29/09/2025
জামাত বলে দেশে নাকি শরীয়া আইন কায়েম করবে। শুনতে বেশ ভারী ভারী লাগে! কিন্তু বাস্তবে?
শরীয়ার নামে শুধু ক্ষমতার লোভ আর স্লোগান—কাজের বেলায় শুন্য।
নাচ-গান, নারীদের পর্দা, ইসলামী শৃঙ্খলা—এসব নিয়ে তারা যত বুলি ঝাড়ে, ক্ষমতার স্বাদ পেলেই সব উধাও।
তখন যার যেমন খুশি তেমন চলুক, কেউ দেখে না, কেউ বলে না।
তাহলে কি বোঝা যায় না—জামাত আসলে ইসলামের নামকে শুধু ব্যবসার পণ্য বানিয়েছে?
মুখে ইসলামের বুলি, ভেতরে ক্ষমতার লোভ।
এটা সরাসরি প্রতারণা, মানুষের সাথে ধোঁকাবাজি আর ভণ্ডামি।
অর্থাৎ জামাতের "ইসলামী রাজনীতি" আসলে একটা দোকান—
সাইনবোর্ডে ইসলাম, ভেতরে ক্ষমতার বাজার।