Copy & Paste

Copy & Paste আনন্দময় হোক প্রতিটি মুহূর্ত!

10/05/2025

Borhan Parvez

13/11/2024
12/11/2024

"যথার্থই, মানুষ একটি কলুষিত স্রোত।
অতএব হতে হবে মহাসমুদ্র, যে সমুদ্র ধরবে কলুষিত নদীকে, কিন্তু নিজে হবেনা কলুষিত।
শোন, আমি প্রচার করছি মহা মানবের আবির্ভাব। তিনি সেই সমুদ্র, যে সমুদ্রে লীন হয়ে যাবে সমস্ত কলুষ, সমস্ত পাপ"।
- নীটশে

উক্তি -যদি তুমি ভালো বউ পাও তাহলে তুমি সুখি হবে, আর না পেলে তুমি দার্শনিক হবে।
11/11/2024

উক্তি -
যদি তুমি ভালো বউ পাও তাহলে তুমি সুখি হবে, আর না পেলে তুমি দার্শনিক হবে।

ছোট বেলায় না বুঝে যেসব সৌন্দর্যের মাঝে খেলাধুলা করেছি বড় হয়ে যখন বুঝলাম ঐসব সুন্দর জায়গা ততক্ষণে জায়গাগুলো অনেক দূর...
02/10/2024

ছোট বেলায় না বুঝে যেসব সৌন্দর্যের মাঝে খেলাধুলা করেছি বড় হয়ে যখন বুঝলাম ঐসব সুন্দর জায়গা ততক্ষণে জায়গাগুলো অনেক দূরের হয়ে গেছে।
_শাপলা ফুল

27/09/2024

মানুষকে ভালবাসার চেয়ে
সত্যিকারের শৈল্পিক আর কিছু নেই
ভিনসেন্ট ভ্যান গঘ

18/09/2024

গন্তব্যহীন গন্তব্যর উদ্দেশ্যে অবিরাম ছুটে চলাই জীবন../

15/09/2024

নিজের
সাথে নিজের কথোপকথনের আরেক নাম স্বপ্ন!

02/05/2024

গরম তবু হাসতে ভুলবেন না:

কারেন্ট নাই জেনেও ফোন চার্জে দেওয়াকে বলে "সরলতা"।
কারেন্ট আসার পর ফোনে চার্জ হচ্ছে মনে করা হলো "বিশ্বাস"।

তিন ঘণ্টা পর এসে দেখলাম ভুলে সুইচ দেই নি এইটা হলো "বোকামি"।

যা হয়েছে বাদ দিয়ে আবার সুইচ দেওয়াকে বলে "ক্ষমা"।

সুইচ দেওয়ার সাথে আবার কারেন্ট যাওয়া কে বলে "মন ভাঙ্গা"।

কারেন্ট আবার আসতে দেরি হবে ভেবে ফোন সাথে নিয়ে বাহিরে যাওয়া হলো "কনফিডেন্ট"।

তিন ঘণ্টা পর বাসায় এসে শুনলেন বেরিয়ে যাওয়ার পরপরই কারেন্ট আসছে, এইটা হলো "কাটা ঘায়ে নুনের ছিটা"।

আবার তড়িঘড়ি করে চার্জে লাগানোর সাথে কারেন্ট যাওয়াকে বলে "ছ্যাকা"।

কারেন্ট আসতে পারে ভেবে তিনঘন্টা বাসায় বসে থাকা হলো "অপেক্ষা"।

তিনঘন্টা অপেক্ষা করে নিজের উপর বিরক্ত হয়ে মন খারাপ করাকে বলে "ডিপ্রেশন"।

মোড়ে কারেন্ট আছে, ওখানে চার্জ দেওয়া যাবে ভেবে বাসা থেকে বেরিয়ে যাওয়া হলো "বিকল্প ব্যবস্থা"।

মোড়ে যাওয়ার অর্ধেক রাস্তায় গিয়ে বুঝলেন কারেন্ট আসছে, একে বলে "প্রাক্তন ফিরে আসা"।

বাসায় যাবেন কিনা মোড়ে যাবেন এইটা চিন্তা করা হলো "কনফিউসন"।

বাসার কাছাকাছি আসতেই আবার কারেন্ট যাওয়াকে বলে "প্রাক্তনকে বিশ্বাস করে বাঁশ খাওয়া"।

এরপর মোড়ে যাওয়ার পর কারেন্ট আসা দেখেও বাসায় না আসা হলো "প্রাক্তনকে বিশ্বাস না করা"।

রাত বারোটা পর্যন্ত মোড়ে বসে থেকে বাসায় এসে যখন শুনলেন আর কারেন্ট যায় নি, এটাই "এক্সকে বিশ্বাস না করে ভুল করা"।

এত কিছুর পর কারেন্টকে মনে মনে গালি দেওয়া হলো "এক্সের পরিণতি"।
আর এত কষ্ট করে যে পোস্ট টা পড়লেন, এটাকে বলে ধৈর্য্য।
Collected

02/05/2024

অবসরপ্রাপ্ত ডি আইজি অবসরের অনেক বছর পর তার শহরের একটি থানায় গেলো জিডি করতে ।কেউ তাকে সালাম দিলো না, এগিয়ে এলো না, কারণ কেউ তাকে চিনতে পারেনি। থানায় যারা কাজ করছেন সবাই নতুন।

তিনি নিজেকে সাবেক ডি আইজি হিসেবে পরিচয় দেন।পরিচয় পাওয়ার পর একজন অফিসার তাকে চা অফার করেন এবং কৌতূহলবশত জিজ্ঞেস করেন, "অবসরের পর আপনার দিনকাল কেমন যাচ্ছে?”

সাবেক ডি আইজি বলেন,"প্রথম ২/১ বছর খুব খারাপ লেগেছে।নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে কষ্ট হয়েছে।এখন আমি বুঝতে পেরেছি, দাবা খেলা শেষ হওয়ার পরে রাজা এবং সৈনিকদের একই বাক্সে রাখা হয়। পদ, পদবী, উপাধি, শান-শাওকাত সবই অস্থায়ী। মানুষের ভালোবাসাটা স্থায়ী, বিনয় ও সদাচরণ দিয়ে যা অর্জন করতে হয়।”

সময় যার যার জীবনের হিসেব বুঝিয়ে দেয়!কপি

09/04/2024

“তুমি বলো, তুমি বৃষ্টি ভালোবাসো,
কিন্তু তার তলে তুমি ছাতা নিয়ে হাঁটো।
তুমি বলো, তুমি সূর্য ভালোবাসো,
কিন্তু রোদের দিনে তুমি ছায়া খোঁজো।
তুমি বলো, তুমি বাতাস ভালোবাসো,
কিন্তু যখন সে আসে তুমি জানালা বন্ধ করে দাও।
তাই আমি ভয় পাই
যখন তুমি বলো, তুমি আমাকে ভালোবাসো।”

সংগৃহীত

29/12/2023

“আমি নিজেকে সবচেয়ে সুখী ব্যক্তি বলে মনে করি এবং তাতে আমার লাভ ছাড়া ক্ষতি হয় না।”

—পিজে বেইলি

Address

Dhaka
1212

Telephone

+8801917387878

Website

Alerts

Be the first to know and let us send you an email when Copy & Paste posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category