famous news

famous news দেশ-বিদেশের বাছাই করা খবর, মজাদার-দরকা

www.famousnews24.com

National, Politics, Sports, Entertainment, Business, religion, Technology, International, Life Style, Health, law & crime, Feature, Arts & Literature, Education, Exclusive Bengali news

পাকিস্তানি অভিনেত্রীর ময়নাতদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্যঅবশেষে প্রকাশ হলো পাকিস্তানি মডেল ও অভিনেত্রী হুমাইরা আসগর আলির...
11/07/2025

পাকিস্তানি অভিনেত্রীর ময়নাতদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

অবশেষে প্রকাশ হলো পাকিস্তানি মডেল ও অভিনেত্রী হুমাইরা আসগর আলির ময়নাতদন্ত রিপোর্ট। বিস্তারিত রিপোর্টে জানা গেছে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য।

শুক্রবার (১১ জুলাই) জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ৮ জুলাই করাচির ডিফেন্স ফেজ ৬ এলাকার একটি ফ্ল্যাট থেকে হুমাইরার গলিত লাশ উদ্ধার করা হয়।

প্রথমে মাসখানেক আগে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হলেও ময়নাতদন্ত রিপোর্ট বলছে, প্রায় ৮ থেকে ১০ মাস আগে মৃত্যু হয় ৩২ বছর বয়সি এই অভিনেত্রীর।

পুলিশ সার্জন ডা. সুমাইয়া সাঈদ কর্তৃক প্রস্তুতকৃত ময়নাতদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, উদ্ধারকৃত লাশটি ছিল চরম পচন ধরা অবস্থায় এবং সম্পূর্ণরূপে অপরিচিতযোগ্য।

ময়নাতদন্তের উল্লেখযোগ্য পর্যবেক্ষণ:

- মৃতদেহ ছিল ‘চরম পচন ধরা অবস্থায়’।
- মুখের পেশি সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়।
- আঙুল ও নখ কেবল হাড়ে পরিণত হয়েছে।
- শরীরের বিভিন্ন অংশে মাংসপেশি সম্পূর্ণ অনুপস্থিত।
- হাড় ছোঁয়ার সঙ্গে সঙ্গেই ভেঙে পড়ছিল।
- মস্তিষ্কের টিস্যু সম্পূর্ণ পচে গলে গেছে (অটোলাইসিস)।
- অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গ ছিল কালচে ও থেতলানো একদলা মাংসের মতো।
- জয়েন্টের তরুণাস্থি (cartilage) অনুপস্থিত ছিল।
- হাড়ে কোনো ভাঙন বা আঘাতের চিহ্ন মেলেনি।
- মাথা ও কঙ্কাল অক্ষত থাকলেও মেরুদণ্ডের স্নায়ুকাঠামো অনুপস্থিত।
- চুলে বাদামি রঙের পোকা পাওয়া গেলেও কোনো কীটপতঙ্গের লার্ভা (ম্যাগট) পাওয়া যায়নি।

প্রতিবেদন অনুযায়ী, পচনের স্তর এতটাই চরম পর্যায়ে ছিল যে মৃত্যুর নির্দিষ্ট কারণ নির্ধারণ বর্তমানে অসম্ভব। তবে ডিএনএ পরীক্ষা ও টক্সিকোলজিক্যাল বিশ্লেষণ চলছে। যেগুলো থেকে পরবর্তীতে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।

এছাড়া, চুল, কাপড় ও রক্তের নমুনা রাসায়নিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

এর আগে গত ৮ জুলাই দুপুর সোয়া ৩টার দিকে হুমাইরার লাশ উদ্ধার করা হয়। ওই সময় আদালতের নির্দেশে পুলিশ ফ্ল্যাটটি খালি করার জন্য আসে। দরজায় কোনো সাড়া না পাওয়ায় পুলিশ ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে ঢুকে তার লাশ মেঝেতে পড়ে থাকতে দেখে।

প্রাথমিক তদন্তে জানা যায়, তিনি গত সাত বছর ধরে ওই ফ্ল্যাটে একা বসবাস করছিলেন এবং ২০২৪ সালের অক্টোবরের পর থেকে কারও সঙ্গে তার যোগাযোগ ছিল না।

