firstbdnews24.com

firstbdnews24.com firstbdnews24 | Most Popular online news portal. bangla news, Breaking and latest news 24 x 7 bangla news,Breaking and latest news 24 x 7

ফরিদপুরে অবৈধ খাদ্য দ্রব্যের কারখানায়  যৌথ বাহিনীর অভিযান, কারখানা সিলগালাশেখ ফয়েজ আহমেদ, ফরিদপুর :  ফরিদপুর সদরের অন্য...
28/06/2025

ফরিদপুরে অবৈধ খাদ্য দ্রব্যের কারখানায় যৌথ বাহিনীর অভিযান, কারখানা সিলগালা

শেখ ফয়েজ আহমেদ, ফরিদপুর : ফরিদপুর সদরের অন্যতম বানিজ্য কেন্দ্র কানাইপুর এলাকায় মেসার্স শাহী প্রোডাক্ট দীর্ঘদিন ধরে লাইসেন্স বিহীন অবৈধ প্যাকেট জাত খাদ্য ও পানীয় তৈরি করার অভিযোগে আজ শনিবার সেনাবাহিনী, প্রশাসন ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ, লাইসেন্সবিহীন এবং মানবদেহের জন্য ক্ষতিকর রং ও ফ্লেভার মিশ্রিত খাদ্য ও পানীয় উদ্ধার করা হয়।

গোপন সূত্রে জানা যায়, ফ্যাক্টরিটি দীর্ঘদিন যাবত অবৈধভাবে খাদ্য ও পানীয় প্রস্তুত করে আসছিল। তারা বিভিন্ন দেশীয় কোম্পানিসমূহের নকল প্রোডাক্ট তৈরি করছিল। অভিযানে অংশগ্রহণকারী কর্তৃপক্ষের সাথে কথা বলে জানা যায়, এ সকল ক্ষতিকর রং ও ফ্লেভার মিশ্রিত খাদ্য ও পানীয়সমূহ মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর ও নানাবিধ মরণব্যাধি রোগ সৃষ্টি করতে পারে।

আজ শনিবার বিকাল আনুমানিক ৫ টায় যৌথ বাহিনী মেসার্স ফুড প্রোডাক্টে অভিযান চালায় এবং সাত রকমের অবৈধ এবং লাইসেন্স বিহীন খাদ্যদ্রব্য ও পানীয় পাওয়া যায়। পরবর্তীতে উপস্থিত ম্যাজিস্ট্রেট কর্তৃক ফ্যাক্টরির মালিককে মোবাইল কোর্টের মাধ্যমে এক লক্ষ ২০ হাজার টাকা জরিমানা এবং কারখানাটিকে সিল করে দেয়া হয়। এছাড়াও ফ্যাক্টরির মালিকের বিরুদ্ধে মামলা হয়েছে।

সেনা সূত্র মতে জানা যায়, অবৈধ অস্ত্র, মাদক,ভেজাল খাদ্য দ্রব্য, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রয়েছে সেনাবাহিনী। অপরাধ দমনে সেনা ক্যাম্পসমূহকে প্রয়োজনীয় তথ্য প্রদানের মাধ্যমে সহায়তা করার জন্য অনুরোধ করা হয়েছে।

রিমান্ডে গত তিনদিন ধরে এক শাড়ি পরে আছি ! ড্রাইভার রফিক ভাই তিনদিন ধরে একটা পেটমোটা ব‍্যাগ নিয়ে ডিবি অফিসের বাইরে ঘুরঘুর...
21/06/2025

