Lipi"s Kitchen

Lipi"s Kitchen I am Hurer Nahar Lipi. This is my official page. please follow me. Thank you for joining my page.

আসসালামু আলাইকুম-- ।আপনারা যারা আমার রান্না কে ভালবাসেন --এবং আমার পেজ লাইক করছেন -তাদের কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ।। আমার রান্না যদি আপনাদের ভাল লাগে তাহলে আপনারা আপনাদের কাছের রান্না প্রিয় মানুষ দের invite করতে পারেন--। পেজটি শেয়ার করতে পারেন-। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে আবারও অনেক ধন্যবাদ ।। ভাল থাকুন--সুস্থ থাকুন-।।

আমার এলোমেলো ভাবনা গুলোর একটি ----আমি তখন খুবই  ছোট্ট।  বয়স আনুমানিক ৫/৬ হবে। আমি আর আমার বড় বোন পিঠাপিঠি ছিলাম। বাবার চ...
05/08/2025

আমার এলোমেলো ভাবনা গুলোর একটি ----

আমি তখন খুবই ছোট্ট। বয়স আনুমানিক ৫/৬ হবে। আমি আর আমার বড় বোন পিঠাপিঠি ছিলাম। বাবার চাকরির সুবাদে থাকতাম করাচি তে। রহিমাবাদ নাকি নর্থ নাজমাবাদ সঠিক বলতে পারছিনা। দুপুর বেলায় মাস্ট আমাদের ঘুমাতে হতো। আম্মা বিছানার সলা নিয়ে বস্তেন। লাইন ধরে আমরা শুয়ে থাকতাম। যেটা নড়াচড়া করবে আম্মা হালকা করে বাড়ি মারতেন। এভাবেই একটি সময় আমরা ঘুমিয়ে পড়তাম।

ঘটনা দিন - সেদিন ছিলো শুক্রবার। বাবার অফিস বন্ধ। বাবাও বাসায় আছেন। আমারা দু-বোন চুপিচুপি ঘর থেকে বেরিয়ে পড়লাম। আম্মা মুরগী পালতেন শখ করে। একটি বাচ্চা মারা যাওয়ায় সেটাকে গাটারে ( ম্যানহোল) এ ফেলে দিয়েছেন।
আমরা সেটি দেখতে ভর দুপুরে সেখানে গিয়ে হাজির। আনমনে দেখছিলাম মরা বাচ্চাকে। গাটার ছিলো খোলা।
ঢাকনা নাই। হটাৎ পাশের বাসার ডানপিটে ডাক্তার এর ছেলে টা আমাদের পাশ দিয়ে যাচ্ছিলো। বড় আপা একটি ঢিল তার দিকে ছুড়ে মারে। সে যেতে যেতে বলে আচ্ছা মজা দেখাবো। তারপর সে চলে গেলো। আমরা তো এক ধ্যানে শুধু মুরগির সেই মরা বাচ্চাকে ই দেখছিলাম।

এমন সময় হটাৎ ই সেই ছেলে কোন ফাঁকে এসে আমাকে ধাক্কা দিয়ে গাটারে( ম্যানহোলে) ফেলে দেয়। সাথে সাথেই আপা আমার ফ্রক ধরে ফেলে। কিন্তু ফ্রকের কুচি একটা একটা করে ছিড়ছে আমাকে সে ধরে রাখতে পারছেনা।
আর চিৎকার করে যাচ্ছে সমানে। কিন্তু জনমানবহীন রাস্তায় কেও ই নাই। সবাই যার যার বাসায় ঘুমাচ্ছে।
এমন সময় উপরে ৪ তলায় একজন বয়স্ক মানুষ বারান্দায় বসে খবরের কাগজ পড়ছেন। তিনি নীচে তাকিয়ে দেখেই নীচে নেমে এবং আমাকে টেনে তুলেছেন নাকি কে তুলেছে আমার মনে নাই।
আম্মা আমাকে লাক্স সাবান দিয়ে সমানে গোসল করাচ্ছেন। অনেক ময়লা গায়ে। ভাগ্যিস বেচে গিয়েছিলাম। আর বাবা কথা শুনিনি কেন, ঘর থেকে বের হলাম কেন খুবই মেরেছেন। আমরা বাবাকে ভয় এবং শ্রদ্ধা করতাম।
পরে এটা নিয়ে নালিশ দেওয়া হয়েছে কিন্তু লাভ হয়নি কোন বিচার হয়নি।