প্রতিবেশীরা জানান, তিনি নিজেকে সব সময় আলাদা রাখতেন এবং ফ্ল্যাটের অন্যান্য বাসিন্দাদের সঙ্গে তেমন মেলামেশা করতেন না।

এক প্রতিবেশী জিও নিউজকে জানান, হুমায়রার বাড়িওয়ালার সঙ্গে ভাড়া নিয়ে জটিলতাও ছিল।

এদিকে হুমাইরার লাশ উদ্ধারের পর তা একটি বেসরকারি দাতব্য সংস্থার হিমঘরে পাঠানো হয়। প্রথম দিকে তার বাবা লাশ নিতে অস্বীকৃতি জানালেও বৃহস্পতিবার ভাইসহ পরিবারের সদস্যরা করাচিতে এসে লাশ বুঝে নিয়ে লাহোরে চলে যায়। পরে যেখানে পারিবারিকভাবে তাকে দাফন করা হয়।

ত্রিশ পেরোনো হুমাইরা মূলত রিয়েলিটি শো ‘তামাশা ঘর’ ও চলচ্চিত্র ‘জালেবি’-তে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান।

তার মৃত্যুতে সহকর্মী অভিনেতা-অভিনেত্রী ও শোবিজ অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। অনেকে সোশ্যাল মিডিয়ায় দুঃখ প্রকাশ করে একা থাকা মানুষের খোঁজখবর রাখার আহ্বান জানিয়েছেন।

এদিকে মডেল-অভিনেত্রী হুমাইরার মৃত্যু ঘটে পাকিস্তানের নামকরা বয়োজ্যেষ্ঠ অভিনেত্রী আয়েশা খানের মৃত্যুর এক মাসের মধ্যেই। ৭৭ বছর বয়সি এ টেলিভিশন অভিনেত্রীর লাশও করাচির ফ্ল্যাটে একইভাবে নিঃসঙ্গ অবস্থায় পাওয়া যায়।

খামেনিকে হত্যার জন্য ব্যাপক তল্লাশি চালায় গুপ্তঘাতকরাইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার জন্য তাক...
27/06/2025

খামেনিকে হত্যার জন্য ব্যাপক তল্লাশি চালায় গুপ্তঘাতকরা

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার জন্য তাকে ব্যাপকভাবে খুঁজেছিল ইসরায়েলি কর্মীরা। তবে তার ওপর আক্রমণ চালানোর জন্য কার্যকর সুযোগ পাওয়া যায়নি- ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এমন চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন। শুক্রবার (২৭ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এর আগে ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম কানকে দেওয়া সাক্ষাৎকারে কাটজ বলেছেন, যদি সম্ভব হতো তাহলে সেনাবাহিনী তেহরানের সঙ্গে ১২ দিনের সংঘাতে খামেনিকে হত্যা করতো।

সাক্ষাৎকারে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীকে প্রশ্ন করা হয়- খামেনিকে হত্যার জন্য এমন একটি হামলা চালাতে কি যুক্তরাষ্ট্রের অনুমতির প্রয়োজন ছিল?

এর জবাবে কাটজ বলেন, এসব ক্ষেত্রে আমাদের যুক্তরাষ্ট্রের অনুমতির প্রয়োজন হয় না। ইরানি কর্তৃপক্ষ জানিয়েছেন, যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েল খামেনিকে হত্যার চেষ্টা চালাচ্ছে।

এদিকে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা এবং ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির পর এই প্রথম ভিডিও বার্তা দিয়েছেন খামেনি। ইরান ও ইসরায়েলের মধ্যে ১২ দিনের যুদ্ধবিরতির অবসানের দুই দিন পর গতকাল তার মন্তব্য এসেছে।

ইরানের রাষ্ট্রীয় টিভিতে সম্প্রচারিত এক ভাষণে খামেনি বলেছেন, এই সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্র যে পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা করেছে সেগুলোতে উল্লেখযোগ্য কিছুই ঘটেনি।

ইরানি এই নেতা বলেছেন, তার দেশ তাদের ঐক্য প্রদর্শন করেছে, তারা এই বার্তা পাঠিয়েছে যে “আমাদের জনগণের কণ্ঠস্বর এক”।