রিমান্ডে গত তিনদিন ধরে এক শাড়ি পরে আছি ! ড্রাইভার রফিক ভাই তিনদিন ধরে একটা পেটমোটা ব‍্যাগ নিয়ে ডিবি অফিসের বাইরে ঘুরঘুর করছে! তাকে দেখা করার অনুমতি দেয়া হচ্ছেনা !
জুলাই মাসের চাঁদি ফাটা গরম! চার দিনের দিন সিল্কের ব্লাউজ শরীর কেটে মাংসের মধ‍্যে গেঁথে গেছে! পরনের মসলিন শাড়িটা কোমরে যেখানে পেটিকোটে গোঁজা -সেখানে ঘা হয়ে গেছে ! পাঁচ দিনের দিন আতংকে, দুশ্চিন্তায় পিরিয়ড হয়ে গেল! রক্তাক্ত ঘর্মাক্ত শরীর! ভাগ্যিস শাড়ির রং লাল ছিল - লাল রং সব কিছু লুকাতে জানে- ঘামের দাগ, রক্তের দাগ, কষ্টের দাগ, অপমানের দাগ!!
কারাগারে পৌঁছানোর পর নিয়ম অনুযায়ী তল্লাশি পর্ব ! একে একে নতুন আগত বন্দিনীকে কারাবিধান অনুযায়ী চেক করা হচ্ছে! ভয়ে শিউরে উঠলাম ! কেউ কোনরকম নিষিদ্ধ বস্তু নিয়ে এসেছে কি না সেকারণেই এই সতর্কতামূলক ব্যবস্থা! এত অপমানজনক আর ভয়াবহ তল্লাসি বিশ্বজগতে একমাত্র কারাগারগুলোতেই প্রচলিত!

আমার পালা আসলো! মহিলা রক্ষী মৃদু কন্ঠে বললো, ব্রা খুলুন! অসম্ভব অবিশ্বাস্য বাক‍্য - আমি কি ঠিক শুনছি !? হতভম্ব হয়ে এক পা পিছিয়ে আসি- না না - কক্ষোনো না !!! কিছুতেই না!!!
ডেপুটি জেলার খুব মিষ্টি চেহারার মেয়ে! বিসিএস - নন ক‍্যাডার! এসে শান্ত স্বরে বললেন, আপা, আপনি ত জানেন-Rule is rule! আমাদের duty করতে দিন ! চরম গ্লানিকর সেই মুহূর্তটা মনে করলে এখনও রাতে লাফ দিয়ে বিছানায় উঠে বসি! সারারাত আর ঘুম আসেনা!

কারাগারে আসার পর আব্বাজান একটি কাপড়ের ব‍্যাগ পাঠালেন! খুলে চক্ষু চড়কগাছ! আমার জামদানি, মসলিন, জারজৌসি কাজ করা শিফন - যা তার চোখে সুন্দর লেগেছে পাঠিয়েছেন - ! রাগে দু:খে হাত কামড়াতে ইচ্ছে করলো ! পরে ভাবলাম, চৌদ্দ গুষ্টিতে কোন মেয়ে তো দূর -কোন ছেলেও তো জেলে যায়নি! আব্বাজান কেমনে জানবে, কি ধরনের কাপড় জেলে পরতে হয় !
আমিও তো কখনও ভাবিনি জেলে যেতে হবে - তাই জেলখানা উপযোগী শাড়ি কিনে তো আলমারিতে রেখে আসিনি! আব্বা’র কি দোষ!?
একটা কালামকারি আর একটা মাদুরাই শাড়ি রেখে বাকী সব ফেরত পাঠিয়েছি! এমন অনেকদিন হয়েছে গোসল করে ভেজা শাড়ি শরীরেই শুকিয়েছি !
নারী কারাগারে এক হাজার বন্দিনীর জন‍্য মাত্র দুটো চৌবাচচা ! একটা হাজতিদের জন্য- একটা কয়েদীদের জন‍্য ! খোলা আসমানের নিচে, সস্তা সাবান গায়ে ডলে সবাই গোসল করে, ভেজা কাপড় বদলায়-যুবতী ,বৃদ্ধা -আড়াল নেই, পর্দা নেই! করমের দোষে শরম গেছে! লজ্জা পেলে ন‍্যাকা বলবে !

পয়তাল্লিশ জন একই টয়লেট ব‍্যব্যবহার করে! সেটার দরজা অর্ধেক কাটা! এটাই নিয়ম ! কোন বন্দিনী একটু বেশিক্ষণ টয়লেটে থাকলে রুমের পাহারা নি:সংকোচে নির্বিকার মুখে উঁকি দিয়ে দেখে কিজন‍্য অধিক সময় লাগছে !
টয়লেটে যত লজ্জাজনক অবস্থায় বন্দি মানুষটি থাকুক না কেন - পাহারার এতে ভ্রুক্ষেপ নেই ! শালীনতার মতো ভারিক্কী শব্দের গুরুভার জেলখানার জরাজীর্ণ টয়লেট বহন করতে পারেনা!

