ইসলামিক গল্প কাহিনী

ইসলামিক গল্প কাহিনী এই page টাতে ইসলামিক তথ্য লিপিবদ্ধ করা হ?

09/12/2025

#তারা রাতের অল্প সময়ই ঘুমাত এবং রাতের শেষ প্রহরে ক্ষমাপ্রার্থনা করত।❞

(সূরা যারিয়াত ৫১)

08/12/2025

#জেনে রেখ, তোমাদের ধন-সম্পদ আর সন্তান- সন্ততি হচ্ছে পরীক্ষার সামগ্রী মাত্র। তাদেৱ জন্য আল্লাহর নিকট রয়েছে মহাপুরস্কার।❞

(সূৱা আনফাল ২৮)

08/12/2025

#আমরা কেবল তোমারই ‘ইবাদাত করি এবং কেবলমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি।❞

(সূৱা ফাতিহা ৫)

07/12/2025

#নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি।❞

(সূরা আশ-শারহ ৫–৬)

05/12/2025

#আর যারা ঈমান আনে আর সৎকাজ করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহা প্রতিফল।❞

(সূৱা ফাতিৱ ৭)

04/12/2025

#যে ধৈর্য ধরে এবং ক্ষমা করে, তার জন্য রয়েছে মহান পুরস্কার।❞

(সূরা আশ-শুরা ৪৩)

01/12/2025

#আপনি রাস্তা দিয়ে কারো সাথে কথা বলতে বলতে হাটছেন বা গাড়িতে চড়ে বাইরের দৃশ্য দেখতে দেখতে যাচ্ছেন। হঠাৎ আপনার দৃষ্টি....কমেন্টে.....

 #চোখে পড়লো আবারো সেই জানালাটি......শুধুমাত্র একটি ওয়াদা রক্ষার্থে প্রায় সাড়ে চৌদ্দ শত বছর ধরে খোলা রয়েছে যেই জানালা...
29/11/2025

#চোখে পড়লো আবারো সেই জানালাটি......

শুধুমাত্র একটি ওয়াদা রক্ষার্থে প্রায় সাড়ে চৌদ্দ শত বছর ধরে খোলা রয়েছে যেই জানালা।

রওজা শরীফের বিপরীতে বরাবর দক্ষিণ পাশে একটি খোলা জানালা।
সুদীর্ঘ ১৪০০ বছর যাবত জানালাটি খোলা রয়েছে। এটা ভালোবাসার খোলা জানালা! এটা হযরত হাফসা (رضي الله عنه‎) এর জানালা। এ জানালা যুগের পরিবর্তনে বন্ধ হয়নি কখনো। এই জানালার একটি দারুণ ইতিহাস রয়েছে। যার জন্য এই জানালাটি প্রায় দেড় হাজার বছর যাবত খোলা।

রওজা মুবারকে সালাম দেয়ার জন্য পশ্চিম দিক থেকে প্রবেশ করে পূর্ব দিকে বের হতে হয়। রওজা শরীফ বরাবর এসে হাতের বামে উত্তর মুখি হয়ে সালাম প্রদান করতে হয়। যখন আপনি রওজা শরীফের দিকে মুখ করে সালাম পেশ করছেন তখন ঠিক আপনার পিঠের পেছনে দক্ষিণ পাশের দেয়ালে রয়েছে এই খোলা জানালা।

নবীজি (ﷺ) যেখানে শুয়ে আছেন সেটি হল আম্মাজান আয়েশা সিদ্দিকা (رضي الله عنه‎) হুজরা মোবারক। বর্তমানে যেটি রওজা মুবারক। ঠিক তার বিপরীত দিকে দক্ষিণ পাশের দেয়ালে জানালাটি অবস্থিত। সেটি হল ওমর (رضي الله عنه‎) কন্যা আম্মাজান হাফসা (رضي الله عنه‎) বাসস্থান।
মসজিদে নববীর পূর্ব পাশে সারিবদ্ধভাবে নবীজির স্ত্রীদের হুজরা নির্মিত ছিল। আম্মাজান আয়েশা এবং আম্মাজান হাফসা (رضي الله عنه‎) দের হুজরা দু'টি মুখোমুখি ছিল। মাঝে ছিল একটি গলিপথ। যে গলিপথ দিয়ে সবাই রওজায় সালাম করতো।

