আমরা BUFTians

আমরা BUFTians Massage us for all related information related to university and admission info.

দিন শেষে বিদায় ২১২ ব্যাচ শুরু ঠিক ছিলো নতুন এক অভিজ্ঞতা কত বন্ধু বান্ধবী ছিলো আজ অনেকে নাই আবার প্রিয় এই ক্যাম্পাস এ আ...
01/09/2025

দিন শেষে বিদায় ২১২ ব্যাচ শুরু ঠিক ছিলো নতুন এক অভিজ্ঞতা কত বন্ধু বান্ধবী ছিলো আজ অনেকে নাই আবার প্রিয় এই ক্যাম্পাস এ আশা টা হবে না তেমন হয়তো বা ক্যাম্পাস এর সামনে দিয়ে যাব আর মিস করব সেই দিনের কথা 😢 অনেকের সাথে আর সেই ভাবে আড্ডা হবে না ফ্যাকাল্টি দের প্রেসার অ্যাটেনডেন্স এসাইনমেন্ট সিটি খুব মিস করবেন
দিন শেষে সবার জন্য শুভকামনা থাকবে ভালো একটা জীবন গড়ার জন্য ✨

স্মৃতিতে জুলাই ও শহিদ সেলিম তালুকদার ভাইয়ের স্বরণে ফলক উন্মোচন এবং দোয়া মাহফিল।
14/08/2025

স্মৃতিতে জুলাই ও শহিদ সেলিম তালুকদার ভাইয়ের স্বরণে ফলক উন্মোচন এবং দোয়া মাহফিল।

শহীদ সেলিম তালুকদার সেন্টাল লাইব্রেরী প্রস্তুত 🖤
07/08/2025

শহীদ সেলিম তালুকদার সেন্টাল লাইব্রেরী প্রস্তুত 🖤

07/08/2025

পড়াশোনা করে, শিক্ষা নিয়ে যদি নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হয়ে, নিজেদের অধিকার আদায় না করে শিক্ষার্থীরা—তবে এই কাজটা কে করবে? ইতিহাস আমাদের শিক্ষা দেয়, অধিকার আদায়ের লক্ষ্যে সদা আপোষহীন—ই থাকতে হয়। অধিকার আদায়ের বাহিরে কোনোকিছুই সেখানে মুখ্য নয়, হবার কথাও না।

ইতিহাস আমাদের এটাও শেখায়, প্রতিটা সফল বিপ্লবের কিংবা বিদ্রোহের ঠিক পরপরই প্রচুর সমালোচনা তৈরি হয়। বিপ্লবের ঘটনাকে নিয়ে পোস্টমর্টেম করতে বসে অসংখ্য মানুষ। এটা করা উচিত ছিলো, সেটা করা উচিত ছিলো, ঐটা করা ঠিক হয়নাই, ইত্যাদি। তাদেরকে কখনোই, কোনোকিছু দিয়েই বোঝানো সম্ভব নয় যে—বিপ্লবের সময়, বিপ্লবই মূখ্য। বিপ্লবই প্রধান। অধিকারই মূল, অধিকারই সব। হয় অধিকার দিবেন, নয়তো সব শেষ হবে। এটুকুই। ছোটোবেলার পাটিগণিতের মতোই সাধারণ ক্যালকুলেশন।

আগের বিপ্লব কেমন ছিলো, আগে কি করেছি, আগে কি করিনাই—ঐসবের সাথে বর্তমান মেলানোটা সম্পূর্ণভাবেই বোকামি। এটুকুও বুঝতে হবে খুব সাধারণভাবে যে, ২০১৫ সালের শিক্ষার্থীদের দাবিদাওয়া এবং ২০২৫ সালের শিক্ষার্থীদের দাবিদাওয়া এক হবেনা। প্রতিটা সময়ই প্রতিটা ব্যাচের আলাদা সিচুয়েশন থাকে, যা কখনোই বহু-পূর্ববর্তী ব্যাচ বুঝতে পারবেনা। সুতরাং, বর্তমানে যারা নিজেদের অধিকার আদায়ে সচেতন হয়েছে, ঐক্যবদ্ধ হয়েছে, এই সময়ের জন্য তারাই সঠিক, তারাই সবচাইতে ভালোটা জানবে, বুঝবে। সো, ওই শ্যুড হেল্প দেম ইন এভরি সিঙ্গেল স্টেপ!

