16/10/2024
গনতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্ম নিরপেক্ষতা, মুসলিম জাতির ঐক্য ও সংহতি বিধান, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, নর-নারী ও ধর্ম বর্ণ সম্প্রদায় সর্বশেষে মৌলিক মানবাধিকার ও স্বাধীনতার নিশ্চয়তা বিধান, মানুষের স্বাভাবিক জীবন যাপন বিকাশের পরিপূর্ণ সুযোগ সৃষ্টি, ধর্মীও স্বাধীনতার নিশ্চিতকরণ, কৃষক, শ্রমিক জেলে সহ সকল মেহনতি মানুষের কাজের সুযোগ সুবিধা প্রদান, শিক্ষা ব্যবস্থা প্রবর্তন, অন্ন, বস্ত্র, আশ্রয়, স্বাস্থ্য, মানুষের জীবনের নিরাপত্তা বিধান, দুর্নীতির মূলোৎপাটন, সকল মানুষের চাকুরীর নিশ্চয়তা প্রদান, অন্যায়ের বিরুদ্ধে জোর প্রতিরোধ গড়ে তোলা, গ্রামে গ্রামে শান্তি শৃঙ্খলার জন্য জনমত ও কমিটি গড়িয়া তোলা ও তাহাদের নাম মাত্র দামে রেশনের ব্যবস্থা করা, চাকুরীর বয়স সীমা বৃদ্ধি করা, চাষিদের চাষাবাদের জন্য আধুনিকায়ন করা, প্রত্যেক মসজিদের ইমামদের সরকারি নীতিমালা হিসাবে অন্তর্ভুক্ত করিয়া সরকারী চাকুরীর স্লাব হিসাবে বেতন দেওয়া, শিল্প কারখানা গড়িয়া তোলা, প্রত্যেক গ্রামে গ্রামে ডিজিটাল পদ্ধতি চালু করা, প্রত্যেক স্কুল, কলেজ ও মাদ্রাসাতে ধর্মীয় শিক্ষার ব্যবস্থা করা, চিকিৎসার জন্য আধুনিক ও উন্নত হাসপাতাল গড়িয়া তোলা, বিনা মুল্যে ঔষধ সরবরাহ করা, সঠিক সুষ্ঠুভাবে সমাজ শিক্ষার জন্য প্রত্যেক মসজিদ ও ঈদগাহে কমিটি গঠন করা ও কমিটির লোকদের জন্য বেতন ব্যবস্থা করা, একটি গনতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা করা, বহির বিশ্বের হাত থেকে নিজের রাষ্ট্র রক্ষার আধুনিকতা হিসাবে সামরিক ব্যবস্থা গড়িয়া তোলা, সড়ক, নৌ ও বিমান যোগাযোগ ব্যবস্থা আধুনিকায়ন করা, বিচার বিভাগ দুর্নীতি মুক্ত রাখা, প্রশাসনিক ব্যবস্থা সংস্কার করা, মানুষের দৈনন্দিন জীবন ধারণে মৌলিক সমস্যাবলী সু-সমাধান স্বয়ং সম্পূর্ণ ও বিচার ব্যবস্থার কালোপযোগী জন-কল্যাণকর পরিবর্তন সাধন, এবং গণজীবনের সর্বস্তর হইতে দুর্নীতির মূলচ্ছেদ করা। এই সকল নীতিসমুহ ও উদ্দেশ্যাবলী দেশের সমগ্র জনগনের ঐক্যবদ্ধ ও সু-সুংহত সৃষ্টির মাধ্যমে শান্তিপূর্ণ ও গনতান্ত্রিক প্রজ্ঞায় বাস্তবে রুপায়িত করিতে সততা, নিষ্ঠা, শৃঙ্খলা ও দৃঢ়তার সহিত সকলে সর্বাত্মক ভাবে আত্মনিয়োগ করিব।
'' বাংলাদেশ নিউ সংসদ লীগ''