নবীজির ইন্তেকালের পর আবু বকর সিদ্দিক (رضي الله عنه‎) র যুগ সমাপ্ত হলো। ওমর (رضي الله عنه‎) র খেলাফতে ১৭ হিজরীতে মসজিদে নববী সম্প্রসানের প্রয়োজন দেখা দিল। বিশেষ করে রওজায় সালাম দেয়ার সুবিধার্থে হাফসা (رضي الله عنه‎) র হুজরাটি সরিয়ে ফেলার প্রয়োজন দেখা দিল। যে হুজরায় তখনো তিনি অবস্থান করছিলেন।

নবীজি ভূপৃষ্ঠে নেই তো কি হয়েছে! চোখের সামনেই তো রয়েছে নবীজির রওজা। রওজার পাশেই এই হুজরা খানায় তিনি নবীজির স্মরণ নিয়ে বসবাস করতেন। আর যখনই মন চাইতো এই জানালা দিয়ে প্রাণপ্রিয় স্বামীর রওজার দিকে তাকিয়ে আত্মাকে প্রশান্ত করতেন। মন ভরে দুরুদ ও সালাম পেশ করতেন। আর অনুভব করতেন, এইতো কয়েক হাতের দূরত্বে নবীজির পাশে নবীজির সঙ্গেই তিনি আছেন। ওমর (رضي الله عنه‎) বড় চিন্তায় পড়ে গেলেন। কিভাবে তিনি হাফসাকে বলবেন এই হুজরাটি ছেড়ে দেয়ার জন্য!

একদিন তিনি পিতৃস্নেহ ও পরম মমতা নিয়ে মেয়ের সাথে দেখা করতে গেলেন। খোঁজখবর নেয়ার পর কথা প্রসঙ্গে বিষয়টি তাঁর সামনে তুলে ধরলেন। দীর্ঘ ৭ বছর যাবত নবীজির বিরহ যন্ত্রণায় যিনি ছটফট করছেন। আশা ছিলো জীবনের যে ক'টি দিন বাকি আছে অন্ততঃ রওজার পাশে থেকে কিছুটা শান্তনায় বাঁচবেন। এখানে এসে নবীজি তাঁর পাশে বসতেন। তাঁর সাথে সময় কাটাতেন। এই হুজরার প্রতিটি কোনায় নবীজির স্পর্শ ও স্মৃতি মেখে রয়েছে। এটিও তাঁকে ছাড়তে হবে! বিষয়টি তিনি কিছুতেই মেনে নিতে পারছিলেন না। তিনি হাউমাউ করে কেঁদে উঠলেন। তাঁর কান্না দেখে সেদিনের মতো ওমর (رضي الله عنه‎) ফিরে গেলেন।

পরদিন আম্মাজান আয়েশা সিদ্দিকা (رضي الله عنه‎) কে তাঁর কাছে পাঠালেন। আরো অনেকে তাঁকে অনুরোধ করলো। কিন্তু তিনি অনড়। ওমর (رضي الله عنه‎) এর পক্ষ থেকে যখনই কেউ তার কাছে এই হুজরা সরানোর আবেদন নিয়ে আসতো তিনি হাউমাউ করে কেঁদে উঠতেন। তাঁকে বলা হলো, এই হুজরার বিনিময়ে মদিনার সবচেয়ে বড় বাড়িটি তাকে উপহার স্বরূপ দেওয়া হবে। তাতেও তিনি রাজি হলেন না। সারা পৃথিবীর সব সম্পদের বিনিময়েও যদি কেউ তাঁকে এই হুজরা ছাড়তে বলতো তবুও তিনি কিছুতেই তাতে রাজি হতেন না।

কিছুদিন পর ওমর (رضي الله عنه‎) পুত্র আবদুল্লাহকে সাথে নিয়ে পুনরায় তাঁর কাছে এলেন। এবার ভাই আবদুল্লাহ সবিনয়ে বোনের কাছে আবেদন রাখলেন যেন তিনি উম্মতে মুসলিমার ফায়দার স্বার্থে এ হুজরাটি ছেড়ে দেন। আবদুল্লাহ ইবনে ওমর (رضي الله عنه‎) র বাড়িও হাফসা (رضي الله عنه‎) র হুজরার সাথেই লাগোয়া ছিল। তিনি বোনকে অনুরোধ করলেন তার বাড়িতে এসে ওঠার জন্য। তিনি বোনের জন্য এই বাড়ি ছেড়ে অন্যখানে চলে যাবেন। আর এ বাড়িটিও তো তাঁর হুজরার সাথেই। সুতরাং তিনি নবীজির কাছেই অবস্থান করবেন।

