Sumaiya's Tiny World

Sumaiya's Tiny World আমার ছোট্ট নীড়ে আপনাকে স্বাগতম। আল্লাহ সকলকে শান্তিতে রাখুক। ফি- আমানিল্লাহ্।
(3)

রোগীর বয়স ৩৮!জরায়ুতে টিউমার ৮ টা।সবচেয়ে বড় টিউমারের ওজন ৪৫৯ গ্রাম!!উনি জানতেন ওনার কোনদিনই বাচ্চা হবেনা। সেইজন্য প্রথম ঘ...
02/12/2025

রোগীর বয়স ৩৮!
জরায়ুতে টিউমার ৮ টা।
সবচেয়ে বড় টিউমারের ওজন ৪৫৯ গ্রাম!!

উনি জানতেন ওনার কোনদিনই বাচ্চা হবেনা। সেইজন্য প্রথম ঘরে ছাড়াছাড়ি হয়ে যায়। অপেক্ষা করেন ১০ বছর। লাস্ট ১ বছর নতুন সংসার বেঁধেছেন আবার।
পেটটা সামান্য ফোলা মনে হওয়ায় এসেছেন আল্ট্রাসাউন্ড করাতে।

আল্লাহর কি রহমত!!!

৬ মাস বাচ্চা পেটে💕💕💕

সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ

দীর্ঘ আট বছর পর ফ্রান্স থেকে দেশে ফিরে আসার পর ইউটিউবার রেহানা রাখি যেখানে মানুষের অফুরন্ত ভালোবাসা পাচ্ছিলেন, সেখানেই স...
01/12/2025

দীর্ঘ আট বছর পর ফ্রান্স থেকে দেশে ফিরে আসার পর ইউটিউবার রেহানা রাখি যেখানে মানুষের অফুরন্ত ভালোবাসা পাচ্ছিলেন, সেখানেই সম্প্রতি একটি ঘটনা নিয়ে তিনি তীব্র স মা লো চ নার মুখে পড়েছেন।

ঘটনাটি হলো, রেহানা রাখি গাড়ির ভেতর বসে এক পথশিশুর কাছ থেকে বেলি ফুলের মালা কেনেন।
মেয়েটি প্রতিটি বেলি ফুলের মালার দাম ৩০ টাকা দাবি করে। রাখি আপু মেয়েটিকে ১০০ টাকা দেন এবং তার কাছ থেকে পাঁচটি বেলি ফুলের মালা নেন।

এখানেই বি ত র্কের সূত্রপাত। মেয়েটি ১০০ টাকা পাওয়ার পর আরও ২০ টাকার জন্য আবদার করতে থাকে এবং বারবার বলতে থাকে, "ম্যাডাম, আরও ২০টা টাকা দেন।" কিন্তু রেহানা রাখি সেই অতিরিক্ত টাকা না দিয়েই গাড়ি নিয়ে চলে যান।

এই ভিডিওটা দেখে রেহানা রাখিকে নিয়ে চরম স মা লো চ না শুরু হয়। নেটিজেনরা প্রশ্ন তোলেন, এতো ভালোবাসা ও জনপ্রিয়তা পাওয়ার পরেও তিনি কেন মাত্র ২০ টাকা দিতে পারলেন না?

স মা লো চ না র মুখে রেহানা রাখি পরে ঘটনার ব্যাখ্যা দিয়েছেন। তিনি দাবি করেন যে তাঁর কাছে সেই মুহূর্তে ভাঙতি কোনো নোট ছিলো না, এবং তিনি কাউকে ঠকাননি। তিনি তাঁর মতে ন্যায্য মূল্যই দিয়েছেন।

তবে তাঁর এই ব্যাখ্যাও স মা লো চ ক দে র পুরোপুরি সন্তুষ্ট করতে পারেনি। দীর্ঘদিন পর দেশে ফিরে আসা এই জনপ্রিয় মুখটি এখন তাঁর ভক্তদের কাছ থেকেই তীব্র স মা লো চ না র শিকার হচ্ছেন।



