Sumaiya's Tiny World

Sumaiya's Tiny World আমার ছোট্ট নীড়ে আপনাকে স্বাগতম। আল্লাহ সকলকে শান্তিতে রাখুক। ফি- আমানিল্লাহ্।
(3)

ভাবতেছি তারেক সাহেবের বউয়ের কতোটা ধৈর্য 😯 না হলে কোন মেয়ের পক্ষে এমন স্বামী র সাথে সংসার করা সম্ভব না🥲 তার স্ত্রী তাকে ক...
09/11/2025

ভাবতেছি তারেক সাহেবের বউয়ের কতোটা ধৈর্য 😯 না হলে কোন মেয়ের পক্ষে এমন স্বামী র সাথে সংসার করা সম্ভব না🥲 তার স্ত্রী তাকে কতো বোঝানোর চেষ্টা অথচ সে একবারো ও তার পরিবারের কথা ভাবছে না👍 শুধু নিজের জে*দ ধরে বসে আছে🥲 বউটার জন্য সত্যি ই অনেক খারাপ লাগছে🥲

এই লোকটা কতটুকু স'ত্য মি'থ্যা বলেছে জানি না, তবে আঁখি কয়েক দিন আগে বলে ছিলো এই লোকটাকে সে চিনে না,দেখা যাক কি হয়!
09/11/2025

এই লোকটা কতটুকু স'ত্য মি'থ্যা বলেছে জানি না, তবে আঁখি কয়েক দিন আগে বলে ছিলো এই লোকটাকে সে চিনে না,দেখা যাক কি হয়!

আঁখি তার পেজ এখনো ফিরে পাইনি🥲 সে সেই জন্য আহাদকে দো*ষ দিচ্ছে 😯 কিন্তু আহাদের নিজের পেজগুলোতে সমস্যা হয়েছে আর তারপর ও আহা...
09/11/2025

আঁখি তার পেজ এখনো ফিরে পাইনি🥲 সে সেই জন্য আহাদকে দো*ষ দিচ্ছে 😯 কিন্তু আহাদের নিজের পেজগুলোতে সমস্যা হয়েছে আর তারপর ও আহাদ লাইভে সবার কাছে ক্ষ*মা চেয়েছে😯 তাহলে কি আহাদ আর আঁখির ক্ষ*তি করবে😇আঁখি হয়তো আহাদ কে ভুল বুঝতেছে🥲 তবে পেজটা দিয়ে আঁখির সংসার চলে।সে ডি*ভোর্সি আর তার পরিবারের ইনকাম করার মতো আর কেউ নেই।তাই পেজ হারিয়ে দিশেহারা আঁখি🥲

আসামি ধরতে পুলিশের কৌশল!স্বামী-স্ত্রীর বেশ ধারণ করে কু'খ্যাত মা*দ**ক ব্যবসায়ী কে গ্রেফতার করেছেন মৌলভীবাজার জেলার শ্রীম...
09/11/2025

আসামি ধরতে পুলিশের কৌশল!
স্বামী-স্ত্রীর বেশ ধারণ করে কু'খ্যাত মা*দ**ক ব্যবসায়ী কে গ্রেফতার করেছেন মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার দুই দারোগা।
একদম মানিয়েছে😂

আমি শপিংমলে  কেনাকাটা করে 💸বিল দেবার জন্য 👜 ব্যাগ খুলতেই ম্যানেজারের নজরে পড়ে ব্যাগের ভিতরে টিভির রিমোট! ম্যানেজার কৌতূ...
09/11/2025

আমি শপিংমলে কেনাকাটা করে 💸বিল দেবার জন্য 👜 ব্যাগ খুলতেই ম্যানেজারের নজরে পড়ে ব্যাগের ভিতরে টিভির রিমোট! ম্যানেজার কৌতূহলবশত জানতে চান, "ম্যাডাম, ব্যাগে কি সবসময় রিমোট নিয়ে ঘোরাফেরা করেন?"

