Tamralipi - তাম্রলিপি

Tamralipi - তাম্রলিপি তাম্রলিপি বিশ্বাস করে তরুণ প্রজন্ম বই পড়ায় অভ্যস্থ হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।

বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ে তোলার প্রত্যয় নিয়ে তাম্রলিপি সবসময় তরুণ প্রজন্ম ও শিশু-কিশোরদের আগ্রহকে প্রাধান্য দিয়ে বই প্রকাশ করে থাকে। আত্নপ্রকাশের পর থেকে তাম্রলিপি সাহিত্যের প্রায় সব শাখাতেই বই প্রকাশ করে আসছে। এখন পর্যন্ত তাম্রলিপি থেকে প্রকাশিত বইয়ের সংখ্যা প্রায় এক হাজার।

আলোকিত সমাজ বিনির্মাণে তাম্রলিপি নিরলস বই প্রকাশ করে যাচ্ছে। তাম্রলিপির বিশ্বাস- তরুণ প্রজন্ম বই পড়ায় অভ্যস্থ হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।

05/03/2025

💥 ৪ টি বই ৪ টি ম্যাজিক 💥🪄
📚 যোগ অভিযান
📚 বিয়োগ অভিযান
📚 গুণ অভিযান
📚 ভাগ অভিযান

এখন থেকে আপনার শিশু কাগজে কলমে না শিখে চারপাশে বাস্তবিক জিনিস দিয়েই গণিত শিখতে পারবে। আমাদের এই বইগুলো সাজানো হয়েছে গণিত শেখানোর আধুনিক ও কার্যকর পদ্ধতি CRA Learning Theory এর উপর ভিত্তি করে। এখন থেকে শিশুরা গণিত শিখবে একদম ভিন্ন এবং সহজ ভাবে!

🔰প্রতিদিন ২০-৩০ মিনিট অনুশীলন করার মাধ্যমে আপনার সন্তান গণিতের এই বিষয়গুলো শিখবে সব থেকে ভালো মতো।
🔰 গণিতের গধবাধা নিয়ম গুলো মুখস্ত না করে, বিশ্বের আধুনিক টেকনিকগুলো শেখার মাধ্যমে সহজেই আয়ত্ত করতে পারবে।
🔰 এই বইগুলোতে যোগ ৭ টি ধাপে, বিয়োগ ৮ টি ধাপে, গুণ ৬ টি ধাপে, ভাগ ১০ ধাপে শেখানো হয়েছে. যার মাধ্যমে বাচ্চারা খেলার চলে গণিতের মজা উপভোগ করতে পারবে।

অর্ডার করতে এখনি message করুন আমাদের পেইজে। ক্ষুদে গণিতবিদ অভিযান হচ্ছে আপনার বাচ্চার কমপ্লিট গণিত শেখার গাইড।

উচ্ছ্বাস বসু উৎস- এর নতুন বই “শূন‍্য মস্তিষ্ক” অর্ডার করুন ২৫% ছাড়ে!!!বইঃ শূন‍্য মস্তিষ্কলেখকঃ উচ্ছ্বাস বসু উৎস🎯 ভালোবাস...
08/02/2025

উচ্ছ্বাস বসু উৎস- এর নতুন বই “শূন‍্য মস্তিষ্ক” অর্ডার করুন ২৫% ছাড়ে!!!