Copy

গতকালকে যখন  তনি আপুর মুখ থেকে উনার বর্তমান হাজবেন্ড অনেক শিক্ষিত..!, ভালো ফ্যামিলি থেকে বিলং করে...!! তখন উনার প্রতি আম...
01/12/2025

গতকালকে যখন তনি আপুর মুখ থেকে উনার বর্তমান হাজবেন্ড অনেক শিক্ষিত..!, ভালো ফ্যামিলি থেকে বিলং করে...!! তখন উনার প্রতি আমারও অনেক হিং*সা হয়েছিল। আমি কি করলাম জানেন! অনুসন্ধানে নেমে গেলাম- গুগলে সার্চ দিলাম উনার হাজবেন্ডের ছবি নিয়ে তারপর আমি যেই ইতিহাস দেখলাম তারপর তো বাকিটা ইতিহাস,, আপনারাও দেখতে পারেন 🤣🤣
এখন কথা হচ্ছে তনি আপু যে বললো আমার হাজব্যান্ডকে যে চো*র বলবে, ছোট করে কথা বলবে তার নামে আমি মা**মলা দেবো,,তাহলে গুগলে সার্চ দিয়ে পাইলে মানুষ বলবে না??শেখ হাসিনার পতনের পর কি এখন আবার পাবলিকের বাক স্বাধীনতা কেড়ে নিতে চাচ্ছে তনি আপা??দেন আগে গুগলের নামে মা*মলা...!

এত বড় বড় সুনাম করার মতন মুখ থাকলো কোথায় 😁 একজন চো*রের সাথে খেটে খাওয়া মানুষের তুলনা করবেন না তনি আপু
সানভির বাবাকে উনার সাথে তুলনা করাই বেমানান, একজন ইন্টারন্যা/শনাল ক্রি/মিনাল যাকে গুগলের সার্চ দিলেই সাথে সাথে চলে আসে তার ইতিহাস 😂😂

আপনাদের যদি বিশ্বাস না হয় আপনারা উনার নাম এবং ছবি নিয়ে গুগলে সার্চ দেন তাহলে উনার বর্তমান হাজবেন্ডের সব চরিত্র সামনে চলে আসবে।

আর হে তনি আপু মেসেঞ্জারে এসে হুমকি দিবেন না
আমি সত্য তুলে ধরেছি আর সত্য তুলে ধরার অধিকার মত প্রকাশের অধিকার সবার আছে, সোশ্যাল মিডিয়াতে একজন ক্রি*মিনাল কে? ভদ্র হিসেবে তুলে ধরেছেন সে কোন ধরনের ভদ্র, শিক্ষিত ভালো পরিবার বলেছেন সে কি ধরনের শিক্ষিত সে একজন ইন্টারন্যাশনাল চো*র যাকে গুগলে সার্চ দিলে সহজে পাওয়া যায়...!

01/12/2025

ফারহানা বিধি তো পুরাই আমার বান্ধবীর মত ঝ*গড়া লাগলেই দুজন দুজনের গোপন কথা ফাঁ*স করে কিন্তু অবশেষে সিটি বাক্যের এই নোং*রামিও বের হয়ে আসলো😱

কম বয়সের স্বামীকে হারিয়েছি৷ কারাগারে থাকতে আমার মাকে হারিয়েছি৷ অফিসে অবরুদ্ধ থাকা অবস্থায় ছোট ছেলেকে হারিয়েছি৷ আরেকটি স...
29/11/2025

কম বয়সের স্বামীকে হারিয়েছি৷ কারাগারে থাকতে আমার মাকে হারিয়েছি৷ অফিসে অবরুদ্ধ থাকা অবস্থায় ছোট ছেলেকে হারিয়েছি৷ আরেকটি সন্তান নি'র্যা'তি'ত হ'য়ে দূর দেশে৷ আমার আর হারানোর কিছু নেই৷ আমার এই স্বজনহীন জীবনে দেশবাসী আমার স্বজন ❤

