
01/07/2025
মনু মিয়া পরিচিত কবরের কারিগর হিসেবে, কারও মৃত্যুসংবাদ আসলেই ঘোড়া নিয়ে ছুটে যান তিনি। এভাবেই বিনা পারিশ্রমিকে মনু মিয়া কবর খুঁড়ে যাচ্ছেন ৫০ বছর ধরে তার বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ। তার দেয়া হিসাবে প্রায়, এ পর্যন্ত তিনি কবর খুঁড়েছেন ৩ হাজার ৫৭টি। এই পরোপকারী মানুষটির অনুপস্থিতিতে তার ঘোড়াটি মেরে ফেলে দুর্বৃত্তরা। কিশোরগঞ্জ জেলার, ইটটা উপজেলা, জয়সিদ্ধি ইউনিয়ন, অালগাপারা গ্রামে তার বাড়ি। মনু মিয়া অসুস্থ থাকা অবস্থায় তার ঘোড়াটি পরিকল্পিতভাবে হত্যা করা হয় তার কিছুদিন যেতে না যেতেই সেই মনু মিয়া আজ মারা গেলেন। মনু মিয়া মারা গেলেন 28/06/2025. সকাল 10:30 মিনিটে।