তিনটি বছর প্রতি মুহূর্তে চোখের জলে আমি লজ্জা গুলে খেয়েছি ! যারা তখন লজ্জা নিবারণ করতে আসেন নি তারা এখন শালীনতার বাণী শুনিয়ে লজ্জা দিতে আসবেন না !
লজ্জা পাব !( আমার ও একই ঘটনা আমি বোবা হয়েই বেঁচে আছি)কপি - ডাক্তার সাব্রিনা।
#ভাইরাল

ফটো ক্যাপশন :  রাজধানীতে ক্যাবের প্রতিনিধি সম্মেলনে ঢাকা জেলা ক্যাব সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) জনাব সামচ এ খান এর...
21/06/2025

ফটো ক্যাপশন : রাজধানীতে ক্যাবের প্রতিনিধি সম্মেলনে ঢাকা জেলা ক্যাব সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) জনাব সামচ এ খান এর সাথে ক্যাব ফরিদপুর সভাপতি শেখ ফয়েজ আহমেদ।

ফরিদপুরে শাহ ফরিদ হাউজিং নাহার গার্ডেন ভবন নির্মাণ বন্ধ ও বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিল প্রশাসন  ফরিদপুর শহরের ঝিলটুলী সরকার...
25/04/2025

ফরিদপুরে শাহ ফরিদ হাউজিং নাহার গার্ডেন ভবন নির্মাণ বন্ধ ও বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিল প্রশাসন

ফরিদপুর শহরের ঝিলটুলী সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ এর সামনে
মো: ওমর আলী খানের মালিকানাধীন শাহ ফরিদ হাউজিং কোম্পানির আবাসন প্রজেক্ট নাহার গার্ডেন এর নির্মাণাধীন ভবনের কাজ বন্ধ করে দিয়েছে ফরিদপুর সদর উপজেলা প্রশাসন।

গত বৃহস্পতিবার ফরিদপুর জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগ ফরিদপুর এর নির্দেশ অমান্য করে অনুমোদন বিহীন শাহ ফরিদ হাউজিং এর নাহার গার্ডেন ভবন নির্মাণ কাজ বন্ধ রাখার জন্য জেলা প্রশাসন এর পক্ষে ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইশরাত জাহান বিকেলে সরেজমিনে এসে নির্দেশনা ও কাগজপত্র তলব করেন। প্রশাসনের এই নির্দেশ অমান্য করে একই দিন রাতের আঁধারে ভবনের ছাদে কাজ চালিয়ে যাচ্ছিল শ্রমিকরা । এই সংবাদ প্রশাসন অবগত হলে রাত ১০ টা দিকে ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে সহকারী কমিশনার( ভূমি), কোতয়ালী থানা পুলিশ ও বিদ্যুৎ অফিসের লোক হাজির হয়ে ভবনের অবৈধ নির্মাণ কাজ বন্ধ করে দেন এবং স্থায়ী ভাবে ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। বিদ্যুৎ লাইন এর তার জব্দ করা হয় এ সময়।

ফরিদপুরের আলোচিত ভূমি ব্যবসায়ী ওমর আলী খান জুলাই আগস্ট আন্দোলন এর মিরপুর মডেল থানায় দায়েরকৃত একটি মামলার আসামী হিসেবে নাম রয়েছে।

আওয়ামী লীগ সরকারের আমলে এক মন্ত্রীর এপিএস যুব লীগ নেতা ফুয়াদ হোসেন ও সাবেক ওসি জলিল এর প্রভাব খাটিয়ে একের পর এক অনিয়ম করে আবাসন ব্যবসায় রাতারাতি বিপুল সম্পদের মালিক হয়ে যান বলে অভিযোগ উঠেছে বিভিন্ন মহলে। শাহ ফরিদ হাউজিং কোম্পানির ওমর শপিং কমপ্লেক্স -২ ভবনে আড়ং এর আউটলেট অবস্থিত। এই ভবন টি শহরের অন্যতম প্রাণকেন্দ্র মহাকালি পাঠশালার চৌরাস্তায় অবস্থিত।