- বেগম খালেদা জিয়া

বাবা মা হওয়ার সাথে সাথে নিজেদের মেয়ের নাম রেখেছেন নিলয় হৃদি দম্পতি ❤️ তাদের মেয়ের নাম রুশদা মাইমানাহ🥰রুশদা কুরআনের সুরা ...
28/11/2025

বাবা মা হওয়ার সাথে সাথে নিজেদের মেয়ের নাম রেখেছেন নিলয় হৃদি দম্পতি ❤️ তাদের মেয়ের নাম রুশদা মাইমানাহ🥰রুশদা কুরআনের সুরা কাহাফের ৬৬ নম্বর আয়াত থেকে নেওয়া হয়েছে ❤️ ゚viralシfypシ゚viralシalシ

16 বছর পর আবার ও সন্তানের মা হতে যাচ্ছে এই আন্টি আঙ্কেল 😢উনি ভ/য় পাচ্ছে মানুষ কী বলবে !মানুষ তো কতো কথাই বলে যে বু/ড়ো ...
27/11/2025

16 বছর পর আবার ও সন্তানের মা হতে যাচ্ছে এই আন্টি আঙ্কেল 😢উনি ভ/য় পাচ্ছে মানুষ কী বলবে !মানুষ তো কতো কথাই বলে যে বু/ড়ো কালে ভী/ম/রত্ব ধরেছে !!মেয়েদের জামাই আছে আর এখন
উনি বাবু নিয়েছে ল/জ্জা নাই😢!! মানুষ এর কথায় কা/ন দিতে নাই আপনার সি/দ্বা/ন্ত খুব ভালো হয়েছে !!!উনার মেয়েদের বিয়ে হয়ে গেছে বাড়িতে উনি আর উনার সামি ই থাকে !প্রায় সময় মুক্তি আন্টি একাটিত্বের কথা বলে😢 আমি মনে করি সন্তান আল্লাহর দান বে/স্ট সিদ্ধান্ত💯✅

গতকাল একটা ভিডিও দেখে কিছু সময়ের জন্যে চুপ হয়ে গেছিলাম৷ এতোটাই মর্মার্থিক ছিলো ভিডিওটা কি বলবো আসলে! দুইটা মেয়ে বাসার ছা...
26/11/2025

গতকাল একটা ভিডিও দেখে কিছু সময়ের জন্যে চুপ হয়ে গেছিলাম৷ এতোটাই মর্মার্থিক ছিলো ভিডিওটা কি বলবো আসলে!

দুইটা মেয়ে বাসার ছাদের কোণায় দাঁড়িয়ে টিকটক করতেছিল৷ একজন মোবাইল ধরে রাখছে আরেকজন হাত নাড়িয়ে নাড়িয়ে নাচতেছিল৷ কিন্তু ভিডিও বানাতে বানাতে এতোটাই মগ্ন ছিলো যে কখন পাশে থাকা বৈদ্যুতিক লাইনে হাত লেগে যায় টেরই পেলো না৷

ব্যাস যা হবার সেটাই হলো! চোখের সামনে বৈদ্যতিক আ%গু%নে অল্প সময় মধ্যে মেয়েটা শে%ষ হয়ে গেলো৷ পাশের বিল্ডিং এ থাকা এক ভাই পুরো ঘটনাটা ভিডিও করেন৷

এতো অস্থির জাতি কেনো আমরা? কদিন আগে দেখলাম রিকশার চাকায় ওড়না পে%ছি%য়ে একজন মহিলা খুবই করুনভাবে মা%রা যান৷ আমরা কত সহজেই নিজেদের জীবনকে সস্তা করে ফেলেছি ৷

আপনার কি মনে হয়? এই জেনারেশন কি একটু বেশিইই ফেসবুক আর টিকটকের প্রতি আকৃষ্ট না?
পুরুষদের থেকে নারীরা একটু বেশি উদাসিন না?

