আলহাজ্ব মো: ছরোয়ার আলম খান সমর্থক গোষ্ঠী

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • আলহাজ্ব মো: ছরোয়ার আলম খান সমর্থক গোষ্ঠী

আলহাজ্ব মো: ছরোয়ার আলম খান  সমর্থক গোষ্ঠী Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from আলহাজ্ব মো: ছরোয়ার আলম খান সমর্থক গোষ্ঠী, Digital creator, Dhaka.
(1)

মহান আল্লাহতালা সর্বশক্তিমান।
হযরত মুহাম্মদ (সাঃ) আল্লাহর প্রেরিত রাসূল। لآ اِلَهَ اِلّا اللّهُ مُحَمَّدٌ رَسُوُل اللّهِ : লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।

13/09/2024

মহানবী (সাঃ) এর – সর্বশেষ ও সর্বশ্রেষ্ট নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়াতে যারা তাঁর দেখানো পথে চলবে, পরকালে তারাই জান্নাতে যাবে। তারাই জাহান্নাম থেকে মুক্তি পাবে। আমরা তাঁর উম্মত বা অনুসারী দল। আমরা তাঁর দেখানো পথে চলি। সঠিক পথ পাবার জন্যে তিনি আমাদের কাছে দুটি জিনিস রেখে গেছেন। একটি হলো আল্লাহর কুরআন। আর অপরটি হলো তাঁর সুন্নত বা সুন্নাহ।

নবীর সুন্নাহ সম্পর্কে জানা যায় হাদীস থেকে। হাদীসের অনেকগুলো বড় বড় গ্রন্থ আছে । নবীর বাণীকে হাদীস বলে। নবীর কাজ কর্ম এবং চরিত্রের বর্ণনাকে ও হাদীস বলে। নবীর সমর্থন এবং আদেশ নিষেধের বর্ণনাকেও হাদীস বলে। ইসলামের সত্য ও সঠিক পথকে জানাবার জন্যে আমাদেরকে আল্লাহর বাণী কুরআন মজীদকে বুঝতে হবে এবং মানতে হবে।

ঠিক তেমনি আমাদেরকে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণী হাদীস পড়তে হবে এবং সে অনুযায়ী চলতে হবে। তবেই মহান আল্লাহ খুশী হবেন আমাদের প্রতি। আমরা হতে পারবো সত্যিকার মুসলিম। সে জন্যেই আমরা এখানে সংকলন করেছি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনেকগুলো হাদীস। এসো আমরা সবাই প্রিয় নবীর এই বাণীগুলো পড়ি এবং মেনে চলি।

আল্লাহ

১.জান্নাতের চাবি হলো – ‘ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই ’ এ সাক্ষ্য দেয়া । ( আহমদ )

শব্দার্থ : ‘ ইলাহ’ মানে হুকুমকর্তা , আইনদাতা , আশ্রয়দাতা, ত্রাণকর্তা, উপাস্য, প্রার্থনা শ্রবণকারী।

২.আল্লাহ সুন্দর ! তিনি সৌন্দর্যকেই পছন্দ করেন। [ সহীহ মুসলিম ]

৩. শ্রেষ্ঠ কথা চারটি :

ক. সুবহানাল্লাহ – আল্লাহ পবিত্র ,

খ. আল হামদুলিল্লাহ – সমস্ত প্রশংসা আল্লাহর ,

গ. লা – ইলাহা ইল্লাল্লাহ – আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই,

ঘ. আল্লাহু আকবর – আল্লাহ মহান। [ সহীহ মুসলিম ]

আল্লাহর অধিকার

৪. বান্দাহর উপর আল্লাহর অধিকার হলো , তারা কেবল তাঁরই আনুগত্য ও দাসত্ব করবে এবং তাঁর সাথে কোনো অংশীদার বানাবেনা । [ সহীহ বুখারী ]

ঈমান

৫.বলো : ‘ আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি ; অতপর এ কথার উপর অটল থাকো । [ সহীহ মুসলিম ]

৬. ঈমান না এনে তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবেনা। [ তারগীব ]

৭. যে কেউ এই ঘোষণা দেবে : ‘ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আর মুহাম্মদ সাঃ আল্লাহর রসূল ’ – আল্লাহ তাকে জাহান্নামের জন্যে নিষিদ্ধ করে দেবেন।[ সহীহ বুখারী ]

ঈমান থাকার লক্ষণ

৮. তুমি মুমিন হবে তখন , যখন তোমার ভালো কাজ তোমাকে আনন্দ দেবে , আর মন্দ কাজ দেবে মনোকষ্ট। [ আহমদ ]

ইসলাম

৯. সব কাজের আসল কাজ হলো ‘ ইসলাম’ । [ আহমদ ]

১০. কোনো বান্দাহ ততোক্ষণ পর্যন্ত মুসলিম হয়না , যতোক্ষণ তার মন ও যবান মুসলিম না হয়। [ তাগরীব ]

