01/12/2025
আলহামদুলিল্লাহ আমার বাবা মা আমার কাবিনে কোনো কমতি রাখেনি। বাড়ির বড় মেয়ে তাই বড় করেই কাবিন করেছে আমার পরিবার♥️ আমার স্বামীকে সুন্দর করে বরণ করেছে। তাদের পরিবারের বড় মেয়ের জামাই✨একমাত্র নাতিন জামাই।। আমার স্বামীও তার শালা শালিদের বকশিশের কমতি রাখেনি গেট ধরা জুতাচুরি হাত ধোয়া সব কিছু ইনজয় করেছে + তাদেরও আবদার রেখেছে। আর এইটা ছিলো আমার স্বামীর ইনকামের প্রথম সাজ😭😍 শুধু ডালার দায়িত্ব আমার স্বামীকে নিতে দেয় নি, দিলে আমার স্বামী তার সামর্থ অনুজায়ী রানীর মতো করে নিয়ে যেতো😊