ইসলামী মিডিয়া সেন্টার

ইসলামী মিডিয়া সেন্টার ইসলামিক মিডিয়া সেন্টার
আমরা আহলুস্ ? এসো সত্যের পথে চলি

01/10/2024

দেশ কি স্বাধীন?
দেশ কি স্বৈরাচার মুক্ত?
দেশ কি সন্ত্রাসী, চাঁদাবাজি, ডাকাতি,দখলদারিত্ব, ঘুষ, দুর্নীতি দমন পীড়ন নির্যাতন মুক্ত?
সরকারি অফিস আদালতগুলোতে ফাইল ট্রান্সফার করতে হলে সালামি বিহীন কার্যক্রম পরিচালনা করছে?

পুলিশ প্রশাসন ও রাজনৈতিক দলের প্রভাব মুক্ত?

আসলে মানুষ যে আশায় বুক বেঁধে ৫ আগষ্ট গন‌অভ্যুত্থান ঘটিয়েছে তাঁহার সুফল কি জাতি পেয়েছে?

উপদেষ্টা পরিষদের কার্যক্রম জাতির কাছে পানির মতো পরিস্কার, কার্যক্রম পরিচালনার নামে দায়সারা (ছেড়ে দে মা কাইন্দা বাঁচি) জাতির প্রশ্ন।

তাহার কিছু প্রমাণ জাতির কাছে দিনের আলো ন্যায় পরিস্কার।
বিভিন্ন থানা গুলোর মধ্যে ইউনিয়ন পরিষদের কার্যক্রম স্থগিত ছিল, সেই কার্যক্রম পরিচালনা করার জন্য নতুন ভাবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বানাতে গিয়ে দেখা গেছে।

,যারা বিগত স্বৈরশাসক এর আমলে দলীয় ওয়ার্ড সদস্য হয়েছিলেন, তাহারা আজকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

কিভাবে হলো?
জেলা প্রশাসক এবং যাদেরকে রাজনৈতিক বড় দল মনে করেন ,তাদেরকে মোটা অংকের টাকা দিয়ে তাহারা ক্ষমতা দখল করে নিয়েছে।

কি পাবে জাতি?
পুলিশ প্রশাসন ও সেই বড় দলের লিডারদের প্রটোকল দিয়ে সভা সমাবেশে নিয়ে যায়, তাদের কাছ থেকে কিছু পাবার আশায়।

ঘুরেফিরে যদি ক্ষমতা সেই অসাধু, লুটেরাদের হাতে চলে যায়, তাহলে জাতির কপালে বারবার ৫ আগষ্ট আসবে যাবে, কিন্তু ভাগ্যের পরিবর্তন হবেনা।

একান্ত ব্যক্তিগত মতামত

 #স্বরন_করিয়ে_দিতে_চাইভয়াবহ করনা কালীন মহামারির কথা।যখন আপনার অতি আপনজন দুরে সরে থাকত,ভয়ে কাছে আসতনা।রোগে আক্রান্ত হয...
12/09/2024

#স্বরন_করিয়ে_দিতে_চাই
ভয়াবহ করনা কালীন মহামারির কথা।
যখন আপনার অতি আপনজন দুরে সরে থাকত,ভয়ে কাছে আসতনা।

রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছিলেন, তাদের আপনজনেরা লাশ ফেলে পালিয়ে থাকতো।
ঠিক তখন এই আলেম সমাজ, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কর্মীরা স্বেচ্ছাসেবক টিম তৈরি করে,ঘর থেকে লাশ বের করে, গোসল দিয়ে,জানাযা পড়িয়ে,কবর খুঁড়ে, দাফন করেছেন।

আজকে সেই কথা একেবারেই ভূলে গেলেন? হুজুরেরা ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কর্মীরা করনাকে ভয় না পেয়ে, মৃত্যুর সাথে আলিঙ্গন করে, দুর্দিনে আপনাদের পাশে দাঁড়িয়েছিলেন।

আজকে তাদেরকে নেতা মানতে আপনাদের অভিভাবক বানাতে, তাদেরকে দেশ পরিচালনার দায়ীত্ব দিতে, ভূল হবার কথা নয়।

সর্বাধিক থেকে তাহারা যোগ্য, সেই প্রমাণ বার বার দেশ ও জাতির কাছে দিয়েছেন।

আজ দেযা যায় চাঁদাবাজ, দুর্নীতিবাজ, দখলদার, সন্ত্রাসী,নীতিভ্রষ্ট তাহারা ক্ষমতায় যাওয়ার জন্য মরনকামড় দিয়ে মাঠে নেমেছে।

