Destiny News by Md.Bellal

Destiny News by Md.Bellal our challenge between TRUE & FALSE (2012,2013,2014,2015.2016+2017+2018+2019+2020+2021+2022+2023+2024+2025

15.1.2025
We are free Now.

14/05/2025

Live: মিট দ্য রিপোর্টার্স
ড. মোহাম্মদ রফিকুল আমীন




17/04/2025

সকল বিনিয়োগকারী টাকা ফেরৎ পাবে।
মোহাম্মদ রফিকুল আমিন
ডেসটিনি প্রতারণা করেনি বরং ষড়যন্ত্রের শিকার।

25/03/2025

চলো চলো ঢাকা চলো,
আলীস সেন্টার দখল মুক্ত করো।
ডেসটিনি বিরোধী চক্র নির্মূল করো,
রফিকুল আমিনের ডেসটিনি চলবে রফিকুল আমীনের হাত ধরে- ইনশাআল্লাহ।।।।

আগামীকাল ২৬/৩/২০২৫, সকাল সাড়ে দশটায় ১০:৩০ মিনিট।
স্থানঃ আলী'স সেন্টার, বিজয় নগর, ঢাকা।

Address:
20/3, Bijoynagar (0ld), New-172 Shahid Syed Nazrul Islam Sarani, Dhaka 1000, Bangladesh.

25/03/2025

একটি জরুরী ঘোষনা।
বৈশাখী টেলিভিশনের এমডি জনাব মোহাম্মদ রফিকুল আমিন স্যার আজ সকাল ১১ টায় আলীস সেন্টার অপশক্তি মুক্ত করবেন।।
ঢাকা কেন্দ্রীক সকল লিডাররা ১০.৩০ মিনিটের মধ্যে আলীস সেন্টারের সামনে উপস্থিত থাকবেন।।

আলহামদুলিল্লাহ ডেসটিনি গ্রুপের কর্নধার ডঃ মোহাম্মদ রফিকুল আমিন স্যারের সহধর্মিনী ও ডেসটিনি-২০০০ লিঃ এর পরিচালক ফারাহ দিব...
11/02/2025

আলহামদুলিল্লাহ

ডেসটিনি গ্রুপের কর্নধার ডঃ মোহাম্মদ রফিকুল আমিন স্যারের সহধর্মিনী ও ডেসটিনি-২০০০ লিঃ এর পরিচালক ফারাহ দিবা কে ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড এর মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট ।





09/02/2025

আওয়ামীলীগ ধ্বংস হয়েছে শুধু তাদের পাপের কারণে। একটা লোক নামাজ পড়া অবস্থায় ও তাদের হাত থেকে রক্ষা পায়নি ।
দেখুন ভিডিওতে....

ডেসটিনি গ্রুপের কর্ণধার ড. মোহাম্মদ রফিকুল আমীন পক্ষ থেকে কিছু নির্দেশনা।ডেসটিনি গ্রুপের আলোচিত ২টি প্রতিষ্ঠান ( ডেসটিনি...
07/02/2025

ডেসটিনি গ্রুপের কর্ণধার ড. মোহাম্মদ রফিকুল আমীন পক্ষ থেকে কিছু নির্দেশনা।

ডেসটিনি গ্রুপের আলোচিত ২টি প্রতিষ্ঠান ( ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃ ও ডেসটিনি ট্রি প্ল্যান্টেশন লিঃ) এর নামে ২০১২ সালে মামলা করে দুর্নীতি দমন কমিশন।

আদালতের প্রতি সম্মান জানিয়ে ২০১২ সালের ১১ অক্টোবর স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন ডেসটিনি গ্রুপের কর্ণধার ড. মোহাম্মদ রফিকুল আমীন ও আলহাজ্ব মোহাম্মদ হোসেন।

১২ বছর পর একটি মামলা ২০২২ সালের ১২ মে ও অপর মামলাটি ২০২৫ সালের ১৫ই জানুয়ারি বিচারিক আদালতে নিস্পত্তি হয় । দীর্ঘ ১২ বছর ৩মাস ৫দিন অন্যায় ভাবে সাজা খাটার পর ২জন জেল জীবন থেকে মুক্ত হন ।

২ জনই কারাগার থেকে মুক্ত হয়ে এর পরদিন থেকে ৪৫ লক্ষ বিনিয়োগকারী ও ক্রেতা-পরিবেশকদের স্বার্থের কথা চিন্তা করে প্রতিদিন নিয়মিত অফিস করেন । বিনিয়োগকারীদের সাথে নিয়মিত দেখা সাক্ষাৎ ও তাদের সমস্যা সমাধানের জন্য কাজ করেন ।

ডাক্তার বলেছিলেন আগে স্বাস্থের বিষয় টি খেয়াল রাখার জন্য । কিছু দিন যেন তিনি চিকিৎসার জন্য সময় নেন । ডাক্তারের কথা মত গত ৩১ জানুয়ারি ঢাকার বারডেম হসপিটালে ভর্তি হন ।

ডাক্তার এনজিও গ্রাম করে বলেছেন আলহামদুলিল্লাহ্‌ আপনার স্বাস্থের কন্ডিশন ভাল । তবে আপনাকে কমবেশি ১ সপ্তাহ বিশ্রামে থাকা প্রয়োজন। এই সময়ের মধ্যে আপনি কথা বলা ও দেখা সাক্ষাৎ থেকে বিরত থাকবেন।

ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী গত বুধবার থেকে ১টি বেসরকারী হাসপাতালে ড. মোহাম্মদ রফিকুল আমীন অভিজ্ঞ ডাক্তারের তত্বাবধানে ভর্তি আছেন । এই সময়ের (১ সপ্তাহ) মধ্যে সকলের সাথে মোবাইলে কথা বলা ও দেখা সাক্ষাৎ করা থেকে বিরত থাকার নির্দেশ প্রদান করেছেন।

ড. মোহাম্মদ রফিকুল আমীন বলেছেন এই সময়ের (১ সপ্তাহ) মধ্যে সকল নাম্বার বন্ধ থাকবে । কেউ যেন এই বিষয়ে কোন প্রকার দুশ্চিন্তা না করেন। আল্লাহ পাক রাব্বুল আলামীন সবকিছু ঠিক রাখলে আগামী সপ্তাহ থেকে আবার নিয়মিত অফিস করবেন ইনশাহ আল্লাহ ।

(বিঃ দ্রষ্টব্য এই বিষয়টি প্রচার করার জন্য বলেছেন । আমরা যেন সকলের কাছে এই ম্যাসেজ টি পৌছিয়ে দেওয়ার ব্যবস্থা করি। )

16/01/2025

দৈনিক ডেসটিনির সম্পাদক মহোদয়ের মুক্তি উপলক্ষে মতবিনিময় | MD Rafiqul Amin Release...






16/01/2025
‘ডেসটিনিতে বিনিয়োগকারিদের টাকা দ্রুত ফেরত দেয়ার উদ্যোগ নেয়া হবে’
16/01/2025

‘ডেসটিনিতে বিনিয়োগকারিদের টাকা দ্রুত ফেরত দেয়ার উদ্যোগ নেয়া হবে’

15/01/2025

দুদকের অফার প্রত্যাখ্যান রফিকুল আমীন

#রফিকুলআমীন
#রফিকুলআমিন #ডেসটিনি

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Destiny News by Md.Bellal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category