- Rahat Ahmed Tulon

অতীতের  দিন গুলো তো সুন্দরী ছিল এখন তুমি আমার সাথে এবং আমার সানডিটার  সাথে এরকম না করলেও পারতা,, 🥹🥹
25/11/2025

অতীতের দিন গুলো তো সুন্দরী ছিল এখন তুমি আমার সাথে এবং আমার সানডিটার সাথে এরকম না করলেও পারতা,, 🥹🥹

আজকে মিথিলার পুরো লাইভ টা দেখলাম।। যেখানে মিথিলা তার miss universe এর পুরো জার্নি টা কেমন ছিলো সেইটা বলছিলো।। মিথিলা ওখা...
25/11/2025

আজকে মিথিলার পুরো লাইভ টা দেখলাম।। যেখানে মিথিলা তার miss universe এর পুরো জার্নি টা কেমন ছিলো সেইটা বলছিলো।। মিথিলা ওখানে ছিলো অনেক কিছু দেখেছে।। অনেক কথা আছে যেইগুলো মিথিলা বলতে গিয়ে ও বলতে পারিনি।। কারণ মিথিলা miss universe এর একজন প্রতিযোগি ছিলো।। এইগুলো বলা তার ঠিক না আর বলে ও লাভ নেই।। এমনিতেই আমরা দেশ হিসেবে অনেক ছোট।। বাইরের দেশ আমাদের অতটা মূল্য দেয়না ওইসব জায়গায়।। তবুও যে সম্মান টা মিথিলা পেয়েছে ওইটা কম কি।। অনেক দেশ ৫০-৬০ বছর ধরে miss universe এ প্রতিযোগিতা করছে।। তারা এখনো কোনো প্লেস পায়নি।। বাংলাদেশ মাত্র ৩ বার অংশ নিয়ে টপ ৩০ এ জায়গা পেয়েছে এইটাই অনেক।। মিথিলা অনেক ভালো পারফামেন্স করে টপ ১২ এ যাওয়ার মতো। কিন্তু টপ ১২ এ যেতে পারিনি।।তখন মিথিলা বুঝতে পারে টপ ১২ এ যেতে গেলে একটা দেশের সাথে miss universe এর অনেক রকমের সম্পর্ক হওয়া লাগে, বিজনেস রিলেটেড, গভমেন্ট এর সাথে অনেক কিছু।।তখন অনেক কষ্ট পায় মিথিলা।। এবং স্টেজের পিছনে গিয়ে অনেক কান্না করে।। তারপর মিথিলা মিস ব্রাজিল কে দেখে সে ও কান্না করছিলো, তখন মিথিলা আবার মিস ব্রাজিল কে সান্ত্বনা দেয়।। এটাই হলো বাঙালী নিজের দুঃখ লুকিয়ে অন্যকে সান্ত্বনা দিতে জানে।। ওখান থেকে বের হয়ে এসে মিথিলা কিছু মেয়েকে দেখে।। মিথিলার সামনে তারা কাঁদছে, যেই মেয়ে গুলার মাঝে মোটে না হলেও ২০ টা মেয়ের miss universe হওয়ার যোগ্যতা ছিলো।।মিথিলা যখন দেখে ওই মেয়ে গুলা কোনো পজিশন পাইনি।। ওরা টপ ৩০ এ উঠতে পারিনি যোগ্যতা থাকার সর্তেও।। ওই মুহূর্তে মিথিলা নিজেকে বুঝায় তুমি ভাগ্যবান, তুমি বাংলাদেশের মতো একটা দেশ থেকে আসছো। যেখানে বিউটি প্রেজেন্টের কোনো নামই নেই।। বিজনেস রিলেটেড কিছু নেই।। তারপর ও মিথিলা তার পারফামেন্স দিয়ে টপ ৩০ এ গেছে এইটা ও কম কিসের।। নিজেই নিজেকে সান্ত্বনা দেয়।। মিথিলা কে যখন টপ ৩০ এনাউসমেন্ট করে।। তখন মিথিলা তার মোবাইল টা টেবিলের উপর রেখে শো করতে চলে যায়।। টপ ৩০ এনাউস করার পর মিথিলা এসে দেখে মোবালই টা ওখানে নেই।। কেউ একজন সেরে রেখেছে যাতে মিথিলা ইনজয় করতে না পারে সে টপ ৩০ এ চলে গেছে।। মোবাইল না পেলে আমাদের যে কারোর ই মাথা খারাপ হয়ে যায়।। এইরকম ধরণের অনেক ঘটনা মিথিলার সাথে ঘটে গেছে।। রিনা খান টাইপ শ"য়"তা"নি কূ"ট"নী খালি বাংলাদেশে না বিদেশে ও আছে।। মিথিলা ছোট দেশ থেকে যাওয়ায় এমন অনেক কিছুই তার সাথে ঘটেছে।। কিন্তু আমাদের মেয়ে একা সব কিছু সামলে নিয়েছে বুদ্ধি দিয়ে।। ওরা প্রত্যেকে আসছিলো ৫-৬ জনের টিম নিয়ে আমাদের মিথিলা ছিলো একা।। মিথিলা যেমন সবার নজরে আসতে পেরেছে, আমাদের মতো ছোট একটি দেশ থেকে গিয়ে কয়জন এমন নজরে আসতে পেরেছে বলুনতো।। 🇧🇩🥰
Tangia Zaman Methila

