Tamralipi - তাম্রলিপি

Tamralipi - তাম্রলিপি তাম্রলিপি বিশ্বাস করে তরুণ প্রজন্ম বই পড়ায় অভ্যস্থ হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।

বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ে তোলার প্রত্যয় নিয়ে তাম্রলিপি সবসময় তরুণ প্রজন্ম ও শিশু-কিশোরদের আগ্রহকে প্রাধান্য দিয়ে বই প্রকাশ করে থাকে। আত্নপ্রকাশের পর থেকে তাম্রলিপি সাহিত্যের প্রায় সব শাখাতেই বই প্রকাশ করে আসছে। এখন পর্যন্ত তাম্রলিপি থেকে প্রকাশিত বইয়ের সংখ্যা প্রায় এক হাজার।

আলোকিত সমাজ বিনির্মাণে তাম্রলিপি নিরলস বই প্রকাশ করে যাচ্ছে। তাম্রলিপির বিশ্বাস- তরুণ প্রজন্ম বই পড়ায় অভ্যস্থ হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।

"আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড প্রশ্ন এবং উত্তর" - বইটি অর্ডার করলেই পাচ্ছেন ২০% ছাড়! আজই অর্ডার করুন।📚  ইংরেজি না জানলে য...
10/12/2025

"আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড প্রশ্ন এবং উত্তর" - বইটি অর্ডার করলেই পাচ্ছেন ২০% ছাড়! আজই অর্ডার করুন।

📚 ইংরেজি না জানলে যে-রকম শেক্সপিয়ার পড়া যায় না, বাংলা না জানলে যে-রকম রবীন্দ্রনাথ পড়া যায় না, গণিত না জানলে সেরকম বিজ্ঞান পড়া যায় না। বিজ্ঞানের (এবং প্রযুক্তির) ভাষা হচ্ছে গণিত। কিন্তু আমরা সবাই লক্ষ্য করেছি আমাদের দেশের ছেলেমেয়েরা গণিত থেকে দূরে সরে যাচ্ছে। প্রথম কারণ হচ্ছে পড়াশোনাটা পুরোপুরি মুখস্থ নির্ভর হয়ে যাচ্ছে। মুখস্থ নির্ভর পড়াশোনার মতো ভয়ঙ্কর কোনো ব্যাপার হতে পারে না।
গণিত বিজ্ঞানের ভাষা আর বিজ্ঞান উন্নয়ন ও প্রগতির ধারক। সুতরাং গণিতচর্চা অত্যাবশ্যকীয় বিষয়। আমাদের শিক্ষার্থীদের মুখস্থ-নির্ভরতা পাশ কাটিয়ে গণিত শিক্ষার লক্ষ্যে এই পুস্তকটি ভূমিকা রাখবে নিশ্চিত। লক্ষ্যটিকে আরো সুনির্দিষ্ট করে বলা যায়- আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণের লক্ষ্যে আমাদের ক্ষুদে গণিতবিদদের খুঁজে বের করে গণিতচর্চা করানোয় বিশেষ ভুমিকা গ্রহণ করা। বইটিতে ১৯৫৯ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত অনুষ্ঠিত সবগুলো আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের প্রশ্ন ও প্রায় সবগুলো সমাধান বিধৃত হয়েছে। আমাদের দেশের গণিতপিপাসু ছেলেমেয়েরা তাদের মেধা ও নৈপুণ্য দিয়ে এই বইয়ের সমস্যাগুলো সমাধান করুক এবং ভবিষ্যতে গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণের জন্য প্রস্তুতি গ্রহণ করুক এই প্রত্যাশা।

বই: আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড প্রশ্ন এবং উত্তর

লেখকঃ মুহম্মদ জাফর ইকবাল ও
মোহাম্মদ কায়কোবাদ

📌 মুদ্রিত মূল্য ৪০০ টাকা
২০% ছাড়ে ৩২০ টাকা

অর্ডার করতে আমাদের ফেইসবুক পেইজে মেসেজ করুন।

#তাম্রলিপি #অর্ডার #তাম্রলিপিপাঠক

অচলায়তন ভেঙ্গে নতুন আলোর পথে হেঁটেছিলেন যিনি, বাঙ্গালি নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন (৯ ডিসেম্বর, ১৮৮০...
09/12/2025

