07/03/2025
মক্কা ও প্রিয় নবী (সা.): বিদায়ের অশ্রু
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মক্কাতেই জন্মগ্রহণ করেছিলেন। এখানেই তিনি নবুওয়াত লাভ করেন, এখানেই তিনি তাওহিদের ডাক দেন। কিন্তু এই মক্কা শহরই একসময় তাঁর জন্য অসহ্য হয়ে উঠল। কাফের কুরাইশরা তাঁকে ও তাঁর সাহাবীদের উপর চরম নির্যাতন চালাতে থাকে। শেষে, আল্লাহর নির্দেশে তিনি মদিনায় হিজরত করেন।
হিজরতের রাতে, যখন রাসূলুল্লাহ (সা.) হযরত আবু বকর (রা.)-কে সঙ্গে নিয়ে গুহা সওরের দিকে যাচ্ছিলেন, তখন তিনি শেষবারের মতো মক্কার দিকে ফিরে তাকালেন। গভীর দৃষ্টি মেলে ধরলেন পবিত্র কাবার দিকে। তাঁর চোখে পানি এসে গেল। তিনি মৃদু স্বরে বললেন—
“হে মক্কা! তুমি আমার কাছে কতই না প্রিয়! যদি আমার জাতি আমাকে বের না করত, তাহলে আমি কখনো তোমাকে ছেড়ে যেতাম না।”
এই কথাগুলো আবু বকর (রা.)-এর হৃদয়কে গভীরভাবে আঘাত করল। নবীজি (সা.)-এর মক্কার প্রতি ভালোবাসা, তাঁর হৃদয়ের কষ্ট—সবকিছু যেন বাতাসে মিশে গেল। কিন্তু তখন তাদের সামনে ছিল এক অনিশ্চিত ভবিষ্যৎ, এক নতুন গন্তব্য—মদিনা।
বছর কয়েক পর, যখন মক্কা বিজিত হলো, তখন রাসূলুল্লাহ (সা.) বিজয়ীর বেশে শহরে প্রবেশ করলেন। কিন্তু তাঁর মধ্যে কোনো অহংকার ছিল না, কোনো প্রতিশোধের স্পৃহা ছিল না। বরং, তিনি বিনম্র কণ্ঠে বললেন—
“আজ তোমাদের জন্য কোনো প্রতিশোধ নেই, তোমরা সবাই মুক্ত।”
এই কথা শুনে বহু কাফের, যারা একসময় তাঁকে শহর থেকে বের করে দিয়েছিল, তারা অশ্রুসিক্ত হয়ে গেল। তারা বুঝতে পারল, সত্যিকারের ভালোবাসা আর মহানুভবতা কাকে বলে।
゚