ফাইনারী এ্যাডভারটাইজিং লি.

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • ফাইনারী এ্যাডভারটাইজিং লি.

ফাইনারী এ্যাডভারটাইজিং লি. ফাইনারী গ্রুপ-এর একটি প্রতিষ্ঠান
মান্নান টাওয়ার ৪৭/২টয়েনবী সার্কুলার রোড,মতিঝিল।whatsapp: 01711485381

08/10/2025

প্রথম আলো এবং ফাইনারী অ্যাডভারটাইজিং লিমিটেড-এর সাথে পুরানো চুক্তির পাশাপাশি নতুন করে একটি বিষয় নিয়ে ব্যবসায়িক পথ চলা সামনে শুরু হতে যাচ্ছে,আজেই তা চুড়ান্ত হলো।আশা করি দুই পক্ষেই এতে ব্যবসায়িক ভাবে সুবিধাভুগী হবেন।উল্লেখ্য ফাইনারী অ্যাডভারটাইজিং দীর্ঘ প্রায় ২৩বছর প্রথম আলো'র সাথে বিজ্ঞাপন এজেন্সী হিসাবে কাজ করছেন।প্রতিষ্ঠানটি গত ৫বছর থেকে প্রথম আলো'র ওয়ারী'র বুথ হিসাবে সফলতার সাথে কাজ করছে।আজ এই নতুন চুক্তির মাধ্যমে ফাইনারী অ্যাডভারটাইজিং ব্যবসায়িক ভাবে আরো এক ধাপ এগিয়ে যাবে বলে আশা করছি।

30/09/2025

আমাদের এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর আমরা কোন অনুষ্ঠান করিনি।তার পরও ৮টা সংবাদ মাধ্যম আমাদের নিউজটি কাভারেজ করেছেন তাদের সবাইকে ধন্যবাদও কৃতজ্ঞতা জানাচ্ছি।অনুষ্টান হলে প্রতিবছর আমরা ২৫-৩০ টা মিডিয়া কাভারেজ পাই।ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য।

ধন্যবাদান্তে

সুমন মোর্শেদ।।সাংবাদিক ও তরুণ উদ্যোক্তা
চেয়ারম্যান,ফাইনারী গ্রুপ অব কোম্পানী।
সম্পাদক,নিউজ24 আওয়ার

ফাইনারী গ্রæপ-এর সহযোগী প্রতিষ্ঠান প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় বিজ্ঞাপন এজেন্সি হিসাবে সুপরিচিত ফাইনারী অ্যাডভারটাই...
27/09/2025

ফাইনারী গ্রæপ-এর সহযোগী প্রতিষ্ঠান প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় বিজ্ঞাপন এজেন্সি হিসাবে সুপরিচিত ফাইনারী অ্যাডভারটাইজিং লিমিটেড ২৮সেপ্টেম্বর ২০২৫ ২৩(তেইশ)তম প্রতিষ্ঠাবার্ষিকী। ফাইনারী অ্যাডভারটাইজিং প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় বিজ্ঞাপন প্রচার, বিজ্ঞাপন নির্মাণ, ইভেন্ট এক্টিভেটিস, পিআর, গিফট আইটেম সাপ্লাইয়ের কাজ করছে। ফাইনারী অ্যাডভারটাইজিং ফাইনারী গ্রæপের ১ম সহযোগী প্রতিষ্ঠান, ফাইনারী গ্রæপের সহযোগী প্রতিষ্ঠান হিসাবে আরো ১০(দশ) টি সিস্টার কনসার্ন ও একটি অনলাইন পত্রিকা রয়েছে।

২৩(তেইশ) বছর পর্দাপন উপলক্ষ্যে এবং প্রতিষ্ঠানটি এ দীর্ঘতম সময়ে অতিক্রমে বিজ্ঞাপন দাতা শুভানুধায়ীদের সহযোগীতা করার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জনাব সুমন মোর্শেদ এবং আগামীর পথ চলায় সবার আন্তরিক সহযোগীতা কামনা করেন। উল্লেখ্য ২০০৩ সালে সেপ্টেম্বরে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে।

ফাইনারী গ্রæপ-এর সহযোগী প্রতিষ্ঠান প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় বিজ্ঞাপন এজেন্সি হিসাবে সুপরিচিত ফাইনারী .....

