Soul Sparks by Nizu Karim

Soul Sparks by Nizu Karim � Inspiring souls, healing hearts.
� Emotional & motivational thoughts by Nizu Karim.
� Real word

মনোমুগ্ধকর গোধুলি ❤️
31/08/2025

মনোমুগ্ধকর গোধুলি ❤️

30/08/2025

তুমি কেনো পারবেনা?

29/08/2025

সকল মুসলমানদের শোনা উচিৎ

25/08/2025

পৃথিবীর শ্রেষ্ঠ মোটিভেশনাল বক্তব্য Arnold Sc

24/08/2025

পৃথিবীর সবচেয়ে বিখ্যাত সেই বক্তব্য 🔥 STEVE JOBS

19/08/2025

পথ হারানো মানে শেষ না,
যে হারায়, সে-ই নতুন কিছু খুঁজে পায়।

যদি কোনো দিন....
18/08/2025

যদি কোনো দিন....

16/08/2025

"তুমি যদি পৃথিবীতে পরিবর্তন দেখতে চাও, তবে সেই পরিবর্তনটি আগে তোমার ভেতরে ঘটাও।"
মহাত্মা গান্ধী

💔 জীবনে টাকা না থাকলে শুধু পকেট খালি হয় না… আস্তে আস্তে মানুষ আসনও হারিয়ে ফেলে।শামীম একটি ছোট্ট দোকানে কাজ করে, মাসে ৯,০...
15/08/2025

💔 জীবনে টাকা না থাকলে শুধু পকেট খালি হয় না… আস্তে আস্তে মানুষ আসনও হারিয়ে ফেলে।

শামীম একটি ছোট্ট দোকানে কাজ করে, মাসে ৯,০০০ টাকা বেতন। স্ত্রী মারা গেছেন, তাই একমাত্র মেয়ে লাবণীই তার জীবনের সব সুখ।

একদিন খবর এল—গ্রামে তার মা খুব অসুস্থ। শামীম মেয়েকে নিয়ে ছুটে গেলো। অনেক বছর পর পরিবারের সবাই একসাথে হলো। বড় ভাই রাশেদ বিদেশ থেকে এসেছে, হাতে মোটা টাকা, পকেটে নতুন মোবাইল, বউ-বাচ্চা নিয়ে একেবারে রাজকীয় আগমন।

সন্ধ্যায় মা বিছানায় বসে সবার সাথে গল্প করছিলেন। ঘরে একটি মাত্র খালি জায়গা—মায়ের পাশে বসার শেষ আসন। শামীম ভেবেছিল মেয়েকে নিয়ে সেখানে বসবে, কিন্তু বড় ভাইয়ের ছেলে এসে দৌড়ে বসে পড়ল।

মা হেসে বললেন,
— “আরে, আমার সোনার নাতি! এদিকে আয়, তোর জন্য আম তো কেটে রেখেছি।”

শামীম দরজার পাশে দাঁড়িয়ে রইল। তার মেয়ে লাবণী ধীরে হাত চেপে বলল,
— “আব্বা, আমি কি দাদির পাশে বসতে পারি না?”

শামীম মৃদু হাসল, কিন্তু চোখে পানি এসে গেল।
— “ওই আসন তো সোনার জন্য… আমাদের জন্য নয়, মা।”

সেই রাতে শামীম আকাশের দিকে তাকিয়ে ভাবল—
“জীবনে টাকা না থাকলে শুধু পকেট খালি হয় না, মানুষও আস্তে আস্তে আসন হারিয়ে ফেলে।”

💬 কখনো কি আপনারও মনে হয়েছে, ভালোবাসা আর সম্মান আজকাল টাকায় মাপা হয়?
শেয়ার করো, হয়তো কারো চোখ খুলে যাবে।

#টাকা #টাকানাথাকলে #টাকাইসব

12/08/2025

কষ্ট তোমাকে থামাতে পারে না,
যতক্ষণ না তুমি নিজেই হেরে যাও।

হৃদয়ের কথা  #হৃদয়  #হৃদয়ের  #কথা
11/08/2025

হৃদয়ের কথা #হৃদয় #হৃদয়ের #কথা

08/08/2025

তুমি চুপ থেকো না,
তুমি শব্দ ছাড়া কথা বলো।
তোমার নীরবতাই তোমার সাহস। 👍

Address

Bangladesh
Dhaka
1207

Website

Alerts

Be the first to know and let us send you an email when Soul Sparks by Nizu Karim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category