বিশ্ব দিগন্তে

বিশ্ব দিগন্তে JobsVely.com Online Jobs Blogging Community

19/08/2025
ছবিতে কয়টি মুখ আছে, উত্তরই বলে দেবে আপনি কতটা বুদ্ধিমান?
12/08/2025

ছবিতে কয়টি মুখ আছে, উত্তরই বলে দেবে আপনি কতটা বুদ্ধিমান?

পৃথিবী নামের নীল গ্রহটা আসলে এক বিশাল জীবন্ত আশ্চর্য। এখানে যত প্রাণ আছে তা ভাবলেই অবাক হওয়া লাগে। বিজ্ঞানীরা নতুন এক গব...
01/08/2025

পৃথিবী নামের নীল গ্রহটা আসলে এক বিশাল জীবন্ত আশ্চর্য। এখানে যত প্রাণ আছে তা ভাবলেই অবাক হওয়া লাগে। বিজ্ঞানীরা নতুন এক গবেষণায় হিসাব কষে দেখেছেন, পৃথিবীতে যত জীবন্ত কোষ আছে, তার সংখ্যা আমাদের ধারণারও বাইরে। তাদের গবেষণায় বেরিয়ে এসেছে, পৃথিবীর সব জীব মিলিয়ে মোট কোষের সংখ্যা প্রায় ১০³⁰—অর্থাৎ একের পর ত্রিশটা শূন্য! এ সংখ্যা পৃথিবীর সব বালুকণার সংখ্যার চেয়েও এক ট্রিলিয়ন গুণ বেশি এবং আকাশের তারার চেয়ে মিলিয়ন গুণ বেশি।
এ গবেষণার নেতৃত্ব দিয়েছেন ভূতত্ত্ববিদ পিটার ক্রকফোর্ড। তিনি ও তার দল খুঁজে দেখেছেন পৃথিবীর সব বন, সমুদ্র, নদী এমনকি মরুভূমিতেও জীবরা কীভাবে কার্বন ব্যবহার করে। বিশেষ করে ফটোসিনথেসিস বা আলোক-সংশ্লেষণ প্রক্রিয়ার দিকে প্রতক্ষ্য করে যেটা গাছপালা, শৈবাল আর সায়ানোব্যাকটেরিয়ার মতো ক্ষুদ্র জীবরা সূর্যের আলো দিয়ে খাবার বানায়। এই সায়ানোব্যাকটেরিয়া সবচেয়ে পুরোনো জীবগুলোর একটি, কয়েক বিলিয়ন বছর আগে তারাই পৃথিবীর বাতাসে প্রথম অক্সিজেন ছড়িয়েছিল।

গবেষণায় আরেকটা অবাক করা তথ্য মিলেছে—পৃথিবীতে ফটোসিনথেসিস শুরু হওয়ার পর থেকে আজ পর্যন্ত মোট ১০³⁹ থেকে ১০⁴⁰ কোষ জন্ম নিয়েছে। এসব কোষ পৃথিবীর কার্বন প্রায় ১০০ বার ব্যবহার করেছে। মানে আপনার শরীরের যে কার্বন এখন আছে, সেটি হয়তো কোটি বছর আগে কোনো সাগরের শৈবালের শরীরে ছিল! তবে খারাপ খবরও আছে। বিজ্ঞানীরা মনে করছেন, প্রায় এক বিলিয়ন বছর পর সূর্য এত বেশি গরম হয়ে উঠবে যে বাতাস থেকে কার্বন-ডাইঅক্সাইড হারিয়ে যাবে। তখন ফটোসিনথেসিস বন্ধ হয়ে যাবে, আর জীবন থেমে যেতে পারে। যদিও এত দূরের ভবিষ্যৎ নিয়ে নিশ্চিত হওয়া কঠিন, তবু এই গবেষণা আমাদের মনে করিয়ে দেয়, পৃথিবীর জীবন যত বিশাল ততটাই ভঙ্গুর।

প্রতিদিন ৭,০০০ কদম হাঁটলেই বাঁচতে পারেন হৃদরোগ, ক্যান্সার আর ডিমেনশিয়ার মতো ভয়ংকর রোগ থেকে! শুনে অবাক হচ্ছেন তো? কিন্তু ...
01/08/2025