12/09/2025
২০০৩ সালে ছোট পরিশরে যাত্রা শুরু করে প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার বিজ্ঞাপন এজেন্সী ফাইনারী অ্যাডভারটাইজিং।গত ২২ বছর...
11/09/2025

২০০৩ সালে ছোট পরিশরে যাত্রা শুরু করে প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার বিজ্ঞাপন এজেন্সী ফাইনারী অ্যাডভারটাইজিং।গত ২২ বছরে ছোট থেকে বড় প্রায় হাজারের অধিক প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রচার,বিজ্ঞাপন নির্মান,ইভেন্ট এক্টিভেটিস,গিফট সাপ্লাই এবং পিআরে সার্ভিস প্রদান করেছে প্রতিষ্ঠানটি।তাই আজ প্রায় বহু লোক এবং ছোট বড় সব ধরনের প্রতিষ্ঠানের কাছে প্রতিষ্ঠানটি সুপরিচিত এবং সকলের সহযোগীতায় আজকের এই অবস্থানে।বিজ্ঞাপন এজেন্সীর পাশাপাশি প্রিন্টিং,পিআর,ইভেন্ট,বায়িং,সিকিউরিটি সার্ভিস এবং ট্যুরস এন্ড ট্রাভেলস ও একটি অনলাইন পত্রিকা পরিচালনা করছে প্রতিষ্ঠানটি।এই সবকিছু পরিচালিত হয় ফাইনারী গ্রুপের মাধ্যমে,আর সব কিছু সম্ভব হয়েছে প্রতিষ্টানটির পাশে থাকা সকল বিজ্ঞাপনদাতা,ক্লায়েন্ট,মিডিয়ার কর্তব্যরত ব্যাক্তিবর্গ এবং শুভানুধায়ীদের সহযোগীতায়।আগামী ২৮সেপ্টেম্বর ২০২৫ ফাইনারী গ্রুপ অব কোম্পানীর প্রথম সহযোগী প্রতিষ্ঠান বিজ্ঞাপন এজেন্সী ফাইনারী অ্যাডভারটাইজিং লিমিটেড এর ২৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী।২৩ বছরে পদার্পন উপলক্ষ্যে এবং প্রতিষ্ঠানটি দীর্ঘতম সময় অতিক্রমে সহযোগীতা করার জন্য সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সুমন মোর্শেদ এবং আগামীর পথ চলায় সবার অন্তরিক সহযোগীতা কামনা করেছেন।

আগামী ২৮সেপ্টেম্বর ২০২৫ ফাইনারী গ্রুপ অব কোম্পানীর প্রথম সহযোগী প্রতিষ্ঠান বিজ্ঞাপন এজেন্সী ফাইনারী অ্যাডভারটাইজিং লিমিট...
03/09/2025

আগামী ২৮সেপ্টেম্বর ২০২৫ ফাইনারী গ্রুপ অব কোম্পানীর প্রথম সহযোগী প্রতিষ্ঠান বিজ্ঞাপন এজেন্সী ফাইনারী অ্যাডভারটাইজিং লিমিটেড এর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী।প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষ্যে আমাদের সকল ক্লায়েন্টও শুভানুধায়ীদের শুভেচ্ছাও শুভকামনা রইলো।বিজ্ঞাপন এজেন্সীর পাশাপাশি প্রিন্টিং,পিআর,ইভেন্ট,বায়িং,সিকিউরিটি সার্ভিস এবং ট্যুরস এন্ড ট্রাভেলস ও একটি অনলাইন পত্রিকা পরিচালনা করছে ফাইনারী গ্রুপ।২৩বছরে পদার্পন উপলক্ষ্যে এবং প্রতিষ্ঠানটি দীর্ঘতম সময় অতিক্রমে বিজ্ঞাপনদাতা ও শুভানুধায়ীদের সহযোগীতা করার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সুমন মোর্শেদ এবং আগামীর পথ চলায় সবার অন্তরিক সহযোগীতা কামনা করেছেন।

17/08/2025

ফাইনারী অ্যাডভারটাইজিং এর আরো একটি পিআর প্রজেক্ট!!! পিআর,ইভেন্ট,প্রিন্টিং,বিজ্ঞাপন এর জন্য যোগাযোগ করুন।

