01/10/2024
দেশ কি স্বাধীন?
দেশ কি স্বৈরাচার মুক্ত?
দেশ কি সন্ত্রাসী, চাঁদাবাজি, ডাকাতি,দখলদারিত্ব, ঘুষ, দুর্নীতি দমন পীড়ন নির্যাতন মুক্ত?
সরকারি অফিস আদালতগুলোতে ফাইল ট্রান্সফার করতে হলে সালামি বিহীন কার্যক্রম পরিচালনা করছে?
পুলিশ প্রশাসন ও রাজনৈতিক দলের প্রভাব মুক্ত?
আসলে মানুষ যে আশায় বুক বেঁধে ৫ আগষ্ট গনঅভ্যুত্থান ঘটিয়েছে তাঁহার সুফল কি জাতি পেয়েছে?
উপদেষ্টা পরিষদের কার্যক্রম জাতির কাছে পানির মতো পরিস্কার, কার্যক্রম পরিচালনার নামে দায়সারা (ছেড়ে দে মা কাইন্দা বাঁচি) জাতির প্রশ্ন।
তাহার কিছু প্রমাণ জাতির কাছে দিনের আলো ন্যায় পরিস্কার।
বিভিন্ন থানা গুলোর মধ্যে ইউনিয়ন পরিষদের কার্যক্রম স্থগিত ছিল, সেই কার্যক্রম পরিচালনা করার জন্য নতুন ভাবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বানাতে গিয়ে দেখা গেছে।
,যারা বিগত স্বৈরশাসক এর আমলে দলীয় ওয়ার্ড সদস্য হয়েছিলেন, তাহারা আজকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
কিভাবে হলো?
জেলা প্রশাসক এবং যাদেরকে রাজনৈতিক বড় দল মনে করেন ,তাদেরকে মোটা অংকের টাকা দিয়ে তাহারা ক্ষমতা দখল করে নিয়েছে।
কি পাবে জাতি?
পুলিশ প্রশাসন ও সেই বড় দলের লিডারদের প্রটোকল দিয়ে সভা সমাবেশে নিয়ে যায়, তাদের কাছ থেকে কিছু পাবার আশায়।
ঘুরেফিরে যদি ক্ষমতা সেই অসাধু, লুটেরাদের হাতে চলে যায়, তাহলে জাতির কপালে বারবার ৫ আগষ্ট আসবে যাবে, কিন্তু ভাগ্যের পরিবর্তন হবেনা।
একান্ত ব্যক্তিগত মতামত