Maminul Islam Zisan

Maminul Islam Zisan Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Maminul Islam Zisan, Digital creator, Dhaka.

গেঞ্জি খুলে সাদা পতাকা বানিয়েছিলাম।
12/08/2025

গেঞ্জি খুলে সাদা পতাকা বানিয়েছিলাম।

12/08/2025
11/08/2025

“ভিপি নির্বাচিত হলে ফ্যা’সি’স্ট আমলের নি’র্যা’তনের মত ঘটনার পুনরাবৃত্তি হতে দেব না”

‘যে যা বলতে চায়’ ধারাবাহিকের আজকে দেখুন প্রথম পর্ব। কথা বলেছেন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মুমিনুল ইসলাম জিসান।

10/08/2025

বিষয়: স্মৃতির পাতায় লেখা জুলাইয়ের

গল্পসঞ্চালনা: মেহেদী হাসান ভূইয়া

অতিথি:মমিনুল ইসলাম জিসান

১নং,যুগ্ম সাধারণ সম্পাদক,বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদ।

 

❤️
10/08/2025

❤️

শিক্ষার্থীরা আগ্রহ প্রকাশ করলে আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহসভাপতি (ভিপি) প...

05/08/2025

শিক্ষার্থীরা চাইলে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান জিসান!

নিজস্ব প্রতিবেদক

শিক্ষার্থীরা আগ্রহ প্রকাশ করলে আসন্ন ডাকসুতে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান ছাত্রদল নেতা মুমিনুল ইসলাম জিসান।

তিনি বলেন, শিক্ষার্থীরা যদি চান, এবং তাদের আস্থার প্রতিফলন যদি আমার ওপর পড়ে, তাহলে আমি প্রস্তুত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর আমি দীর্ঘ সময় এই ক্যাম্পাসের রাজনৈতিক, সাংগঠনিক এবং গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে যুক্ত থেকেছি। এই দীর্ঘ সময়ে আমাকে ব্যক্তিগত ও একাডেমিকভাবে অনেক মূল্য দিতে হয়েছে। রাজনৈতিক মতাদর্শের কারণে আমাকে কারাবরণ করতে হয়েছে, ছিল গুম ও নির্যাতনের অভিজ্ঞতাও।

‘এই বাস্তবতাগুলো আমাকে দুর্বল করেনি, বরং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ন্যায্য অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং গণতান্ত্রিক অংশগ্রহণের গুরুত্ব আরও গভীরভাবে বুঝতে সাহায্য করেছে। তবে আমি জানি ডাকসু নির্বাচন বর্তমানে স্পর্শকাতর ইস্যু । একজন প্রার্থী হিসেবে আমার দীর্ঘ সেশনজট কিংবা অতীত অভিজ্ঞতা নিয়ে যৌক্তিক প্রশ্ন উঠতে পারে, এবং সেটি স্বাভাবিক। আমি বিশ্বাস করি, এটি ছাত্রসমাজ এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপক্বতারই প্রতিচ্ছবি।’

জিসান বলেন, আমার অবস্থান খুবই পরিষ্কার: যদি শিক্ষার্থীরা মনে করেন, তাদের স্বার্থরক্ষায় আমি কার্যকরভাবে নেতৃত্ব দিতে পারি তাহলে আমি প্রার্থী হবো। অন্যথায়, আমি সবসময় এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে, বিশ্ববিদ্যালয় এবং সারাদেশের ছাত্রদের দাবির পক্ষে থেকে কাজ করে যাব। ডাকসু নির্বাচন কোনো ব্যক্তিকেন্দ্রিক বিষয় নয়, এটি একটি প্রতিষ্ঠান গঠনের এবং প্রতিনিধিত্বের ক্ষেত্র। সেই প্রক্রিয়ায় আমি অংশ নিতে আগ্রহী, তবে সেটি হবে ছাত্রসমাজের সম্মতির ভিত্তিতে, শুধু আমার ইচ্ছায় নয়।

# # #

02/08/2025

আগামীকাল ৩ আগষ্ট ২০২৫, রোববার শাহবাগে ছাত্রদলের ইতিহাসের সবচেয়ে বড় ছাত্র সমাবেশ হতে যাচ্ছে। #জুলাই #আগস্ট #গণঅভ্যুত্থান #বিএনপি #ছাত্রদল

28/07/2025

ধৈর্য সহকারে ও মনোযোগ দিয়ে শোনার আহ্বান।

27/07/2025

ঐতিহ্য আর গৌরবের পতাকা, উড়ছে ঐ নীল আকাশে,
হৃদয়ের স্পন্দন, ভালোবাসার বাঁধন, ছাত্রদল—বেঁচে থাকুক ইতিহাসে।

৩১ দফার আলোকে সাম্য ও মানবিক মর্যাদার ভিত্তিতে একটি ইনক্লুসিভ দেশ গঠনে ছাত্রদল অগ্রণী ভূমিকা পালন করবে। এই হউক এবারের প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশপ্রেমিকদের এশতেহার।

21/07/2025

বিএনপির লক্ষ্য কখনোই ক্ষমতা দখল ছিল না, ছিল জনগণের অধিকার ফিরিয়ে দেওয়া।"অথবা"বিএনপির লোভ ক্ষমতার নয়, জনগণের মুক্তির।"

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Maminul Islam Zisan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share