প্রতিদিন ৭,০০০ কদম হাঁটলেই বাঁচতে পারেন হৃদরোগ, ক্যান্সার আর ডিমেনশিয়ার মতো ভয়ংকর রোগ থেকে! শুনে অবাক হচ্ছেন তো? কিন্তু এটি একেবারে আধুনিক বৈজ্ঞানিক গবেষণার ফলাফল।

সম্প্রতি ৫৭টি গবেষণার বিশ্লেষণ করে দেখা গেছে, যারা প্রতিদিন গড়ে ৭,০০০ কদম হাঁটেন, তাদের মৃত্যুঝুঁকি ৪৭ শতাংশ পর্যন্ত কমে যায়।
আরো চমকপ্রদ তথ্য হচ্ছে—তাদের মধ্যে হৃদরোগ, ক্যান্সার, ডিপ্রেশন এবং ডিমেনশিয়ার ঝুঁকিও অনেক কম থাকে!

আমরা প্রায়ই শুনি, প্রতিদিন ১০,০০০ কদম হাঁটা দরকার। কিন্তু জানেন কি—এই সংখ্যাটির পেছনে কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই!

এই ‘১০,০০০ কদম’ ধারণাটির জন্ম হয়েছিল ১৯৬০ সালের এক জাপানি বিজ্ঞাপন থেকে। একটি পেডোমিটার বিক্রির জন্য চালানো হয় এই প্রচারণা।

আজকের বিজ্ঞান বলছে—১০,০০০ না হাঁটলেও চলে। প্রতিদিন যদি আপনি মাত্র ৭,০০০ কদম হাঁটেন, সেটিই যথেষ্ট উপকার এনে দিতে পারে।

আর যদি সময় কম থাকে? ৪,০০০ কদম হাঁটার চেষ্টাই আপনার শরীরকে উপকার দেবে।

তাই আর বসে না থেকে আজই হাঁটা শুরু করুন। নিজের জন্য, পরিবারের জন্য, আর একটা সুস্থ জীবন উপভোগ করার জন্য।

🚀 জাপান ইন্টারনেট স্পিড রেকর্ড ভেঙে দিল! 🇯🇵⚡জাপানের ন্যাশনাল ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনস টেকনোলজি (NICT) ...
23/07/2025

🚀 জাপান ইন্টারনেট স্পিড রেকর্ড ভেঙে দিল! 🇯🇵⚡

জাপানের ন্যাশনাল ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনস টেকনোলজি (NICT) সম্প্রতি ইন্টারনেট স্পিডের এক অবিশ্বাস্য রেকর্ড গড়েছে — প্রতি সেকেন্ডে ১.০২ পেটাবিট, অর্থাৎ প্রতি সেকেন্ডে ১০ লাখ গিগাবিট!🌐💥

তারা মাল্টি-কোর অপটিক্যাল ফাইবার এবং ৩৮৫টি আলোর তরঙ্গদৈর্ঘ্য ব্যবহার করে মাত্র ৫১.৭ কিলোমিটার দূরত্বে এই বিশাল ডেটা ট্রান্সমিশন সম্পন্ন করেছে, অথচ ফাইবারের আকার ছিল আমাদের বর্তমান সাধারণ ফাইবার লাইনের মতোই! 😮📡

ভাবুন তো!
আপনি চাইলে নেটফ্লিক্সের পুরো লাইব্রেরি ডাউনলোড করতে পারবেন, একসাথে ১ কোটি ৮কে ভিডিও স্ট্রিম করতে পারবেন, বা এক লহমায় ১ লাখেরও বেশি ৪কে মুভি ট্রান্সফার করতে পারবেন! 🎥🚀

এই সাফল্য ভবিষ্যতের ইন্টারনেট পরিকাঠামো বদলে দিতে পারে — যেখানে আলট্রা-ফাস্ট, হাই-ক্যাপাসিটি কানেকশন হবে নতুন স্বাভাবিক!

📶 স্ট্রিমিং, গেমিং আর ডিজিটাল যোগাযোগের ভবিষ্যৎ এখন হাতের নাগালে!

22/07/2025
22/07/2025

আপনি জানেন কি? গাধা আসলে তার স্মৃতিশক্তির জন্য বিখ্যাত?

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when বিশ্ব দিগন্তে posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share