16/10/2025
আমাদের উত্তরবঙ্গের তথা সমগ্র বাংলাদেশের এটা যুগের পর যুগের দাবি করা ন্যায্যতার অধিকারের হিসাব-নিকাশ ! আওয়ামী সরকার কখনই এই ইস্যু টাকে জাতীয় ইস্যু মনে করে নাই ! যদি মনে করতো ১৭ বছরে ১৭% হলেও কিছু একটা করে দেখাতো !
দেশের জিডিপি বেড়েছে, বেড়েছে মাথাপিছু আয় ! রেমিট্যান্স শতগুন বৃদ্ধি পেয়েছে ! তাই আজকে মেট্রো, পদ্মা সেতু কিংবা এক্সপ্রেসওয়ে আমরা পেয়েছি ! জনগণের মাথার ঘাম পায়ে ফেলা পরিশ্রমের ফসল এসব উন্নয়ন ! কিন্তু একটা দল সারাদিন শেখ হাসিনা, শেখ হাসিনা করতে করতে মুখে ফেনা তুলে !
দেশটা আরো এগিয়ে যাবার কথা ছিলো, আরও উন্নত হবার কথা ছিলো ! এটা তারা মানতে চায়না ! বিলিয়ন বিলিয়ন ডলার পাচারের কথা তারা মানতে চায়না !
আপনি জুলাই নিয়ে এক হাজারটা গালি দিতে পারেন ! উপদেষ্টা থেকে শুরু করে ড.ইউনুস জনগণের প্রত্যাশামাফিক ফলাফল দিতে পারেনি ! এই দোষ শুধু তাদের না, এই দোষ আমাদের কালেক্টিভ জনতার !
জুলাই এসেছিলো বলেই আমরা করাপ্টেড মাফিয়াদের বিরুদ্ধে কথা বলতে পারি, প্রশ্ন তুলতে পারি ! এই জুলাইয়ের জন্যই আগামীতে যেই ক্ষমতায় আসুক জনগণের সাথে গাদ্দারি করার আগে দশবার ভাববে ! এক দলের ভয়াবহ পরিণিতি তাদের স্মরণ করিয়ে দিবে, জনগনই সকল ক্ষমতার মূল উৎস 🇧🇩
আওয়ামীলীগের পশ্চাৎপদে লাথি মারার জন্য বিএনপির এই মহান মুভমেন্ট কে অন্তরের অন্তস্থল থেকে সাধুবাদ জানাই 💥🖤
"জাগো বাহে, তিস্তা বাচাও"