Top 1% Podcast

Top 1% Podcast Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Top 1% Podcast, Podcast, Dhaka.

চায়না থেকে প্রডাক্ট ইমপোর্টঃ ২য় পর্ব লোডিং!আমার পডকাস্ট চ্যানেলের সবচাইতে বেশি ভিউ পাওয়া এপিসোডটা হচ্ছে হুজাইফা এন্টারপ...
19/09/2025

চায়না থেকে প্রডাক্ট ইমপোর্টঃ ২য় পর্ব লোডিং!

আমার পডকাস্ট চ্যানেলের সবচাইতে বেশি ভিউ পাওয়া এপিসোডটা হচ্ছে হুজাইফা এন্টারপ্রাইজের এনামুল হক স্যারের পডকাস্টটা৷এখন পর্যন্ত প্রায় ১ লাখ ৪৩ হাজার ভিউ, এবং কমেন্ট ২৭০ টার তো। কমেন্টে লিংক দিলাম।

তো উনাকে দ্বিতীয়বারের মতো আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছিলাম কারণ ওই এপিসোডের কমেন্ট বক্সে অনেকেই বেশ কিছু কমেন্ট করেছিলেন তো সেগুলোর উত্তর দেয়ার জন্য তিনি ছুটির দিনেও কষ্ট করে এসেছিলেন আমাদের স্টুডিওতে৷স্যারকে অসংখ্য ধন্যবাদ৷

উনার পডকাস্টের দ্বিতীয় পর্বটা আমরা খুব শীঘ্রই আপলোড করব ইনশাল্লাহ৷

ট্রেড লাইসেন্সকে কোন এক আজব কারণে ক্ষুদ্র ব্যবসায়ীরা খুব একটা আমলে নেন না। তারা এটাকে তখনই আমলে নেন, যখন তাদের লোন নেবার...
11/09/2025

ট্রেড লাইসেন্সকে কোন এক আজব কারণে ক্ষুদ্র ব্যবসায়ীরা খুব একটা আমলে নেন না। তারা এটাকে তখনই আমলে নেন, যখন তাদের লোন নেবার দরকার পড়ে। তো ট্রেড লাইসেন্স, ই-টিন, ট্যাক্স রিটার্ন, পার্টনিারশিপ ডিড, ইত্যাদি নিয়ে প্রিয় আমিনুল ভাইর সাথে আমি আমাদের এবারের পডকাষ্টে বিস্তারিত আলাপ করেছি৷ ব্যাখা করা হয়েছে ট্রেড লাইসেন্স করানোর সুবিধা ও সময় মতো রিনিউ না করার অসুবিধাও৷

এছাড়াও এই পডকাষ্টে এমন সব টপিক নিয়ে আলাপ করা হয়েছে, সাধারনত যেগুলোকে ছোট ব্যবসায়ীরা গুরুত্ব দিতে চান না। তো এই গুরুত্ব না দিলে এর পরিনাম কি হতে পারে, সে সব নিয়েই বিষদ আলোচনা হয়েছে আমাদের মাঝে। সুতরাং, আপনি যদি একজন এসএমই ব্যবসায়ী হয়ে থাকেন, তবে আজকের পর্বটাও আপনার জন্য মাষ্ট ওয়াচ! - Host Proloy Hasan!

04/09/2025

আমাদের দেশে কিছু অসম্ভব প্রতিভাধর কৃষিবিজ্ঞানী আছেন, যাদের অবদান নিয়ে হয়তো আমরা দূরের কথা, যারা কৃষির সাথে জড়িত তাদের অনেকেও জানেন না। যেমনঃ

১) ইউটিউব খুল্লেই আপনি দেখবেন বায়োফ্লেক পদ্ধতিতে মাছ চাষের শত শত ভিডিও! অথচ এইটা যে একটা খুবই অনুন্নত মাছ চাষ পদ্ধতি, এর চাইতেও ফার বেটার অল্টারনেটিভ পদ্ধতি আছে, এইটা অনেকেই জানে না। এমন একটা পদ্ধতির নাম হলো ‘বটম ক্লিন পদ্ধতি’!

বায়োফ্লেকের অনেক সীমাবদ্ধতা ও জটিলতা আছে, যেটা বটম ক্লিন পদ্ধতিতে নেই। সবচাইতে মজার ব্যাপার হলো, বটম ক্লিন পদ্ধতিতে চাষ করা মাছের স্বাদ অনেকটা নদীর মাছের মতোই! কারণ নদীর পানির মতো পরিস্কার পানিতে এই চাষ হয়! এসব অনেকেই জানেন না।

২) আপনি ফার্মের মুরগী পছন্দ করেন না, দেশী মুরগীর স্বাদ আপনার বেশী পছন্দ, কিন্তু দেশী মুরগীর দাম মধ্যবিত্তের হাতের নাগালে, আবার চাষ করতেও প্রচুর জায়গা ও সময় দরকার হয়। তাহলে উপায় কি?