পবিত্রতা

১১. পবিত্রতা ঈমানের অর্ধেক। [ সহীহ মুসলিম ]

১২ . যে পূত পবিত্র থাকতে চায় , আল্লাহ তাকে পূত পবিত্র রাখেন। [ সহীহ বুখারী ]

সালাত

১৩. সালাত জান্নাতের চাবি। [ আহমদ ] শব্দার্থ : সালাত – নামায । জান্নাত – বেহেশত।

১৪ . সালাত হলো ‘ নূর’ । [ সহীহ মুসলিম ]

১৫. সালাত আমার চক্ষু শীতলকারী । [ নাসায়ী ]

১৬. পবিত্রতা সালাতের চাবি । [ আহমদ ]

১৭. সালাত মুমিনদের মি’রাজ । [ মিশকাত ] শব্দার্থ : মি’রাজ মানে – উর্ধ্বে গমন করা বা আল্লাহর নৈকট্য অর্জন করা।

১৮. যে পরিশুদ্ধ হয়না , তার সালাত হয়না। [ মিশকাত ]

১৯. সাত বছর বয়স হলেই তোমাদের সন্তানদের সালাত আদায় কতে আদেশ করো । [ আবু দাউদ ]

২০. কিয়ামতের দিন পয়লা হিসাব নেয়া হবে সালাতের । [ তাবরানি ]

২১ . আল্লাহর অনুগত দাস আর কুফরীর মাঝে মিলন সেতু হলো সালাত ত্যাগ করা । [ সহীহ মুসলিম ]

২২ . যে ব্যক্তি লোক দেখানোর জন্যে সালাত পড়লো , সে শিরক করলো । [ আহমদ ]

সাওম

২৩ . সাওম একটি ঢাল। [ মিশকাত ] শব্দার্থ : সাওম – রোজা।

২৪. সাওম এবং কুরআন বান্দার জন্যে সুপারিশ করবে । [ বায়হাকী ]

২৫. যখন রমযান শুরু হয় , তখন রহমতের দুয়ার খুলে দেয়া হয়। [ সহীহ বুখারী ]

২৬. তোমাদের মাঝে বরকতময় রমযান মাস এসেছে। আল্লাহ তোমাদের উপর এ মাসের সিয়াম সাধনা ফরয করে দিয়েছেন। [ নাসায়ী ]

হজ্জ ও উমরা

২৭. হজ্জ ও উমরা পালনকারীরা আল্লার মেহমান। [ মিশকাত ]

আল্লাহর পথে জিহাদ

২৮ . আল্লাহর পথে একটি সকাল কিংবা একটি সন্ধ্যা ব্যয় করা গোটা পৃথিবী এবং পৃথিবীর সমস্ত সম্পদের চেয়ে উত্তম। [ সহীহ বুখারী ]

২৯. যে লড়ে যায় আল্লাহর বাণীকে বিজয়ী করার জন্যে সেই আল্লাহর পথে ( জিহাদ করে ) । [ সহীহ বুখারী ]

৩০. অত্যাচারী শাসকের সামনে সত্য কথা বলা সবচেয়ে বড় জিহাদ। [ তিরমিযী ]

জ্ঞানার্জন

৩১. রাত্রে ঘন্টাখানেক জ্ঞান চর্চা করা সারা রাত জেগে ( ইবাদতে নিরত ) থাকার চেয়ে উত্তম । [ দারমী ]

৩২. যে জ্ঞানের সন্ধানে বের হয় , সে আল্লাহর পথে বের হয়। [ তিরমিযী ]

৩৩. আমার পরে সবচেয়ে বড় দানশীল সে , যে কোনো বিষয়ে জ্ঞান লাভ করলো , অতপর তা ছড়িয়ে দিলো । [ বায়হাকী ]

আল কুরআন

৩৪. সর্বোত্তম বাণী আল্লাহর কিতাব । [ সহীহ মুসলিম ]

৩৫. কুরআনকে আঁকড়ে ধরো , তাহলে কখনো বিপথগামী হবেনা। [ মিশকাত ]

৩৬. কুরআন পরিবারের লোকেরা আল্লাহর পরিবার এবং তাঁর বিশেষ লোক। [ নাসায়ী ]

৩৭. তোমরা আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরো। এর হালালকে হালাল বলে গ্রহণ করো এবং এর হারামকে হারাম বলে বর্জন করো । [ হাকিম ]

৩৮. যে আল্লাহর কিতাবের পথ ধরে সে দুনিয়াতে বিপথগামী হয়না এবং পরকালে হয়না দুর্ভাগা । [ মিশকাত ]

৩৯. আমার উম্মতের সম্মানিত লোক হলো কুরআনের বাহক আর রাতের সাথীরা [ বায়হাকী ]

রসূল ও সুন্নাহ

৪০. সর্বোত্তম জীবন পদ্ধতি হচ্ছে মুহাম্মদ সাঃ প্রদর্শিত পদ্ধতি। [ সহীহ মুসলিম ]