একটা প্রতিষ্ঠানে আপনি অর্থ দিয়ে পড়াশোনা করতে এসেছেন, সুতরাং এই প্রতিষ্ঠান থেকে আপনি টাকা দিয়ে একটা প্রোডাক্ট/ সার্ভিস পারচেইজ করেছেন। এই প্রতিষ্ঠান পুরো সার্ভিসটা প্রোভাইড করার আগ পর্যন্ত আপনার নিকট দায়বদ্ধ থাকবে। আপনি দায়বদ্ধ থাকবেন না। বিইউএফটি এবং বিইউএফটি এর ম্যানেজমেন্ট—প্রত্যেকটা শিক্ষার্থীর নিকট দায়বদ্ধ যাদের কাছ থেকে তারা একটা সেমিস্টারের ফিও নিয়েছে। সুতরাং বিইউএফটি তার দায়িত্ব ঠিকঠাক পালন করছে কী না, কোথাও গ্যাপ আছে কী না—এটা সবচাইতে ভালো বলবে কারা? রানিং স্টুডেন্টস। সুতরাং, রানিং স্টুডেন্টস কোথাও গ্যাপ ফিল করলে, কোথাও প্রতারণা ফিল করলে অবশ্যই দে শ্যুড রেইজ ভয়েস এগেইন্সট ম্যানেজমেন্ট। তাদের দেখা দরকার নেই ম্যানেজমেন্টে কে আছে, কে নেই। কে ভালো কে মন্দ।

'বিইউএফটি ম্যানেজমেন্ট' একটা টিম। এবং এই টিম আপনাকে সার্ভিস দিতে দায়বদ্ধ। কারণ তারা টাকা নিয়েছে। আপনাকে মানসম্মত শিক্ষক দিয়ে ক্লাস করানো, লিফট ফ্যাসিলিটি দেয়া, ভালো এনভায়রনমেন্ট দেয়া, ফিল্ড দেয়া, ক্যান্টিন দেয়া, এসি দেয়া, ওয়াইফাই দেয়া, ট্রান্সপোর্ট দেয়া—ঐসকল প্রকার সার্ভিস দেয়া যা একজন শিক্ষার্থীকে মোটিভেট করে, ইন্সপায়ার করে পড়াশোনার জন্য, পড়ার জন্য। দিনশেষে চার বছরে গ্র‍্যাজুয়েশন কমপ্লিট করতে করতে একজন শিক্ষার্থী যেন ক্যারিয়ারের জন্য রেডি হয়, এই দায়িত্বও বিশ্ববিদ্যালয়ের।

এখন এই বিইউএফটিতে এসে দেখলেন আপনার ক্লাস নিচ্ছে ইন্ডাস্ট্রির অভিজ্ঞতা নেই, এমন শিক্ষক। দেখলেন সকালে ভালো নাশতা খাওয়ার জায়গা নেই, দেখলেন এসি কাজ করেনা, দেখলেন লিফটে ওঠা মানে লাইফ রিস্ক, দেখলেন ল্যাবে প্রাইভেসি নেই, দেখলেন টিচাররা ক্লাসে টাস্ক দেয় 'যাও নিজেদের মতো করে ফ্যাক্টরি ম্যানেজ করে নেও। কাটিং রুমের লেয়াউট বানাও। এই দেখো সেই দেখো।', অর্থাৎ অনেক কিছুই নিজেরাই ম্যানেজ করে চলতে হচ্ছে।

বিশ্ববিদ্যালয় শুধু নিয়ম রক্ষা করে 'Please pay your semester fee..' মেসেজ দিবে এবং অন্যসকল সার্ভিস আপনার চেয়ে নিতে হবে, এইটা কী ঠিক? অনেককিছুই বিইউএফটি করে, করার চেষ্টা করে। তবে অনেক কিছুও তো আছে যা বিইউএফটি থেকে শিক্ষার্থীরা পায়না। তাইনা?

