Koler Manus - কলেরমানুষ

Koler Manus - কলেরমানুষ “শব্দের মধ্যে লুকানো রঙের মানুষ আমি—Kolermanus।”
✍️ গল্প • কবিতা • অনুপ্রেরণা
🌿 তোমার অনুভূতির সাথে মিল খুঁজে নাও।
(1)

I’m Kolermanus – a personal blogger and passionate graphics designer. Through my words, I share stories, thoughts, and perspectives on life, love, and creativity. And through design, I turn ideas into visuals that inspire. 🎨✍️

📌 On this page, you’ll find:

Personal blogs & reflections 📝

Creative graphic designs 🎨

Inspiring quotes & storytelling ✨

A touch of art in everyday life 🌿

Let’s connect through creativity and conversation. 💫

রাসূলুল্লাহ (স.) বলেছেন, “বাবা হলো তোমার জান্নাতের দরজা।” তাই বাবার প্রতি সর্বদা সম্মান ও ভালোবাসা প্রকাশ করা উচিত।
25/10/2025

রাসূলুল্লাহ (স.) বলেছেন, “বাবা হলো তোমার জান্নাতের দরজা।” তাই বাবার প্রতি সর্বদা সম্মান ও ভালোবাসা প্রকাশ করা উচিত।

আলহামদুলিল্লাহ! আবারও পবিত্র শুক্রবারে পৌঁছেছি। হে আল্লাহ, আমাদের ভুলত্রুটি মাফ করে দিন এবং আপনার অসীম রহমত বর্ষিত করুন।...
24/10/2025

আলহামদুলিল্লাহ! আবারও পবিত্র শুক্রবারে পৌঁছেছি। হে আল্লাহ, আমাদের ভুলত্রুটি মাফ করে দিন এবং আপনার অসীম রহমত বর্ষিত করুন।
জুম্মা মোবারক!

পরিবার-পরিজনের নিরাপত্তার জন্য দোয়া করার শিক্ষা রয়েছে হাদিসে। তেমনই একটি দোয়া হলো—اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَافِي...
23/10/2025

পরিবার-পরিজনের নিরাপত্তার জন্য দোয়া করার শিক্ষা রয়েছে হাদিসে। তেমনই একটি দোয়া হলো—اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَافِيَةَ فِي دِينِي وَأَهْلِي ‘আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়াতা ফী দীনী ওয়া আহলী’ অর্থ: ‘হে আল্লাহ! আমি আপনার কাছে প্রার্থনা করি আমার দীন ও আমার পরিবার-পরিজনের নিরাপত্তা।’ ইবনে উমর (রা.) বলেন, নবী (স.) এই দোয়া করতেন। (আদাবুল মুফরাদ: ৭০৩)

কবরস্থানে প্রবেশের সময় মৃত ব্যক্তিদের জন্য সালাম ও দুআ করা। সুন্নত। রসূল (সা.) তাঁর সাহাবাকে এই সালাম ও দুআ পড়তে শিখিয...
22/10/2025

কবরস্থানে প্রবেশের সময় মৃত ব্যক্তিদের জন্য সালাম ও দুআ করা। সুন্নত। রসূল (সা.) তাঁর সাহাবাকে এই সালাম ও দুআ পড়তে শিখিয়েছেন।

السَّلامُ عَلَيكُمْ أَهْل الدِّيارِ مِنَ المُؤْمِنِينَ وَإِنَّا إِنْ شَاءَ اللَّهُ بِكُمْ لاَحِقُونَ أَسْأَلُ اللَّه لَنَا وَلَكُمُ العافِيَةَ

আসালা-মু আলইকুম আহলাদ দিয়া-রি মিনাল মু'মিনীন, অইন্না ইনশাআল্লা-হু বিকুম লালা-হিন, আসআলুল্লা-হা লানা আলাকুমুল আ-ফিয়াহ।

অর্থাৎ, তোমাদের উপর শান্তি বর্ষণ হোক, হে কবরবাসী মুমিনগণ! আল্লাহ চাইলে আমরা তোমাদের সহিত মিলিত হব। আমি আমাদের এবং তোমাদের জন্য (আযাব হতে) নিরাপত্তা কামনা করি।” (মুসলিম)

🕊️ ক্ষমা করো, যেমন আল্লাহ তোমাকে প্রতিদিন ক্ষমা করে দেন। 💫
21/10/2025

🕊️ ক্ষমা করো, যেমন আল্লাহ তোমাকে প্রতিদিন ক্ষমা করে দেন। 💫

জুম্মা মোবারক! আজ পবিত্র জুম্মার দিন, ইয়া আল্লাহ আজ এই পবিত্র জুম্মার দিনের উসিলায় আমাদের সবাইকে মাফ করে দিন।
17/10/2025

জুম্মা মোবারক! আজ পবিত্র জুম্মার দিন, ইয়া আল্লাহ আজ এই পবিত্র জুম্মার দিনের উসিলায় আমাদের সবাইকে মাফ করে দিন।

ইসলাম শান্তির ধর্ম – এখানে দয়া, ক্ষমা এবং ভালোবাসাই মূল শিক্ষা।
16/10/2025

ইসলাম শান্তির ধর্ম – এখানে দয়া, ক্ষমা এবং ভালোবাসাই মূল শিক্ষা।

যে আল্লাহর জন্য কাঁদতে পারে, সে সবচেয়ে শক্তিশালী মানুষ।
15/10/2025

যে আল্লাহর জন্য কাঁদতে পারে, সে সবচেয়ে শক্তিশালী মানুষ।

পরিবারের শান্তি মানেই জীবনের শান্তি, বাকিটা শুধু আয়োজন।
14/10/2025

পরিবারের শান্তি মানেই জীবনের শান্তি, বাকিটা শুধু আয়োজন।

এই দুনিয়া একটি পরীক্ষা মাত্র, চিরস্থায়ী জীবন পরকাল।
13/10/2025

এই দুনিয়া একটি পরীক্ষা মাত্র, চিরস্থায়ী জীবন পরকাল।

যেখানে কুরআনের আলো, সেখানে অন্ধকারের ঠাঁই নেই।
12/10/2025

যেখানে কুরআনের আলো, সেখানে অন্ধকারের ঠাঁই নেই।

🕌 যে সেজদায় শান্তি খুঁজে পায়, দুনিয়ার কোনো বিলাসিতা তার মন কাড়ে না। 🤲
11/10/2025

🕌 যে সেজদায় শান্তি খুঁজে পায়, দুনিয়ার কোনো বিলাসিতা তার মন কাড়ে না। 🤲

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Koler Manus - কলেরমানুষ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share