৪১. যে আমার আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো। [ সহীহ বুখারী ]

৪২. যে আমাকে অমান্য করলো সে আল্লাহকে অমান্য করলো । [ সহীহ বুখারী ]

৪৩. যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো । [ সহীহ মুসলিম ]

৪৪. যে আমার সুন্নত থেকে বিমুখ হলো , সে আমার লোক নয়। [ সহীহ মুসলিম ]

৪৫ . আমি আল্লাহর কাছে শেষ নবী হিসেবে লিখিত আছি। [ শরহে সুন্নাহ ]

16/06/2024
05/06/2024

শোক সংবাদ
মধুপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব খন্দকার শফি উদ্দিন মনি স্যার অদ্য রাত ১:৪৫ মিনিটে ইন্তেকাল ফরমাইছেন। ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তাহার জানাজা নামাজ বিকাল ৩ ঘটিকায় মধুপুর রানী ভবানী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ আওয়ামী লীগ মধুপুর উপজেলা শাখা ও আমার পরিবারের পক্ষ থেকে খন্দকার শফিউদ্দিন মনির স্যারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। মহান আল্লাহতালা উনাকে জান্নাত দান করুন।

আমার যে সামান্য জীবন বাকি আছে তা আমি মানুষের উৎসর্গ করবো,আমি আজকে এই মাটিতে দাড়িয়ে ঘোষণা দিতে চাই কোনো অন্যায়ের কাছে আমি...
02/06/2024

আমার যে সামান্য জীবন বাকি আছে তা আমি মানুষের উৎসর্গ করবো,
আমি আজকে এই মাটিতে দাড়িয়ে ঘোষণা দিতে চাই
কোনো অন্যায়ের কাছে আমি মাথানত করিনি করবো না,
কোনো অনিয়মের কাছে আমি মাথানত করিনি করবো না,
মানুষের অধিকার, মানুষের গনতান্ত্রিক অধিকার এবং মধুপুর মানুষেকে শান্তি দানের জন্য প্রয়োজনে আমি জীবন দান করবো ইনশাল্লাহ যতদিন বেঁচে থাকব অন্যায়ের প্রতিবাদ করেই যাবো ।

প্রিয় মধুপুরবাসী, আগামীকাল  উপজেলা পরিষদ নির্বাচনে আমাকে দোয়াত কলম মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন, মধুপুরবাসির উন্নয...
07/05/2024

প্রিয় মধুপুরবাসী, আগামীকাল উপজেলা পরিষদ নির্বাচনে আমাকে দোয়াত কলম মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন, মধুপুরবাসির উন্নয়ন করার সুযোগ দিন। সন্ত্রাসীর কালো থাবা থেকে মধুপুরের অসহায় মানুষকে মুক্ত করতে দোয়াত কলম মার্কায় ভোট দিন। আল্লাহর রহমতে আপনারা বিগত দিনে আমাকে নির্বাচিত করেছিলেন। আপনাদের ভোটে নির্বাচিত হয়ে কোনদিন আপনাদের সাথে অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন করি নাই। কারো সাথে খারাপ আচরণ করি নাই। তাই আপনাদের কাছে আকুল আবেদন ৮ই মে আমাকে দোয়াত কলম মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন, আপনাদের সেবক হিসাবে সেবা করার সুযোগ দিন। ইনশাল্লাহ আপনাদের ভোটে নির্বাচিত হতে পারলে এই মধুপুরকে একটি আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলতে পারবো মধুপুরবাসীর সহযোগিতায়। আল্লাহর রহমতে সবাই ভাল থাকেন সুস্থ থাকেন। আগামীকাল দোয়াত কলম মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন।

প্রিয় মধুপুরবাসী আসছে ৮মে  উপজেলা পরিষদ নির্বাচনে দোয়া কলম মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন। মধুপুরের উন্নয়ন করার সুয...
05/05/2024

প্রিয় মধুপুরবাসী আসছে ৮মে উপজেলা পরিষদ নির্বাচনে দোয়া কলম মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন। মধুপুরের উন্নয়ন করার সুযোগ দিন।মধুপুরের মানুষ স্বাধীনভাবে মনের কথা বলতে পারে। মধুপুরের মানুষ শান্তি বসবাস করতে পারে । মধুপুরের জান মালের নিরাপত্তা অধিকার পেতে পারে। আসুন সবাই মিলে সুন্দর একটি মধুপুর গড়ি। আপনার ভোট মূল্যবান দোয়াত কলম মার্কায় করবেন দান।আল্লাহ যদি সহায় থাকে এবার জিতবে দোয়াত কলম মার্কা আপনাদের ভোটে।
দোয়াত কলম মার্কার কর্মীসভা

Address

Dhaka

Opening Hours

09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when আলহাজ্ব মো: ছরোয়ার আলম খান সমর্থক গোষ্ঠী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আলহাজ্ব মো: ছরোয়ার আলম খান সমর্থক গোষ্ঠী:

Share