বইঃ শূন‍্য মস্তিষ্ক
লেখকঃ উচ্ছ্বাস বসু উৎস

🎯 ভালোবাসা, ক্ষমতা, এবং সম্পর্কের আসল চালিকাশক্তি কী? কীভাবে আবেগ আমাদের সবচেয়ে বড় শক্তি এবং একইসঙ্গে সবচেয়ে বড় দুর্বলতা হয়ে ওঠে? শূন্য মস্তিষ্ক আপনাকে মানব সম্পর্কের জটিল জগতে ডুব দিয়ে আবেগ, আকর্ষণ, এবং নিয়ন্ত্রণের অদেখা সত্যগুলো উন্মোচনের এক অনন্য যাত্রায় নিয়ে যাবে।
নিজেকে আরও গভীরভাবে বুঝতে, মানুষের সাথে মানুষের সম্পর্ক বুঝতে, অথবা আবেগের স্থিতিস্থাপকতার গোপন রহস্য আবিষ্কার করতে বইটি প্রথম ধাপ মাত্র। এটি মানব মনের এবং হৃদয়ের গভীরে একটি রূপান্তরকারী যাত্রা, যা আপনাকে শিখিয়ে দেবে কীভাবে উচ্চতায় উঠতে হয়, গভীরভাবে সংযোগ স্থাপন করতে হয় এবং অন্যদের উপর একটি চিরস্থায়ী প্রভাব ফেলে যেতে হয়।
এটি একটি আয়না, একটি চাবি এবং একটি দিকনির্দেশনা, যা জীবনের এবং ভালোবাসার অদৃশ্য যুদ্ধগুলোতে আপনাকে দক্ষ করে তুলবে।

মুদ্রিত মূল্যঃ ৫৩৫ টাকা
২৫% ছাড়ে ৪০০ টাকা

বইটি পাওয়া যাবে অমর একুশে বইমেলা ২০২৫ এর তাম্রলিপি ৬৭৮,৬৭৯,৬৮০ নং স্টলে।

এছাড়াও অনলাইনে অর্ডার করতে মেসেজ করুন আমাদের ফেইসবুক পেজ এ।

UTSHO

জুনায়েদ ইভান- এর জনপ্রিয় বই “অন্যমনস্ক” অর্ডার করুন ২৫% ছাড়ে!!!🎯একজন নিখোঁজ ব্যক্তিকে খুঁজতে গিয়ে অন্য একজন নিখোঁজ হলে...
04/02/2025

জুনায়েদ ইভান- এর জনপ্রিয় বই “অন্যমনস্ক” অর্ডার করুন ২৫% ছাড়ে!!!

🎯একজন নিখোঁজ ব্যক্তিকে খুঁজতে গিয়ে অন্য একজন নিখোঁজ হলেন। দুজনের কেউই জানে না, তারা হারিয়ে গেছে।
এ রকম একটি গল্প বলার চেষ্টা করেছি। মাঝে মধ্যে দুজনকে একই মানুষ মনে হবে। মাঝেমধ্যে মনে হবে, ওরা আসলে দুজন না। ওরা তিনজন। মনস্তাত্ত্বিক বিভ্রমের নানান স্তরের কর্মকান্ড থেকে এক একটি চরিত্র ধার করা হয়েছে। একটা মানুষ যখন তার কল্পনাকে সত্য মনে করে তখন তার চিন্তা করার সিস্টেমগুলো কেমন করে কাজ করে? কিংবা সমস্যা যখন আরও জটিল হয়? সত্যকে তিনি কল্পনা মনে করছেন!! চারপাশের সবকিছু অ্যাবস্ট্রাক্ট ছবির মতো-অর্ধেক বস্তু অর্ধেক কল্পনা।
কিংবা কোনো একটি গল্পের চরিত্র জীবিত একজন মানুষকে মৃত মনে করছে। যাকে তার মৃত মনে হয়, তাকে ব্যাপারটা জানানো হয়েছে। তারা দুজন মিলে সাইকিয়াট্রিস্টের কাছে গেলে সবকিছু উল্টো দিকে ঘুরতে শুরু করে। ভোরবেলায় যে রকম রাত আর দিনের মধ্যে সাক্ষাৎ ঘটে, সে রকম সম্বন্ধ হয় ডিলিউশন আর হ্যালুসিনেশনের মাঝে। যেন ইথারে মিলিয়ে যায় বস্তুগত সূর্য, ভাবগত প্রেম অথবা জীবন।

