02/08/2025
"আজ তো বৃষ্টি হবে মনে হচ্ছে,তাই না? "
"তাই মনে হচ্ছে। "
বিকেল বেলায় বৃষ্টি শুরু হল। প্রথমে শুধু গুড়ি গুড়ি তারপর ক্রমশ আর তীব্র হয়ে উঠলো। দেখতে দেখতে রাস্তাটা বৃষ্টিতে কাল রূপ ধারণ করে।
সেকেন্ড হ্যান্ড বইয়ের দোকানের এই পাড়ায় বৃষ্টির চেয়ে বড় শত্রু আর নেই। বইগুলি ভিজে যায় লোকের সংখ্যা ও তুলনামূলকভাবে কমে যায়। আমি যখন বই আনতে বাইরে ছুটলাম, দেখলাম যে রাস্তার অন্য সব বইয়ের দোকানের সামনে, লোকেরা আমার মতই তাদের বই ভেতরে আনার জন্য দৌড়াচ্ছে।
এমনকি মিস্টার ইজিমাও।
আমরা দুজনেই আমাদের বইয়ের গাড়ি ছাদের নিচে নিয়ে গিয়ে বিব্রতকর ভাবে হাসলাম।
"সত্যিই তাহলে বৃষ্টি এলো, "তিনি বললেন
"হ্যাঁ। "
বই :মোর ডেইজ অ্যাট দ্য মরিসাকি বুকশপ 🫶
#আমার #এই #আজ