এটা তৌহিদ আফ্রিদির ছেলে😯 দেখতে হুবহু বাবার মতো হয়েছে😯 কিন্তু এ সময় বউয়ের পাশে থেকে নিজের সন্তানকে দেখতে পারলেন না আফ্রিদ...
25/11/2025

এটা তৌহিদ আফ্রিদির ছেলে😯 দেখতে হুবহু বাবার মতো হয়েছে😯 কিন্তু এ সময় বউয়ের পাশে থেকে নিজের সন্তানকে দেখতে পারলেন না আফ্রিদি🥲 ゚

অতি সুখ ও সেবার লোভে দুই বিয়ে করেছিলেন তিনি। ভেবেছিলেন একসাথে দুই বউয়ের সেবায় তিনি দারুণ ভাবে জীবন কাটাবেন।কিন্তু বাস্তব...
25/11/2025

অতি সুখ ও সেবার লোভে দুই বিয়ে করেছিলেন তিনি। ভেবেছিলেন একসাথে দুই বউয়ের সেবায় তিনি দারুণ ভাবে জীবন কাটাবেন।

কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন!
দুই বউয়ের সেবা তো দূরে থাক, নিত্য দুই বউয়ের কলহ,বিবাদ আর অত্যাচারে তিনি ৩৩ বছর ঘরছাড়া!
নিরুদ্দেশ!

৩৩ বছর তাকে কেউ খুঁজে না পেয়ে পরিবার তাকে মৃত ভেবে তার মৃত্যু সাটিফিকেট তৈরি করে তার কিছু জমিজায়গাও অভাবের কারণে বিক্রি করে খায় তারা।

এত বছর পর হঠাৎ আল্লাহর দয়ায় এক মানবাধিকার কর্মীর ওসীলায় মুরুব্বি পুনরায় তার পরিবারে ফিরে আসে।

কি লাভ হল দুই বিয়ে করে...?
সময় গেল,যৌবন গেল,সুখ গেল! সারা জীবন একাকীত্বে কেটে গেল।
একেই হয়তো বলে— "অতি লোভে তাতী নষ্ট"🙂

Address

Dhaka
1230

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sumaiya's Tiny World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share