বইঃ অন্যমনস্ক
লেখকঃ জুনায়েদ ইভান

মুদ্রিত মূল্যঃ ৩৩৫ টাকা
২৫% ছাড়ে ২৫০ টাকা

বইটি পাওয়া যাবে অমর একুশে বইমেলা ২০২৫ এর তাম্রলিপি ৬৭৮,৬৭৯,৬৮০ নং স্টলে।

এছাড়াও অনলাইনে অর্ডার করতে মেসেজ করুন আমাদের ফেইসবুক পেজ এ।

এ কে এম শাহনাওয়াজ - এর নতুন বই “বাংলাদেশের সভ্যতা: সহজপাঠ” অর্ডার করলেই পাচ্ছেন ২৫% ছাড়!বইঃ বাংলাদেশের সভ্যতা: সহজপাঠলেখ...
04/02/2025

এ কে এম শাহনাওয়াজ - এর নতুন বই “বাংলাদেশের সভ্যতা: সহজপাঠ” অর্ডার করলেই পাচ্ছেন ২৫% ছাড়!

বইঃ বাংলাদেশের সভ্যতা: সহজপাঠ
লেখকঃ এ কে এম শাহনাওয়াজ
প্রকাশনীঃ তাম্রলিপি

বই থেকেঃ
ইতিহাস ও ঐতিহ্যের বিচারে একটি সমৃদ্ধ সভ্যতা গড়ে উঠেছিল বাংলাদেশে। মুক্তিযুদ্ধের মধ্যদিয়ে পাওয়া এই স্বাধীন দেশটির নাম হয়েছে বাংলাদেশ। প্রাচীন কাল থেকে কখনো বাংলা, কখনো পূর্ব বাংলা, কখনো পূর্ব পাকিস্তান নামে এই ভূখণ্ডের পরিচিতি ছিল। অনেক কাল পর্যন্ত বাংলাদেশের ইতিহাস বলতে ইতিহাস বইগুলো থেকে শাসকদের ইতিহাস জানারই সুযোগ ছিল। যাকে রাজনৈতিক ইতিহাস বলা হয়। এধারার ইতিহাস থেকে সভ্যতা গড়ে ওঠা ও সভ্যতার বিকাশ জানা সম্ভব হয় না। আদিকাল থেকে বাঙালির সামাজিক-সাংস্কৃতিক জীবনের কথাও তেমনভাবে জানার সুযোগ ছিল না। অনেক পরে এদেশের নানা অঞ্চলে প্রত্নতাত্ত্বিক খনন ও অনুসন্ধানের মাধ্যমে প্রাচীন ও মধ্যযুগের মানুষের নানা কৃতিত্বের কথা জানার সুযোগ তৈরি হয়েছে। আর এসব তথ্যকে বিচার করে সহজ ভাষায় লেখা হয়েছে বাংলাদেশের সভ্যতা বইটি। এই বই থেকে জানা যাবে বাঙালি জাতির আদি উৎস, এই ভূখণ্ডে পাথর যুগের মানুষের বিচরণ, প্রাচীন, মধ্যযুগ, ঔপনিবেশিক যুগ ও মুক্তিযুদ্ধ পর্যন্ত সংক্ষেপে বাংলার সাধারণ ইতিহাস, শিক্ষা-সংস্কৃতির নানাদিক, ধর্মীয় ও লৌকিক নানা স্থাপত্য ও ভাস্কর্য শিল্পের পরিচিতি। এক কথায় বাঙালির সভ্যতা চিত্রিত হয়েছে এই বইতে। বিষয় সংশ্লিষ্ট অনেক ছবি পাঠককে ইতিহাস বুঝতে সাহায্য করবে। এই সহজ-সাবলীল ভাষায় লেখা বইটি পাঠ করতে শিশু পাঠক থেকে শুরু করে সাধারণ পাঠক কখনো ক্লান্তি বোধ করবে না। বরঞ্চ দেশকে জানার আগ্রহ বাড়িয়ে দেবে। জন্ম নেবে দেশের প্রতি ভালোবাসা।

