22/06/2025
মানসিক শান্তি নির্ভর করে চারপাশে থাকা মানুষ গুলোর ব্যাবহারের উপর ,তারা যদি নেগেটিভ ভাবে গ্রহণ করে তবে আপনার জীবন থেকে মানসিক শান্তি নষ্ট হয়ে জাবে,চারপাশে থাকা মানুষের ব্যাবহার-আচরন কথা বার্তার মাজেও মানসিক শান্তি নির্ভর করে ,যারা তীব্র মানসিক যন্ত্রণা ভোগ করে,তাদের আশ পাশের মানুষের ব্যাবহারের জন্যই তারা যন্ত্রণা পায়! আমার মনে হয় মানুষ গরিব হলেও অসুবিধা নাই কিন্তু ছোটলোক হলে অসুবিধা
জীবনে একা হাটতে শেখা জরুরী ,একা থাকতে শেখা তার থেকে বড় হলো নিজের মোন খারাপ নিজে ভালো করতে পারা,জীবনের কঠিন তম যুদ্ধ মানুষ নিজের সাথে ই করে,,,
ভালোবাসা,আবেগ,অনুভূতি মায়া ভালো থাকাকে বিসর্জন দিয়ে মানুষ তার মনের বিরুদ্ধে গিয়ে নিজেকে কষ্ট দেয়,কতো কিছু সয্য করে নেয়🙂
জীবন এ বড় ভূল হলো মানুষের মায়ায় পড়া ভালোবাসা,মানুষকে জতোই কাছে টেনে নি সব ভূল পিছনে ফেলে মাফ করে দি তাও মানুষ সেই ভূল বার বার করে কষ্ট দিবেই,মানুষ থেকে দূরে থাকাই ভালো মনে করি আমি একা থাকাই এখন পছন্দ করি🤗