10/08/2025
দেশের সর্বোচ্চ জায়গায় যদি মানুষের যাওয়ার সুযোগ হয়..
তাহলে দেশ কিছুটা এগোবে...।
এই সাহস সকলের মধ্যে থাকা উচিত!
মানুষ মানুষের জন্য এগিয়ে আসবে মানবিক কারণে...
ভাগ্য খারাপ বলতে কিছুই নেই পরিবর্তন করার সুযোগ ইনশাআল্লাহ্ অবশ্যই রয়েছে.
দেশ এবং গ্রামের সকল স্তরের মানুষের অধিকারের।
এই অধিকার সকলেরই আদায় করা উচিত!
যদি আপনি স্বাধীন দেশ হিসেবে মানেন।
একটি স্বাধীন দেশে মানুষের সাহসিকতা থাকতে হবে.
আকাশের মত বিশাল~।
দেশ এবং বিশ্বের সকল মানুষ যেদিন একত্রিত হবেন
তখনই পরিবর্তন হতে শুরু করবে,
কাঁধে কাঁধ মিলিয়ে সকলে বিশ্বকে এগিয়ে নিয়ে যাবে
এ ধরাই এসে কে কি পাবে মৃত্যুর হুমকির যন্ত্রণা নাকি, সকল মানুষের ভালোবাসা?
যাই কিছু হোক না কেন আমাদের মৃত্যু অবধারিত নিশ্চিত এ কথা যেনেও আমরা কিসের আশায় একজন আরেকজনের ক্ষতি করছি?
যার যার মতো করে ভালো থাকলে সকলেরই উন্নতি ঘটবে।
দেশে সাহসী মানুষের সংখ্যা বেড়ে যাবে...
অন্যায় অবিচার বলতে তখন কিছুই থাকবে না,
শুধুই থাকবে মানবিক কারণ।
আমরা সেই দিনের অপেক্ষাই করছি...
দেখার ইচ্ছা হয়ত এক মুহূর্তেরও নেই
তবু আশায় আছি সকল মানুষের ভালোবাসায়
প্রতিটি অন্যায়ের বিচার হোক কঠোর
এই শেয়ার করা ভিডিওতে চাচা যেন
তার সঠিক ন্যায় বিচার ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত হোক।
সকলেই সকলের জন্য দোয়া করব। (আমিন।)
সকলের প্রতি রইল শ্রদ্ধা ও ভালোবাসা ❤️❤️❤️