খামেনি বলেছেন, ট্রাম্প তার দেশকে ‘আত্মসমর্পণ’ করার আহ্বান জানিয়েছিলেন। কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মুখের তুলনায় তা খুব বড় মন্তব্য ছিল, বলেন তিনি।

খামেনি বলেছেন, ইরানের মতো একটি মহান দেশ ও জাতির জন্য আত্মসমর্পণের কথা বলাই অপমান।

#এই #এই #এই

পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ২১ কেজি ৬০০ গ্রাম ওজনের একটি কাতল মাছ। মাছটি পাইকারি দরে ৩৮ হাজার ৮৮০ টাকায় কিনে ৩৯ হাজ...
26/06/2025

পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ২১ কেজি ৬০০ গ্রাম ওজনের একটি কাতল মাছ। মাছটি পাইকারি দরে ৩৮ হাজার ৮৮০ টাকায় কিনে ৩৯ হাজার ৯৬০ টাকায় বিক্রি করেছেন স্থানীয় এক ব্যবসায়ী।
বৃহস্পতিবার (২৬ জুন) ভোর রাতে পদ্মা নদীর দৌলতদিয়া ফেরি ঘাটের অদূরে জাল ফেলে মাছটি শিকার করেন জেলে রবিন হালদার।

হামলার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক আলোচনার সুযোগ নেই: ইরানইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর যুক্তরাষ্ট্রে...
22/06/2025

হামলার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক আলোচনার সুযোগ নেই: ইরান

ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে এখনই কূটনৈতিক আলোচনার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

রোববার (২২ জুন) ‘কূটনীতির সুযোগ এখনও আছে কি না’— এমন প্রশ্নের জবাবে এমনটাই জানান তিনি। খবরটি নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, কূটনীতির দরজা সবসময় খোলা থাকা উচিত, কিন্তু এখনই তা নয়। আমার দেশ আক্রমণের শিকার হয়েছে, আগ্রাসনের শিকার হয়েছে, আমাদের আত্মরক্ষার বৈধ অধিকারের ভিত্তিতে আগে প্রতিক্রিয়া জানাতে হবে।

এ সময়, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন হামলা ‘আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং ক্ষমার অযোগ্য’ বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে, গত রাতে মার্কিন বোমারু বিমান দিয়ে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার জেরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) দেয়া এক পোস্টে বলেন, এই হামলা আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির গুরুতর লঙ্ঘন।

সেইসঙ্গে তিনি সতর্ক করেন, এই হামলার ‘চিরস্থায়ী পরিণতি’ ভোগ করতে হবে যুক্তরাষ্ট্রকে।

পোস্টে হুঁশিয়ারি দিয়ে আরাঘচি আরও বলেন, ইরান তার সার্বভৌমত্ব, স্বার্থ এবং জনগণকে রক্ষায় সব ধরনের পদক্ষেপ নেয়ার অধিকার সংরক্ষণ করে।

এর পরপরই ইসরাইলের বেন গুরিয়ন বিমান বন্দরসহ বেশ কিছু স্থানকে টার্গেট করে মিসাইল হামলা চালায় ইরান।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে ডেমোক্রেট আইন প্রণেতাদের অনেকেই ইরানে মার্কিন হামলার নিন্দা জানিয়েছেন।

ইসরাইলের ‘মস্তিষ্ক’ গুঁড়িয়ে দিল ইরানমধ্য ইসরাইলের রেহোভোতে অবস্থিত ওয়েইজম্যান বিজ্ঞান ইনস্টিটিউট। বহু বছর ধরে এটি ইসরাইল...
17/06/2025

ইসরাইলের ‘মস্তিষ্ক’ গুঁড়িয়ে দিল ইরান

মধ্য ইসরাইলের রেহোভোতে অবস্থিত ওয়েইজম্যান বিজ্ঞান ইনস্টিটিউট। বহু বছর ধরে এটি ইসরাইলের সামরিক গবেষণার কেন্দ্র হিসেবে পরিচিত। সোমবার রাতে ইরানের এক ক্ষেপণাস্ত্র হামলায় প্রতিষ্ঠানটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইরান এ হামলাকে তাদের বেসামরিক নাগরিকদের ওপর পরিচালিত ইসরাইলি হামলার জবাব হিসেবে ব্যাখ্যা করেছে।