তথ্য : সাপ্তাহিক বাংলা সংবাদ

সম্প্রতি মহাকালি পাঠশালা মোড়ে জেলা যুব দলের ব্যানার ফেস্টুন বিনষ্ট করার অভিযোগে তাঁর বিরুদ্ধে কোতয়ালী থানায় অভিযোগ দায়ের করেন জেলা যুবদলের নেতৃবৃন্দ। এই ঘটনায় সামাজিক মাধ্যম তাঁর বিরুদ্ধে তীব্র আন্দোলন ও ক্ষোভ প্রকাশিত হয়।

এই ভবনটি বিল্ডিং কোড অমান্য করে নির্মাণ হয়েছে বলে শহরে অভিযোগ উঠেছে। এখানে দিনে রাতে যানজট লেগেই থাকে এই ভবনের কারনে বলে অভিযোগ ভুক্তভোগীদের।

অভিযান সম্পর্কে ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইশরাত জাহান সাংবাদিকদের বলেন, জেলা আইনশৃঙ্খলা কমিটির সভার ও গণপূর্ত বিভাগ ফরিদপুর এর নির্দেশ অমান্য করে অনুমোদনহীন এই ভবনের কাজ বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছিল। সেই নির্দেশ অমান্য করে এই ভবন নির্মাণ চালিয়ে যাচ্ছে সংবাদ পেয়ে আমরা তাদের অবৈধ কাজ বন্ধ করেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

শাহ ফরিদ হাউজিং কোম্পানির মালিক ওমর আলী খান অভিযান চলাকালীন সময়ে অনুপস্থিত ছিলেন , কোথায় আছেন ভবনের শ্রমিকরা জানাতে পারেন নাই। এ সময় তাঁর মোবাইলে যোগাযোগ করে তাকে পাওয়া যায় নি।

ফরিদপুরে বইঘাটা'র সপ্তম প্রকাশনা 'সাঁতার-২০২৫'  প্রকাশনার মোড়ক উন্মোচন ও আড্ডা অনুষ্ঠিত  ফরিদপুর :লাইব্রেরী উদ্যোগ 'বইঘা...
11/04/2025

ফরিদপুরে বইঘাটা'র সপ্তম প্রকাশনা 'সাঁতার-২০২৫' প্রকাশনার মোড়ক উন্মোচন ও আড্ডা অনুষ্ঠিত

ফরিদপুর :
লাইব্রেরী উদ্যোগ 'বইঘাটা'র সপ্তম প্রকাশনা 'সাঁতার-২০২৫' আজ শুক্রবার সকাল ১০-টায় এক প্রকাশনার মোড়ক উন্মোচন ও আড্ডা অনুষ্ঠিত হয়েছে।

নাট্যজন ড. বিপ্লব বালার সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে পত্রিকার মোড়ক উন্মোচন করেন বিশিষ্ট শিক্ষাবিদ, নারী নেত্রী অধ্যাপক শিপ্রা রায়। প্রকাশনার ইতিবৃত্ত তুলে ধরেন সাঁতার সম্পাদনা পরিষদের অন্যতম সদস্য সৈয়দ জুনায়েদ পারভেজ।

স্বাগত বক্তব্য রাখেন মাহফুজুল আলম ও শুভেচ্ছা বক্তব্য ও কবিতা আবৃত্তি করেন, ফরিদপুর সাহিত্য ও ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার আহবায়ক এডভোকেট তৌহিদুল ইসলাম স্টালিন, অধ্যাপক রেজভী জামান, কবি জাহাংগীর খান, বাচিক শিল্পী কুশল চৌধুরী, কবি, সম্পাদক অরবিন্দ চক্রবর্তী, চামেলী বসু, মাহফুজ রিপন, রঞ্জিত দাস, গাজী লিটন প্রমুখ।

