
02/08/2025
একবার এক বৃদ্ধা মহিলা রাসূল সাল্লাল্লাহু ওয়া সাল্লাম এর উপর ময়লা নিক্ষেপ করত, রাসূল সাল্লাহু সালাম কিছুই তাকে বলতেন না, শান্তভাবে হেঁটে চলে যেতেন, হঠাৎ একদিন সেই মহিলা ময়লা ছোড়েনি, রাসুল সালাম বুঝলেন তিনি হয়তো অসুস্থ, তিনি খোঁজ নিতে মহিলার বাড়িতে গেলেন, দরজায় কড়া নাড়লেন মহিলা, হতবাক, ভাবলো আমি যার উপর ময়লা ফেলি, আমার খোঁজ নিতে এসেছে!এই উত্তম উত্তম চরিত্র দেখে, মহিলা ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে পাড়লেন, এবং ইসলাম গ্রহণ করলেন, সুবহানাল্লাহ,