বইটি পাওয়া যাবে অমর একুশে বইমেলা ২০২৫ এর তাম্রলিপি ৬৭৮,৬৭৯,৬৮০ নং স্টলে।

অর্ডার করতে মেসেজ করুন আমাদের ফেইসবুক পেজ এ।
মুদ্রিত মূল্যঃ ৫০০টাকা
২৫% ছাড়ে ৩৭৫টাকা

#অর্ডার #তাম্রলিপি

ছোটদের জন্য আয়মান সাদিকের নতুন বই “ক্ষুদে গণিতবিদ ভাগ অভিযান” অর্ডার করলেই পাচ্ছেন ২৫% ছাড়!বইঃ ক্ষুদে গণিতবিদ ভাগ অভিযান...
02/02/2025

ছোটদের জন্য আয়মান সাদিকের নতুন বই “ক্ষুদে গণিতবিদ ভাগ অভিযান” অর্ডার করলেই পাচ্ছেন ২৫% ছাড়!

বইঃ ক্ষুদে গণিতবিদ ভাগ অভিযান
লেখকঃ আয়মান সাদিক, নূরে আশরাফী জান্নাত, ভুবন দে।
প্রকাশনীঃ তাম্রলিপি

📌ভাগের প্রতি ছাত্রছাত্রীদের আগ্রহ তৈরি ও ভাগের দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে এই বইটি প্রকাশ করা হয়েছে। এ বইটি লেখার পূর্বে, জাপান, সিঙ্গাপুর ও ব্রিটিশ কারিকুলামসহ বিভিন্ন দেশের, ভাগ শেখার বই নিয়ে গবেষণা করে, আমাদের দেশের ছাত্রছাত্রীদের উপযোগী করে বইটি লেখা হয়েছে।

ভাগ শেখানোর জন্য এই বইটিতে কিছু চমৎকার কৌশল ব্যবহার করা হয়েছে। যে কৌশলগুলোর মাধ্যমে ভাগের মূল ধারণার সাথে, ধাপে ধাপে পরিচয় করিয়ে দেয়া হয়েছে। এর ফলে ছাত্র-ছাত্রীদের কাছে ভাগ হয়ে উঠবে মজার বিষয় এবং ভাগ শেখার প্রতি তাদের আগ্রহ বাড়বে ও সাথে সাথে বাড়বে ভাগের দক্ষতা।

বইটি পাওয়া যাবে অমর একুশে বইমেলা ২০২৫ এর তাম্রলিপি ৬৭৮,৬৭৯,৬৮০ নং স্টলে।

মুদ্রিত মূল্যঃ ৪০০ টাকা
২৫% ছাড়ে পাওয়া যাবে ৩০০ টাকায়
#অর্ডার #তাম্রলিপি

ছোটদের জন্য আয়মান সাদিকের নতুন বই “ক্ষুদে গণিতবিদ গুণ অভিযান” অর্ডার করলেই পাচ্ছেন ২৫% ছাড়!বইঃ ক্ষুদে গণিতবিদ গুণ অভিযান...
02/02/2025

ছোটদের জন্য আয়মান সাদিকের নতুন বই “ক্ষুদে গণিতবিদ গুণ অভিযান” অর্ডার করলেই পাচ্ছেন ২৫% ছাড়!

বইঃ ক্ষুদে গণিতবিদ গুণ অভিযান
লেখকঃ আয়মান সাদিক, নূরে আশরাফী জান্নাত, ভুবন দে।
প্রকাশনীঃ তাম্রলিপি

📌গুণের প্রতি ছাত্রছাত্রীদের আগ্রহ তৈরি ও গুণের দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে এই বইটি প্রকাশ করা হয়েছে। এ বইটি লেখার পূর্বে, জাপান, সিঙ্গাপুর ও ব্রিটিশ কারিকুলামসহ বিভিন্ন দেশের, গুণ শেখার বই নিয়ে গবেষণা করে, আমাদের দেশের ছাত্রছাত্রীদের উপযোগী করে বইটি লেখা হয়েছে।