সম্প্রতি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ’বাউব্র’ নামের একটা সংকর জাতের মুরগী আবিস্কার করেছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং করে। এই জাতের মুরগীর স্বাদ দেশী মুরগীর মাংসের কাছাকাছি, অথচ ফার্মের মুরগীর মত গ্রোথ, মাত্র ৪৫ দিনে ১ কেজি হয়ে যায়! দামও দেশী মুরগীর চাইতে সস্তা! আবার খাচাঁতেই পালা যায় এগুলা! এই তথ্যও অনেক খামারি জানে না। ইউটিউবে দেখলাম বাউব্র মুরগীর চাষ করে অনেকে স্বাবলম্বী হওয়া শুরু করেছেন! প্রান্তিক খামারিরা স্বচ্ছলতার মুখ দেখছেন!

৩) Vermicompost নামে এক প্রকার পদ্ধতি আছে যার আওতায় গরুর গোবরকে খুবই মূল্যবান সার হিসেবে বিক্রি করা যায়, দেশে কেজি প্রতি খুচরা দাম ৩০-৪০ টাকা! আর বিদেশে কেজি প্রতি দাম ৫ ডলার। চিন্তা করুন, দেশে প্রতিদিন শত শত গরুর খামার থেকে কত কোটি টন গরুর গোবর উৎপাদন হয়। সেগুলো দিয়ে ভার্মিকম্পোস্ট বানিয়ে বিদেশে রপ্তানি করে প্রচুর পরিমানে বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব!

উপরের তথ্যগুলো দেশের একটা বড় অংশের মানুষজন জানেন না, আমি নিজেও জানতাম না। আমি জেনেছি তাসদিক ভাইয়ের সাথে গত সপ্তাহে আমার পডকাষ্টের আলাপচারিতায়। দীর্ঘ এই পডকাষ্টে উনি উনাদের ফিউচারেস্টিক এগ্রো ফার্ম khamar -এর এমন সব তথ্য দিয়েছেন, তার কয়েকটা আপনার মাথা ঘুরিয়ে দিবে রীতিমতো!

যারা কৃষি ভালোবাসেন, তাদের জন্য এই এপিসোডটা মাষ্ট ওয়াচ! এগ্রো টেক কোথায় চলে গেছে, বাংলাদেশের এগ্রো সায়েন্টিস্টরা কি অভাবনীয় সব ঘটনা ঘটিয়ে ফেলেছে, সে সব ব্যাপারে একটু হলেও ধারনা পাবেন!

আজ রাতেই উনার সাথে শুট করা এপিসোডটা আপলোড করা হবে ইনশাআল্লাহ! দেখতে চোখ রাখুন Top 1% Podcast এর ইউটিউব চ্যানেলে। আপলোডের পর লিংক দিয়ে দেয়া হবে কমেন্টের ঘরে। লেখা: Proloy Hasan

21/08/2025

Light of Hope এবং Goofi World এর কো ফাউন্ডার এবং ১০০+ প্রডাক্ট ডিজাইনার ও ডেভেলপার, স্বনামধন্য উদ্যোক্তা এবং বিনিয়োগকারী জনাব ওয়ালিউল্লাহকে আমরা কিছুদিন আগে আমাদের পডকাষ্টে অতিথি হিসেবে আমন্ত্রন জানিয়েছিলাম।

উনি যথাসময়ে তার খেলনা বাচ্চা-কাচ্চাগুলোকে নিয়ে হাজির হয়ে গেলেন। সেগুলো দেখে ভাবলাম, উনি বুঝি দেশের খেলনার বাজার ও এর সম্ভাবনা নিয়ে কথা বলবেন। কিন্তু উনি জানালেন, উনি কথা বলবেন প্রডাক্ট ডিজাইন ও ডেভেলপমেন্ট নিয়ে। তথাস্তু।

পডকাষ্টের শুরুতেই বলা হয়েছে যে, আমাদের আজকের এপিসোডটা কিন্তু ম্যাস পিপলের জন্য নয়। যারা উদ্যোক্তা / বিজনেসম্যান / ইনোভেটর / স্টার্টাপ ফাউন্ডার - শুধুমাত্র তারাই এটি উপভোগ করতে পারবেন। বাকীদের কাছে কতটুকু গ্রহণযোগ্য হবে, আল্লাহই ভালো জানেন।

দেখা যাক, ইনশাআল্লাহ সবাই কিছু না কিছু ভ্যালু পাবেন এই পডকাষ্টটি থেকে আশা করছি! আপাতত ইনট্রোর এই অংশটা আমাদের পেইজে আপলোড করলাম, পুরো পডকাষ্টটি আমরা রাত ১১ টার ভেতর আপলোড করে ফেলতে পারবো ইনশাআল্লাহ। আপলোড হয়ে গেলে কমেন্টে লিংক দিয়ে দেয়া হবে।

চায়না থেকে প্রডাক্ট এনে বিজনেস করাটা অনেকের কাছেই অনেক কঠিন বলে মনে হয়! তাছাড়াও, নাফিস সেলিম এবং খালিদ ফারহান ইতোমধ্যেই ...
14/08/2025