ফাইনারী অ্যাডভারটাইজিং লি.
(ফাইনারী গ্রুপের একটি প্রতিষ্ঠান)
মান্নান টাওয়ার,৪৭/২ টয়েনবী সার্কুলার রোড,মতিঝিল,ঢাকা-১০০০।মোবাইলঃ
০১৭১১৪৮৫৩৮১, ০১৬৭৮০৩৯০৮৭-৯০
০১৬১১৪৮৫৩৮১, ০১৬৭৮৬৩৮০৮১-৮৫
০১৮১৭০৯৮৫০৪, ০১৬৭৮০১২৪৬১-৬৫
https://www.facebook.com/share/v/1DXfvmc4Mx/

31/07/2025

ফাইনারী অ্যাডভারটাইজিং লিমিটেড এর এটি একটি পিআর প্রজেক্ট।গত ২৫ জুলাই ২০২৫ রোজ শুক্রবার সন্ধা ৭টায় হোটেল হলিডে ইন ও বসুন্ধরা শপিংমলে মোশন ভিউর কসপেট স্মাট ওয়াচ এর প্রডাক্ট লঞ্চিং অনুষ্টানটি পিআর এর দায়িত্ব ছিলো ফাইনারী অ্যাডভারটাইজিং এর উপর,সবগুলো টিভি চ্যানেল ও প্রিন্ট মিডিয়ায় পিআর গুলো সফলভাবে সম্পর্ন করা হয়।আপনাদের যে কোন অনুষ্ঠানের পিআর,ইভেন্ট,প্রিন্টিং,বিজ্ঞাপন এর জন্য যোগাযোগ করুন।
ফাইনারী অ্যাডভারটাইজিং লি.
(ফাইনারী গ্রুপের একটি প্রতিষ্ঠান)
মান্নান টাওয়ার,৪৭/২ টয়েনবী সার্কুলার রোড,মতিঝিল,ঢাকা-১০০০।মোবাইলঃ
০১৭১১৪৮৫৩৮১, ০১৬৭৮০৩৯০৮৭-৯০
০১৬১১৪৮৫৩৮১, ০১৬৭৮৬৩৮০৮১-৮৫
০১৮১৭০৯৮৫০৪, ০১৬৭৮০১২৪৬১-৬৫

ফাইনারী গ্রুপ ও নিউজ24আওয়ার পরিবারের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক
29/03/2025

ফাইনারী গ্রুপ ও নিউজ24আওয়ার পরিবারের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক

আজ সাংবাদিক তরুণ উদ্যোক্তা সুমন মোর্শেদ -এর ৪৩তম শুভ জন্মদিন।সুমন মোর্শেদ নোয়াখালী জেলার চাটখিল উপজেলায় ফাওড়া গ্রামের সন...
03/02/2025

আজ সাংবাদিক তরুণ উদ্যোক্তা সুমন মোর্শেদ -এর ৪৩তম শুভ জন্মদিন।সুমন মোর্শেদ নোয়াখালী জেলার চাটখিল উপজেলায় ফাওড়া গ্রামের সন্তান।তার প্রথম স্কুল জীবন ফাওড়া স্কুল থেকে শুরু হয়,পরে ঢাকায় গিয়ে গ্র্যাজুয়েন শেষ করেন।তার জীবনে অনেক স্ট্রাগল থাকলেও বর্তমানে সুমন মোর্শেদ দৈনিক প্রথম আলো ও নিউজ২৪আওয়ার এর সাথে জড়িত এবং তার পাশাপাশি তার নিজের প্রতিষ্ঠান ফাইনারী গ্রুপ অব কম্পোনীর চেয়ারম্যান হিসাবে গত ২৩ বছর দায়িত্ব পালন করছেন।যেই গ্রুপটির প্রায় ১১ টি সিস্টার কনসার্ন(সহযোগী) প্রতিষ্ঠান রয়েছে।এছাড়াও তিনি "কাদের শপিং মল" মালিক সমিতির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসাবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছেন।উনি আরো বেশ কিছু সামাজিক সংগঠনের সাথে জড়িত।ব্যাক্তি জীবনেও সুমন মোর্শেদ একজন সফল মানুষ।তাঁর জন্মদিনে শুভ কামনা রইলো এবং তার সুস্বাস্থ কামনা করছি।

Happy new year-2025
31/12/2024

Happy new year-2025

Address

ফাইনারী এ্যাডভারটাইজিং লি. মা্ন্নান টাওয়ার, ৪৭/২ টয়েনবী সার্কুলার রোড, মতিঝিল
Dhaka
১০০০

Website

Alerts

Be the first to know and let us send you an email when ফাইনারী এ্যাডভারটাইজিং লি. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ফাইনারী এ্যাডভারটাইজিং লি.:

Share