--হুরের নাহার লিপি। ০৫/০৮/২০২৫ ইং

🌴সে অনেক আগের কথা,  খুবই ছোট ছিলাম বয়স ৯/১০হতে পারে। যুদ্ধ চলাকালীন সময় বাবা আমাদের কে করাচি থেকে এনে পুর্ব পাকিস্তান এ ...
04/08/2025

🌴সে অনেক আগের কথা, খুবই ছোট ছিলাম বয়স ৯/১০হতে পারে। যুদ্ধ চলাকালীন সময় বাবা আমাদের কে করাচি থেকে এনে পুর্ব পাকিস্তান এ রেখে গেছেন। (বাবা চাকরি করতেন স্টেট ব্যাংক অফ পাকিস্তান)। সময় টা তখন কার।

তো দাদু বাড়ি বেড়াতে গিয়েছিলাম। সেখানে খাল নদী নালা ছিলো। খাটি গ্রাম ই বলা চলে।❤❤❤

আমার ছোট কাকা আমার ফুফুরা সহ ছোট ফেনী নদী তে মাছ ধরতে গেলো। উনারা প্রায় যায়। তো আমি আর আমার বড় বোন কে ও সাথে করে নিয়ে গিয়েছিলো।

নদী তে ঘূর্ণি ছিলো। আমি সঠিক জানিনা এটি কে কি বলে। অনেক টা ছোট খাটো বারমুডা ট্র‍্যাংগল এর মতোই। 😮
তো আমরা তো মাছ ধরতেই আছি। মানে কাকা জাল মারে আর বেলে মাছ,চিরিং মাছ,বাটা মাছ ইত্যাদি উঠে আসছেন। আমাদের কাজ হলো এগুলো কে ডুলায় ভরে রাখা।
এক একবার মাছ উঠে আসে আর সবাই চিতকার দিয়ে উঠে হই,,,,, হই,,,,। 😄

এভাবেই চলছে। ফুফুরা সহ নদী তে আছি। কিন্তু আমি সাতার জানলেও আনমনে ভেসে ভেসে যাচ্ছি। মানে কান অবধি ডুবানো। ভাসতে একেবারে ই ঘুর্নির কাছেই এসে গেছি। 😥

ফুফু রা একটু দুরে, তারা নাকি ডেকেছে আমি তো শুনিনি। কাকা মুচকি মুচকি হাসছে। আমি একেবারেই বারমুডা ট্র‍্যাংগেল র কাছেই। আর একটু হলেই তলিয়ে যাই আর কি! 😭
পরক্ষণেই সরে আসি।

স্রোতের টানে কোথায় যে হারিয়ে যেতাম আজ আর আমাকে এখানে পাওয়া যেতো না। মানে এটি লিখতে পারতাম না হয়তো। 😢

হটাৎ করেই আমি মাথা উপরে তুলে ফেলি ওমা দেখি কি ভয়ংকর অবস্থা! আর একটু হলেই আমি নাই হয়ে যেতাম।
আজ শুধুই সৃতি রোমন্থন।

ধন্যবাদ সবাইকে। 🌹🌹🌹🌹🌹🌹

03/08/2025

আসসালামু আলাইকুম।

03/08/2025

বিদায় বাংলাদেশ। 🙂

পরিবেশ টা সুন্দর না? প্রিয় একটি মুহুর্ত। ট্রেনের জানালায়।
02/08/2025

পরিবেশ টা সুন্দর না? প্রিয় একটি মুহুর্ত। ট্রেনের জানালায়।

02/08/2025
With every wave, I breathe a little deeper 🐳Bay Bengal 🛶
28/07/2025

With every wave, I breathe a little deeper 🐳
Bay Bengal 🛶

কক্সবাজার যাবো শুটকি কিনবো না তা কি হয়? Cox
27/07/2025

কক্সবাজার যাবো শুটকি কিনবো না তা কি হয়?

Cox

27/07/2025

Address

Dhaka
1217.

Website

Alerts

Be the first to know and let us send you an email when Lipi"s Kitchen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share