Shobnom & Mohaimenul's Vlog

Shobnom & Mohaimenul's Vlog This page includes Daily Life Vlog and beauty tips related issues. DM us for any promotion and brand collaborations.Or CONTACT US:
[email protected]
(2)

৬ বছর আগের আমি....
09/08/2025

৬ বছর আগের আমি....

আপুর কনটেন্ট আমার খুব ভালো লাগে। তিনটা বাচ্চাই মাশাল্লাহ এত কিউট। আপু আপনার জন্য অনেক অনেক দোয়া..সব সময় খুব ভালো থাকবে...
07/08/2025

আপুর কনটেন্ট আমার খুব ভালো লাগে। তিনটা বাচ্চাই মাশাল্লাহ এত কিউট। আপু আপনার জন্য অনেক অনেক দোয়া..সব সময় খুব ভালো থাকবেন পরিবারকে নিয়ে।
Safwan Shanaya Family Vlog

07/08/2025

অনেকদিন পর মামুনির হাতের মোগলাই পরোটা আর ডালপুরি খেলাম।।

02/08/2025

বৃষ্টির দিনে লেটকা খিচুড়ি আর মুরগির মাংসের মজাদার খাবার।।


29/07/2025

অসুস্থ হলে বোঝা যায় সুস্থতা আল্লাহর কত বড় নেয়ামত।।


05/06/2025

📌আরাফার আমল সাজেশনঃ
যারা এখনো বুঝতে পারছেন না কিভাবে আমল শুরু করবেন বা কি কি পড়বেন তাদের জন্য।
১। আস্তাগফিরুলাহ্ ১০০০ বার।
২। দরুদ শরীফ ৫০০ বার।
৩। দরুদে ইব্রাহীম ২০ বার।
৪। সুরা ইখলাস ৫০ বার।

৫। ''লা- ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া কুল্লি শাইইন কাদীর। - ১০০ বারg
সকাল ও সন্ধায়। (মুখস্ত না থাকলে খাতায় লিখে নিন।দেখে দেখে পড়বেন।)

৬। ইয়া জাল যালালি ওয়াল ইকরাম। ১০০ বার।

৭। পাচঁ ওয়াক্ত নামাজ সময় হওয়ার সাথে সাথে পড়ে নিবেন।নামাজের শেষে কান্না করে দোয়া করবেন। কান্না না আসলেও অন্তত চেষ্টা করবেন।

৮। নামাজের সিজদাতে ৩ বার "সুবহানা রাব্বিয়াল আলা" বলার পর আপনার মনের সেই দোয়াটা বলুন যা আপনি পুরন করাতে চান।

৯। প্রতি ওয়াক্ত আজানের জবাব দিন, এবং আজানের ফাকে ফাকে মোয়াজ্জিন যখন থামে তখন আপনার মনের সেই কথা টা বলুন যা আপনি পুরন করাতে চান।

১০। ফজরের ৩০ মিনিট বা ১ ঘন্টা আগে উঠে দুই রাকআত তাহাজ্জুদের নামাজ পড়ুন। (তাহাজ্জুদ পড়তে চাইলে অবশ্যই আজকে রাতের ৩টার এলার্ম সেট করুন। ৩.৪২ এ তাহাজ্জুদের সময় শেষ হবে।)

১১। নামাজের সিজদায় দোয়া করুন, যা আপনি কবুল করাতে চান। তাহাজ্জুদের দোয়া তীরের মত কাজ করে।এই সুযোগ হাতছাড়া করবেন না।

১২। তাহাজ্জুদের নামাজ শেষ করে কমপক্ষে ৫০০ বার এস্তেগফার করতে থাকুন যতক্ষন আজান না দেয়। তারপর আজান দিলে ফজরের নামাজ পড়ে নিন।

১৩। যথাসম্ভব কিছু না কিছু দান/ সদকা করুন। (হাতে কোন পয়সা না থাকলে বা এখন দান করার মত কোন উপায় না থাকলে অন্তত একটি ডিম আলাদা করে রাখুন, যখন কোন ফকির বা সাহায্যের জন্য কেও আসবে তখন তাকে দিয়ে দিবেন।)

