24/04/2025
2001
Name : Shanjid Hossain Sumon
Dept. : BBA
Intake : 64
Section : 5
প্রিয়,
আমি কোন সময় এই ভাবে কাউকে নিয়ে কিছু লিখি নাই কিন্তু আজ আমি প্রথম বার আপনাকে নিয়ে লিখতেছি যানি না কেমন হবে অনেক সাহস করে লিখতেছি ভুল হলে ক্ষমা দৃষ্টি তে দেইখো
ক্লাস এ যখন তোমাকে প্রথম বার দেখি তখন মনে হলো একটা মানুষ এতো চুপচাপ থাকে কি করে আমি তো ভাবছি প্রথম প্রথম তো কয়েক দিন গেলে মনে হয় সবার সাথে কথা বলবা সবার সাথে চলবা কিন্তু,না তুমি দেখি সবার থেকে আলাদা,
তোমাকে যে কি ভাবে আমি প্রেমে পরে গেলাম তাও বলতে পারলাম না,প্রথম এ ভাবছি যে তোমাকে আমার বন্ধু বানাবো কিন্ত পরে দেখলাম তুমি তো ক্লাস এ কোন মেয়েদের সাথে কথা বল না প্রয়োজন ছাড়া এতো নিষ্ঠুর হয় কি ভাবে যে কথা বলতে যায় তাকে তুমি "ignor" কর কিন্তু কেন কর তা আমি যানি না,তোমার সাথে আমি কয়েক বার কথা বলার চেষ্টা করছি কিন্ত পারি নাই,তোমার অপেক্ষায় ক্যান্টিন এ বসে ছিলাম অনেক বার কিন্তু তুমি ক্যান্টিন এ আড্ডা দেও না,আর কত অপেক্ষা থাকতে হবে তোমার সাথে কথা বলার জন্য, সেকেন্ড এর পর সেকেন্ড,মিনিট এর পর মিনিট,ঘন্টার পর ঘন্টার,দিন এর পর দিন,সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস,বছরের পর বছর,যুগের পর যুগ আমি তোমার জন্য অপেক্ষা করবো তাও তুমি আমাকে "ignor" কর না,
আমি তোমার কথা আমার পরিবার এর সবাই কে বলছি,এখন শুধু তোমাকে আমার আব্বু আম্মুর সাথে দেখা করতে হবে,তা থেকেও বড় কথা তোমাকে আমার লাগবেই লাগবে যত কঠিন পরিস্থিতি আসুক না কেন আমি শুধু তোমাকে চাই, আমি তোমার সাথে শুধু একটা বার কথা বলতে চাই, আমি অনেক চেষ্টা করছি তোমার fb,insta,মেসেজ দিবো কিন্তু কি লাভ পরিচয় দিলে তুমি যদি ব্লক দিয়ে দেও এই ভয় এ মেসেজ করি নাই, আরেক টা কথা তোমাকে না formal dress এ সুন্দর লাগে।কয়েক দিন দেখতেছি তুমি পাঞ্জাবি পরে আসে ঐটাতে ও ভালো লাগে,
আর কিছু বলবো না,
ইতি,
তোমার ক্লাস এর কেউ একজন
আর তোমার
(মহারানী)