09/11/2025
আমি শপিংমলে কেনাকাটা করে 💸বিল দেবার জন্য 👜 ব্যাগ খুলতেই ম্যানেজারের নজরে পড়ে ব্যাগের ভিতরে টিভির রিমোট! ম্যানেজার কৌতূহলবশত জানতে চান, "ম্যাডাম, ব্যাগে কি সবসময় রিমোট নিয়ে ঘোরাফেরা করেন?"
আমি জবাব দি, "নাহ! মাঝে মাঝে। আজ আমার হাজবেন্ড বিশ্বকাপের ফাইনাল দেখবে বলে আমার সাথে শপিংয়ে এলো না। তাই ওকে টাইট দেওয়ার জন্য এই কাজ করেছি।"
শিক্ষা ১ : স্ত্রীকে যথেষ্ট গুরুত্ব না দিলে স্বামীর কপালে বিপদ আছে।
ম্যানেজার মৃদু হেসে ক্রেডিট কার্ড ফেরত দিয়ে বলেন, "পেমেন্ট হচ্ছে না, আপনার স্বামী কার্ড ব্লক করে দিয়েছেন।"
শিক্ষা ২ : স্ত্রীর উচিত স্বামীর শখকে সম্মান করা।
আমি মুচকি হেসে কার্ডটি Swipe করে ক্যাশিয়ারকে বললাম, "এমনটা হতে পারে তা আমি আগেই সন্দেহ করেছিলাম!"
শিক্ষা ৩ : নারী জাতির ক্ষমতার দৌড় সম্পর্কে পুরুষের জ্ঞান পরিপূর্ণ নয়।✅✅✅
কেনাকাটা শেষে বাড়ি ফিরে আমি দেখলাম দরজায় তালা মারা। স্টিকারে লেখা, গাড়ি নিয়ে বন্ধুর বাড়িতে খেলা দেখতে গেলাম। ফিরতে রাত হবে, বাইরে অপেক্ষা করো।
শিক্ষা ৪: আপনার প্রতিপক্ষকে কখনো ছোট করে দেখবেন না।❌
আমিও মুচকি হেসে ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে খেয়েদেয়ে ঘুমিয়ে পড়লাম। রাতে স্বামী বাড়ি ফিরে দেখেন দরজা ভেতর থেকে লক করা আর স্টিকারে লেখা:
গাড়িতেই ঘুমিয়ে পড়ো। কলিং বেল বাজিও না, তাতে লাভ হবে না, কলিং বেলের তার কাটা। আর খবরদার দরজায়
ধা "ক্কা ধা "ক্কি করবে না, ভুলে যেও না এটা ভদ্রলোকের পাড়া।
শিক্ষা ৫: নারীশক্তি হতে সাবধান!✅🙂👸
সংগৃহীত ✅