১৪। আরাফার দিনের রোজা রাখুন।
~

১৫। শুধু নিজের জন্য না অন্যের জন্য দোয়া করুন। দোয়া করুন এভাবেঃ

🌸 আল্লাহ্ আপনি আমাকে উত্তম কল্যাণকর জীবনসঙ্গী দান করুন।
আমার ওমুক ছোট বোনেরও উত্তম কল্যাণকর জীবনসঙ্গী দান করুন।
🌸 আল্লাহ আপনি আমাকে নেক্কার সন্তান দান করুন, আমার ওমুক বোনকেও নেক্কার সন্তান দান করুন।
🌸 আমাকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দিন। আমার ওমুক ভাইকেও উত্তম রিজিকের ব্যবস্থা করে দিন।
🌸 আমার ওমুক এক দাদী বা ওমুক এক প্রতিবেশী আমাকে খুব স্নেহ করতো কিন্তু আজ তিনি পৃথিবীতে নাই আপনি তাকে মাফ করে দিন আল্লাহ্।
🌸 আমার ওমুক এক আত্তীয় বা প্রতিবেশী আমাকে একসময় কষ্ট দিয়ে কথা বলেছিল কিন্তু আজ তিনি পৃথিবীতে নাই, আপনি তাকেও ক্ষমা করে দিন আল্লাহ্।
🌸 আরাফার ময়দানের সমস্ত হাজীদের হজ্জ তুমি কবুল করে নাও আল্লাহ্।
🌸 সবার কুরবানি কবুল করে নেও আল্লাহ্।
🌸 ঈদের ছুটিতে যারা বাড়ির উদ্দেশ্য রওনা দিছে বা দিবে তাদের নিরাপদে বাড়ি পৌছিয়ে দাও আল্লাহ্।
🌸 পৃথিবীর প্রতিটি মুসলিম নর নারীর কবরের আযাব তুমি মাফ করে দাও আল্লাহ্।

🌸আমার জন্যও দোয়া কইরেন। দোয়ার দরখাস্ত রইলো।

✅১৬। যথাসম্ভব যা এড়িয়ে চলতে হবেঃ

**কোন মা- খালা, প্রতিবেশী আন্টিরা একসাথে বসে কাওকে নিয়ে গল্প করছে সেখানে থাকবেন না, গীবত এড়িয়ে চলুন।
**যথাসম্ভব টিভি দেখা অফ রাখুন।
**ফেসবুকে অযথা দুনিয়াবি/ঈদের মজা আনন্দ/উইশ এগুলা পোস্ট করা অফ রাখুন।
**অযথা ম্যাসেজিং অফ রাখুন।
~ গরুর ছবি পোস্ট করা থেকে দূরে থাকুন।
~ অন্যের গরু ভালো হয়নি এগুলা বলা থেকে বিরত থাকুন।
~সবচেয়ে গুরুত্তপূর্ণ হলো, নির্জনে বসে আমল করুন, গোপনীয়ভাবে আমল করুন। আপনি কি আমল করলেন তা বলে বেরাবেন না। লোক দেখানো আমল পুরো চেষ্টাকেই বরবাদ করে দিতে পারে।

আরাফার দিন অনেক করুণা করে আল্লাহ্ তা'আলা আমাদের দিয়েছেন। গতবছর যারা ছিল তাদের অনেকেই এবছর জীবিত নেই।💔
তাই বেশি বেশি আল্লাহর দরবারে পানাহ চান। আল্লাহ আমাদের সবাইকে নেক হায়াত দান করুক।©

সবার সাথে শেয়ার করুন❤️।

ঈমান হোক পর্বতসম, নিয়ত হোক স্বচ্ছ (একটি সত‍্য ঘটনা) একজন লিবিয়ান যুবক, নাম তার আমের, সৌদি আরব যাচ্ছিল হজ করার জন্য।যেইম...
25/05/2025

