Umme Kulsum 89.3

Umme Kulsum 89.3 Assalamu alaikum. It’s me Umme Kulsum. Welcom to my page >Umme Kulsum 89.3. Be polite 🖤

এই অস্থিরতা, ক্ষণে ক্ষণে  কিছু নিরবতা আর মনে   সংকোচ নিয়ে  থাকাটা ভালো। তাতে করে জীবনের পরিস্থিতি সম্পর্কে বুঝা যায়।.......
16/08/2025

এই অস্থিরতা, ক্ষণে ক্ষণে কিছু নিরবতা আর মনে সংকোচ নিয়ে থাকাটা ভালো। তাতে করে জীবনের পরিস্থিতি সম্পর্কে বুঝা যায়।............ আলহামদুলিল্লাহ 🙂

বজ্রপাত এর বিশেষ সতর্কতা!!! আগামী কয়েকদিন দেশে বৃষ্টিপাতের সাথে প্রচুর বজ্রপাত হতেপারে। তাই এই সময়ে কেউ শখ করে বৃষ্টিতে ...
03/08/2025

বজ্রপাত এর বিশেষ সতর্কতা!!!
আগামী কয়েকদিন দেশে বৃষ্টিপাতের সাথে প্রচুর বজ্রপাত হতেপারে। তাই এই সময়ে কেউ শখ করে বৃষ্টিতে ভিজতে যাইয়েন না।

এছাড়া এসময় কেউ কাজে বাহিরে অবস্থান করলে বজ্রপাত এর আলামত লক্ষ করলেই নিরাপদ আশ্রয়ে থাকবেন।

কলম্বিয়ার মন্টেরিয়া শহরের একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ক্যফেটেরিয়া-তে ঘটে যাওয়া একটি ঘটনা সবার হৃদয় ছুঁয়ে গেছে।একজন ছাত...
28/07/2025

কলম্বিয়ার মন্টেরিয়া শহরের একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ক্যফেটেরিয়া-তে ঘটে যাওয়া একটি ঘটনা সবার হৃদয় ছুঁয়ে গেছে।

একজন ছাত্র নয়—এবার অবাক করে দিয়েছে একটি পথকুকুর। প্রতিদিন ছাত্রদের টাকা দিয়ে খাবার কিনতে দেখেই, একদিন সে তার মুখে একটি গাছের পাতা নিয়ে এসে ক্যান্টিনের কাউন্টারে রাখে—একদম টাকার মতো করে। যেন বলছে, “এই পাতা আমার পয়সা, আমাকে একটা বিস্কুট দাও!”

কুকুরটির এই অসাধারণ পর্যবেক্ষণক্ষমতা ও মানিয়ে নেওয়ার বুদ্ধি দেখে মুগ্ধ হন ক্যান্টিন কর্মীরা। তারা ভালোবাসায় সাড়া দেন—পাতাকে প্রতীকী মূল্য হিসেবে গ্রহণ করে তাকে প্রতিদিনই বিস্কুট খেতে দেন।

এই ছোট্ট ঘটনা প্রমাণ করে দেয়, কতটা শিখতে পারে প্রাণীরা, আর মানুষ যখন হৃদয় দিয়ে দেখে, তখন প্রজাতির সীমানাও ভেঙে যায়।
Umme Kulsum 89.3


25/07/2025

25/07/2025

যারা নিজেদের প্রতিদিনের প্রয়োজনীয় যে কোনো পণ্য চায়না থেকে ক্রয় করতে চাচ্ছে কম পরিমাণে তারা চাইলেই অর্ডার করতে পারবেন আমাদের কাছে । আগস্টের ২০ তারিখ অব্ধি অর্ডার নেয়া হবে
Umme Kulsum 89.3

আজ সারাদিন কেমন যেন এক ট্রমার ভিতরে কাটলো।  🥲 ২১ই জুলাই যেন গাজার  একটুকরো ধ্বংসবিশেষ  অনুভূতি।  শিশুদের আহাজারি, মনে প্...
22/07/2025

আজ সারাদিন কেমন যেন এক ট্রমার ভিতরে কাটলো। 🥲

২১ই জুলাই যেন গাজার একটুকরো ধ্বংসবিশেষ অনুভূতি। শিশুদের আহাজারি, মনে প্রাণে সবার এক অংকের ভয়।
হে মহান সৃষ্টি কর্তা আপনি সবাইকে হেফাজত করুন।বাংলাদেশর উপর শান্তি বর্ষিত করুন।
আমিন।

তাদের এখনো খুঁজে পাওয়া যায়নি….. খুঁজে পেলে যোগাযোগ করুন ছবিতে দেয়া নাম্বার গুলোতে 🙏
21/07/2025

তাদের এখনো খুঁজে পাওয়া যায়নি….. খুঁজে পেলে যোগাযোগ করুন ছবিতে দেয়া নাম্বার গুলোতে 🙏

ক্লাসে যেভাবে বসা ছিলো, এখনো সেভাবেই বসে আছে পোড়া শরীর গুলো। শুধু প্রাণ নেই দেহে 🙂💔..🥲সৃষ্টি কর্তা আহতদের সুস্থতা দান এব...
21/07/2025

ক্লাসে যেভাবে বসা ছিলো, এখনো সেভাবেই বসে আছে পোড়া শরীর গুলো। শুধু প্রাণ নেই দেহে 🙂💔..🥲
সৃষ্টি কর্তা আহতদের সুস্থতা দান এবং নিহতদের জান্নাত নসিব করুক আমিন🤲😞

এটা জুনায়েদের লাশ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে। অভিভাবকরা যোগাযোগ করুন।
21/07/2025

এটা জুনায়েদের লাশ।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে। অভিভাবকরা যোগাযোগ করুন।

সাইবা জাহানকে উত্তরা আধুনিক মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। কোনো অভিভাবক শনাক্ত হয়নি। কেউ চিনে থাকলে হাসপাতালে যোগাযোগ ...
21/07/2025

সাইবা জাহানকে উত্তরা আধুনিক মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। কোনো অভিভাবক শনাক্ত হয়নি। কেউ চিনে থাকলে হাসপাতালে যোগাযোগ করার অনুরোধ করা হচ্ছে।

শেয়ার করুন।

প্রত্যেকটা গুনাহ একজন মানুষের ৫ টি ক্ষতি করে:--১. চেহারা কালো/ পাষাণ হয়ে যায় অর্থাৎ চেহারা থেকে নেককারদের নূর চলে যায়। ২...
18/07/2025

প্রত্যেকটা গুনাহ একজন মানুষের ৫ টি ক্ষতি করে:--

১. চেহারা কালো/ পাষাণ হয়ে যায় অর্থাৎ চেহারা থেকে নেককারদের নূর চলে যায়।

২. অন্তর অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, কোন নেক কাজ ভালো লাগে না।

৩. গুনাহ মানুষের শরীর দুর্বল করে দেয়। আস্তে আস্তে স্বাভাবিক কাজ কর্মের শক্তি নি:শেষ হয়ে যায়।

৪. রিজক সংকুচিত করে দেয়, জীবনে প্রয়োজনীয় জিনিস যা দরকার তা থেকে আস্তে আস্তে বঞ্চিত হতে হয়।

৫. মাখলুকের মনে গুনাহগারের প্রতি ঘৃণার সৃষ্টি হয়।

#আস্তাগফিরুল্লাহ হাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়াতুবু ইলাইহি.
.3

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Umme Kulsum 89.3 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category