সুতরাং, বিতর্ক করার প্রশ্নই নেই।
শিক্ষার্থীরা যেন নিজ নিজ অধিকার নিয়ে সর্বোচ্চ সচেতন হয়, ভয়েস রেইজ করার ক্ষেত্রে বোল্ড হয়, সেদিকটায় খেয়াল রাখা জরুরি। শিক্ষার্থীরা নিজেরা বোল্ড না হলে দিনের পর দিন অবহেলা পেতে হবে সবার। তাই ইনিয়ে বিনিয়ে, কোনোভাবেই বিপ্লবীদের দোষ ধরবেন না। বিরত থাকুন সমালোচনা থেকে।

যারা বিপ্লব করে, যা বিপ্লবে যায়—তারা অন্য সকলের কল্যাণের জন্যই যায়। অর্থাৎ, এবারের দাবিদাওয়া আদায়ে যারা অন্তত সেখানে উপস্থিতও ছিলো—তাদেরকে ডেকে একটা বড় ধন্যবাদ দিন। অন্তত তাদের এই ভয়েজ রেইজের কারণে একটা ম্যানেজমেন্ট বোর্ড সচেতন হবে এই ভেবে যে, 'শিক্ষার্থীদেরকে কোনোভাবেই অবহেলা করা যাবেনা, বিশ্ববিদ্যালয় না, শিক্ষার্থীরাই আমার মূল সম্পদ...'

কৃতজ্ঞতা সকলের প্রতি, যারা আওয়াজ তুলেছিলো 🙏

©️ Nahid Ahsan

06/08/2025

বিশ্ববিদ্যালয় অথরিটিকে স্পষ্টভাবে বলে দিচ্ছি—এই ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত নেওয়ার সাহস আপনারা কোথা থেকে পান? আমাদের সহ্যশক্তিকে দুর্বলতা ভেবে ভুল করছেন।

আমিও এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম এবং আজও এর অংশ। এ ধরনের অন্যায় সিদ্ধান্ত আমাদের আর সহ্য হচ্ছে না। শিক্ষার্থীদের প্রত্যেকটি দাবি ন্যায্য, যৌক্তিক এবং সময়োপযোগী।

আমরা বারবার যৌক্তিক দাবিদাওয়া জানিয়ে এসেছি, কিন্তু সেগুলো বারবার অবমূল্যায়ন করা হয়েছে, উপেক্ষা করা হয়েছে। এবার এর জবাব দিতে হবে। অথরিটিকে বুঝিয়ে দিতে হবে যে, শিক্ষার্থীদের সম্মান ও ন্যায্যতা নিয়ে খেলা করে কেউ পার পাবে না। আমরা ন্যায্য অধিকার আদায়ের জন্য ঐক্যবদ্ধ এবং প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত।

প্রয়োজনে আমরাও আসবো আবার বিশ্ববিদ্যালয়ে

সাধারণ শিক্ষার্থীর পক্ষে,
Safiul
171 AMT

05/08/2025

আসসালামুয়ালাইকুম,

যেহেতু অথরিটি তাদের ডেডলাইনের মধ্যে আমাদের দাবী গুলার ব্যাপারে কোন ডিসিসান দিতে পারেনাই সাধারন ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আমাদের পররর্তী স্টেপ নিম্নে বর্ণনা করা হলো।

১.সেলিম ভাইকে নিয়ে নোংরা এক্টিভিটিজ এর মাধ্যমে নিজেদের অপকর্মকে ধামাচাপা দিতে স্টেজে প্রমানিত হওয়া PR কে অবিলম্বে আগামী ২৪ ঘন্টার মধ্যে বরখাস্ত করতে হবে এবং গত কিছুদিন আগে ল্যাব ইন্সট্রাক্টর এর দ্বারা মেয়েদের হয়রানীর অভিযোগ উঠে। এবং সেটার প্রমাণ থাকা স্বত্তেও সেই ব্যাক্তি এখনো তার চাকরিতে বহাল থাকায় অথরিটির প্রতি তীব্র নিন্দা জানানো হলো। অভিযুক্ত ব্যাক্তিকে আগামী কালকের মধ্যে ক্যাম্পাস থেকে জনসম্মুখ্যে বিতাড়িত করতে হবে এবং ভবিষ্যতে ছাত্রছাত্রীদের জন্য অকল্যাণকর কোন কিছু না হওয়ার ব্যবস্থা করতে হবে এবং আরো অনেক ছাত্র ছাত্রী এই ঘটনার ভুক্তভোগী।যার জন্য তারা এই ক্যাম্পাসের পড়ালেখার পরিবেশ নিয়ে উদ্বিগ্ন।