ঈমান হোক পর্বতসম, নিয়ত হোক স্বচ্ছ
(একটি সত‍্য ঘটনা)
একজন লিবিয়ান যুবক, নাম তার আমের, সৌদি আরব যাচ্ছিল হজ করার জন্য।
যেইমাত্র সে এয়ারপোর্টে পৌঁছালো, তার নাম নিয়ে নিরাপত্তা-সংক্রান্ত একটি সমস্যা দেখা দিল।
নিরাপত্তা বাহিনীর লোকেরা তাকে বলল:
“একটু অপেক্ষা করো, আমরা চেষ্টা করছি সমস্যাটা সমাধান করতে।”
এই সময়ে অন্য সব হাজিরা তাদের প্রক্রিয়া শেষ করে প্লেনে উঠে পড়ল, আর প্লেনের দরজা বন্ধ হয়ে গেল।
কিছুক্ষণ পর সমস্যা ঠিক হয়… কিন্তু পাইলট দরজা খুলতে রাজি হল না। প্লেন চলতে শুরু করল এবং আমেরকে ফেলে রেখে উড়ে গেল!
অফিসার তাকে সান্ত্বনা দিয়ে বলল:
“মন খারাপ কোরো না, হয়তো এটা তোমার কপালে ছিল না।”
কিন্তু আমেরের ছিল অটল বিশ্বাস। সে উত্তর দিল:
“আমার নিয়ত হজের, ইনশাআল্লাহ আমি যাবোই।”
হঠাৎ… খবর এলো, প্লেনটিতে যান্ত্রিক সমস্যা হয়েছে এবং তা ফিরে আসছে!
প্লেন ফিরে এলো, মেরামত করা হলো… কিন্তু তাও পাইলট আমেরের জন্য দরজা খুলতে রাজি হল না।
অফিসার আবার বলল:
“হয়তো তোমার ভাগ্যে নেই।”
কিন্তু আমের ছিল দৃঢ়প্রতিজ্ঞ, স্থির ও দৃঢ়চেতা। সে বলল:
“আমার নিয়ত হজের, ইনশাআল্লাহ আমি যাবোই।”
প্লেন আবার উড়ে গেল… কিছুক্ষণ পর আরেকটি খবর এলো:
প্লেনে আবারও সমস্যা হয়েছে!
এবার নিজেই পাইলট বললেন:
“আমি আর উড়ব না, যতক্ষণ না আমের প্লেনে ওঠে।”
শেষ পর্যন্ত… আমের প্লেনে উঠল, সৌদি এয়ারপোর্ট থেকে সে একটি ভিডিও করল —
তার আনন্দ ছিল বর্ণনার বাইরে!

“আল-কাহّহার” — এটি আল্লাহর সুন্দর নামসমূহের একটি।
এর অর্থ:
তিনি কারণগুলোকেও পরাস্ত করেন।
আপনার জন্য সব নিয়ম ভেঙে দিতে পারেন, কেবল আপনাকে সন্তুষ্ট করার জন্য।

তাই “কীভাবে”, “কখন” — এসব নিয়ে বেশি চিন্তা কোরো না…
যতক্ষণ তোমার বিশ্বাস থাকে যে আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান,
বিশ্বাস করো…
তিনি পরিস্থিতি উল্টে দেবেন, তোমার পথ সহজ করে দেবেন,
এমনকি অসম্ভবকেও বাস্তবে রূপ দেবেন।
শর্ত একটাই:
নিয়ত হোক পবিত্র, আর ঈমান হোক অটল।
শায়েখ আবু বকর হাফিঃ র পোস্ট থেকে নেওয়া।

গত কালকের দিনটা ছিল আমার জীবনের সবচেয়ে কঠিন সময়ের মধ্যে একটা। তমালকে যখন অপারেশন থিয়েটারে ঢুকানো হচ্ছিল তখন আমার কেমন...
24/05/2025

গত কালকের দিনটা ছিল আমার জীবনের সবচেয়ে কঠিন সময়ের মধ্যে একটা। তমালকে যখন অপারেশন থিয়েটারে ঢুকানো হচ্ছিল তখন আমার কেমন মনে হচ্ছিল সেটা শুধু আমি আর আমার আল্লাহ সুবহান আল্লাহ তায়ালাই জানি। কিছু সময়ের জন্য মনে হচ্ছিল আমার হার্টবিট মনে হয় বন্ধ হয়ে যাবে। এত বেশি কান্না করতেছিলাম, ডক্টর এসে পর্যন্ত বলছিল আপনি এরকম করলে আমি তো নার্ভাস হয়ে যাব। আল্লাহর অশেষ রহমতে তমাল এখন অনেকটাই ভালো আছে।আলহামদুলিল্লাহ।