ইসরাইলের হিব্রু ভাষার প্রভাবশালী সংবাদমাধ্যম হারেৎজ গ্রুপের আওতাধীন দৈনিক দ্য মার্কার জানিয়েছে, প্রতিষ্ঠানটির একাধিক ভবনে সরাসরি আঘাত লাগে এবং একটি গুরুত্বপূর্ণ গবেষণা কমপ্লেক্স সম্পূর্ণভাবে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

এই গবেষণাগারগুলোতে জীবনবিজ্ঞান, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং অণুজীববিজ্ঞানের ওপর অত্যাধুনিক গবেষণা চলত। যেগুলোর ফলাফল ইসরাইলের নজরদারি প্রযুক্তি, টার্গেটিং সিস্টেম এবং অস্ত্র ব্যবস্থাপনায় সরাসরি প্রয়োগ হয়েছে। এসব প্রযুক্তি গাজা, লেবানন, ইয়েমেন ও সম্প্রতি ইরানের ভূখণ্ডে পরিচালিত হামলায় ব্যবহৃত হয়েছে।

ওয়েইজম্যান ইনস্টিটিউটকে অনেক সময় ‘ইসরাইলের বৈজ্ঞানিক ও সামরিক মস্তিষ্ক’ বলে আখ্যা দেওয়া হয়। কেননা, এখান থেকেই মূলত পরিচালিত হয়েছে ড্রোন প্রযুক্তি, এয়ারস্ট্রাইক কন্ট্রোল সিস্টেম এবং যুদ্ধক্ষেত্রের মেডিকেল টেকনোলজির গবেষণা — যা বহুবার বিভিন্ন বেসামরিক জনপদের বিরুদ্ধে ব্যবহৃত হয়েছে।

ধ্বংসপ্রাপ্ত গবেষণাগারগুলোর মধ্যে একটি পরিচালনা করতেন ইসরাইলি অধ্যাপক এলদাদ জাহোর। তিনি আণবিক কোষ জীববিদ্যার একজন প্রবীণ গবেষক। অপরদিকে অধ্যাপক এরান সেগালের কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণাগারেও সরাসরি আঘাত লেগেছে।

তিনি জানান, মিলিয়ন ডলারের যন্ত্রপাতি পানিতে ও কাঠামোগত ক্ষতিতে একেবারে ধ্বংস হয়ে গেছে। তার গবেষণাগার মূলত যুদ্ধক্ষেত্রের রিয়েল-টাইম সিদ্ধান্ত গ্রহণ ও নজরদারি অ্যালগরিদম উন্নয়নে কাজ করত।

ইসরাইলি গণমাধ্যমে প্রকাশিত ছবিগুলোতে দেখা গেছে আগুনে পুড়ে যাওয়া ল্যাবের ভেতর, ধসে পড়া মেঝে, পুড়ে যাওয়া বৈদ্যুতিক লাইন ও সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত কাঠামো। সূত্রগুলো বলছে, এটি ছিল ইরানের একটি নির্ভুল (precision) হামলা।

দ্য মার্কার তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, ইরানের এই হামলা কোনো ‘এলোমেলো’ হামলা নয়, বরং খুবই সচেতনভাবে বাছাইকৃত একটি আঘাত। কারণ এই ইনস্টিটিউটটি বহু বছর ধরে সামরিক গবেষণাকে বৈজ্ঞানিক ছদ্মবেশে চালিয়ে আসছিল।

বিশ্লেষকদের মতে, ইরানের এই হামলা ইসরাইলের পারমাণবিক বিজ্ঞানীদের হত্যার প্রতিশোধ হিসেবেও দেখা যেতে পারে।

‘অপূরণীয় ক্ষতি’

গবেষণাগারের অধ্যাপক শ্যারেল ফ্লেইশম্যান বলেন, ‘লাইফ সায়েন্সের গবেষণাগারগুলোতে এমনসব উপাদান থাকে, যেগুলো সংগ্রহ ও সংরক্ষণ করতে বহু বছর লাগে। এগুলো ধ্বংস হয়ে গেলে তা আর ফিরে পাওয়া যায় না’।

