
07/08/2025
মেয়েরা সিআরবি গেলে খুব সাবধানে থাকবেন।সাথে কোনো ছেলে না গেলে যাওয়ার দরকার নেয়। আজকে ৫.৩০ টার দিকে আমি আর আমার ফ্রেন্ড কিছুক্ষণ রিফ্রেশমেন্টের জন্য সিআরবি গিয়েছিলাম, আমারা রিকশা থেকে নেমে হাঁটার সময় খেয়াল করলাম আমাদে ২ টা মাঝ বয়সী লোক ফলো করছে(দেখে মনে হচ্ছিলো যেন অনেক ভদ্র লোক,একদম কলেজের টিচারদের মতো চশমা টশমা পড়া)। আমার না বুঝার ভান করে 5 সিনিটের জন্য একটা জায়গায বসি, আর সেখানে যথেষ্ট মানুষ ছিলো,,,সেখানে লোক ২ গুলা আমাদের সাথে কথা বলতে চায়, আমার একটা ছাতা রাখা ছিলো,এসে বলতেছে এটা কার ছাতা, আমরা বললাম আমাদের। তারপর তারা এসে আমাদের পিছনে বসে, বসার সাথে সাথে আমার ফ্রেন্ডকে নিয়ে মেইন রোডের দিকে চলে এসে সবুজ রেলিং গুলার পাশে দাঁড়িয়ে গল্প করতে থাকি,তখনো পিছু পিছু আসে লোক গুলা। আমার ফ্রেন্ড বহুত ইনোসেন্ট তাই সে ভেবেছে লোক গুলা বউ দেখতেছে, আমি ওকে বারবার বলতেছিলাম এগুলা ইভটিজার। তারপর তারা আমরা দাড়িয়ে থাকা অবস্থায় সেখানে এসে আমার ফ্রেন্ডকে বলতেছে "আপনাকে চেনা চেনা লাগতেছে" ও বললো "আপনাকে চিনি না। " তারপর আমরা তাড়াতাড়ি রিকশা করে চলে আসার জন্য রিকশা দরদাম করতেছিলাম তখন তাদের মধ্যে থেকে একজন এসে রিকশাওয়ালাদের বলতেছে দাম বেশি কেনো বলতেছেন। আমরা লোকটাকে ইগনোরই করছি তখনো। তারপর রিকশা একটাতে তাড়াতাড়ি উঠে পরি, রিকশা টান দিতে দিতে লোকটা তাড়াতাড়ি এসে একটা কাগজ দিতে চায় আমার ফ্রেন্ডের হাতে আমি ধরিস না, ধরিস না বলে চিল্লায় উঠি। তারপর কাগজটা পড়ে যায়। কারণ আমার কাগজের ব্যাপার গুলা জানা আছে। সিআরবি খুব কম যাওয়া হয় আমাদের। ৮/৯ মাস আগেও একবার গিয়েছিলাম আমি আর আমার এই ফ্রেন্ডটিই। তখন একটা ছেলে ঠিক এভাবে কথা বলতে চায়ছিলো। পিছন পিছন ঘুরতেছিলো ইগনোর করে সেইবারেও তাড়াতাড়ি চলে আসি। এবার এই লোক গুলা যে কাগজ টাগজ দিবে সেটা ভাবতে পারি নাই🙂। মেয়েরা এসব জায়গা দয়া করে গার্ডিয়ান ছাড়া বা কোনো ছেলে ছাড়া যাবেন না।