10/12/2025
"আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড প্রশ্ন এবং উত্তর" - বইটি অর্ডার করলেই পাচ্ছেন ২০% ছাড়! আজই অর্ডার করুন।
📚 ইংরেজি না জানলে যে-রকম শেক্সপিয়ার পড়া যায় না, বাংলা না জানলে যে-রকম রবীন্দ্রনাথ পড়া যায় না, গণিত না জানলে সেরকম বিজ্ঞান পড়া যায় না। বিজ্ঞানের (এবং প্রযুক্তির) ভাষা হচ্ছে গণিত। কিন্তু আমরা সবাই লক্ষ্য করেছি আমাদের দেশের ছেলেমেয়েরা গণিত থেকে দূরে সরে যাচ্ছে। প্রথম কারণ হচ্ছে পড়াশোনাটা পুরোপুরি মুখস্থ নির্ভর হয়ে যাচ্ছে। মুখস্থ নির্ভর পড়াশোনার মতো ভয়ঙ্কর কোনো ব্যাপার হতে পারে না।
গণিত বিজ্ঞানের ভাষা আর বিজ্ঞান উন্নয়ন ও প্রগতির ধারক। সুতরাং গণিতচর্চা অত্যাবশ্যকীয় বিষয়। আমাদের শিক্ষার্থীদের মুখস্থ-নির্ভরতা পাশ কাটিয়ে গণিত শিক্ষার লক্ষ্যে এই পুস্তকটি ভূমিকা রাখবে নিশ্চিত। লক্ষ্যটিকে আরো সুনির্দিষ্ট করে বলা যায়- আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণের লক্ষ্যে আমাদের ক্ষুদে গণিতবিদদের খুঁজে বের করে গণিতচর্চা করানোয় বিশেষ ভুমিকা গ্রহণ করা। বইটিতে ১৯৫৯ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত অনুষ্ঠিত সবগুলো আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের প্রশ্ন ও প্রায় সবগুলো সমাধান বিধৃত হয়েছে। আমাদের দেশের গণিতপিপাসু ছেলেমেয়েরা তাদের মেধা ও নৈপুণ্য দিয়ে এই বইয়ের সমস্যাগুলো সমাধান করুক এবং ভবিষ্যতে গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণের জন্য প্রস্তুতি গ্রহণ করুক এই প্রত্যাশা।
বই: আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড প্রশ্ন এবং উত্তর
লেখকঃ মুহম্মদ জাফর ইকবাল ও
মোহাম্মদ কায়কোবাদ
📌 মুদ্রিত মূল্য ৪০০ টাকা
২০% ছাড়ে ৩২০ টাকা
অর্ডার করতে আমাদের ফেইসবুক পেইজে মেসেজ করুন।
#তাম্রলিপি #অর্ডার #তাম্রলিপিপাঠক