অপর গবেষক অধ্যাপক ওরেন শুল্ডিনার বলেন, ‘মনে হচ্ছে যেন গোটা ল্যাবটাই বাতাসে মিলিয়ে গেছে’। এটি পুরোপুরি পুনর্গঠন করতে কমপক্ষে দুবছর সময় লাগবে বলেও উল্লেখ করেন তিনি।

বিশ্লেষকরা বলছেন, এ হামলার মাধ্যমে ইরান একটি স্পষ্ট বার্তা দিয়েছে। তা হলো- ইসরাইলি দখলদারিত্বের গবেষণা প্রতিষ্ঠানগুলো যখন যুদ্ধযন্ত্রে রূপান্তরিত হয়, তখন সেগুলো আর নিরীহ থাকে না। এমন ‘দ্বৈত পরিচয়’ আর বিনা প্রতিক্রিয়ায় চলতে দেওয়া হবে না। সূত্র: আল মায়াদিন ও দ্য মার্কার

16/06/2025

'আওয়ামী লীগের গোপন প্রস্তুতি'

সরকারের নিষেধাজ্ঞা সত্ত্বেও আওয়ামী লীগ গোপনে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচির পরিকল্পনা করেছে, যার মাধ্যমে তারা দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে বলে গোয়েন্দা প্রতিবেদনে উঠে এসেছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকাজ চলা অবস্থায় দলের সব কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ থাকলেও, ২৩শে জুন দলটির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকাসহ বিভাগীয় শহরগুলোতে বিক্ষোভ, রাতের বেলা শ্রদ্ধা নিবেদন ও ভার্চুয়াল আলোচনা সভা, খাদ্য বিতরণ, ঝটিকা মিছিলের মতো গোপন কর্মসূচির পরিকল্পনা রয়েছে।

পুলিশ-র‍্যাবের চোখ ফাঁকি দিতে নেতাকর্মীরা ছদ্মবেশে বা সাধারণ মানুষের সঙ্গে মিশে কর্মসূচি পালন করছে। এমনকি আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থির করতে ছিনতাই-ডাকাতির মতো ঘটনাও ঘটানো হচ্ছে বলে সন্দেহ করা হচ্ছে।

ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মিছিলের পরিকল্পনা থাকলেও, পুলিশ জানিয়েছে এগুলো অবৈধ এবং কঠোর নজরদারির মধ্যে রাখা হয়েছে।

#সব #ও #ঢাকার

ইরান নাকি ইসরাইল, সামরিক শক্তিতে এগিয়ে কোন দেশ?আন্তর্জাতিক ডেস্কইরান-ইসরাইল নতুন করে সংঘাত সৃষ্টি হওয়ায় দেশ দুটির সামরিক...
14/06/2025

ইরান নাকি ইসরাইল, সামরিক শক্তিতে এগিয়ে কোন দেশ?
আন্তর্জাতিক ডেস্ক

ইরান-ইসরাইল নতুন করে সংঘাত সৃষ্টি হওয়ায় দেশ দুটির সামরিক শক্তি নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। গ্লোবাল ফায়ার পাওয়ারের পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বে শীর্ষ ২০ সামরিক শক্তিধরের তালিকায় আছে দুই দেশই। ইসরাইলসহ বিশ্বের নয়টি দেশের কাছে প্রায় ১২ হাজার ৫১২টি পারমাণবিক অস্ত্র মজুতের তথ্য থাকলেও এর পরিমাণ ইরানে কেমন; সে সংক্রান্ত স্পষ্ট তথ্য নেই।

ইরান-ইসরাইল পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্য আরেকটি সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে। উত্তেজনা তৈরি হওয়ায় পর থেকেই দেশ দুটির সামরিক শক্তিমত্তার বিষয়ও সামনে আসছে। গ্লোবাল ফায়ার পাওয়ারের পরিসংখ্যান অনুযায়ী, ইরান সামরিক সক্ষমতার দিক থেকে ইসরাইলের তুলনায় তিন ধাপ এগিয়ে আছে। দুই দেশের সামরিক শক্তির তুলনামূলক বিশ্লেষণ প্রকাশ করেছে বিবিসি।

