
06/06/2025
আপনি আমাদের ওয়েবসাইটে দুই ধরনের টুর্নামেন্ট খেলতে পারবেন । একটা ক্লাসিক (Classic Bermuda ) টুর্নামেন্ট , আর একটা হচ্ছে ক্লাস স্কোয়াড (Clash Squad) ।
১ । প্রথমটা হলোঃ এখানে টুর্নামেন্ট বলতে সকল ম্যাচই ক্লাসিক এবং বারমুডা ম্যাপে হবে । যদি অন্য কোনো ম্যাপে হয় তাহলে সেটা টুর্নামেন্ট ডিটেইলস এ বলে দেওয়া হবে । Solo, Duo এবং Squad হিসাবে খেলতে পারবেন । এটা আপনারা ডিটেইলস এ দেখতে পারবেন টুর্নামেন্ট টা কোন টাইপের ।
২। আর দ্বিতীয়টা হলোঃ আমরা এটাকে বলি চ্যালেঞ্জ টুর্নামেন্ট বা রুম । তো এখানে আপনি অন্য কাউকে চ্যালেঞ্জ করতে পারবেন । আপাতত আমাদের সিস্টেমে Solo vs Solo করা হয়েছে । কিছুদিন পরে Duo vs Duo এবং Squad vs Squad ও খেলতে পারবেন ।
এখানে সকল টুর্নামেন্ট বা চ্যালেঞ্জ সকল ইভেন্টই আপনাকে নির্দিষ্ট পরিমানে এন্ট্রি ফ্রি দিয়েই জয়েন করতে হবে । কোনো কারনে ম্যাচ অনুষ্ঠিত না হলে এন্ট্রি ফি সকলের একাউন্ট এ ফেরত দেওয়া হবে । (শর্ত প্রযোজ্য) - আমাদের টার্মস এন্ড কন্ডিশন দেখার অনুরোধ রইলো ।
আপনারা বুকিং করার সময়েই বিকাশ লাইভ পেমেন্ট গেটওয়েতে নিয়ে যাবে । সেখান থেকে পেমেন্ট করলে অটোমেটিক বুকিং হয়ে যাবে । পেমেন্ট করার পরে সেটা আপনি আপনার ড্যাশবোরড থেকেই দেখতে পারবেন । এবং সেখানেই টুর্নামেন্ট শুরুর আগে আইডি পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে ।
এবং আপনারা চাইলে আগে থেকে আপনারা আপনাদের একাউন্টে টাকা এড করে রাখতে পারবেন । তাহলে প্রতিবার বুকিং করার সময় আপনাকে বিকাশ থেকে টাকা পে করতে হবে না ।
যদি আপনার একাউন্টে ৫০ টাকা থাকে । আপনি যদি ৬০ টাকার টুর্নামেন্ট বুকিং করেন তাহলে আপনার ক্ষেত্রে ৬০ টাকা বিকাশ লাইভ পেমেন্টের মাধ্যমে নেওয়া হবে । আপনার ওয়ালেটের ৫০ টাকা অপরিবর্তিত থাকবে। আপনি ওই ৫০ টাকা দিয়ে অন্য টুর্নামেন্ট খেলতে পারবেন । বা সেখানে টাকা এড করে নতুন করে বুকিং করতে পারবেন ।
সকল প্রকার পেমেন্ট বা ট্রানজেকশন এর তথ্য আমাদের কাছে থাকবে । যদি আপনার একাউন্ট এ কোনো প্রকার সমস্যা দেখা যায় , বা পেমেন্ট সংক্রান্ত বিশয়ে আমাদের সাপোর্টে মেসেজ করবেন । ট্রানজেকশন আইডি এবং ভেরিফিকেশনের মাধ্যমে আপনার সমস্যার সমাধান করা হবে ।