পাঠক প্রতিক্রিয়া ব্যক্ত করেন আহমেদ জালাল।সঙ্গীত পরিবেশন করেন মো: আলাউদ্দিন, রাইমা, মেধা ও শিপ্রা গোস্বামী, তবলা সঙ্গত করেন বর্ণ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি গালিব রহমান।

ক্যাব ফরিদপুর এর  ইফতার মাহফিলে অনুষ্ঠিত  ডেস্ক রিপোর্ট : ভোক্তা অধিকার সংগঠন - কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)  ...
28/03/2025

ক্যাব ফরিদপুর এর ইফতার মাহফিলে অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট : ভোক্তা অধিকার সংগঠন - কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ফরিদপুর জেলা শাখা ও সহযোগী সংগঠন ক্যাব যুব গ্রুপ ফরিদপুর এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ২৭ মার্চ শহরের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।

ক্যাব ফরিদপুর জেলা শাখার সভাপতি ও সাংবাদিক ইউনিয়ন ফরিদপুর এর সভাপতি শেখ ফয়েজ আহমেদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ক্যাব ফরিদপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক এসএম সাহান, শিক্ষানবীশ আইনজীবী পলি, নির্বাহী সদস্য মো: সাজ্জাদ হোসেন, জেলা শাখার সদস্য মো: নাঈমুল ইসলাম, ক্যাব যুব গ্রুপ ফরিদপুর এর আহ্বায়ক: মোঃ রুবেল মিয়া (হৃদয়), যুগ্ম আহবায়ক ১:সাজ্জাদ হোসেন ২ : আনিসুর রহমান সজল, সদস্য সচিআ : সাইমুর রহমান (সিয়াম), যুগ্ম সদস্য সচিব১ : রনি মোল্লা ২ : তানিয়া আহমেদ ও ইফতার মাহফিলে সভায় সংগঠনের অন্যান্য সদস্যবৃ্ন্দ উপস্থিত ছিলেন।
#

অবুঝ শিশু বাচ্চাটি বাঁচাতে চাই। আসুন একটু সহয়তার হাত বাড়ায় ----++++---+++------+++-------------------++++--+++++++ফরিদপু...
23/03/2025

অবুঝ শিশু বাচ্চাটি বাঁচাতে চাই। আসুন একটু সহয়তার হাত বাড়ায়
----++++---+++------+++-------------------++++--+++++++
ফরিদপুর শহরের আলীপুর নিবাসী স্বল্প আয়ের কর্মজীবী ও ইলেকট্রিক মিস্ত্রি মো: মিরোজ এর একমাত্র কন্যা মারিয়াম (৬ বছর) বিরল রোগে দীর্ঘদিন যাবৎ চিকিৎসাধীন আছেন। অর্থের অভাবে তাঁর সুচিকিৎসা বন্ধ হওয়ার উপক্রম। তাঁর জীবন এখন চরম সংকটাপন্ন। চিকিৎসক তাঁর মেয়েকে ঢাকায় নিয়ে যেতে বলেছেন এবং ফরিদপুরে কোন চিকিৎসা তাঁর নেই বলে জানা গেছে। এই মেয়েটি বাঁচতে চায়। মেয়ের এই অবস্থায় পিতা মাতা বাকরুদ্ধ হয়ে গেছেন। গত কয়েক বছরে যা সহায় সম্বল ছিল তাও শেষ হয়ে গেছে। শিশুটিকে বাঁচাতে আপনার একটু সাহায্য
তাঁর প্রাণ ফেরাতে পারে এবং সে স্বাভাবিক জীবনে আল্লাহ চাইলে সুস্থ হয়ে যেতে পারেন।

সাহায্য পাঠানোর ঠিকানা :
মারিরাম বেগম( ৬)
পিতা: মো: মিরোজ
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল
শিশু ওয়ার্ড, ৯ম তলা,
ওয়ার্ড নং ০৯
বিকাশ নম্বর : 01922-091798
পারসোনাল (পিতা)