আমি জবাব দি, "নাহ! মাঝে মাঝে। আজ আমার হাজবেন্ড বিশ্বকাপের ফাইনাল দেখবে বলে আমার সাথে শপিংয়ে এলো না। তাই ওকে টাইট দেওয়ার জন্য এই কাজ করেছি।"

শিক্ষা ১ : স্ত্রীকে যথেষ্ট গুরুত্ব না দিলে স্বামীর কপালে বিপদ আছে।

ম্যানেজার মৃদু হেসে ক্রেডিট কার্ড ফেরত দিয়ে বলেন, "পেমেন্ট হচ্ছে না, আপনার স্বামী কার্ড ব্লক করে দিয়েছেন।"

শিক্ষা ২ : স্ত্রীর উচিত স্বামীর শখকে সম্মান করা।

আমি মুচকি হেসে কার্ডটি Swipe করে ক্যাশিয়ারকে বললাম, "এমনটা হতে পারে তা আমি আগেই সন্দেহ করেছিলাম!"

শিক্ষা ৩ : নারী জাতির ক্ষমতার দৌড় সম্পর্কে পুরুষের জ্ঞান পরিপূর্ণ নয়।✅✅✅

কেনাকাটা শেষে বাড়ি ফিরে আমি দেখলাম দরজায় তালা মারা। স্টিকারে লেখা, গাড়ি নিয়ে বন্ধুর বাড়িতে খেলা দেখতে গেলাম। ফিরতে রাত হবে, বাইরে অপেক্ষা করো।

শিক্ষা ৪: আপনার প্রতিপক্ষকে কখনো ছোট করে দেখবেন না।❌

আমিও মুচকি হেসে ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে খেয়েদেয়ে ঘুমিয়ে পড়লাম। রাতে স্বামী বাড়ি ফিরে দেখেন দরজা ভেতর থেকে লক করা আর স্টিকারে লেখা:
গাড়িতেই ঘুমিয়ে পড়ো। কলিং বেল বাজিও না, তাতে লাভ হবে না, কলিং বেলের তার কাটা। আর খবরদার দরজায়
ধা "ক্কা ধা "ক্কি করবে না, ভুলে যেও না এটা ভদ্রলোকের পাড়া।

শিক্ষা ৫: নারীশক্তি হতে সাবধান!✅🙂👸

সংগৃহীত ✅

09/11/2025

বাসর ঘর❌
পীর বাবার মাজার ✅
# ゚viralシ

পরীমনির সাথে নাচ করে আর জে নিরব এবার ঘরছা*ড়া🤣🤣 একদিকে বউয়ের ঝা*ড়ুর বাড়ি অন্যদিকে বাদাম বিক্রি করতে হচ্ছে 🤣 তবে পরীমনির স...
09/11/2025

পরীমনির সাথে নাচ করে আর জে নিরব এবার ঘরছা*ড়া🤣🤣 একদিকে বউয়ের ঝা*ড়ুর বাড়ি অন্যদিকে বাদাম বিক্রি করতে হচ্ছে 🤣 তবে পরীমনির সাথে নেচেছে ঠিক আছে কিন্তু নাচটা ঠিক হয়নি 🤣এজন্যই আজ মহা বি*পদ নিরবের🤣🤣

আমিতো  ভাবসিলাম একটা জিরাফ দাড়াইয়া আছে🤣তার মাথায় একটা থিউরি ঢুকে গেসে সে যা পড়ে যাই পোস্ট করে সবই ভাইরাল তাতে তার মা*নই-...
08/11/2025

