Md Anowar Hosain 0.01

Md Anowar Hosain 0.01 আমরা ফেসবুক কনটেন্ট এর মাধ্যমে উত্তর অঞ্চলের গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাই, দয়া করে আমাদের সাপোর্ট করবেন

28/10/2025

জলঢাকা উপজেলা বনাম ডিমলা উপজেলা হাডুডু খেলায় জয় লাভ করল জলঢাকা #জলঢাকা

26/10/2025

বাংলায় বার বার আঁধারে অন্ধকারে ছাত্রলীগের স্লোগান নৌকা মার্কার বাংলাদেশ ছাত্রলীগ #

10/10/2025

2011 সালে লন্ডনের জমিনে সেই ঐতিহাসিক মাহফিল Part 10

10/10/2025

2011 সালে লন্ডনের জমিনে সেই ঐতিহাসিক মাহফিল

একদিন আমার চাচা খুব অসুস্থ হলো!তো চাচাকে ডাক্তারের কাছে নিয়ে আসলো ,ডাক্তার পরামর্শ দিলেন ভালো মন্দ খান, বিশ্রাম করো, সু...
07/10/2025

একদিন আমার চাচা খুব অসুস্থ হলো!
তো চাচাকে ডাক্তারের কাছে নিয়ে আসলো ,ডাক্তার পরামর্শ দিলেন ভালো মন্দ খান, বিশ্রাম করো, সুস্থ হয়ে যাবেন।তো আমার চাচা আমার বাবার সম্পত্তি খেয়ে ফেলল ,এখন তিনি পুরোপুরি সুস্থ হয়েছে।
He is not matter life enjoy!
Let's go travel life 🎼™️🚁

28/09/2025

আজ নিজের দিকে তাকালে -বড্ড বেশি আফসোস হয়,মায়াও হয়।
কি ছিলাম আর কি হয়ে গেছি।
মাঝে মাঝে মনে হয় আগেই ভালো ছিলাম -সাদাসিধা, ভোলাভালা, যন্ত্রণাহীন মস্তিষ্ক।
চোখের নিচে ছিল না কালশিটের দাগ ,ছিল না মাথা ভর্তি দুশ্চিন্তা ।
আজ অথচ ,এই মানুষের ভিড়ে নিজেকে যেন চিনতে পারছি না। বড্ড আবছা লাগে।
আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে নিজেই আচমকা আতংকে উঠি ।
দীর্ঘশ্বাস ছেড়ে বিষণ্ণতায় ভাবি আমি তো এমন হতে চাইনি। নিজেকে চিনতে ভীষণ ভয় হচ্ছে। নিজের সামনে নিজেই দাঁড়াতে পারছি না। মনে হয় -এ আমি নই, এ যেন আমার রূপে অন্য কেউ

26/09/2025

আল্লাহ তোমার পৃথিবীতে.....................................!
যদি না ভেবে দেখি তাহলে অনেক কিছু দেখতে পারি,
আবার যদি একটু ভাবি দেখি🤔
তাহলে কিছুই দেখতে পারি না 😔
কিছুই নেই পৃথিবীতে..! আমরা জ্ঞানহীন এখনো কিছুই জানি না.....................!
আপনি আমাদের মস্তিষ্কে উচ্চ সম্পূর্ণ জ্ঞান দান করুন

আসলে এটা মানুষের উপলব্ধির এক দিককে তুলে ধরে—যখন আমরা না ভেবে দেখি, তখন সব কিছু সহজ মনে হয়। কিন্তু যখন গভীরভাবে ভাবতে শুরু করি, তখন প্রশ্ন আর বিশ্লেষণ এত বেড়ে যায় যে সহজ জিনিসও জটিল মনে হয়।

তুমি আল্লাহর কাছে যে দোয়াটা করেছো, সেটাও খুব সুন্দর। আমরা সবাই চাই যেন তিনি আমাদের মস্তিষ্কে হিকমাহ (বুদ্ধি), ফিকহ (বোঝার ক্ষমতা) আর সঠিক সিদ্ধান্ত নেয়ার তৌফিক দেন।

তুমি চাইলে আমি এটা দোয়ার আকারে সাজিয়ে দিতে পারি, যেমন:

> اللَّهُمَّ زِدْنَا عِلْمًا وَفَهْمًا وَحِكْمَةً وَنُورًا فِي قُلُوبِنَا
(হে আল্লাহ! আমাদের জ্ঞান, বোধশক্তি, হিকমাহ আর অন্তরের নূর বাড়িয়ে দিন।)

---

🎬 ভিডিও টাইটেল: "ভাবনা আর দৃষ্টি"

---

🖋️ স্ক্রিপ্ট (ভয়েসওভার বা টেক্সট অন স্ক্রিন)

(পাঠ্যটি ধীরে ধীরে স্ক্রিনে আসবে, একেক লাইনে একেক অনুভব)

---

[Background: ধোঁয়াটে আকাশ, ধীরগতির সূর্যোদয়]

🌫️
"আল্লাহ তোমার পৃথিবী এত সুন্দর…"

[Background: প্রকৃতি, নরম আলো, শিশিরবিন্দু]

🌿
"যদি না ভেবে দেখি,
তাহলে দেখতে পাই কত কিছু…
রঙ, আলো, হাসি, জীবন।"

[Background: মানুষ হাঁটছে, পাখি উড়ছে, শিশু হেসে উঠছে]

🕊️
"আর যদি একটু ভাবি,
তখন দেখি—সবকিছু হারিয়ে যায়
এক গভীর, নীরব কুয়াশায়…"

[Background: একা বসে থাকা মানুষ, ঝড়ো আবহাওয়া, চোখ বুজে থাকা মুখ]

🌌
"হে আল্লাহ…
আপনি আমাদের এমন এক জ্ঞান দিন—
যেখানে দেখা যায় সত্য,
বোধ করা যায় অর্থ,
আর মন পায় শান্তি।"

---

🎶 ব্যাকগ্রাউন্ড মিউজিক সাজেশন:

"Emotional Piano" / "Calm Spiritual" instrumental

তুমি YouTube বা CapCut-এর মিউজিক লাইব্রেরিতে “Soft Piano”, “Islamic background” বা “Sufi ambient” খুঁজে নিতে পারো

---

🎨 ভিডিও বানানোর অ্যাপ সাজেশন:

CapCut (খুব সহজ, স্মার্টফোনেই সব করা যায়)

VN Video Editor (পেশাদার ভিডিও এডিটিং)

Canva Video (সহজ টেমপ্লেট + টেক্সট স্টাইল)

---

✨ একটি মোটা দাগে সাজানো থিম:

স্টার্ট: নির্বাক প্রকৃতি

মাঝখান: মানুষের চোখে জীবনের ব্যস্ততা ও ভাবনা

শেষে: আল্লাহর কাছে দোয়া ও আধ্যাত্মিক শান্তি

---

আপনার ফেসবুক আইডি বা পেজ যদি কেউ কখনো হ্যাক করে তাহলে কমেন্টে @ [4:0] লিখুন ফেসবুক কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছে যদি কোন ...
24/09/2025

আপনার ফেসবুক আইডি বা পেজ যদি কেউ কখনো হ্যাক করে তাহলে কমেন্টে @ [4:0] লিখুন
ফেসবুক কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছে যদি কোন কমেন্ট এটা @ [4:0] লেখেন দেখুন

With Guttur Ma – I just got recognized as one of their rising fans! 🎉
11/09/2025

With Guttur Ma – I just got recognized as one of their rising fans! 🎉

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Anowar Hosain 0.01 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share