অতএব,
বিশ্ববিদ্যালয় অথরিটি জবাবদিহিতা করে যাবে; কেন এই বিষয়ে এতো দিন সময় ক্ষেপন করা হয়েছে? অফিসিয়ালি এনাউন্সমেন্ট করবে,যদি এমন কিছু ভবিষ্যতে হয় অথরিটি সেসব কিছুর দায়বার নিতে বাধ্য থাকবে।

২.আগামীকাল ৬ ই আগষ্ট BUFT সাধারণ শিক্ষার্থীদের পক্ষথেকে ক্যাম্পাসে মূল ফটকের সামনে খুনী ট্রাষ্টিদের এই ক্যাম্পাসে অবাঞ্চিত ঘোষনা করে বিক্ষোভ সমাবেশ এবং খুনীদের অবাঞ্চিত হওয়ার ছবি সম্বলিত ব্যানার স্থাপন করা হবে।

৩.আগামী বৃহস্পতিবার ৭ তারিখ সাধারন ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে UGC তে প্রতিবাদ স্বরুপ চিঠি প্রেরণ করা হবে প্রয়োজনে UGC তে প্রতিকী প্রতিবাদ স্বরুপ বিক্ষোভ করা হবে।

৪. ৭ ই আগষ্টের লোক দেখানো মিলাদ মাহফিল এবং অন্য কার্যক্রম বয়কট করা হলো। ভার্সিটি অথরিটি প্রয়োজন অনুযায়ী সময় নিয়ে জুলাই এবং শহীদ সেলিম ভাইকে উদ্দেশ্যে করে অনুষ্টান করবে। উক্ত অনুষ্টান অবশ্যই অন্যান্য ইউনিভার্সিটির অনুষ্টানের মতো দৃষ্টান্ত স্থাপন করার মতো উপযুক্ত হতে হবে এবং জুলাই কিংবা জুলাই আন্দোলনের সাথে সরাসরি সম্পৃক্ত সরকারের সম্মানীত ব্যাক্তিবর্গ এবং শহীদ পরিবারকে অতিথি হিসেবে আমন্ত্রন করবে। প্রয়োজনে প্রত্যেক ডিপার্টমেন্ট থেকে ছাত্র প্রতিনিধি নিয়ে আলোচনার মাধ্যমে অতিদ্রুত আয়োজনের ব্যবস্থা করা যেতে পারে এবং এই প্রোগ্রাম না হওয়া পর্যন্ত ক্যাম্পাসে সব ধরনের প্রোগ্রাম না করার আহবান করা গেলো।

৫. ছাত্রছাত্রীদের মৌলিক অধিকার যেমন এসি,লিফট,ওয়াইফাই,বাস,খাবার ইত্যাদি সংকটের যথাযথ ব্যবস্থা না করা হলে; রানিং ছাত্রছাত্রীরা পরবর্তী সেমিষ্টারের রেজিষ্ট্রেশন / এডভাইজিং স্থগিত করবে। এবং নিজেদের মৌলিক অধিকারের জন্য ক্যাম্পাসে সংবাদ সম্মেলনের ব্যবস্থা করবে।

সর্বশেষ আমরা চাই বিশ্ববিদ্যালয় প্রশাসন সব দাবী মেনে নিয়ে ছাত্রছাত্রীদের অতিদ্রুত ক্লাসে ফেরার ব্যবস্থা করবে। অন্যথায় পরবর্তী ঘোষনা অনুযায়ী ক্যাম্পাসে সাধারন শিক্ষার্থীরা ক্লাস কার্যক্রম পরিচালনা স্বাভাবিক করলেও,সরাসরি UGC তে দাবী গুলো নিয়ে এই আন্দোলন চালিয়ে যাওয়া হবে!