এবার হাফসা (رضي الله عنه‎) র মন নরম হলো। তিনি তার হুজরা ভেঙে পথ সম্প্রসারণের অনুমতি দিলেন। তবে তিনি শর্ত রাখলেন, আব্দুল্লাহ ইবনে ওমরের যে বাড়িতে তিনি উঠছেন রওজা শরীফ বরাবর তার দেয়ালে একটি জানালা খুলতে হবে। আর এই জানালাটি কখনো বন্ধ করা যাবে না। যেন মন চাইলেই তিনি এই জানালা দিয়ে রওজা পানে তাকিয়ে থাকতে পারেন। হযরত ওমর (رضي الله عنه‎) ওয়াদা করলেন যে, কখনোই এ জানালাটি বন্ধ করা হবে না।

খেলাফতে ওমর শেষ হলো। ওসমান ও আলী (رضي الله عنه‎) এর যুগও সমাপ্ত হলো। হাফসা (رضي الله عنه‎) ও ইন্তেকাল করলেন। আরো কত শত খলিফা ও রাজা বাদশা গত হলেন! কতবার মসজিদে নববীর পুনঃনির্মাণ ও সম্প্রসারণ হল! কিন্তু কেউই হযরত ওমর (رضي الله عنه‎) আনহুর কৃত সেই ওয়াদা ভঙ্গ করলেন না।

১৪০০ বছর যাবত স্মৃতি হয়ে থাকল এই খোলা জানালাটি একটি ভালোবাসার নিদর্শন হিসেবে এবং ওয়াদা রক্ষার এক অনন্য দৃষ্টান্ত স্বরূপ!

Cpy

আল্লাহ ভাল জানেন।

29/11/2025

প্রশ্ন : #অনেকেই বলেন "দ্বীনি পরিবেশ না থাকলে আস্তে আস্তে দ্বীনদারিত্ব হারিয়ে যায়।” এই কথাটা কি সঠিক?

28/11/2025

#বাবা-মার কোন বিকল্প নেই...
পড়ুণ কমেন্টে...

28/11/2025

❝ #হে আমার প্রতিপালক! তোমাকে ডেকে আমি কখনো বিফল হইনি।❞
(সূৱা মৱিয়ম ৪)

 #সন্তানের কল্যাণের জন্য নিজেরা ভালো মানুষ হওয়া খুব জরুরি।হাদিস আছে...একবার যাইনাব (رضي الله عنه‎) রসুল (ﷺ) কে জিজ্ঞেস ক...
28/11/2025

#সন্তানের কল্যাণের জন্য নিজেরা ভালো মানুষ হওয়া খুব জরুরি।

হাদিস আছে...

একবার যাইনাব (رضي الله عنه‎) রসুল (ﷺ) কে জিজ্ঞেস করলেন,

❝যখন কোনো জাতির মাঝে অল্প কিছু খারাপ লোক থাকে তখন কি আল্লাহ তাদের সবাইকে ধ্বংস করে দিতে পারেন? রসূল (ﷺ) উত্তরে বলেছিলেন, "হ্যাঁ, এমনটা হতে পারে যদি মন্দ বা খারাপের মাত্রাটা খুব বেশি হয়ে যায়।?❞

(বুখারি ৩৩৪৬)

আল্লাহ মাফ করুক , গুনাহ এর ফল পৃথিবীতে এইভাবে যেন কাউকে ভোগ করতে না হয় , অথবা এমন ও হতে পারে উনি পরীক্ষা নিচ্ছেন , কি করছেন আল্লাহ ই ভালো জানেন , কিন্তু আমাদের যার যার জায়গা থেকে সচেতন হওয়া উচিত , হেদায়াত দিক আল্লাহ সবাইকে।

Cpy

Address

Dhaka

Opening Hours

Monday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when ইসলামিক গল্প কাহিনী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category