Riju & You

Riju & You Riju & YOU

তুমি আর আমি, এক অনন্য জুটি,
বন্ধুত্বের টানে বাঁধা, নেই কোনো ছুটি!
হাসি আর গল্পে মাতি, কাটে কত বেলা,
জীবনে চলার পথে, তুমিই যে ভেলা!
সুখে ও দু:খে ছায়া, পাশে আছো সদা,
তোমারই সাহচর্যে কাটে সব বাধা!
স্মৃতিরা জমা হয়, হয় কত কথা,
বন্ধুত্বের এই বাঁধন, চিরন্তন গাথা!
বিপদে আশ্রয় তুমি, তুমিই যে আলো,
তোমারই মায়ায় জীবন, আরও উজ্জ্বল হলো!
দিন যায়, মাস যায়, ঋতু বদলায়,
বন্ধুত্ব আমাদের, অক্ষয় রয়!

27/06/2025

#পরিবর্তন_ও_রূপান্তর☝️👍🤙✌️🖐️
জীবন এক চলমান নদী,
বয়ে চলে নিরন্তর,
পলকে পলকে বদলায় তার রূপান্তর!
যা ছিলো গতকাল, আজ তা অন্যরকম,
কালের খেলায় সব হয় নতুন নিয়ম!
শিশির ভেজা ঘাস যেমন শুকিয়ে যায় রোদে,
নতুন কুঁড়ি জন্ম নেয় সুপ্ত বীজ ফোঁড়ে!
পুরোনো পাতা ঝরে যায়, ডালে আসে নব সাজ,
প্রকৃতির এই খেলায় লুকানো কত কাজ!
মনও কি স্থির থাকে?
সেও তো বদলায়,
চিন্তারা আসে যায়, স্মৃতির পথ হারায়!
ভুল থেকে শিখি আমরা, পাই নতুন দিশা,
অন্ধকার পেরিয়ে দেখি আশার উঁকি-ঝুঁকি!
ভেঙে যায় কত স্বপ্ন,
গড়ে ওঠে নতুন,
ব্যথা ভুলে হাসি মুখে কাটে সারাদিন!
রূপান্তরের এই ধারা,
জীবনেরই গান,
বদলে গিয়েই আমরা হই আরও মহীয়ান!
ভয় পেও না এই পালাবদলের খেলায়,
কারণ প্রতি পরিবর্তনেই নতুন আলো জ্বালায়!
পুরোনোকে বিদায় জানিয়ে, নতুনকে করো বরণ,
এভাবেই পূর্ণ হবে তোমার জীবন!
#বন্ধুত্বের_সম্পর্ক #সম্পর্ক #আমি #তুমি #আপনার #প্রেম #ভালোবাসা #বিশ্বাস #ব্যক্তি #নিজস্ব_জীবন #ভালো #খারাপ #গুরুত্ব #নতুনদিন #দীর্ঘস্থায়ী #সুস্থতা #ফ্যাশন #স্টাইল

24/06/2025

#সকালের_ভালোবাসা🌹🥰❤️🥰🌹
ভোরের আলোয় যখন পৃথিবী হাসে,
নতুন দিনের গানে মন ভাসে!
তোমার চোখে দেখি আলোর রেখা,
সকালের ভালোবাসায় আঁকি ছবি একা!
শিশির ভেজা ঘাসে যখন আলতো পা,
তোমার ছোঁয়ায় কাটে সব ক্লান্তি আর তা!
প্রথম প্রহরে জাগে ভালোবাসার সুর,
তুমি পাশে থাকো, সকল দুঃখ বহুদূর!
সূর্যের আলো যেমন আঁধার সরায়,
তোমার ভালোবাসা তেমনি হৃদয় জুড়ায়!
প্রতিটি সকাল হোক ভালোবাসাময়,
তুমি আর আমি, এ এক অপূর্ব জয়!
#বন্ধুত্বের_সম্পর্ক #সম্পর্ক #আমি #তুমি #আপনার #প্রেম #ভালোবাসা #বিশ্বাস #ব্যক্তি #নিজস্ব_জীবন #ভালো #খারাপ #গুরুত্ব #নতুনদিন #দীর্ঘস্থায়ী #সুস্থতা #ফ্যাশন #স্টাইল

23/06/2025

#সমুদ্রের_গভীরতা🌹❤️🥰
অসীম তুমি, অতল তোমার গভীরতা,
নোনা জলে লীন কত অজানা কথা!
সূর্যের আলো পৌঁছায় না যেখানে,
রহস্য ঘেরা এক অন্য ভুবন সেখানে!
গভীরে তোমার ঘুমায় প্রাচীন প্রবাল,
অচেনা মাছেরা আঁকে আলোর খেয়াল!
চাপের রাজ্যে তাদের নিজস্ব জীবন,
মানুষের কল্পনার অতীত সে ভুবন!
কত জাহাজডুবি, কত শত ইতিহাস,
তোমার গভীরে লুকিয়ে আছে দীর্ঘশ্বাস!
নিস্তব্ধতা তোমার মাঝে করে আনাগোনা,
পৃথিবীর কোলাহল সেখানে পৌঁছায় না!
তোমার গর্ভে জন্মে কত শত প্রাণী,
জীবনচক্রের অদ্ভুত সে কাহিনি!
দৃষ্টির আড়ালে তোমার বিশালতা,
অসীম রহস্যে ঘেরা সমুদ্রের গভীরতা!
#বন্ধুত্বের_সম্পর্ক #সম্পর্ক #আমি #তুমি #আপনার #প্রেম #ভালোবাসা #বিশ্বাস #ব্যক্তি #নিজস্ব_জীবন #ভালো #খারাপ #গুরুত্ব #নতুনদিন #দীর্ঘস্থায়ী #সুস্থতা #ফ্যাশন #স্টাইল

Address

Dhanmondi
Dhaka
1209

Website

Alerts

Be the first to know and let us send you an email when Riju & You posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share