16/11/2025
সেদিন ক্লাস করছিলাম! হুট করেই একটা কথা কানে আসলো , টিচার কে নিয়ে! পজেটিব / নেগেটিভ যাই হোক না কেন । শুধু একটা মন্তব্য ।
আমি তারপর কি করেছি জানেন? তাকিয়া তাকিয়ে আমার টিচার এর মুভমেন্ট গুলো দেখছিলাম! রাগ , গম্ভীরতা , বোঝানোর চেষ্টা , প্রতিটা ড্রইং এর ভাজ ড্র করার সময় হাতের মুভমেন্ট টুকু সহ কত কিছুই !
তারপর আমার মনে হলো যে , আচ্ছা আমিও তো ২০০০ প্লাস মানুষ এর ক্লাস নিয়েছি , তাদের কি ধারণা আমায় নিয়ে ?
তারা কি আমায় ভাবে?
আচ্ছা আপনার কি ভাবেন আমায় নিয়ে ? প্লিজ এক বাক্যে বলবেন? অথবা এক ওয়ার্ড এ??
আমায় কি খুব বাচাল টাইপ লেগেছে আপনাদের? নাকি গম্ভীর? নাকি বয়সের তুলায় পাকা মেয়ে? নাকি ম্যাচিউর? আবার ইমম্যাচিউর ও হতে পারি?
আচ্ছা আমি কি দেখতে খানিক অহংকারি? আমি কি বেশি কিছু পেয়ে গেছি? নাকি আমায় এক কথায় মিষ্টি লক্ষী মেয়ে বলা যায়?
আমি কি ভালো শেখাই? নাকি আমার ক্লাস করার পর আপনাদের মনে হয় " ইশ টাকা টা জলে"? আমি কি বোঝাতে সক্ষম?
আসলে আমি স্টুডেন্ট হিসেবে খুব ভালো নয়! যারা ভালো স্টুডেন্ট হন না তাদের টিচার এর সাথে খুব ভালো সম্পর্ক হওয়া একটু কঠিন! আমি দীর্ঘ দিন এসব ক্লাস , টিচার , সিট মেট আর সব থেকে বড় হলো বন্ধু বান্ধব এসব এর থেকে অনেক অনেক দূরে থেকেছি! একা থেকেছি মাসের পর মাস! এগুলোর সাথে সম্পর্ক ছিলই না!!
তবে আপনাদের মন্তব্য তে যে আমি ভেঙে যাব , বা ডিপ্রেশনে চলে যাব এমন নয়! আমি অবশ্যি ইম্পুভ করব! চেষ্টা টা তো করবোই!! যাই হোক………
সত্যি বলি? আমি নিজেও ১০০% পজিটিভ আশা করি না,এমন কি আপনারা মন্তব্য দিবেন কিনা তাও জানি না! তবে নেগেটিভ পজেটিভ যাই হোক জানতে চাইব! একটু??