ধন্যবাদ সবাইকে!
©️Abdur Rahman Tareq

দাবি না মানায় অনির্দিষ্ট কালের জন্য BGMEA University of Fashion & Technology বন্ধ ঘোষণা।
03/08/2025

দাবি না মানায় অনির্দিষ্ট কালের জন্য BGMEA University of Fashion & Technology বন্ধ ঘোষণা।

তোমরা পড়,, আমি ভিউ দেখি।
29/07/2025

তোমরা পড়,, আমি ভিউ দেখি।

22/07/2025

মাইলস্টোন কলেজের শিক্ষার্থীদের ৬ দফা দাবির সাথে আমরা পূর্ণাঙ্গ সহমত জ্ঞাপন করছি।

সকালে মাইলস্টোনের শিক্ষার্থীরা ৬ দফা দাবি পেশ করেছে তাদের কর্মসূচি থেকে
দাবি সমূহঃ
১. নিহতদের সঠিক নাম ও তথ্য প্রকাশ করতে হবে।
২. আহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশ করতে হবে।
৩. শিক্ষকদের গায়ে সেনাবাহিনীর সদস্যদের হাত তোলা — এই জঘন্য ঘটনার জন্য জনসমক্ষে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।
৪. নিহত প্রতিটি শিক্ষার্থীর পরিবারকে বিমানবাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে হবে।
৫. বিমানবাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ ও পুরনো প্লেনগুলো বাতিল করে আধুনিক প্লেন চালু করতে হবে।
৬. বিমানবাহিনীর প্রশিক্ষণ পদ্ধতি ও প্রশিক্ষণ কেন্দ্র পরিবর্তন করে আরও মানবিক ও নিরাপদ ব্যবস্থা চালু করতে হবে।
মাইলস্টোন কলেজের শিক্ষার্থীদের দাবিগুলো যৌক্তিক।
আমাদের সবাইকে তাদের পাশে দাঁড়াতে হবে।

প্রিয় ছোটরা,আজ তোমাদের জন্য লিখছি, অথচ জানি, এই চিঠির উত্তর আর কোনোদিন আসবে না।তোমরা চলে গেছো আজ না ফেরার দেশে। তোমাদের ...
21/07/2025

প্রিয় ছোটরা,

আজ তোমাদের জন্য লিখছি, অথচ জানি, এই চিঠির উত্তর আর কোনোদিন আসবে না।
তোমরা চলে গেছো আজ না ফেরার দেশে। তোমাদের হাস্যোজ্জ্বল মুখগুলো আর মাইলস্টোন দাপিয়ে বেড়াবে না। আর কেউ ক্লাসে দেরি করে ঢুকবে না, আর কেউ হোমওয়ার্ক না করে অজুহাত দেবে না, আর কেউ বন্ধুকে বলে উঠবে না “চুপ কর তো, স্যার আসতেছে!”
তোমাদের দুষ্টুমি, হাসি আর স্বপ্নগুলো হারিয়ে গেল এক ভয়াবহ দুর্ঘটনার অন্ধকারে।

তোমরা চলে গেছো, কিন্তু তোমাদের স্মৃতি থেকে যাবে মাইলস্টোনের প্রতিটি মুহূর্তে, প্রতিটি বেঞ্চে, প্রতিটি আঙিনায়। যেখানে তোমরা দিনের বেশীর ভাগ সময় কাটাতে।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।

আল্লাহ নবিজী (সা:) এর উছিলায় তোমাদের জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। তোমাদের বাবা-মা ও প্রিয়জনদের এই অসম্ভব কষ্ট সহ্য করার তাওফিক ও ধৈর্য দিন।

_____________________________একজন প্রাক্তন বড় ভাইয়া 😥

11/02/2025

Address

Dhaka

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+88028919986

Alerts

Be the first to know and let us send you an email when আমরা BUFTians posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আমরা BUFTians:

Share