The Red July News

The Red July News সংগ্রহ-সংরক্ষণ-বিস্তার

02/12/2025
02/12/2025

ধর্ষণ প্রতিরোধ মঞ্চ এর সদস্য সংগ্রহ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন উক্ত পেজের ইনবক্সে।

সবশেষ পাওয়া খবর অনুযায়ী, আইসিইউতে আছেন তিনি!
01/12/2025

সবশেষ পাওয়া খবর অনুযায়ী, আইসিইউতে আছেন তিনি!

খালেদা জিয়ার অবস্থা খুব সংকটাপন্ন, নেওয়া হয়েছে ভেন্টিলেশনে।অনলাইন ডেস্কপ্রকাশিত: ১৪:২৫, ১ ডিসেম্বর ২০২৫খালেদা জিয়ার অবস্...
01/12/2025

খালেদা জিয়ার অবস্থা খুব সংকটাপন্ন, নেওয়া হয়েছে ভেন্টিলেশনে।
অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৪:২৫, ১ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার অবস্থা খুব সংকটাপন্ন, নেওয়া হয়েছে ভেন্টিলেশনে
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা খুব সংকটাপন্ন বলে জানিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান।

সোমবার (১ ডিসেম্বর) দুপুরে এ তথ্য জানান তিনি।

আজম খান বলেন, বেগম জিয়ার অবস্থা আবারও ক্রিটিক্যাল, গতকাল রাত থেকে তাকে ভেন্টিলেশনে নেওয়া হয়েছে।

এর আগে, সকালে দলের মহাসচিব মির্জা ফখরুল বলেন, বিএনপি চেয়ারপারসন অত্যন্ত অসুস্থ। হাসপাতালে আছেন তিনি। দেশি-বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধায়নে তিনি নিবিড় পর্যবেক্ষণে আছেন। চিকিৎসকরা তার স্বাস্থ্যের সবশেষ অবস্থা জানাবেন। তার জন্য সবাই দোয়া করবেন, দ্রুত যেন তিনি সুস্থ হয়ে ফিরে আসেন।

উল্লেখ্য, ৮০ বছর বয়সি খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়।

শেখ ফরিদ।

রাজধানীর সচিবালয় রেলস্টেশনে মেট্রোরেলের ছাদে দুই ব্যক্তি উঠে পড়ায় ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ।৮টা ৫...
30/11/2025

রাজধানীর সচিবালয় রেলস্টেশনে মেট্রোরেলের ছাদে দুই ব্যক্তি উঠে পড়ায় ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

৮টা ৫মিনিটে মেট্রোরেল চলাচল আজকের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

বিষয়টি নাশকতা কিনা খতিয়ে দেখা হচ্ছে।

The Red July - সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখা, সৈয়দপুর” এর পক্ষ থেকে আজ বিকেলে ক্যান্টবাজার গোলচত্বরে এক অসহায় মাকে পিঠার এ...
30/11/2025

The Red July - সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখা, সৈয়দপুর” এর পক্ষ থেকে আজ বিকেলে ক্যান্টবাজার গোলচত্বরে এক অসহায় মাকে পিঠার একটি ছোট দোকান করে দেওয়া হয়।

উদ্বোধনী এই মানবিক কার্যক্রমে উপস্থিত ছিলেন সংগঠনের আহবায়ক আলিফ তাহা, সদস্য সচিব মো. সাকিব, এবং সিনিয়র যুগ্ম আহবায়ক আদনান সরকার।

আহবায়ক আলিফ তাহা বলেন-
“আগামী দিনেও আমরা এমন মানবিক কাজে নিজেদের সম্পৃক্ত রাখতে চাই। সমাজের মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য।”আরো জানান-
“জুলাইয়ের পক্ষ থেকে শহিদ পরিবারের জন্য বিশেষ কর্মপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। আমরা তাদের নিয়ে আরও বড় কাজ করতে চাই।”

সিনিয়র যুগ্ম আহবায়ক আদনান সরকার অসহায় সেই মায়ের সঙ্গে কথা বলে আশ্বাস দেন-
“আগামীতে আরও বড় পরিসরে সহায়তা দেওয়ার চেষ্টা করা হবে। এছাড়া শীতকে সামনে রেখে অসহায় মানুষের জন্য ব্যতিক্রমধর্মী উদ্যোগ নেওয়া হবে। সংগঠনের সব সদস্যকেই আরও সক্রিয় হওয়ার আহ্বান জানাচ্ছি।”

এসময় সংগঠনের আরও সদস্য আবির, রাসু, বাধনসহ অনেকে উপস্থিত ছিলেন।

ঝরে গেল আরেকটি গর্বিত সৈনিকের তাজা প্রাণ...নং: ১৪৫৮১৭০পদবী: সৈনিকনাম: নূর মোহাম্মদ আকাশ (PLT)ট্রেড: DSVগ্রাম: চেয়ারম্যান...
29/11/2025

ঝরে গেল আরেকটি গর্বিত সৈনিকের তাজা প্রাণ...

