ছেঁড়া ব্যালট-Cherā Ballot

ছেঁড়া ব্যালট-Cherā Ballot "ভোটের ভাষা ছিঁড়ে দেওয়ার অধিকার কার? সততার ভোট চাই, ছেঁড়া ব্যালট নয়!"

29/09/2025

জামাত বলে দেশে নাকি শরীয়া আইন কায়েম করবে। শুনতে বেশ ভারী ভারী লাগে! কিন্তু বাস্তবে?
শরীয়ার নামে শুধু ক্ষমতার লোভ আর স্লোগান—কাজের বেলায় শুন্য।

নাচ-গান, নারীদের পর্দা, ইসলামী শৃঙ্খলা—এসব নিয়ে তারা যত বুলি ঝাড়ে, ক্ষমতার স্বাদ পেলেই সব উধাও।
তখন যার যেমন খুশি তেমন চলুক, কেউ দেখে না, কেউ বলে না।

তাহলে কি বোঝা যায় না—জামাত আসলে ইসলামের নামকে শুধু ব্যবসার পণ্য বানিয়েছে?
মুখে ইসলামের বুলি, ভেতরে ক্ষমতার লোভ।
এটা সরাসরি প্রতারণা, মানুষের সাথে ধোঁকাবাজি আর ভণ্ডামি।

অর্থাৎ জামাতের "ইসলামী রাজনীতি" আসলে একটা দোকান—
সাইনবোর্ডে ইসলাম, ভেতরে ক্ষমতার বাজার।

চুম্মা শফি জানেন নাকি আপনাদেরকে বয়কট করে চরফ্যাশন জামাতের ৪৫ জন নেতা কর্মী বিএনপিতে যোগদান।
29/09/2025

চুম্মা শফি জানেন নাকি আপনাদেরকে বয়কট করে চরফ্যাশন জামাতের ৪৫ জন নেতা কর্মী বিএনপিতে যোগদান।

হাশরের ময়দানে কেবল ম্যানেজার না, জামাতের আমীর এবং মওদুদীবাদের প্রবক্তা আল্লামা মওদুদীর সাথেও চাকরি হারানো এই ভাইয়ের দেখা...
29/09/2025

হাশরের ময়দানে কেবল ম্যানেজার না, জামাতের আমীর এবং মওদুদীবাদের প্রবক্তা আল্লামা মওদুদীর সাথেও চাকরি হারানো এই ভাইয়ের দেখা হবে।

“৫ আগস্টের পর প্রথম প্রকাশ্যে দেখা গেল ডিবি হারুন, সামাজিক মাধ্যমে নতুন ছবি ঘিরে তোলপাড়”
29/09/2025

“৫ আগস্টের পর প্রথম প্রকাশ্যে দেখা গেল ডিবি হারুন, সামাজিক মাধ্যমে নতুন ছবি ঘিরে তোলপাড়”

ভূমিদস্যু জামায়াত নেতা আবুল বারাকাতের নেতৃত্বে প্রবাসীর জায়গা দখল।
28/09/2025

ভূমিদস্যু জামায়াত নেতা আবুল বারাকাতের নেতৃত্বে প্রবাসীর জায়গা দখল।

28/09/2025

রাষ্টপতি চুপ্পুকে বহাল রেখে ড. ইউনুসকে দিয়ে দেশ চালানোর সিদ্ধান্ত ৫ আগস্টই নিয়েছিল নাহিদ! সে কথা ফোনে জানায় ফ্রান্সে থাকা বর্তমান প্রধান উপদেষ্টাকে!

28/09/2025

এরা নাকি আবার দেশে ইসলাম কায়েম করবে, সাধারন একজন ছাত্রী এদের কাছে নিরাপদ না।

জামায়াত বিদেশী প্রভুদের খুশি করতে তাদের লোগো থেকে “আল্লাহ” ও “আকিমুদ দ্বীন” শব্দ মুছে ফেলেছে। রোববার (২৮ সেপ্টেম্বর) সকা...
28/09/2025

জামায়াত বিদেশী প্রভুদের খুশি করতে তাদের লোগো থেকে “আল্লাহ” ও “আকিমুদ দ্বীন” শব্দ মুছে ফেলেছে। রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে আমির ডা. শফিকুর রহমান বসুন্ধরায় নিজ কার্যালয়ে স্পেনের রাষ্ট্রদূতের সাথে সাক্ষাতের সময় এ পরিবর্তিত লোগো প্রথম দেখা যায়।

ধারণা করা হচ্ছে, আগামী নির্বাচনেও বিদেশীদের সুনজর পেতে জামায়াত এই নতুন লোগো ব্যবহার করবে। সমালোচকদের প্রশ্ন—যারা ক্ষমতার জন্য লোগো থেকে আল্লাহর নাম বাদ দেয়, তারা দেশে কীভাবে ইসলাম কায়েম করবে?

#আল্লাহ_বাদ

পারলে ইসলাম নামটিও বাদ দিয়ে দেন।
28/09/2025

পারলে ইসলাম নামটিও বাদ দিয়ে দেন।

যাকাতে ইসলামী বাংলাদেশ।
27/09/2025

যাকাতে ইসলামী বাংলাদেশ।

27/09/2025

ইসলাম নিয়ে রাজনীতি এই দেশে চলবে না -

27/09/2025

৫০ লাখ টাকা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ইউনিয়ন জামায়াতের সাংগঠনিক সম্পাদকের নেতৃত্বে কলেজের অধ্যক্ষ কে এভাবে অপমান অপদস্ত করে কলেজ থেকে বের করে দেয়।

এ ঘটনাটি ঘটে গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নের ভূটিয়ারকোণা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ জনাব গোলাম মোহাম্মদের সাথে। মাওহা ইউনিয়ন জামায়াতের সাংগঠনিক সম্পাদক ওয়ালী উল্লাহর নেতৃত্বে শিক্ষক কে এভাবে লাঞ্ছিত ও অপদস্ত করে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে।

তথ্যসূত্র : দৈনিক ইত্তেফাক।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when ছেঁড়া ব্যালট-Cherā Ballot posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share