ইরান ও ইসরাইল দুই দেশই প্রতিরক্ষা খাতে বিপুল অর্থ ব্যয় করে। তবে বার্ষিক সামরিক বাজেটে ইরানের তুলনায় ইসরাইলের ব্যয় দ্বিগুণেরও বেশি। ইসরাইলের প্রতিরক্ষা বাজেট ২ হাজার ৪৪০ কোটি ডলার। আর ইরানের বাজেট ৯৯৫ কোটি। সামরিক ব্যয়ের দিক দিয়ে বিশ্বের ১৪৫ দেশের মধ্যে ইরানের অবস্থান ৩৩তম। আর ইসরাইল ১৯তম স্থানে।

গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী, সেনা সংখ্যার বিচারে ইসরাইলের চেয়ে এগিয়ে আছে ইরান। ইসলামিক শাসনতন্ত্রে পরিচালিত দেশটির নিয়মিত সেনা ১১ লাখ ৮০ হাজার। বিপরীতে ইসরাইলের সেনা সংখ্যা ৬ লাখ ৭০ হাজার। ইরানের হাতে আছে ৫৫১টি সামরিক বিমান, ইসরাইলের আছে ৬১২টি।

ট্যাংক ও সাঁজোয়া যানের দিক দিয়েও এগিয়ে ইরান। ইসরাইলের ১ হাজার ৩৭০টি ট্যাংকের বিপরীতে ইরানের আছে ১ হাজার ৯৯৬টি। ইরান এগিয়ে আছে নৌ শক্তিতেও। দেশটির ১০১টি যুদ্ধজাহাজের মধ্যে সাতটি ফ্রিগেট ও ২১টি টহল দেয়ার কাজে ব্যবহৃত হয়। ইসরাইলের ৫টি সাবমেরিনের বিপরীতে ইরানের আছে ১৯টি।

ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের ২০২৩ সালের তথ্যের বরাতে বিবিসি জানিয়েছে, বিশ্বের নয়টি দেশের কাছে প্রায় ১২ হাজার ৫১২টি পারমাণবিক অস্ত্র আছে। তবে ইরানের হাতে কী পরিমাণ অস্ত্র মজুত আছে তা নিয়ে স্পষ্ট তথ্য নেই। গত কয়েক বছর ধরেই যুক্তরাষ্ট্র দাবি করে আসছে, ইরান তাদের ইউরেনিয়ামের মজুত দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি করছে। যদিও তা প্রত্যাখ্যান করেছে ইরান।

14/06/2025

আম্মা সালাম জানিয়েছেন : তারেক রহমান

ইরানে হামলাইসরাইলকে কড়া বার্তা সৌদি আরবেরইরানের পারমাণবিক ও সামরিক লক্ষ্যবস্তুতে ইসরাইলি হামলার নিন্দা জানিয়েছে সৌদি আর...
13/06/2025

ইরানে হামলা
ইসরাইলকে কড়া বার্তা সৌদি আরবের

ইরানের পারমাণবিক ও সামরিক লক্ষ্যবস্তুতে ইসরাইলি হামলার নিন্দা জানিয়েছে সৌদি আরব।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘সৌদি আরব ভ্রাতৃপ্রতিম ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে স্পষ্টতই ইসরাইলি আগ্রাসনের তীব্র নিন্দা জানাচ্ছে, যা এর সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে ক্ষুণ্ন করে।’

এ ধরনের হামলা আন্তর্জাতিক আইন ও রীতিনীতির স্পষ্ট লঙ্ঘন বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে।

এদিকে সামরিক অভিযান ‘অপারেশন রাইজিং লায়ন’, যা ইরানের পারমাণবিক কর্মসূচিকে ব্যর্থ করার জন্য পরিচালনা করা হয়েছে বলে দাবি করেছিল ইসরাইল, তাতে বেশ কয়েকজন জ্যেষ্ঠ ইরানি সামরিক ব্যক্তিত্ব এবং পারমাণবিক বিজ্ঞানী নিহত হয়েছেন বলে জানা গেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ইসরাইলের এই হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি নিহত হয়েছেন।

এ হামলায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান হোসেন সালামিও নিহত হয়েছেন। এছাড়াও প্রাণ হারিয়েছেন, খতম-আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দফতরের কমান্ডার গোলামালী রশিদ। হামলায় নিহত হয়েছেন পারমাণবিক বিজ্ঞানী এবং ইরানের পারমাণবিক শক্তি সংস্থার সাবেক প্রধান ফেরেদুন আব্বাসি।

ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচির সাথে জড়িত আরেক পারমাণবিক বিজ্ঞানী মোহাম্মদ মাহদি তেহরানচিও প্রাণ দিয়েছেন ইসরাইলি হামলায়।

তবে গত কয়েক ঘণ্টায় ইরান ইসরাইলে ১০০টিরও বেশি ড্রোন হামলা চালিয়েছে বলে জানিয়েছে তেল আবিব। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডিফ্রিন এ তথ্য জানিয়েছেন।

ড্রোনগুলো গুলি করে ভূপাতিত করার জন্য ইসরাইলি বাহিনী ‘কাজ করছে’ বলেও জানান তিনি।

সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল বলছে, ইরান থেকে উৎক্ষেপণ করা ড্রোনগুলো ইসরাইলে পৌঁছাতে কয়েক ঘণ্টা সময় লাগবে বলে জানা গেছে।

#এই #এক #কাজ

এই ছবিটিই বলে দেবে আপনার মানসিক চরিত্রমানুষের চারিত্রিক প্রকৃতি অনেকটাই তার অবচেতন মনের প্রকৃতির ওপর নির্ভর করে। আমরা যে...
10/06/2025

এই ছবিটিই বলে দেবে আপনার মানসিক চরিত্র

মানুষের চারিত্রিক প্রকৃতি অনেকটাই তার অবচেতন মনের প্রকৃতির ওপর নির্ভর করে। আমরা যেসব বিষয় সচেতনভাবে ভাবি না সেগুলোই অবচেতন মনে অত্যন্ত যত্নে স্থান করে নেয়। আমাদের দৈনন্দিন জীবন কেবল সজাগ, সচেতন মন, উপস্থিত বুদ্ধি, বুদ্ধিমত্তা বা সহজাত প্রবৃত্তির মাধ্যমে নিয়ন্ত্রিত হয় না। অনেক ক্ষেত্রেই এসব অবচেতন মন নিয়ন্ত্রণ করে।

মনোবিজ্ঞানীদের মতে, অবচেতন মনের গতিবিধি বোঝা বেশ কঠিন। এই অবচেতন মনের চরিত্র উন্মোচনের জন্য তাকে সজাগ করা অত্যন্ত জরুরি। এ কাজে অপটিক্যাল ইলিউশন বা দৃষ্টিভ্রম সৃষ্টিকারী ছবি অত্যন্ত কার্যকর। এমনই একটি দৃষ্টিভ্রম ছবির মাধ্যমে জানা যাবে আপনার মানসিক চরিত্র সম্পর্কে। ছবিতে প্রথমে কোন প্রাণীটি দেখলেন, তা থেকেই প্রকাশ পাবে আপনার ব্যক্তিত্বের গোপন রহস্য। ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বাঘ : যারা প্রথমে বাঘ দেখেছেন, মনোবিজ্ঞানীদের মতে, তারা বদমেজাজী এবং উচ্চাভিলাষী। জীবনে বড় সাফল্য অর্জন করেন এরা। তবে বেপরোয়া স্বভাব মাঝেমধ্যে বিপদ ডেকে আনতে পারে। এদের ইচ্ছাশক্তি অত্যন্ত প্রবল।

ঈগল : প্রথমে ঈগল দেখলে, আপনি উচ্চাভিলাষী, উদার, পরোপকারী এবং আত্মবিশ্বাসী। সমাজে সম্মানীয় ব্যক্তি হিসেবে পরিচিতি পান। আপনার আন্তরিকতায় অচেনা মানুষও প্রথম সাক্ষাতে মুগ্ধ হন।

কুকুর : যারা প্রথমে কুকুর দেখেছেন, তারা বুদ্ধিমান, অনুগত, আন্তরিক, বিশ্বস্ত এবং বিচক্ষণ। বিচার-বিশ্লেষণের অসাধারণ ক্ষমতা তাদের ব্যক্তিগত ও পেশাগত জীবনে সাফল্য এনে দেয়।