অচলায়তন ভেঙ্গে নতুন আলোর পথে হেঁটেছিলেন যিনি, বাঙ্গালি নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন (৯ ডিসেম্বর, ১৮৮০–৯ ডিসেম্বর, ১৯৩২)। তিনি নারীশিক্ষা, নারীর অধিকার ও সমাজসংস্কারের জন্য জীবনব্যাপী সংগ্রাম করেছেন। আজ তার জন্ম ও মৃত্যুবার্ষিকী। বেগম রোকেয়ার প্রতি রইলো আমাদের গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।

06/12/2025

তুমি কারো জন্য আলো জ্বালালে, সেই আলো তোমার পথটাকেও উজ্জ্বল করবে।

_গৌতম বুদ্ধ

04/12/2025

বাংলা সাহিত্যে তিন বন্দ্যোপাধ্যায়ের মধ্যে কোন লেখকের বই আপনার বেশি পছন্দের?

➤বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
➤মানিক বন্দ্যোপাধ্যায়
➤তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

IELTS-এর ৪টি সেগমেন্ট এর Complete preparation.২০% ছাড়ে মুনজেরিন শহীদ এর 'ঘরে বসে IELTS প্রস্তুতি’আমাদের দেশের বেশিরভাগ শ...
24/07/2025

IELTS-এর ৪টি সেগমেন্ট এর Complete preparation.

২০% ছাড়ে মুনজেরিন শহীদ এর 'ঘরে বসে IELTS প্রস্তুতি’

আমাদের দেশের বেশিরভাগ শিক্ষার্থীর স্বপ্ন হচ্ছে পৃথিবীর সেরা কোন বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রী নেয়া। তবে শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার্থে প্রথম বাধা হচ্ছে IELTS পরীক্ষা। বাংলাদেশের যেসব শিক্ষার্থীরা উন্নত বিশ্বে উচ্চশিক্ষার্থে যাবার স্বপ্ন দেখে তারা প্রথমেই হোচট খায় এই পরীক্ষায় এসে।

কেমন হবে যদি অক্সফোর্ড থেকে ইংরেজিতে মাস্টার্স করা একজন শিক্ষার্থী এই বাধা অতিক্রমের জন্য আপনার গাইডলাইন হিসাবে কাজ করে? যে শিক্ষার্থী নিজে একজন তুমুল জনপ্রিয় শিক্ষক এবং তার অনলাইন ভিডিও লেকচারগুলো এরই মধ্যে ৩কোটি শিক্ষার্থীর কাছে পৌছেছে।

মুনজেরিন শহীদের ‘ঘরে বসে IELTS প্রস্তুতি’ বইটি আপনাকে একজন প্রকৃত বন্ধুর মতো IELTS-এর বাধা পার হতে সাহায্য করবে।

বইটিতে রয়েছে-
- IELTS-এর ৪টি সেগমেন্ট এর Complete preparation
- পরীক্ষায় ভালো করার Tips and Techniques
- Speaking- এর ১০০+ Common Topics
- ৫০০+ প্রয়োজনীয় IELTS Vocabulary
- Common mistakes নিয়ে আলোচনা
- ৩০+ Detailed টপিকভিত্তিক চ্যাপ্টার

বইঃ ঘরে বসে IELTS প্রস্তুতি
লেখকঃ মুনজেরিন শহীদ
প্রকাশনীঃ তাম্রলিপি

বইটির মুদ্রিত মূল্যঃ- ৭৫০ টাকা
২০% ছাড়ে মূল্যঃ- ৬০০ টাকা

অর্ডার করতে কল করুন- ০১৩২২৬১৮৫৫১

অথবা মেসেজ করুন আমাদের ফেইসবুক পেজ এ - https://www.facebook.com/TamralipiPublication/

#তাম্রলিপি #মুনজেরিনশহীদ

Address

50, Purana Paltan Line
Rajarbag
1000

Alerts

Be the first to know and let us send you an email when Tamralipi - তাম্রলিপি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tamralipi - তাম্রলিপি:

Share

Category