গুণ শেখানোর জন্য এই বইটিতে কিছু চমৎকার কৌশল ব্যবহার করা হয়েছে। যে কৌশলগুলোর মাধ্যমে গুণের মূল ধারণার সাথে, ধাপে ধাপে পরিচয় করিয়ে দেয়া হয়েছে। এর ফলে ছাত্র-ছাত্রীদের কাছে গুণ হয়ে উঠবে মজার বিষয় এবং গুণ শেখার প্রতি তাদের আগ্রহ বাড়বে ও সাথে সাথে বাড়বে গুণের দক্ষতা।

বইটি পাওয়া যাবে অমর একুশে বইমেলা ২০২৫ এর তাম্রলিপি ৬৭৮,৬৭৯,৬৮০ নং স্টলে।

মুদ্রিত মূল্যঃ ৪০০ টাকা
২৫% ছাড়ে পাওয়া যাবে ৩০০ টাকায়
#অর্ডার #তাম্রলিপি

ছোটদের জন্য আয়মান সাদিকের নতুন বই “ক্ষুদে গণিতবিদ বিয়োগ অভিযান” অর্ডার করলেই পাচ্ছেন ২৫% ছাড়!বইঃ ক্ষুদে গণিতবিদ বিয়োগ অভ...
02/02/2025

ছোটদের জন্য আয়মান সাদিকের নতুন বই “ক্ষুদে গণিতবিদ বিয়োগ অভিযান” অর্ডার করলেই পাচ্ছেন ২৫% ছাড়!

বইঃ ক্ষুদে গণিতবিদ বিয়োগ অভিযান
লেখকঃ আয়মান সাদিক, নূরে আশরাফী জান্নাত, ভুবন দে।
প্রকাশনীঃ তাম্রলিপি

📌বিয়োগের প্রতি ছাত্রছাত্রীদের আগ্রহ তৈরি ও বিয়োগের দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে এই বইটি প্রকাশ করা হয়েছে। এ বইটি লেখার পূর্বে, জাপান, সিঙ্গাপুর ও ব্রিটিশ কারিকুলামসহ বিভিন্ন দেশের, বিয়োগ শেখার বই নিয়ে গবেষণা করে, আমাদের দেশের ছাত্রছাত্রীদের উপযোগী করে বইটি লেখা হয়েছে।

বিয়োগ শেখানোর জন্য এই বইটিতে কিছু চমৎকার কৌশল ব্যবহার করা হয়েছে। যে কৌশলগুলোর মাধ্যমে বিয়োগের মূল ধারণার সাথে, ধাপে ধাপে পরিচয় করিয়ে দেয়া হয়েছে। এর ফলে ছাত্র-ছাত্রীদের কাছে বিয়োগ হয়ে উঠবে মজার বিষয় এবং বিয়োগ শেখার প্রতি তাদের আগ্রহ বাড়বে ও সাথে সাথে বাড়বে বিয়োগের দক্ষতা।

বইটি পাওয়া যাবে অমর একুশে বইমেলা ২০২৫ এর তাম্রলিপি ৬৭৮,৬৭৯,৬৮০ নং স্টলে।

মুদ্রিত মূল্যঃ ৪০০ টাকা
২৫% ছাড়ে পাওয়া যাবে ৩০০ টাকায়
#অর্ডার #তাম্রলিপি

ছোটদের জন্য আয়মান সাদিকের নতুন বই “ক্ষুদে গণিতবিদ যোগ অভিযান” অর্ডার করলেই পাচ্ছেন ২৫% ছাড়!বইঃ ক্ষুদে গণিতবিদ যোগ অভিযান...
02/02/2025

ছোটদের জন্য আয়মান সাদিকের নতুন বই “ক্ষুদে গণিতবিদ যোগ অভিযান” অর্ডার করলেই পাচ্ছেন ২৫% ছাড়!
বইঃ ক্ষুদে গণিতবিদ যোগ অভিযান
লেখকঃ আয়মান সাদিক, নূরে আশরাফী জান্নাত, ভুবন দে।
প্রকাশনীঃ তাম্রলিপি

