যাঁতাকল।

কোথায় গেল কুলুর বলদ বন্ধ যাহার চোখ
কোথায় গেল হুক্কা তামাক হুক্কা টানার লোক।

হারানো সুর খুঁজতে গিয়ে সবচেয়ে ব্যথা পাই
যখন দেখি কোরআন শিখার মক্তব ও আর নাই।

শিরোনাম:- হারানো দিনের স্মৃতি
লেখায় :-ফেরদৌস আহমেদ
ছবি :-সংগৃহীত।
এটা নব্বই দশকের বিয়ের অনুষ্ঠানের ছবি।

16/07/2025

এই ৪ জন ছাত্র নতুন হিফয সবক নিবে সবাই তাদের জন্য দোয়া করবেন। আল্লাহতায়ালা তাদেরকে কোরআনের হাফেজ হওয়ার তৌফিক দান করেন। 🤲

15/07/2025

আল্লাহ 🌅

📢 মহিলা হিফয মাদ্রাসার জন্য প্রধান পরিচালিকা/শিক্ষিকা নিয়োগআলহামদুলিল্লাহ! খুলনা সিটি এলাকায় একটি আন্তর্জাতিক মানের পু...
14/07/2025

📢 মহিলা হিফয মাদ্রাসার জন্য প্রধান পরিচালিকা/শিক্ষিকা নিয়োগ

আলহামদুলিল্লাহ! খুলনা সিটি এলাকায় একটি আন্তর্জাতিক মানের পুরুষশূন্য, পর্দাসম্মত, মহিলা হিফয মাদ্রাসা চালুর প্রস্তুতি চলছে।

🔎 বর্তমানে এই মাদ্রাসার প্রধান শিক্ষিকা ও পরিচালিকার দায়িত্ব পালনের জন্য একজন পরিপক্ব, দায়িত্বশীল ও আমানতদার হাফেজা বা হাফেজা আলিমা খোঁজা হচ্ছে।

🔸 শর্তসমূহ:
✅ বিবাহিত মহিলা (স্বামী থাকতে হবে)
✅ বয়স কমপক্ষে ২৫/৩০+ বছর
✅ কমপক্ষে ৫/১০ বছর হিফয বা মাদ্রাসা খেদমতের বাস্তব অভিজ্ঞতা
✅ আমানতদার, শালীন, দ্বীনদার, মেয়েদের সাথে আচার-আচরণে মার্জিত
✅ নেতৃত্বদানের মানসিকতা ও পর্দাসম্মত পরিবেশ বজায় রাখার আন্তরিকতা

🔹 মাদ্রাসার কারিকুলাম, অর্থব্যবস্থা, ভবিষ্যৎ সম্প্রসারণ ও প্রশাসনিক দায়িত্ব থাকবে আমার তত্ত্বাবধানে।
🔹 শিক্ষিকা থাকবেন প্রতিষ্ঠান পরিচালনার মূল দায়িত্বে, যেন এটি তার নিজের খেদমতের অঙ্গনে পরিণত হয়।
🔹 এখানে পুরুষদের কোনো সরাসরি আনাগোনা থাকবে না – সম্পূর্ণ মহিলাদের দ্বারা, পর্দাসম্মত পরিবেশে পরিচালিত হবে ইনশাআল্লাহ।

📍 অবস্থান: খুলনা সিটি
📞 যোগাযোগ: WhatsApp – 01875420220

🕋 এই বরকতময় খেদমতের জন্য যোগ্য ও আগ্রহী কেউ থাকলে সরাসরি আমার সাথে যোগাযোগ করুন।

13/07/2025

ইনশাআল্লাহ 🥰🤲

Address

Dhaka
Dhaka
1000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hafiz Qari Shah Waliullah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share