হাতি : প্রথমে হাতি দেখলে, আপনি জ্ঞানী, ধৈর্যশীল, উদার, পরোপকারী এবং বিচক্ষণ। পরিবার আপনার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। উচ্চাভিলাষী না হলেও, অল্পতেই সন্তুষ্ট থাকেন। বিচক্ষণতা ও বিবেচনাবোধ আপনার সাফল্যের চাবিকাঠি। সমাজে আপনি সম্মানের পাত্র।

কাঠবিড়ালি : প্রথম দেখায় কাঠবিড়ালি চোখে পড়লে, আপনি বুদ্ধিমান, দূরদৃষ্টিসম্পন্ন, সচেতন, নিষ্ঠাবান, সক্রিয় এবং আত্মবিশ্বাসী। সমাজে অত্যন্ত জনপ্রিয় এবং অদম্য উৎসাহ ও শক্তি আপনার সাফল্যের মূলমন্ত্র।

ব্যাঙ : ব্যাঙ প্রথমে দেখলে, আপনি শান্ত, ধৈর্যশীল, বুদ্ধিমান, দূরদৃষ্টিসম্পন্ন, মনোযোগী এবং বিচক্ষণ। বিপদ দ্রুত আঁচ করতে পারেন এবং সময়মতো উপযুক্ত ব্যবস্থা নিতে সক্ষম। ধৈর্য ও বিচক্ষণ বিশ্লেষণ আপনাকে সফল করে।

মাছ : প্রথমে মাছ দেখলে, আপনি অত্যন্ত সুচতুর, বিচক্ষণ, সচেতন, সক্রিয় কিন্তু অস্থিরচিত্ত এবং রহস্যময়। আপনার মনের ভাব বাইরে থেকে বোঝা কঠিন। গোপনীয়তা রক্ষায় বিশ্বস্ত এবং সমাজে অত্যন্ত জনপ্রিয়।

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (১০ জুন) #হার
10/06/2025

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (১০ জুন)

#হার

রোগীর পরিবার জানতোই না, তাকে রাতে সাপে কামড়েছে। রাত ২টা থেকে রোগীর গলায় ব্যথা ও বারবার অবচেতন হয়ে যাওয়ার উপসর্গ দেখা দেয়...
08/06/2025

রোগীর পরিবার জানতোই না, তাকে রাতে সাপে কামড়েছে। রাত ২টা থেকে রোগীর গলায় ব্যথা ও বারবার অবচেতন হয়ে যাওয়ার উপসর্গ দেখা দেয়। অবশেষে বুধবার সকাল ৭টায় রোগীকে আশঙ্কাজনক অবস্থায় লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে আনা হয়। দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার রোগীকে তাৎক্ষণিকভাবে ভর্তি করেন।

সকাল ১০টায় রুটিন ডিউটিতে আবাসিক মেডিকেল অফিসার উপস্থিত হয়ে রোগীর উপসর্গ দেখে অনুমান করেন, এটি সাপে কামড়ানোর ঘটনা হতে পারে। তিনি রোগীর স্বজনদের বিছানার আশপাশে খুঁজে দেখতে বলেন। পরে রোগীর বিছানার বালিশের নিচে মৃত অবস্থায় একটি বিষধর সাপ পাওয়া যায়, যা ছিল ‘চাইনসোয়ে’ (স্থানীয় নাম)।

সঙ্গে সঙ্গে সাপে কাটার চিকিৎসা শুরু করা হয়। ততক্ষণে রোগীর হৃদপিণ্ড প্রায় ৭০% অকার্যকর হয়ে গিয়েছিল। এরপর লামা হাসপাতালের চিকিৎসক, উপসহকারী মেডিকেল অফিসার এবং নার্সদের টানা তিন ঘণ্টার প্রচেষ্টায় রোগীকে সুস্থ অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হয়।

এই ঘটনা লামা হাসপাতালের চিকিৎসকদের মানবিকতা ও দক্ষতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকলো।

সাপে কাটা রোগীকে অবশ্যই যত দ্রুত সম্ভব নিকটস্থ হাসপাতালে নিয়ে যাবেন এবং সম্ভব হলে সাপ মৃত অবস্থায় সাথে নিয়ে যাবেন।

বিঃদ্র: ভুলেও কবিরাজি করে মূল্যবান সময় নষ্ট করবেন না।

#এই #না #না

Address

Rajarbag

Alerts

Be the first to know and let us send you an email when famous news posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to famous news:

Share