17/05/2025
15/05/2025

শেয়ার করার লোভ সামলাতে পারলাম না।
এমনই হওয়া উচিত আমাদের। ❤️
জীবনে যতবার ভেঙ্গে পড়েছি এই বাস্তব অভিজ্ঞতা গুলো যখন মানুষ শেয়ার করে তখন মনোবল আরও শক্ত হয়ে যায়। ধৈর্য ধারণ করার শক্তি পাই। মন থেকে কিছু চাইলে আল্লাহ সুবহানাল্লাহ তালা কখনো ফেরান না। এটাই তার প্রমাণ।
........
গত বছর এই সময়ে এক আত্মীয়ের সাথে গিয়েছিলাম হজ্জ ক্যাম্পে। রিক্সা থেকে নেমে ভাড়ার টাকা এগিয়ে দিতেই রিক্সাওয়ালা মামা বললেন লাগবো না।
ভাবলাম ভাড়া কী কম হয়ে গেলো নাকি! তাড়া ছিলো তাই ভাড়া ঠিক না করেই উঠে পড়েছিলাম। যদিও এখানকার ভাড়া মোটামুটি ফিক্সড, তবে একটা ভালো কাজে এসেছি - মূলামুলি না করে, পকেট হাতড়ে আরো কিছু টাকা মিলিয়ে বাড়িয়ে দিলাম মামার দিকে।
কিন্তু মামা এবারেও সলজ্জ বদনে টাকাটা ফিরিয়ে দিলেন।
বললাম কী সমস্যা মামা, এই ভাড়ায় পোষাচ্ছে না?

রিক্সাওয়ালা মামা লজ্জায় জিভ কেটে বললেন
- ছি ছি মামা, আপনে তো ম্যালা টাকা দিসেন। কিন্তু আমি ভাড়াটা নিতাম না ।

- কেনো নিবেন না?

- আসলে মামা, কোনো হজ্জ যাত্রীর ভাড়া আমি নেই না।

আমি খুব অবাক হয়ে হয়ে বলি
- সে কী কথা! রিক্সা চালানো তো আপনার পেশা। ভাড়া না নিলে আপনার চলবে কীভাবে? আপনার বাড়ি কোই?

- গাইবান্ধা।

- উত্তর বঙ্গের লোক বোকাসোকা ভালো মানুষ হয় জানতাম, কিন্তু এই ভালোমানুষি ধোয়া পানি খেলে তো আর পেট ভরবে না। সংসার চলে কীভাবে?

- আসলে মামা, আমি দিনমজুর। দিন আনি দিন খাই। ঢাকায় আসছি এই কয়দিন হইলো। দ্যাশের বাড়িতে ভ্যান চালাইয়া সংসার চালাই। টানাটানির সংসারে টাকা জমানো খুবই কঠিন। তবু চেষ্টা থাকে কিছু জমানের। বাকিটা আল্লাহয় সহজ কইরা দ্যান।
প্রতি বছর হজ্জের মৌসুমে আমি যখন ঢাকায় আসি তখন পরিবারের হাতে জমানো টাকাডি দিয়া আসি। তাই বিশেষ সমস্যা হয় না।

- আর ঢাকায় আপনার থাকা খাওয়া?

- হজ্জ যাত্রী ছাড়া বাকি সবার থিকা তো ভাড়া নেই। তাইতে আল্লাহয় একটা ব্যবস্থা কইরা দ্যান। ট্যাকায় বরকত আইসা পড়ে।

- সে নাহয় বুঝলাম। কিন্তু আপনার এরকম বিনা পয়সায় যাত্রী সার্ভিস দেয়ার ইচ্ছা কেনো হলো, কারনটা কি জানতে পারি?

- কী বলবো মামা, শুনলে লোকে হাসে। টিটকারি মারে।

- আপনি নির্দিধায় বলেন মামা, আমি শুনবো।

- আসলে মামা হইসে কী... আমার ম্যালা বছরের শখ... বলতে পারেন অন্তরের খায়েস - জীবনে একবার হইলেও আমি মোহাম্মদের (সঃ) দ্যাশে যাবো... যেইখানে আল্লাহর ঘর আছে, সেই ঘর তওয়াফ করবো । জান্নাতি কালা পাথরে চুমা খাবো। সাফা মারওয়া সাই করবো..... আহা কতো নবী রাসূলের পাও মোবারক পড়সে সেই জমিনে....
আবেগে মামার চোখে জল জমা হয়। কাঁধে ঝোলানো গামছাটা দিয়ে চোখ জোড়া কচলে মুছে নেন তিনি।

- মাশাআল্লাহ খুবই ভালো শখ কিন্তু ওখানে যেতে হলে তো অনেক টাকা লাগে মামা। এইভাবে ফ্রী সার্ভিস দিলে টাকা জমাবেন কিভাবে। কতো টাকা জমিয়েছেন এই পর্যন্ত?

- এট্টা টাকাও না।

- এক টাকাও না জমিয়ে আপনি কিভাবে ঐ দেশে যাওয়ার ইচ্ছা পূরণ করবেন মামা? ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখার মতো হলো না বিষয়টা!