📌যোগের প্রতি ছাত্রছাত্রীদের আগ্রহ তৈরি ও যোগের দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে এই বইটি প্রকাশ করা হয়েছে। এ বইটি লেখার পূর্বে, জাপান, সিঙ্গাপুর ও ব্রিটিশ কারিকুলামসহ বিভিন্ন দেশের, যোগ শেখার বই নিয়ে গবেষণা করে, আমাদের দেশের ছাত্রছাত্রীদের উপযোগী করে বইটি লেখা হয়েছে।

যোগ শেখানোর জন্য এই বইটিতে কিছু চমৎকার কৌশল ব্যবহার করা হয়েছে। যে কৌশলগুলোর মাধ্যমে যোগের মূল ধারণার সাথে, ধাপে ধাপে পরিচয় করিয়ে দেয়া হয়েছে। এর ফলে ছাত্র-ছাত্রীদের কাছে যোগ হয়ে উঠবে মজার বিষয় এবং যোগ শেখার প্রতি তাদের আগ্রহ বাড়বে ও সাথে সাথে বাড়বে যোগের দক্ষতা।

বইটি পাওয়া যাবে অমর একুশে বইমেলা ২০২৫ এর তাম্রলিপি ৬৭৮,৬৭৯,৬৮০ নং স্টলে।

মুদ্রিত মূল্যঃ ৪০০ টাকা
২৫% ছাড়ে পাওয়া যাবে ৩০০ টাকায়
#অর্ডার #তাম্রলিপি

শিশিরকন্যা জয়িতা - এর নতুন বই “এআই কন্যা ” অর্ডার করলেই পাচ্ছেন ২০% ছাড়!বইঃ এআই কন্যালেখকঃ শিশিরকন্যা জয়িতাপ্রকাশনীঃ তাম...
30/01/2025

শিশিরকন্যা জয়িতা - এর নতুন বই “এআই কন্যা ” অর্ডার করলেই পাচ্ছেন ২০% ছাড়!

বইঃ এআই কন্যা
লেখকঃ শিশিরকন্যা জয়িতা
প্রকাশনীঃ তাম্রলিপি

বই থেকেঃ
বৈজ্ঞানিক কল্পকাহিনী
আরিনার জীবনে আজ দারুণ আনন্দের দিন। তার আমেরিকায় ডক্টরেট করতে যাওয়ার ফেলোশিপের আবেদন মঞ্জুর হয়েছে এবং তাকে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগ করা হয়েছে। সে কাজ করবে জন্স হপকিন্স ইউনিভার্সিটির মেকানিক্যাল ও বায়ো ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রধান ড. ব্রাউনের সাথে তিনি কাজ করছেন এআই রোবটের উপর। গবেষণার প্রধান বিষয়বস্তু, কি করে হিউম্যান লাইক র্আৎ মানুষের মত এআই নিয়ন্ত্রিত উচ্চ বুদ্ধিমত্তা সম্পন্ন রোবট তৈরি করা যায়।
অচিরেই আরিনার স্বপ্ন, দুঃস্বপ্নে পরিণত হল। সে ক্রমে উপলব্ধি করলো, বিভিন্ন দেশ থেকে ছাত্রছাত্রীদের ফেলোশিপের প্রলোভন দেখিয়ে আনা ছিল ড. ব্রাউনের সুপরিকল্পিত উদ্দেশ্য। আসলে তিনি হিউমান লাইক রোবট নয়, বরঞ্চ রোবট লাইক হিউমান তৈরি করতে চান। যেসব হিউমানদের তিনি তার নিজের দাস বানিয়ে রাখতে পারবেন, ইচ্ছামত কাজ করাতে পারবেন।
খুব সূক্ষ্ম একটি প্রসিডিউরের মাধ্যমে মাথার মস্তিষ্কের একটি নির্দিষ্ট কক্ষে একটি ছোট্ট মাইক্রোচিপ বসিয়ে য়ো হবে। এই চিপের মাধ্যমে ড. ব্রাউন তাঁর যাবতীয় আদেশ, নির্শে, করনীয় বার্তা এআই মানবের মস্তিষ্কে প্রেরণ করবেন। ভয়ে আরিনার হাতপা ঠাণ্ডা হয়ে এলো। এই ভয়ংকর কুঠুরি থেকে তাকে বাঁচাবে কে।
ড. ব্রাউনের গভীর ষড়যন্ত্রের ফাঁদ উম্মোচন করবে কে!