আমিতো ভাবসিলাম একটা জিরাফ দাড়াইয়া আছে🤣

তার মাথায় একটা থিউরি ঢুকে গেসে সে যা পড়ে যাই পোস্ট করে সবই ভাইরাল তাতে তার মা*নই-জ্জত ই বা যাক না কেনো।
মানে পাব্লিক এর গা*লাগা*লি শুনে হলেও তাকে টপিক এ থাকতে হবে আর আমরাও লাইক আর কমেন্টস করে তা কে টপিক বানায় রাখি আর সে ভাবে সে ভাইরাল 😒সে যেনেই এ পিক পোস্ট করসে যে কেউ তাকে ভালো তো বলবেই না বরং খা*রাপ বল্লেও ভিউ বারবে🤣🤣

হায়রে শাকিব ভাই,আমিতো হাসতে হাসতে শেষ 🤣🤣
08/11/2025

হায়রে শাকিব ভাই,আমিতো হাসতে হাসতে শেষ 🤣🤣

আঁখির প্রায় ৫ লক্ষাধিক (৫১০k) ফলোয়ারের ফেসবুক পেজটি বন্ধ করে দিয়েছে ফেসবুক..।শুনেছি—তিশাই নাকি আঁখির পেজটি বন্ধ করানোর প...
08/11/2025

আঁখির প্রায় ৫ লক্ষাধিক (৫১০k) ফলোয়ারের ফেসবুক পেজটি বন্ধ করে দিয়েছে ফেসবুক..।
শুনেছি—তিশাই নাকি আঁখির পেজটি বন্ধ করানোর পেছনে সবচেয়ে সক্রিয় ছিল..! একাধিকবার রিপোর্ট করে সে এই কাজটি করেছে বলেও অনেকের অ//ভি/যোগ..।

একজন অসহায়, ডি/ভো/র্সি নারী—যিনি নিজের সন্তানকে নিয়ে স্বাবলম্বী হতে চেয়েছিলেন, নিজের পরিশ্রমে কিছু একটা গড়ার চেষ্টা করছিলেন—তার এমন পরিণতি সত্যিই দুঃখজনক..।

মানুষের সুখ-সমৃদ্ধি যে অন্যের চোখে এমন কাঁটার মতো বিঁধে, সেটা ভীষণ কষ্টের..।
আল্লাহ আঁখির সহায় হোন...। 🖤

Shakib Khan একটা শো রুম উদ্বোধন করতে ২০ মিনিটে ৩৬ লাখ টাকা নিছে৷ গতকাল দেখলাম এটা নিয়ে অনেকের ঘুম হারাম৷ভাই শাকিব খান তা...
08/11/2025

Shakib Khan একটা শো রুম উদ্বোধন করতে ২০ মিনিটে ৩৬ লাখ টাকা নিছে৷ গতকাল দেখলাম এটা নিয়ে অনেকের ঘুম হারাম৷

ভাই শাকিব খান তার এই অবস্থান সে নিজে তৈরি করছে৷ এই ইন্ডাস্ট্রিতে তার কাজের বয়স প্রায় ২৫ বছর এবং তিনি ২৫০ টিরও বেশি সিনেমায় কাজ করেছেন৷

একটা মানুষ এতো বছর ধরে নিজের মেধা, টাকা, পরিশ্রম দিয়ে আজকে সে বাংলার মেগাস্টার এমনি এমনি হয় নাই৷ তাই বিশ মিনিটে শাকিব খান ৩৬ লাখ সম্মানি পাইছে এটা তার নিজের অর্জন ❤

এটা পরীমনির নতুন ন......... 🫣BirthDay-তে গোল্ড চেইন + ২টা iPhone 17 Pro Max দিয়েছে🫠সত্য প্রকাশে আর কেহ নহেবড়লোকের বন্ধু ...
08/11/2025

এটা পরীমনির নতুন ন......... 🫣
BirthDay-তে গোল্ড চেইন + ২টা iPhone 17 Pro Max দিয়েছে🫠
সত্য প্রকাশে আর কেহ নহে
বড়লোকের বন্ধু সাংবাদিক আনোয়ার🥰

Address

Dhaka
1230

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sumaiya's Tiny World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share