নং: ১৪৫৮১৭০
পদবী: সৈনিক
নাম: নূর মোহাম্মদ আকাশ (PLT)
ট্রেড: DSV

গ্রাম: চেয়ারম্যান পাড়া
পোস্ট: লামা
থানা: লামা
জেলা: বান্দরবান

DC চাকরিতে যোগদান: ৩১ জানুয়ারি ২০২১
চাকরির মেয়াদ: ৪ বছর ৯ মাস ২৮ দিন
ইউনিট: DC Unit – 9 Engineers

---

মৃত্যুর ঘটনা

২৮ নভেম্বর ২০২৫, সকাল ০৮০০ ঘটিকায় সিওডি ঢাকা-তে সরকারি দায়িত্ব পালনকালে গাড়িতে ফুয়েল লোড করার সময় গাড়ির ব্রেক ফেল করে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতরভাবে আহত হন।
অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে দ্রুত ঢাকা সিএমএইচ-এর ইমারজেন্সি বিভাগে নেওয়া হয়।
পরবর্তীতে সকাল ০৯১৫ ঘটিকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

দেশসেবার পথে প্রাণ উৎসর্গ করা এই বীরের আত্মার মাগফেরাত কামনা করছি।
শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা।

29/11/2025

এমন একজন প্রধানমন্ত্রী আমরা পাবোনা আর, আপনি সুস্থ হয়ে উঠুন বেগম জিয়া। আমরা সুন্দর একটা রাষ্ট্র গঠন করবো, সেখানে আপনি থাকবেন না, এটা হতে পারেনা। আপনি সুস্থ হয়ে উঠুন।

28/11/2025

মামলার রায় হওয়ার আগে খালেদা জিয়া একবার বিদেশ সফরে গেলেন।

হাসিনা আর ওবায়দুল কাদের বলে বেড়াতে লাগল, খালেদা জিয়া আর আসবে না। এতিমের টাকা মেরে খেয়ে পালিয়েছে।

খালেদা জিয়া চিকিৎসা করে ফিরে আসলেন।

কোর্টে বললেন, আমি এতিমের টাকা চুরি করব? আমি?

কোর্ট জেল দিয়ে দিল।

সারা দুনিয়ার মানুষ জানত, কেসটা ভূয়া।

খালেদা যদি বিদেশ থেকে না আসতেন হাসিনার অন্যায় বিচার এড়ানোর জন্য, আমরা উনাকে দোষ দিতাম না।

কেউই দিত না।

কিন্তু খালেদা এসেছিলেন। জেলেও ঢুকেছিলেন।

দেশের মানুষকে হাসিনার জেলে রেখে নিজে বিদেশ ট্যুরে রাজি হননি।

খালেদা জানতেন, এটা জেল না। এটা কবর। এখানে ঢুকলে আর বের হতে না পারার সম্ভাবনাই বেশি।

জেনেও কবরে ঢুকেছিলেন।

যেখানে তাকে ভালো খেতে দেওয়া হয়নি, চিকিৎসার সুযোগ চাইলে হাসিনা বলেছিল, অনেক বছর ই তো বাঁচল, আর কত?

খালেদা জিয়া হাসিনার জেলে ছিলেন।

খাবারে বিষ মেশানোর ১০০ ভাগ সম্ভাবনা থাকা সত্ত্বেও খালেদা সেই খাবার খেয়েছেন।

নিজের জন্য খাননি। খেয়েছিলেন মানুষের জন্য। আমার আপনার জন্য।

খালেদার আর পাওয়ার কী ই বা বাকি ছিল?

দুইবারের প্রধানমন্ত্রী, সেনাপ্রধানের স্ত্রী, ফার্স্ট লেডি।

পাওয়ার তো কিছু বাকি ছিল না।

তবুও জেলে গেছিলেন, জানতেন, হাসিনার সাথে পারবেন না।তবুও তিনি বিদেশ না গিয়ে দেশের মানুষের সাথে কষ্ট ভাগ করে নিয়েছিলেন।

খালেদা জিয়া অসুস্থ। ভয়ংকর রকমের অসুস্থ।

হাত সোজা করতে পারেন না। লিভারে ইনফেকশন ছড়াচ্ছে।

৬ বছর হাসিনার জেলে না থাকলে কি খালেদাকে আজ এই পরিণতি হত?

না। হত না।

এই যে আজ তাঁর ভয়ংকর অসুস্থতা ,এই অসুস্থতা আমার আপনার জন্য তাঁর করা কুরবানী।

এই অসুস্থতা তারই চুজ করে নেওয়া।

আল্লাহ যেন আইসিইউতে শুয়ে থাকা এই নারীকে আমাদের কাছে সুস্থ করে ফেরত দেন।

কারণ, আজ থেকে ৮ বছর আগে একদা এই নারী নিজের জীবন, পরিবার, স্বজন সবকিছু বাদ দিয়ে বাংলাদেশের জনগণ আর গণতন্ত্রকে বেছে নিয়েছিলেন!!

~ Sadiqur Rahman Khan

জীবন সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন আছেন, গনতন্ত্রের জননী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। সবাই দোয়া করবেন, তিনি যেনো দ...
28/11/2025

জীবন সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন আছেন, গনতন্ত্রের জননী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। সবাই দোয়া করবেন, তিনি যেনো দ্রুত সুস্থ হয়ে দেশ ও জনগণের মাঝে ফিরে আসেন।

গুজব থেকে বিরত থাকুন!
28/11/2025

গুজব থেকে বিরত থাকুন!

ধর্ষণ প্রতিরোধ মঞ্চ - কক্সবাজার জেলার উখিয়া উপজেলার সংগঠকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। ধ/র্ষণ মুক্ত গড়ব দেশ, নতুন সোনা...
28/11/2025

ধর্ষণ প্রতিরোধ মঞ্চ - কক্সবাজার জেলার উখিয়া উপজেলার সংগঠকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

ধ/র্ষণ মুক্ত গড়ব দেশ, নতুন সোনার বাংলাদেশ।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when The Red July News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Red July News:

Share