
28/06/2025
ফরিদপুরে অবৈধ খাদ্য দ্রব্যের কারখানায় যৌথ বাহিনীর অভিযান, কারখানা সিলগালা
শেখ ফয়েজ আহমেদ, ফরিদপুর : ফরিদপুর সদরের অন্যতম বানিজ্য কেন্দ্র কানাইপুর এলাকায় মেসার্স শাহী প্রোডাক্ট দীর্ঘদিন ধরে লাইসেন্স বিহীন অবৈধ প্যাকেট জাত খাদ্য ও পানীয় তৈরি করার অভিযোগে আজ শনিবার সেনাবাহিনী, প্রশাসন ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ, লাইসেন্সবিহীন এবং মানবদেহের জন্য ক্ষতিকর রং ও ফ্লেভার মিশ্রিত খাদ্য ও পানীয় উদ্ধার করা হয়।
গোপন সূত্রে জানা যায়, ফ্যাক্টরিটি দীর্ঘদিন যাবত অবৈধভাবে খাদ্য ও পানীয় প্রস্তুত করে আসছিল। তারা বিভিন্ন দেশীয় কোম্পানিসমূহের নকল প্রোডাক্ট তৈরি করছিল। অভিযানে অংশগ্রহণকারী কর্তৃপক্ষের সাথে কথা বলে জানা যায়, এ সকল ক্ষতিকর রং ও ফ্লেভার মিশ্রিত খাদ্য ও পানীয়সমূহ মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর ও নানাবিধ মরণব্যাধি রোগ সৃষ্টি করতে পারে।
আজ শনিবার বিকাল আনুমানিক ৫ টায় যৌথ বাহিনী মেসার্স ফুড প্রোডাক্টে অভিযান চালায় এবং সাত রকমের অবৈধ এবং লাইসেন্স বিহীন খাদ্যদ্রব্য ও পানীয় পাওয়া যায়। পরবর্তীতে উপস্থিত ম্যাজিস্ট্রেট কর্তৃক ফ্যাক্টরির মালিককে মোবাইল কোর্টের মাধ্যমে এক লক্ষ ২০ হাজার টাকা জরিমানা এবং কারখানাটিকে সিল করে দেয়া হয়। এছাড়াও ফ্যাক্টরির মালিকের বিরুদ্ধে মামলা হয়েছে।
সেনা সূত্র মতে জানা যায়, অবৈধ অস্ত্র, মাদক,ভেজাল খাদ্য দ্রব্য, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রয়েছে সেনাবাহিনী। অপরাধ দমনে সেনা ক্যাম্পসমূহকে প্রয়োজনীয় তথ্য প্রদানের মাধ্যমে সহায়তা করার জন্য অনুরোধ করা হয়েছে।