Reel Rhythms

Reel Rhythms Stay tuned for daily laughs and relatable moments!"
(1)

এ বছর ক্যামিস্ট্রিতে নোবেল পাওয়া ওমর ইয়াগির উইকিপিডিয়া পেইজটা পড়ছিলাম।উনার জন্ম জর্ডানে, এক ফিলস্তিনি রিফিউজি পরিবারে। উ...
09/10/2025

এ বছর ক্যামিস্ট্রিতে নোবেল পাওয়া ওমর ইয়াগির উইকিপিডিয়া পেইজটা পড়ছিলাম।

উনার জন্ম জর্ডানে, এক ফিলস্তিনি রিফিউজি পরিবারে।

উনার পরিবার ফিলিস্তিনের গাজা থেকে রিফিউজি হয়ে জর্ডানে যায়। ছোটবেলায় উনারা একটা মাত্র ঘরে অনেকগুলো মানুষ, বাচ্চাকাচ্চা এমনকি গবাদি পশুর সাথে গাদাগাদি করে থাকতেন। সেই রিফিউজি ক্যাম্পে না ছিলো ইলেক্ট্রিসিটি, না পাওয়া যেত বিশুদ্ধ পানি!

উনারা বয়স যখন মাত্র ১৫ তখন তিনি তাঁর বাবার অনুপ্রেরণায় যুক্তরাষ্ট্রে আসেন। শুরুতে ইংরেজি ভালো না পারলেও তিনি কমিউনিটি কলেজের মাধ্যমে পড়াশোনা শুরু করেন। সেখান থেকে তিনি স্টেট ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক থেকে আন্ডারগ্র‍্যাড, ইউনিভার্সিটি অফ ইলিনয় থেকে পিএইচডি এবং হার্ভার্ড থেকে পোস্ট ডক করেন।

এরপর তিনি আ্যরিজোনা স্টেট ইউনিভার্সিটি থেকে উনার শিক্ষকতা জীবন শুরু করে আরো ২টা ইউনিভার্সিটি হয়ে ২০১২ সালে ইউনিভার্সিটি অফ ক্যালিফর্নিয়া বার্কলিতে স্থিতু হন। এখানেই উনি ২০২৫ সালে সর্বোচ্চ সম্মান হিসেবে "University Professor" পদে উন্নীত হোন।

এক সময় বিদ্যুত বা বিশুদ্ধ পানির মত মৌলিক সুবিধা থেকে বঞ্চিত থাকা এই উদ্বাস্তু মানুষটা Reticular Chemistry নামক রসায়নের নতুন একটা ফিল্ডের অন্যতম পথিকৃত হিসেবে সারা দুনিয়ায় বিখ্যাত হয়েছেন।জৈব যৌগ আর ধাতব পরমাণু ব্যবহার করে জালিকার মত এমন কাঠামো বানানো হয়েছে যা দিয়ে গ্যাস সংরক্ষণ (যেমন হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড), পানি পরিশোধন, ওষুধ পরিবহন, সেন্সর, অনুঘটক ইত্যাদি তৈরীতে ব্যবহার করা হচ্ছে।

প্রফের ওমর রসায়ানের জগতে অনেক আগে থেকেই বিখ্যাত। ২০০৭ সাল থেকেই বিজ্ঞানের অনেক বড় বড় পুরস্কার তিনি ইতিমধ্যে পেয়েছেন। তার নোবেল পাওয়াটা অপ্রত্যাশিত ছিলো না। তারপরও একজন ফিলিস্তিনি রিফিউজি পরিবারে বড় হওয়া মানুষকে নোবেল দেওয়ার মাধ্যমে নোবেল কমিটি সারা দুনিয়ায় যে ফিলিস্তিনের পক্ষে একটা জনমত দিন দিন শক্তিশালী হচ্ছে, সেটার সাথেই পরোক্ষভাবে একাত্মতা ঘোষণা করলো— এটা ধরে নিতেই পারি! ❤🇵🇸

চোখের সামনে পোলাপান নষ্ট হয়ে যাইতেছে অথচ আমার কিছুই করার নাই..😀-রিফাত তুর্য
09/10/2025

চোখের সামনে পোলাপান নষ্ট হয়ে যাইতেছে অথচ আমার কিছুই করার নাই..😀

-রিফাত তুর্য

💔
08/10/2025

💔

08/10/2025

স্বর্ণে এলার্জি এমন কেউ থাকলে বিয়ের জন্য CV দিতে পারেন।😃

মিশেল ও বারাক ওবামার বিয়ের দিন – অক্টোবর ১৯৯২১৯৯২ সালের অক্টোবরে শিকাগোর ট্রিনিটি ইউনাইটেড চার্চ অব ক্রাইস্টে বিবাহবন্ধন...
08/10/2025

মিশেল ও বারাক ওবামার বিয়ের দিন – অক্টোবর ১৯৯২

১৯৯২ সালের অক্টোবরে শিকাগোর ট্রিনিটি ইউনাইটেড চার্চ অব ক্রাইস্টে বিবাহবন্ধনে আবদ্ধ হন মিশেল ও বারাক ওবামা।

দুজনের প্রথম পরিচয় ১৯৮৯ সালে, শিকাগোর আইন সংস্থা সিডলি এন্ড অস্টিনে। সেখানে মিশেল রবিনসনকে দায়িত্ব দেওয়া হয়েছিল হার্ভার্ড ল’ স্কুল থেকে ইন্টার্নশিপে আসা বারাককে মেন্টর করার। পেশাগত দিকনির্দেশনা থেকেই শুরু হয়েছিল তাদের সম্পর্কের।

কি সুন্দর উদ্যোগ🤚এটা কুমিল্লা ক্যান্টনমেন্ট স্কুল।আমরাও কিন্তু  আমাদের স্কুল-কলেজ প্রতিষ্ঠানে এরকম সিস্টেম রাখতে পারি, য...
08/10/2025

কি সুন্দর উদ্যোগ🤚
এটা কুমিল্লা ক্যান্টনমেন্ট স্কুল।
আমরাও কিন্তু আমাদের স্কুল-কলেজ প্রতিষ্ঠানে এরকম সিস্টেম রাখতে পারি, যেখানে হারানো জিনিসটি গ্রহণ করতে হলে অফিসে সিগনেচার করে নিতে হবে এইভাবে ।

Address

Dhaka

Telephone

+8801643701296

Website

Alerts

Be the first to know and let us send you an email when Reel Rhythms posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category