ফরিদপুর জেলা যুবদলের ইফতার ও দোয়া  মাহফিল অনুষ্ঠিত ফার্স্ট বিডিনিউজ ডটকম  :  ফরিদপুর জেলা যুবদলের ইফতার মাহফিল অনুষ্ঠিত ...
19/03/2025

ফরিদপুর জেলা যুবদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফার্স্ট বিডিনিউজ ডটকম : ফরিদপুর জেলা যুবদলের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপি'র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় বুধবার বিকেলে শহরের অম্বিকা ময়দানে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ফরিদপুর জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ রিংকু।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির আহবায়ক এ্যাড. মোদাররেছ আলী ঈসা, ফরিদপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ,ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, যুগ্ম আহবায়ক ফজলুল হক টুলু,যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন দীলাসহ বিএনপি ‌ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ।

এ সময় বক্তারা বলেন "দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও জনাব তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় আজকের এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। তারেক রহমান দেশের বাইরে থেকেও জনগণকে সুসংগঠিত করার ও দেশের জন্য কাজ করে যাচ্ছেন। বক্তারা গত ১৬ বছর বাংলাদেশ আওয়ামী লীগের ‌ বিভিন্ন কর্মকান্ডের সমালোচনা করেন ‌। তারা বলেন হাসিনার পতনের পরও তাদের দোসররা দেশে একটি অস্থিতিশীল অবস্থার সৃষ্টি করছে। ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের সময় বিএনপির নেতাকর্মীরা সরকারের অত্যাচারে অতিষ্ট হয়ে পালিয়ে বেরাতে বাধ্য হয়েছে ।
আগামীতে একটি সুষ্ঠু নির্বাচন হলে জাতীয়তাবাদী দল সরকার গঠন করবে। বর্তমানে জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় গেলে দেশে আইনের শাসন কায়েম হবে, নিরপরাধ ব্যক্তি গুম হবে না।অর্থনীতি ব্যাংকিং সেক্টরসহ সকল সেক্টরকে উন্নত করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিকল্প নেই। দ্রুত সংস্কার কার্য সম্পন্ন করে অন্তর্বর্তীকালীন সরকারকে একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করতে হবে বলে ‌ নেতৃবৃন্দ সরকারের নিকট দাবি করেন।

ফরিদপুরে মাহে রমজান উপলক্ষে ক্যাব ও যুব গ্রুপের প্রচারণা কর্মসূচি শুরু খন্দকার কামাল হোসেন,  ফরিদপুর :পবিত্র মাহে রমজান ...
04/03/2025

ফরিদপুরে মাহে রমজান উপলক্ষে ক্যাব ও যুব গ্রুপের প্রচারণা কর্মসূচি শুরু

খন্দকার কামাল হোসেন, ফরিদপুর :
পবিত্র মাহে রমজান এবং ঈদুল ফিতর উপলক্ষে দ্রব্যমূল্য সহনীয় ও নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে ভোক্তা অধিকার সংগঠন কনজুমারস্ এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ফরিদপুর ও ক্যাব যুব গ্রুপ ফরিদপুর এর আয়োজনে প্রচারণা কর্মসূচি পালিত হয়েছে।
গত সোমবার (৩/৩/২৫) সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত পর্যন্ত ফরিদপুর জেলা শহরের হাজি শরিয়ত উল্লাহ বাজারে পথচারী,সাধারণ জনগন ও ব্যবসায়ীদের সচেতন করতে লিফলেট বিতরণ ও গণসংযোগ পরিচালনা করা হয়।

এই প্রচারণা কর্মসূচিতে অংশ গ্রহণ করেন ফরিদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যালয়ের সহকারী পরিচালক মো: মাহমুদুল হাসান, সিনিয়র জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো: সাহাদাৎ হোসেন, ক্যাব ফরিদপুর জেলা শাখার সভাপতি ফয়েজ আহমেদ, সাংগঠনিক সম্পাদক এসএম সাহান, ক্যাব যুব গ্রুপ আহবায়ক এম হৃদয় মিয়া, যুগ্ম আহবায়ক তামিম হোসেন রনি, সাংবাদিক শরিফুল ইসলাম প্রমুখ সদস্য ও সাংবাদিকবৃন্দ।