বইটি পাওয়া যাবে অমর একুশে বইমেলা ২০২৫ এর তাম্রলিপি ৬৭৮,৬৭৯,৬৮০ নং স্টলে।

অর্ডার করতে মেসেজ করুন আমাদের ফেইসবুক পেজ এ।

মুদ্রিত মূল্যঃ ২৭০ টাকা
২০% ছাড়ে ২১৬ টাকা
#অর্ডার #তাম্রলিপি #শিশিরকন্যা_জয়িতা

ফারহানা সিনথিয়া - এর নতুন বই “বৃষ্টির রং হয়ে যাবে নীল” অর্ডার করলেই পাচ্ছেন ২০% ছাড়!বইঃ বৃষ্টির রং হয়ে যাবে নীললেখকঃ ফার...
27/01/2025

ফারহানা সিনথিয়া - এর নতুন বই “বৃষ্টির রং হয়ে যাবে নীল” অর্ডার করলেই পাচ্ছেন ২০% ছাড়!

বইঃ বৃষ্টির রং হয়ে যাবে নীল
লেখকঃ ফারহানা সিনথিয়া
প্রকাশনীঃ তাম্রলিপি

বই পরিচিতিঃ
সাইকোলজিস্ট রীমার সাথে দেখা করতে এসেছে এক সুশ্রী তরুণী। কথোপকথনের মাঝে মেয়েটির ছোঁয়াচে হাসি যেন রীমাকেও স্পর্শ করল। সে বহুদিন পর হাসছে।
হাসি থামার পরে রীমা প্রশ্ন করল, “আপনি প্রথম কবে আপনার বোনকে দেখেছেন?”
“আপনি কীভাবে জানলেন একাধিকবার দেখেছি?”
“মৃত বোনকে দেখার মাঝে যে একটা অস্বাভাবিকতা আছে সেই ব্যাপারটা আপনি জানেন। একবার দেখলে আপনি চোখের ভুল বলে ব্যাপারটাকে উড়িয়ে দিতেন। বেশ কয়েকবার ঘটার পরেই আপনি এখানে এসেছেন।”
“আমি আপুকে প্রথম দেখি সেদিন শরতের সন্ধ্যাবেলায়। বাড়ির সামনে শিউলি গাছ ঝেঁপে ফুল এসেছিল। হালকা হাওয়া বইছে। জানালার বাইরে খসখস শব্দ হলো। বাড়ির পেছনে একটা বাগান আছে। আমি ভেবেছি বেড়াল ঢুকেছে। তাই ভেবেই জানালায় চোখ রেখেছিলাম। আপুর উকিল সেদিন এসেছিলেন উইল পড়ার জন্য। বাসায় ছিলেন জাহিদ ভাই, মোহতেশাম আংকেল আর আমি।”
“জাহিদ ভাই কে? আর উইল পড়ার সময় মোহতেশাম আংকেল কেন এসেছিলেন?”
“জাহিদ ভাই আপুর হাজব্যান্ড। মোহতেশাম আংকেল উইলের বেনিফিশিয়ারি ছিলেন।”
“ইন্টারেস্টিং! মোহতেশাম আংকেল বেনিফিশিয়ারি ছিলেন কেন?”
“উনি পরিবারের কেউ না হয়েও পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। আপু বলেছিলেন যদি কখনো দুর্ঘটনায় মৃত্যু হয় তবে যেন মোহতেশাম আংকেল আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ না হন।”
“ওনার অভিনীত শেষ চলচ্চিত্রের নাম কী ছিল?”
“বৃষ্টির রং হয়ে যাবে নীল।”