চায়না থেকে প্রডাক্ট এনে বিজনেস করাটা অনেকের কাছেই অনেক কঠিন বলে মনে হয়! তাছাড়াও, নাফিস সেলিম এবং খালিদ ফারহান ইতোমধ্যেই এই বিষয়ে কন্টেন্ট বানিয়েছে যথাক্রমে ২ বছর ও ১ বছর আগে। তবে তাদের ভিডিওগুলোতে যা উঠে আসেনি, তাই আমাদের আজকের পডকাষ্টে আমার চেষ্টা করেছি সেই বিষয়গুলোই তুলে ধরার। হোষ্ট ছিলেন বিখ্যাত ক্ষদ্র উদ্যোক্তা ও আমদানীকারক, Huzaifa Enterprize এর কর্ণধার জনাব মোঃ এনামুল স্যার। উনার নিজেরও প্রায় ১ লাখ সাবসক্রাইবার আছে ইউটিউবে। উনি বেশ চমৎকার করে বলিষ্ঠ স্বরে কথা বলেন। উনি ১০৮ টি দেশে প্রায় সহস্রাধিক বিজনেসম্যান তৈরী করেছেন। দেশের অনেক নামকরা উদ্যোক্তা উনার হাত ধরেই বড় হয়ে ওঠেছেন। আমাদের আজকের পর্বে উনার সেই সামগ্রিক নিয়েই আমরা আলাপ করেছিলাম।

This Podcast is Powered by ‪

Host:
​Proloy Hasan | Author, Marketer, Consultant, & Trainer.

Guests:
Mr. Md. Enamul
Founder & CEO,

Chapters:
00:00- INTRO

Anti Privacy Warning:

This content is copyrighted to Top 1% Podcast, Proloy Hasan & Alamin Sarker. Any unauthorized reproduction, redistribution or re-upload is strictly prohibited from this material.










চায়না থেকে প্রডাক্ট এনে বিজনেস করাটা অনেকের কাছেই অনেক কঠিন বলে মনে হয়! তাছাড়াও, নাফিস সেলিম এবং খালিদ ফারহান ইতোম...

07/08/2025

নাফিস সেলিম ও সাজ্জাদ আহসান ভাইয়ের সাথে আমাদের পডকাস্টের ইনট্রো এটা!

আজ রাত ৮টায়, আমাদের সেকেন্ড পর্বটা আপলোড করা হবে ইনশাআল্লাহ। স্টে টিউনড!

আমাদের পডকাষ্টে এসে উনারা এমন কিছু বিষয় নিয়ে আলাপ করেছেন যা এর আগে কখনো তারা বলেনি।

১ম পর্বের লিংক কমেন্ট সেকশনে দিলাম।

04/08/2025

খালিদ ফারহানের ৫টি অজানা সত্য!

যে কথাগুলো খালিদ ফারহান আগে কোথাও বলেনি!

এফিলিয়েট মার্কেটিং করে কত টাকা আয় করা সম্ভব, তা নিয়ে আমাদের অনেকেরই কোন ধারনা নেই। আমাদের পডকাষ্টের এবারের পর্বে এসেছিলে...
24/07/2025

এফিলিয়েট মার্কেটিং করে কত টাকা আয় করা সম্ভব, তা নিয়ে আমাদের অনেকেরই কোন ধারনা নেই। আমাদের পডকাষ্টের এবারের পর্বে এসেছিলেন Affpilot⁩ এর কর্ণধার শাহিদ ভাই, তিনি এই পডকাষ্টে তার আয়-রোজগারসহ কিভাবে তার নিজস্ব এআই টুল ইউজ করে অর্থনৈতিকভাবে তিনি নিজে সাবলম্বী হয়েছেন এবং আরো অনেককে সাবলম্বি করেছেন, সে বিষয়ে বিস্তারিত বলেছেন।

এই পডকাষ্টটি শুরু থেকে শেষ পযন্ত দেখলে আপনিও হয়ে যেতে পারেন একজন সফল এফিলিয়েট মার্কেটার, যা আপনাকে এনে দিবে অভাবনীয় আর্থিক স্বচ্ছলতা!

https://youtu.be/YZI36SQ-95c?si=kEKzqA9TFqrYKcXS

লিংক কমেন্টে!

21/07/2025

একটি প্রশিক্ষণ বিমান...
একটি শিক্ষা প্রতিষ্ঠান...
আর অসংখ্য তরুণ স্বপ্ন আজ ছারখার হয়ে গেল।

উত্তরার আকাশ আজ নিস্তব্ধ।
আজকের এই মর্মান্তিক দুর্ঘটনায় আমরা শোকস্তব্ধ।
আল্লাহ নিহতদের জান্নাত নসিব করুন, আহতদের দ্রুত আরোগ্য দান করুন।

এই কষ্ট কোনো শব্দে প্রকাশ করা সম্ভব নয়...
আমরা সবাই যেন একসাথে প্রার্থনায় অংশ নিই। 🤲😢

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Top 1% Podcast posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category