Rumu Quazi

Rumu Quazi I'm a Simple Human Being

30/08/2025
12/04/2025

১/১১ থেকে শুরু করে, গত ১৬ বছর আওয়ামী দুঃশাসন আমলে, মামলা হামলা সহ আটক ও নির্যাতনের শিকার...স্বৈরাচার হাসিনা পতন আন্দোলনে...
12/04/2025

১/১১ থেকে শুরু করে, গত ১৬ বছর আওয়ামী দুঃশাসন আমলে, মামলা হামলা সহ আটক ও নির্যাতনের শিকার...
স্বৈরাচার হাসিনা পতন আন্দোলনে গাইবান্ধা জেলা যুবদলের আপোষহীন নেতৃত্ব।
বারবার কারা নির্যাতিত যুবনেতা....

গাইবান্ধা জেলা ছাত্রদলের সাবেক সভাপতি,
জেলা যুবদলের বিপ্লবী সিনিয়র সহ-সভাপতি. তৃনমূল যুবদলের আস্থার আশ্রয়স্থল, জনাব Sofiq Lipon ভাই'কে জেলা যুবদলের সভাপতি দেখতে চাই।

বিগত বছরগুলোতে,...
ফ্যাসিষ্ট আওয়ামী সরকারের নির্যাতন নিপীড়ন, মামলা হামলা ও গ্রেফতার উপেক্ষা করে...
রাজপথের লড়াই সংগ্রামে আপনার সাহসী ও সরব ভূমিকা সহ...
দলের জন্য আপনার যে ত্যাগ...
আশাকরি সেগুলোকে মুল্যায়িত করবে যুবদল কেন্দ্রীয় নির্বাহী সংসদ।

ইনশাআল্লাহ, একযুবদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের বিচক্ষণ সিদ্ধান্তে,....
আপনার হাতেই উঠবে গাইবান্ধা জেলা যুবদলের ঝান্ডা ♥

07/11/2024

৭ নভেম্বর জাতীয় জীবনের এক ঐতিহাসিক অবিস্মরণীয় দিন। ১৯৭৫ সালের এই দিনে দেশপ্রেমে বলীয়ান হয়ে সিপাহী-জনতা রাজপথে নেমে এসেছিলো জাতীয় স্বাধীনতা সুরক্ষা ও হারানো গণতন্ত্র পুণরুজ্জীবনের অভূতপূর্ব অঙ্গীকার নিয়ে। তাই ৭ নভেম্বরের ঐতিহাসিক বিপ্লব অত্যন্ত তাৎপর্যমন্ডিত। স্বাধীনতাত্তোর রাষ্ট্রীয় অনাচার, রাজনৈতিক বিশৃঙ্খলা, তৎকালীন ক্ষমতাসীন মহল নিজ স্বার্থে জাতীয় স্বাধীনতাকে বিপন্ন ও সার্বভৌমত্বকে দুর্বল করে আধিপত্যবাদের থাবার মধ্যে দেশকে ঠেলে দেয়। শুধুমাত্র নিজেদের ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্যই গণতন্ত্রবিনাশী কর্মকান্ড শুরু করে। সেইজন্য মানুষের বাক-ব্যক্তি ও মত প্রকাশের স্বাধীনতাকে গলাটিপে হত্যার মাধ্যমে একদলীয় বাকশাল গঠন করে গণতন্ত্রকে হত্যা করা হয়। শুরু হয় নির্মম একদলীয় দু:শাসন। দেশে নেমে আসে অশান্তি ও হতাশার কালো ছায়া। বাকশালী সরকার চরম অগণতান্ত্রিক ও ফ্যাসিবাদী পন্থায় মানুষের ন্যায়সংগত অধিকারগুলোকে হরণ করে। দেশমাতৃকার এই চরম সংকটকালে ৭৫ এর ৩ নভেম্বর কুচক্রীরা মহান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে সপরিবারে ক্যান্টনমেন্টে বন্দী করে। এই অরাজক পরিস্থিতিতে ৭ নভেম্বর স্বজাতির স্বাধীনতা রক্ষায় অকুতোভয় সৈনিক এবং জনতার ঢলে রাজপথে এক অনন্য সংহতির সম্মিলন ঘটে এবং জিয়াউর রহমান মুক্ত হন। এই পটপরিবর্তনে রাষ্ট্রপতি জিয়ার নেতৃত্বে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রভাবমুক্ত হয়ে শক্তিশালী স্বত্তা লাভ করে। গণতন্ত্র অর্গলমুক্ত হয়ে অগ্রগতির পথে এগিয়ে যায়, এই দিন থেকে বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরু হয়। মানুষের মনে স্বস্তি ফিরে আসে। আধিপত্যবাদী শক্তির এদেশীয় অনুচররা উদ্দেশ্য সাধনের পথে কাঁটা মনে করে ১৯৮১ সালে রাষ্ট্রপতি জিয়াকে চট্টগ্রাম সার্কিট হাউসে নির্মমভাবে হত্যা করে। জিয়া শাহাদাত বরণ করলেও তার আদর্শে বলীয়ান মানুষ দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় এখনও ঐক্যবদ্ধ ও দৃঢ় সংকল্পবদ্ধ।

