05/08/2025
শিক্ষার্থীরা চাইলে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান জিসান!
নিজস্ব প্রতিবেদক
শিক্ষার্থীরা আগ্রহ প্রকাশ করলে আসন্ন ডাকসুতে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান ছাত্রদল নেতা মুমিনুল ইসলাম জিসান।
তিনি বলেন, শিক্ষার্থীরা যদি চান, এবং তাদের আস্থার প্রতিফলন যদি আমার ওপর পড়ে, তাহলে আমি প্রস্তুত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর আমি দীর্ঘ সময় এই ক্যাম্পাসের রাজনৈতিক, সাংগঠনিক এবং গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে যুক্ত থেকেছি। এই দীর্ঘ সময়ে আমাকে ব্যক্তিগত ও একাডেমিকভাবে অনেক মূল্য দিতে হয়েছে। রাজনৈতিক মতাদর্শের কারণে আমাকে কারাবরণ করতে হয়েছে, ছিল গুম ও নির্যাতনের অভিজ্ঞতাও।
‘এই বাস্তবতাগুলো আমাকে দুর্বল করেনি, বরং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ন্যায্য অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং গণতান্ত্রিক অংশগ্রহণের গুরুত্ব আরও গভীরভাবে বুঝতে সাহায্য করেছে। তবে আমি জানি ডাকসু নির্বাচন বর্তমানে স্পর্শকাতর ইস্যু । একজন প্রার্থী হিসেবে আমার দীর্ঘ সেশনজট কিংবা অতীত অভিজ্ঞতা নিয়ে যৌক্তিক প্রশ্ন উঠতে পারে, এবং সেটি স্বাভাবিক। আমি বিশ্বাস করি, এটি ছাত্রসমাজ এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপক্বতারই প্রতিচ্ছবি।’
জিসান বলেন, আমার অবস্থান খুবই পরিষ্কার: যদি শিক্ষার্থীরা মনে করেন, তাদের স্বার্থরক্ষায় আমি কার্যকরভাবে নেতৃত্ব দিতে পারি তাহলে আমি প্রার্থী হবো। অন্যথায়, আমি সবসময় এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে, বিশ্ববিদ্যালয় এবং সারাদেশের ছাত্রদের দাবির পক্ষে থেকে কাজ করে যাব। ডাকসু নির্বাচন কোনো ব্যক্তিকেন্দ্রিক বিষয় নয়, এটি একটি প্রতিষ্ঠান গঠনের এবং প্রতিনিধিত্বের ক্ষেত্র। সেই প্রক্রিয়ায় আমি অংশ নিতে আগ্রহী, তবে সেটি হবে ছাত্রসমাজের সম্মতির ভিত্তিতে, শুধু আমার ইচ্ছায় নয়।
# # #