বইটি পাওয়া যাবে অমর একুশে বইমেলা ২০২৫ এর ৬৭৮,৬৭৯,৬৮০ নং স্টলে।
অর্ডার করতে মেসেজ করুন আমাদের ফেইসবুক পেজ এ

মুদ্রিত মূল্যঃ ৩৩৫ টাকা
২০% ছাড়ে ২৬৮ টাকা
#অর্ডার #তাম্রলিপি #ফারহানা_সিনথিয়া

অমর একুশে বইমেলা ২০২৫ এর জন্য বিক্রয় প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। আপনি যদি আগ্রহী হন তবে নিম্নলিখিত ইমেইলে আপনার আপডেটেড...
18/12/2024

অমর একুশে বইমেলা ২০২৫ এর জন্য বিক্রয় প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। আপনি যদি আগ্রহী হন তবে নিম্নলিখিত ইমেইলে আপনার আপডেটেড সিভিটি মেইল করুন। সিভি পাঠানোর শেষ তারিখ ৩১ ডিসেম্বর ২০২৪।

কর্ম সময়ঃ
রবি-বৃহঃ - দুপুর ২টা থেকে রাত ৯.৩০
ছুটির দিনঃ সকাল ১০টা থেকে রাত ৯.৩০

বেতন- ১০,০০০/=
*সেলস পারফর্মেন্সের উপর বোনাস রয়েছে।

ইমেইল- [email protected]

“মার্কেটিং এক্সিকিউটিভ” পদে তাম্রলিপিতে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হবে।কার্যকালঃ জানুয়ারি ২০২৫ – ফেব্রুয়ারি ২০২৫ (০২ মাস)ক...
20/11/2024

“মার্কেটিং এক্সিকিউটিভ” পদে তাম্রলিপিতে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হবে।
কার্যকালঃ জানুয়ারি ২০২৫ – ফেব্রুয়ারি ২০২৫ (০২ মাস)

কাজের ধরণঃ
১ ঢাকা শহর ও এর আশেপাশের জেলা-উপজেলা সমূহের শিক্ষা প্রতিষ্ঠানসমূহে বইয়ের প্রমোশন করা এবং বই বিক্রয়ের চেষ্টা করা।
২. বিভিন্ন জেলা ও উপজেলা শহরে বইমেলার আয়োজন করা।
৩. অমর একুশে বইমেলায় বিভিন্ন দায়িত্ব পালন করা ও বই বিক্রয়ের কাজে সহায়তা করা।
৪. এছাড়াও বইয়ের মার্কেটিং সম্পর্কিত বিভিন্ন কাজ উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে সম্পন্ন করা।

কর্মক্ষেত্রঃ তাম্রলিপি, পুরানা পল্টন।
শিক্ষাগত যোগ্যতাঃ এইচএসসি/স্নাতক
বেতনঃ ১৫,০০০-২০,০০০/-
চাকরির ধরণঃ ফুল-টাইম

# কাজের প্রয়োজনে অফিসের বাইরে (ঢাকা ও ঢাকার বাইরে) যাতায়াতের জন্য TA/DA প্রযোজ্য।
# কর্মদক্ষতার উপর ভিত্তি করে পরবর্তীতে চাকরি স্থায়ীকরণের ব্যবস্থা রয়েছে।

অন্যান্য সুবিধা
# নাস্তা
# মোবাইল বিল

সিভি মেইল করার ঠিকানাঃ
[email protected]

আবেদনের শেষ সময়ঃ
৩০ নভেম্বর ২০২৪ ইং
অবশ্যই মেইল এর Subject এ Applying for the post of Marketing Executive লিখে সিভি মেইল করবেন।

Address

Rajarbag

Alerts

Be the first to know and let us send you an email when Tamralipi - তাম্রলিপি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tamralipi - তাম্রলিপি:

Share

Category