আবারো বিদেশী শক্তির দোসর আওয়ামী ফ্যাসিষ্টরা প্রায় ১৬ বছর রাষ্ট্রক্ষমতাকে জোর করে আঁকড়ে ছিল। এদের নতজানু নীতির কারনেই দেশের সার্বভৌমত্ব দিনের পর দিন দুর্বল হয়ে পড়েছিল। গোপন চুক্তি সম্পাদন করে আমাদের রাজনীতি, অর্থনীতি ও সংস্কৃতিকে নিয়ন্ত্রণ করে প্রভূত্ব কায়েমের বেপরোয়া কার্যক্রম অব্যাহত রাখা হয়েছিল। তারা গণতন্ত্রের পক্ষে লড়াকু নেতা-কর্মীদেরকে বিভৎস নির্মমতায় দমন করেছে, আয়নাঘরসহ গুম, খুন, বিচারবহির্ভূত হত্যার এক ভয়াল দু:শাসন কায়েম করে বিরোধী দলের গণতান্ত্রিক অধিকারগুলোকে নির্দয় শাসনের যাঁতাকলে পৈশাচিকভাবে পিষ্ট করেছে। আর নির্যাতনের এই অব্যাহত ধারায় ‘গণতন্ত্রের প্রতীক’ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বহু বছর মুক্তি দেয়া হয়নি। ৫ আগষ্ট ছাত্র-জনতার মহিমান্বিত আত্মদানের মধ্য দিয়ে ফ্যাসিষ্টরা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। মানুষের মধ্যে গণতন্ত্রের মুক্তির পথ প্রসারিত হয়েছে। এখন চুড়ান্ত গণতন্ত্রের চর্চার জন্য অবাধ, সুষ্ঠু নির্বাচনসহ গণতন্ত্রের অপরিহার্য শর্ত মানুষের মৌলিক মানবাধিকার নিশ্চিত করতে হবে। আওয়ামী ফ্যাসিষ্টদের নতজানু নীতির কারণেই আমাদের আবহমানকালের কৃষ্টি, ঐতিহ্য, ভাষা ও সংস্কৃতির ওপর চলেছিল বাধাহীন আগ্রাসন। তাই আমি মনে করি ৭ নভেম্বরের চেতনায় সকল জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্রের পথচলাকে অবারিত এবং জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা এই মূহুর্তে অত্যন্ত জরুরী।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।

হায় বাংলা...
06/12/2023

হায় বাংলা...

06/12/2023

"৬ ডিসেম্বর, আজ স্বৈরাচার পতন দিবস"

নব্য স্বৈরাচার নিপাত যাক,
গনতন্ত্র মুক্তি পাক...

মোজা বাবু, চঞ্চল চুদ্রী তুরা কো রে??
05/12/2023

মোজা বাবু, চঞ্চল চুদ্রী তুরা কো রে??

03/12/2023

"আজ বিশ্ব প্রতিবন্ধী দিবস"

বিশিষ্ট অটিস্টিক, রিজার্ভ খেকো সাড়ে হাজার ভাগিনাকে অটিস্টিক দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন...

01/12/2023

একই মামলায় বিএনপি’র শীর্ষ নেতৃবৃন্দ কারাগারে রয়

কুলাঙ্গার শাহজাহান জামিন পেয়ে, নৌকার মনোনয়ন লয়

Address

Gaibandha
Dhaka
5700

Alerts

Be the first to know and let us send you an email when Rumu Quazi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rumu Quazi:

Share