27/06/2025
#পরিবর্তন_ও_রূপান্তর☝️👍🤙✌️🖐️
জীবন এক চলমান নদী,
বয়ে চলে নিরন্তর,
পলকে পলকে বদলায় তার রূপান্তর!
যা ছিলো গতকাল, আজ তা অন্যরকম,
কালের খেলায় সব হয় নতুন নিয়ম!
শিশির ভেজা ঘাস যেমন শুকিয়ে যায় রোদে,
নতুন কুঁড়ি জন্ম নেয় সুপ্ত বীজ ফোঁড়ে!
পুরোনো পাতা ঝরে যায়, ডালে আসে নব সাজ,
প্রকৃতির এই খেলায় লুকানো কত কাজ!
মনও কি স্থির থাকে?
সেও তো বদলায়,
চিন্তারা আসে যায়, স্মৃতির পথ হারায়!
ভুল থেকে শিখি আমরা, পাই নতুন দিশা,
অন্ধকার পেরিয়ে দেখি আশার উঁকি-ঝুঁকি!
ভেঙে যায় কত স্বপ্ন,
গড়ে ওঠে নতুন,
ব্যথা ভুলে হাসি মুখে কাটে সারাদিন!
রূপান্তরের এই ধারা,
জীবনেরই গান,
বদলে গিয়েই আমরা হই আরও মহীয়ান!
ভয় পেও না এই পালাবদলের খেলায়,
কারণ প্রতি পরিবর্তনেই নতুন আলো জ্বালায়!
পুরোনোকে বিদায় জানিয়ে, নতুনকে করো বরণ,
এভাবেই পূর্ণ হবে তোমার জীবন!
#বন্ধুত্বের_সম্পর্ক #সম্পর্ক #আমি #তুমি #আপনার #প্রেম #ভালোবাসা #বিশ্বাস #ব্যক্তি #নিজস্ব_জীবন #ভালো #খারাপ #গুরুত্ব #নতুনদিন #দীর্ঘস্থায়ী #সুস্থতা #ফ্যাশন #স্টাইল