Mood Posting Nizu

Mood Posting Nizu কথা দিলাম থেকে যাবো !
যেমন করে জন্মদাগ থাকে 🤗
রেখে দিও তুমিও আমায় যতনে 💃

08/08/2025

দুঃখ দেওয়ার মত কত মানুষ দিলা মাবুদ, দুঃখ বুঝার মত মানুষ দিলা না ক্যান?😭🥲🤣😭

মানুষ কখনও পাহাড়ে হোঁচট খায় না, হোঁচট খায় ছড়িয়ে ছিটিয়ে থাকা ইট পাথরের টুকরাতে। পাহাড়ের মতো বিশাল কিছুর সামনে আমরা সতর্ক ...
07/08/2025

মানুষ কখনও পাহাড়ে হোঁচট খায় না, হোঁচট খায় ছড়িয়ে ছিটিয়ে থাকা ইট পাথরের টুকরাতে। পাহাড়ের মতো বিশাল কিছুর সামনে আমরা সতর্ক থাকি, প্রস্তুত থাকি। কিন্তু ইট পাথরগুলো আমাদের দৃষ্টি এড়িয়ে যায়, যে কারণে প্রায়ই আমরা ইট পাথরে পা হড়কে পড়ে যাই।

জীবনের মতোই, সম্পর্কের পথও এরকমই। একটি সম্পর্ক – সেটা প্রেম, বন্ধুত্ব, দাম্পত্য কিংবা পারিবারিক যাই হোক না কেন – কখনোই বড় কোনো ইস্যুতে ভেঙে পড়ে না। সম্পর্ক ভাঙে ছোট ছোট ভুল বোঝাবুঝি, অবহেলা, না বলা কথার ভেতরে জমে থাকা কষ্ট, কিংবা সময়মতো একটুখানি মনোযোগ না দেওয়ার কারণে। এই ছোট ছোট অপ্রাপ্তিগুলো প্রথমে হয়ত তেমন একটা গুরুত্ব পায় না, কিন্তু দিনে দিনে সেগুলো জমতে জমতে পাহাড়ের চেয়েও বড় হয়ে ওঠে। একটা সময়ে গিয়ে যখন আর বোঝাপড়ার কোনো রাস্তা খোলা থাকে না, বিচ্ছেদ হয়ে ওঠে একমাত্র সমাধান।

আমরা অনেক সময় ভাবি, “এতো ছোট একটা বিষয়, ও এতটা রাগ করল কেন?” কিন্তু ওই ছোট্ট বিষয়টাই হয়ত তার কাছে বড় ছিল। হয়ত সে প্রতিদিন একটু কথা বলে হালকা হতে চেয়েছিল, হয়ত ও একটুখানি বেশি সময় চেয়েছিল, হয়ত আপনার কোনো একটা বাক্য বা অভিব্যক্তি তার মনে অনেক গভীর ক্ষত তৈরি করেছে। একটি ক্ষতের জন্য সবসময় বড় অস্ত্র লাগে না, ক্ষত গভীর হয় তখনই যখন অনুভূতির জায়গায় আঘাত লাগে।

তাই একটি সম্পর্ক টিকিয়ে রাখতে হলে বড় কিছু করার প্রয়োজন পড়ে না। প্রয়োজন পড়ে ছোট ছোট যত্নের, সামান্য খেয়ালের, একটুখানি বোঝাপড়ার।

সময়মতো একটি মেসেজ, ক্লান্ত দিনে এক কাপ চা, কষ্টে থাকা মানুষটার পাশে নীরব উপস্থিতি, কিংবা কেবল মন দিয়ে তার মনের কথাগুলো শোনা — এই ছোট্ট ছোট্ট কাজগুলোই আজীবনের বন্ধন গড়ে তোলে।

সম্পর্ক মানে একে অপরের জায়গায় নিজেকে কল্পনা করতে পারা। তার অনুভূতিকে তার দৃষ্টিভঙ্গি থেকে উপলব্ধি করার চেষ্টা করা। একটুখানি কেয়ার, একটুখানি সম্মান, একটুখানি গুরুত্ব দেওয়া, একটুখানি সহানুভূতি — এগুলোই একটি সম্পর্কের মেরুদণ্ড।

মনে রাখবেন, সম্পর্ক একটি সুন্দর বাগানের মতো। প্রতিদিন সেখানে একটু করে পানি দিতে হয়, আগাছা পরিষ্কার করতে হয়, খেয়াল রাখতে হয় সূর্যের আলো পড়ছে কিনা। অবহেলা করলেই তা শুকিয়ে যায়। তাই সম্পর্কের ছোট ছোট বিষয়গুলোকে অবহেলা নয়, বরং যত্নে আলিঙ্গন করা উচিত। কেননা, জীবনের সবথেকে বড় সুখ লুকিয়ে থাকে ওই ছোট ছোট খুঁটিনাটিতেই!

নারী সেই পুরুষকে ঠকায় যে তাকে পাগলের মতো ভালোবাসে!! 😑
07/08/2025

নারী সেই পুরুষকে ঠকায় যে তাকে পাগলের মতো ভালোবাসে!! 😑

06/08/2025

Last night ❤️‍🔥

husband er sathe rag kore kotha boltesina na, baccha o pura or baper er face paise tai or satheo kono kotha nai😤
05/08/2025

husband er sathe rag kore kotha boltesina na, baccha o pura or baper er face paise tai or satheo kono kotha nai😤

One Day U & Me beby 🤣
04/08/2025

One Day
U & Me beby 🤣

03/08/2025

#বান্ধবী দেখ তোর শেষ বয়সের অবস্থা 🤣

02/08/2025

হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আলাইহি তাওয়াকাল্তু ওয়াহুয়ার আরশির আজিম🥀🥰

ভালো থাকতে হলে 💚 অতীত ভুলতেই হবে 💔
02/08/2025

ভালো থাকতে হলে 💚
অতীত ভুলতেই হবে 💔

উঠে নাই এখনো দাড়ি  না চাইতেও   পেয়ে গেলাম স্বপ্নে দেখা রাজকুমারী,,,,,See more
01/08/2025

উঠে নাই এখনো দাড়ি না চাইতেও
পেয়ে গেলাম স্বপ্নে দেখা রাজকুমারী,,,,,See more

01/08/2025

Last night 😆
Birthday Party with ❤️‍🔥

দিন আর রাতের মধ্যে পার্থক্য 💖💖
31/07/2025

দিন আর রাতের মধ্যে পার্থক্য 💖💖

Address

Dhaka
1219

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mood Posting Nizu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share