28/11/2025
মামলার রায় হওয়ার আগে খালেদা জিয়া একবার বিদেশ সফরে গেলেন।
হাসিনা আর ওবায়দুল কাদের বলে বেড়াতে লাগল, খালেদা জিয়া আর আসবে না। এতিমের টাকা মেরে খেয়ে পালিয়েছে।
খালেদা জিয়া চিকিৎসা করে ফিরে আসলেন।
কোর্টে বললেন, আমি এতিমের টাকা চুরি করব? আমি?
কোর্ট জেল দিয়ে দিল।
সারা দুনিয়ার মানুষ জানত, কেসটা ভূয়া।
খালেদা যদি বিদেশ থেকে না আসতেন হাসিনার অন্যায় বিচার এড়ানোর জন্য, আমরা উনাকে দোষ দিতাম না।
কেউই দিত না।
কিন্তু খালেদা এসেছিলেন। জেলেও ঢুকেছিলেন।
দেশের মানুষকে হাসিনার জেলে রেখে নিজে বিদেশ ট্যুরে রাজি হননি।
খালেদা জানতেন, এটা জেল না। এটা কবর। এখানে ঢুকলে আর বের হতে না পারার সম্ভাবনাই বেশি।
জেনেও কবরে ঢুকেছিলেন।
যেখানে তাকে ভালো খেতে দেওয়া হয়নি, চিকিৎসার সুযোগ চাইলে হাসিনা বলেছিল, অনেক বছর ই তো বাঁচল, আর কত?
খালেদা জিয়া হাসিনার জেলে ছিলেন।
খাবারে বিষ মেশানোর ১০০ ভাগ সম্ভাবনা থাকা সত্ত্বেও খালেদা সেই খাবার খেয়েছেন।
নিজের জন্য খাননি। খেয়েছিলেন মানুষের জন্য। আমার আপনার জন্য।
খালেদার আর পাওয়ার কী ই বা বাকি ছিল?
দুইবারের প্রধানমন্ত্রী, সেনাপ্রধানের স্ত্রী, ফার্স্ট লেডি।
পাওয়ার তো কিছু বাকি ছিল না।
তবুও জেলে গেছিলেন, জানতেন, হাসিনার সাথে পারবেন না।তবুও তিনি বিদেশ না গিয়ে দেশের মানুষের সাথে কষ্ট ভাগ করে নিয়েছিলেন।
খালেদা জিয়া অসুস্থ। ভয়ংকর রকমের অসুস্থ।
হাত সোজা করতে পারেন না। লিভারে ইনফেকশন ছড়াচ্ছে।
৬ বছর হাসিনার জেলে না থাকলে কি খালেদাকে আজ এই পরিণতি হত?
না। হত না।
এই যে আজ তাঁর ভয়ংকর অসুস্থতা ,এই অসুস্থতা আমার আপনার জন্য তাঁর করা কুরবানী।
এই অসুস্থতা তারই চুজ করে নেওয়া।
আল্লাহ যেন আইসিইউতে শুয়ে থাকা এই নারীকে আমাদের কাছে সুস্থ করে ফেরত দেন।
কারণ, আজ থেকে ৮ বছর আগে একদা এই নারী নিজের জীবন, পরিবার, স্বজন সবকিছু বাদ দিয়ে বাংলাদেশের জনগণ আর গণতন্ত্রকে বেছে নিয়েছিলেন!!
~ Sadiqur Rahman Khan