- কীভাবে যাবো ঐটা আমি জানিনা, জানেন ঐ একজন।
হাতের তর্জনী উঁচিয়ে আসমানের দিকে ইশারা করেন মামা।
তয় একদিন না একদিন যাবো ইনশাআল্লাহ । মালিকের উপ্রে আমার পুরা ভরসা আছে।

পয়সার জোগাড় নাই অথচ স্বপ্ন দেখে হজ্জে যাবার! ওখানে যেতে হলে যে পরিমান টাকার প্রয়োজন, সে হয়তো সারাজীবনে চোখেও দেখবে না, খরচ করা তো দূর কী বাত!
মামার মূর্খতা দেখে হাসি পেলো তবে চেপে গেলাম। বললাম
- চেষ্টা না করে শুধু আল্লাহর ভরসায় চুপচাপ বসে থাকলে যদি কাজ হতো, তাহলে কতই না ভালো হতো। জানেন মামা, আমারো কাজকাম করতে ভালো লাগে না। আল্লাহর উপর ভরসা করে লেপ গায়ে দিয়ে শুয়ে থাকলাম আর আসমান থেকে টুপ করে খাবার পড়লো। কী মজা হতো তাই না!

- আপনেও মজা লইলেন মামা! চেষ্টা করি না কে বললো? করি তো!

- আপনি যে ব্যাগার খাটছেন, যাত্রীর থেকে ভাড়া নিচ্ছেন না। তাহলে টাকা জমাবেন কীভাবে আর সেই দেশেই বা যাবেন কীভাবে?

এবার মামা শব্দ করে হেসে উঠলেন। বললেন
- মামা আপনারা শিক্ষিত জ্ঞানী মানুষ, অনেক বেশি জানেন। তয় আমি ছোট মুখে একখান বড়ো কথা বলি।
শুনছি হাদিসে আছে, কোনো মানুষ তার আমলের দ্বারা জান্নাতে যাইবো না। জান্নাতে যাইতে পারবো একমাত্র আল্লাহর দয়ায়। মানে হইলো গিয়া - একজন মানুষ অনেক আমল করলো, আমলের পাহাড় নিয়া দাড়াইলো হাশরের ময়দানে কিন্তু আল্লাহ যদি দয়া না করেন, তার আমল পছন্দ না করেন তাইলে কিন্তু ঐ নেকির পাহাড় কোনোই কাজে লাগতো না।
সেই জন্য আমি আমার মালিকরে খুশি করার চেষ্টা করতেসি। মালিকরে যদি একবার সন্তুষ্ট করতে পারি তাইলে আমারে আর ঠেকায় কে! সে আমারে কীভাবে কার মাধ্যমে নিবো তিনিই ভালো জানেন। আমার কাজ খালি মালিকরে খুশি করা আর সেই উদ্দেশ্যেই আমি হজ্জ যাত্রী পাইলে তাদের থিকা টাকা নেই না, তাদের বোঝা টাইনা দেই। যতদূর সম্ভব খেদমত করার চেষ্টা করি। মানুষ নানান তরিকায় মালিকরে খুশি করার চেষ্টা করে, আমার তরিকা এইটা। তেনাদের দোয়ার উছিলায় যদি মালিক আমার নিয়ত কবুল করেন- এই আশা মনে।

- খুব ভালো কথা বলেছেন মামা। তবে একটা কথা আছে না- দোয়ার সাথে দাওয়াও লাগে। আপনি টাকার ব্যবস্থা না করে খালি হাতে কীভাবে ইচ্ছা পূরণ করবেন সে ব্যপারে কিছু ভেবেছেন?

আবারো শব্দ করে হেসে উঠলেন মামা। বললেন
- মামায় যে কী কয়! ট্যাকার কোনো ক্ষেমতা আছে নি ! কত্তো মানুষ ট্যাকার গাট্টি নিয়া বইসা আছে। সবাই কী ঐখানে যাইবার পারে? নসিবে থাকতে হয় বোজলেন। যেইখানে আল্লাহর ইচ্ছা ছাড়া একটা গাছের পাতাও নড়ে না, সেইখানে ট্যাকার কী দাম বলেন তো মামা!