দেশের জন্য ও সচেতন মহলের কাছে দাবি জানাই, আপনারা স্বাধীনতার পরে অনেক দলকে ক্ষমতায় এনেছেন, তাদের কর্মকাণ্ড দেখেছেন, শাসনের নামে শোষণ দেখেন,জাগনের মাল লুটপাট করতে দেখেছেন, জনগনের ভাগ্যের পরিবর্তন দেখেননি।

আবার সুযোগ এসেছে, একবার ইসলামী আন্দোলন বাংলাদেশকে, আপনাদের সমর্থন দিয়ে, ভোট দিয়ে ক্ষমতায় বসানোর।

ইনশাআল্লাহ আশা করি, আপনাদের পরিপূর্ণ অধিকার, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার নিশ্চিত হবে।

সকলকে আল্লাহ্ বোঝার তৌফিক দান করুন আমীন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় ত্রান তহবিলে ,নারায়ণগঞ্জ জেলার  পক্ষ থেকে বন্যার্তদের জন্যে আর্থিক সহায়তা প্রদান...
27/08/2024

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় ত্রান তহবিলে ,নারায়ণগঞ্জ জেলার পক্ষ থেকে বন্যার্তদের জন্যে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর‌ যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান সাহেবের কাছে হস্তান্তর করা হয়।

05/01/2024

👉 আপনার গর্বকে ছুঁড়ে ফেলুন, 🤔 দাম্ভিকতাকে দমিয়ে দিন আর আপনার কবরকে স্মরণ করুন 🕌

03/11/2023
ইসলামকে মানবতা শিখাতে এসো না।এটা আমেরিকার Oklahoma university, 1948 সালে প্রথম কৃষ্ণাঙ্গ ব্যক্তি হিসেবে George McLaurin ...
02/06/2023

ইসলামকে মানবতা শিখাতে এসো না।

এটা আমেরিকার Oklahoma university, 1948 সালে প্রথম কৃষ্ণাঙ্গ ব্যক্তি হিসেবে George McLaurin ভর্তি হয়েছিলেন। তখন তাকে বাধ্য করা হয়েছিল ক্লাসরুমের এক প্রান্তে বসতে, white students থেকে কিছুটা দূরে থাকতে, এ যেনো ভারতের সেই উঁচু জাত-নিচু জাত প্রথার মত।

যাই হউক, এরাই আবার আমাদের মূল্যবোধ (𝐇𝐮𝐦𝐚𝐧 𝐫𝐢𝐠𝐡𝐭𝐬) শিখাতে আসে!!!!

অথচ আজ থেকে সাড়ে ১৪০০ বছর আগে কাবা ঘরের উপর দাঁড়িয়ে নামাজের জন্য প্রথম আযান দেয়ার সম্মান ইসলাম কৃষ্ণাঙ্গ বেলাল (রাঃ) কেই দিয়েছিল।💝💝

সভ্যতা আমাদের শিখিওনা কেননা একমাত্র ইসলামই হচ্ছে সভ্যতা!👌

25/05/2023

আলহামদুলিল্লাহ

ইসলামী আন্দোলন বাংলাদেশ কুয়েতস্থ জাহরা স্টেট এর অন্তর্গত মাতলা শাখার কমিটি গঠন সম্পন্ন৷
06/05/2023

ইসলামী আন্দোলন বাংলাদেশ কুয়েতস্থ জাহরা স্টেট এর অন্তর্গত মাতলা শাখার কমিটি গঠন সম্পন্ন৷

ইসলামী আন্দোলন বাংলাদেশ জাহরা স্ট্যাট এর অন্তর্গত মাতলা শাখার কমিটি গঠন সম্পন্ন৷ অদ্য ৫ মে শুক্রবার বাদ জুম’আ মা...

মডেলের ভুমিকায় অবতীর্ণের বিকল্প নেই – মোঃ শরিফুল ইসলাম।
06/05/2023

মডেলের ভুমিকায় অবতীর্ণের বিকল্প নেই – মোঃ শরিফুল ইসলাম।

শেরেবাংলা নগর থানা শাখা রোল মডেলের ভুমিকায় অবতীর্ণের বিকল্প নেই – মোঃ শরিফুল ইসলাম। গতকাল ৫ মে ২৩ ইং শুক্রবার রাত ...

Address

Dhaka
1205

Alerts

Be the first to know and let us send you an email when ইসলামী মিডিয়া সেন্টার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share