01/10/2025
এই কিতাবে আলোচনা করা হয়েছে- আল্লাহর ভয়, ধৈর্য ধারণের ফজিলত, প্রবৃত্তির তাড়না থেকে মুক্তির উপায়, ফাসেকি ও মোনাফেকি থেকে বাঁচার উপায়, তাওবার গুরুত্ব ও ফজিলত, আল্লাহ তাআলার মুহাব্বাত লাভ, আমানতদারির গুণ অর্জন, অহংকার বর্জন, কৃতজ্ঞতা ও অল্পেতুষ্টির মনোভাব অর্জন, ধনাঢ্যতার অপকারিতা, দারিদ্র্যের ফজিলত, ইয়াতিম-অসহায়দের প্রতি অনুগ্রহ করা, পিতা-মাতার সঙ্গে সদ্ব্যবহার, যাকাত ও দান-সদকার ফজিলত, ইলমে দীনের ফজিলত, মৃত্যু ও মৃত্যুযন্ত্রণা, কবর ও কবরজগতের ভয়াবহ অবস্থা, জান্নাতের নেয়ামত, জাহান্নামের শান্তি ইত্যাদি বিষয়ে।
একইভাবে এই কিতাবে শয়তানের চক্রান্ত থেকে মুক্তি, গিবত-চোগলখোরি, ব্যভিচার, শিরক, নামায ত্যাগ করা, জুলুম-অত্যাচার, আত্মগরিমা, হারাম ভক্ষণ, সুদ, বান্দার হক নষ্ট করা, প্রবৃত্তির অনুসরণ, মাদকাসক্তি, গান-বাদ্য, বিদয়াত-কুপ্রথা ইত্যাদি গুনাহের ভয়াবহ পরিণতি সম্পর্কে অত্যন্ত শক্তিশালী ভাষায় সতর্ক করা হয়েছে।
বই: আল্লাহকে পেতে চাইলে
লেখক : হুজ্জাতুল ইসলাম ইমাম গাযযালী রহ.
অনুবাদক : কাজী আবুল কালাম সিদ্দীক
পৃষ্ঠা : 672