ফরিদপুর জেলা আইনজীবী সমিতির নতুন সভাপতি লুৎফর রহমান পিলু|| সাধারণ সম্পাদক জসিম মৃধা নির্বাচিত ফরিদপুর আইনজীবী সমিতি নির্...
27/02/2025

ফরিদপুর জেলা আইনজীবী সমিতির নতুন সভাপতি লুৎফর রহমান পিলু|| সাধারণ সম্পাদক জসিম মৃধা নির্বাচিত

ফরিদপুর আইনজীবী সমিতি নির্বাচন আজ বৃহস্পতিবার( ২৭ ফেব্রুয়ারী) অনুষ্ঠিত হয়েছে । সকাল ৯ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। সভাপতি পদে লুৎফর রহমান পিলু (বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত আগেই) ও সাধারন সম্পাদক পদে এডভোকেট মো: জসিমউদ্দিন মৃধা (জসিম) নির্বাচিত হয়েছেন ।

ফরিদপুর জেলা আইনজীবী সমিতি ভবনে অনুষ্ঠিত এই নির্বাচনে সহ-সভাপতি পদে জয়ী হয়েছেন দুই জন যথাক্রমে মতিউর রহমান নিজামী পেয়েছেন ২২৭ ভোট, তারেক আইয়ুব খান পেয়েছেন ১৯৯ ভোট, নিকটতম হয়েছেন সিরাজুল ইসলাম পেয়েছেন ১৮৫ ভোট, সাধারণ সম্পাদক পদে মো: জসিমউদ্দিন (জসিম) মৃধা পেয়েছেন ১৮১ ভোট, নিকটতম প্রার্থী পেয়েছেন আব্দুল কাদের মিয়া ১১৫ ভোট, সহ-সাধারন সম্পাদক পদে জয়ী হয়েছেন রেজাউল করিম শামীম ১৬৯ ভোট, নিকটতম প্রার্থী আলমগীর কবির ভূইয়া ১৪০ ভোট, সম্পাদক অডিট পদে সরোয়ার হোসেন
জয়ী হয়েছেন ১৯১ ভোট, নিকটতম প্রার্থী সেলিমুজ্জান রুকু ১৩২ ভোট, সম্পাদক প্রচার,প্রকাশনা পদে জয়ী হয়েছেন রেজাউল করিম রেজা ১৪১ ভোট, নিকটতম প্রার্থী পেয়েছেন মোসাদ্দেক হোসেন ১০৬ ভোট, সম্পাদক তথ্য ও প্রযুক্তি পদে জয়ী হয়েছেন মিজানুর রহমান সিনহা ২১৪ ভোট, নিকটতম প্রার্থী পেয়েছেন মো: রেজাউদ্দিন ১০০ ভোট।

এ ছাড়া বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন সম্পাদক অর্থ আবু নাঈম জুয়েল, সম্পাদক ক্রীড়া, সাংস্কৃতিক ও আপ্যায়ন পদে হাবিবুর রহমান হাবিব শেখ, কার্যনির্বাহী সদস্য পদে ৫ জন বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন আগেই। তাঁরা হলেন মো: রকিবুল ইসলাম বিশ্বাস, মিজানুর রহমান, মো: খসরুল আলম,মো: মুরাদ হোসেন ও গোলাম মনসুর নান্নু।

নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করছেন প্রধান নির্বাচন কমিশনার দ্বীনেশ চন্দ্র দাস, সহ: প্রধান নির্বাচন কমিশন আনিসুল হাসান রেজা ও গাজী শাহাদুজ্জামান লিটন।

23/12/2024
জুম্মা মোবারক
20/12/2024

জুম্মা মোবারক

Address

Dhaka
DHAKA-1000.

Telephone

+8801712062922

Website

Alerts

Be the first to know and let us send you an email when firstbdnews24.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to firstbdnews24.com:

Share

Our Story

firstbdnews24 | Most Popular online news portal. bangla news,Breaking and latest news 24 x 7