রিকসাওয়ালা মামার হাইথট কথাবার্তা আমার মাথার উপর দিয়ে যাচ্ছিলো। আর কথা বাড়ালাম না। বললাম
- চলি মামা, অনেক কথা হলো ভালো লাগলো। আপনার সাথে একটা সেলফি নিই, কী বলেন।

- ফেসবুকে দিবেননি মামা?
বিগলিত হাসি দিয়ে মামা হাতের আঙুলের সাহায্যে চুলগুলো ঠিকঠাক করে নিলেন।

- আরেহ না না, আমার ওসব বাতিক নাই । আপনার কথাগুলো মনে ধরেছে । স্মৃতি হিসেবে একটা ছবি থাকুক, এই আরকি। আর আমার মোবাইল নম্বরটা রাখেন।যদি কোনোদিন আপনার ইচ্ছা পূরণ হয়, আমাকে কাইন্ডলি একটু জানাবেন। সামর্থ্য মতো সহযোগিতা করবো ইনশাআল্লাহ।
ঐদিন মামার কাছ থেকে বিদায় নিয়ে চলে এলাম তবে তার কথাগুলো অনেকদিন পর্যন্ত মাথায় ঘুরতো। একজন আধা শিক্ষিত মানুষ, অথবা কে জানে তিনি হয়তো কোনোদিন স্কুলের বারান্দায় পা-ও রাখেননি, এমন একজন মানুষ আমার ভাবনার জগতকে বেশ প্রভাবিত করলো। সময়ের পরিক্রমায় তারপর একদিন সব ভুলেও গেলাম।
-
-

কয়েকদিন আগে একটা আননোন নম্বর থেকে কল এলো। অচেনা নাম্বার আমি সাধারণত রিসিভ করি না, তবে কী মনে করে ধরলাম। হ্যালো বলতেই ও পাশ থেকে সেই মামার কন্ঠ শোনা গেলো
- মামা আমারে চিনতে পারছেন? ঐ যে গত বছর হজ্জ ক্যাম্পের সামনে অনেক কথা হইলো। আমি আরিফুল।

- জ্বি জ্বি, কেমন আছেন?

- জ্বে আপনেদের দোয়ার বরকতে ভালোই আছি। মামা, কাইল ইকটু দেখা করতে চাই। আসতে পারবেননি?

যদিও ফোনে কিছু বলেননি তবে ধারণা করলাম হয়তো টাকার বিশেষ প্রয়োজন হয়েছে। কাছে সামান্য যতটুকু টাকা ছিলো, গুছিয়ে নির্ধারিত জায়গায় চলে গেলাম।

এক বছরের ব্যবধানে মামাকে দেখে প্রথমে চিনতেই পারিনি। না, ওনার চেহারা শরীর স্বাস্থ্য আগের মতোই আছে তবে বদলেছে তার বেশ। শুভ্র- সাদা ইহরামের চাদরে জড়ানো মামাকে দেখে বুকের ভেতর ধক্ করে উঠলো। তবে কী তার নিয়ত কবুল হয়ে গেলো? কিন্তু কীভাবে সম্ভব?
কাছে যেতেই দৌড়ে এসে হাত মুসাফা করে বললেন
- জানেন আমার মালিক আমারে ডাইকা পাঠাইসেন। আইজ রাততিরে আমার ফেলাইট। আমি মোহাম্মদের (সঃ) দ্যাশে যাইতাসি মামা!

আমি শক্ত মনের মানুষ, তবু মামার আনন্দোচ্ছ্বাস দেখে আমার চোখে জল জমা হলো। বললাম - মাশাআল্লাহ দারুণ খবর! কিন্তু কীভাবে সম্ভব হলো মামা, একটু বুঝিয়ে বলবেন?

- আর বইলেন না মামা, একদিন রিসকা টানতে টানতে গপসপ করতেসিলাম। হঠাৎ সেই যাত্রী বললেন তিনি তার পুরা পরিবার নিয়া হজ্জে যাইতেছেন কিন্তু একটা সমস্যায় পড়ছেন। তার বৃদ্ধা অসুস্থ মা একলা চলাচল করতে পারেন না। তার আম্মারে ধইরা ওঠানামা করার জন্য একজন শক্ত সামর্থ্য মানুষ দরকার। আমি যদি রাজি থাকি তাইলে পুরা খরচ দিয়া আমারে তিনি সাথে নিয়া যাবেন।
কাকার কথা শুইনা আমি তক্ষনি চিৎকার দিয়া কাইন্দা উঠি আর বলতে থাকি "" আল্লাহ তুমি আছো.... আল্লাহ তুমি আছো "।
কাকায় নিজেই আমার পাসপুট ভিসা করাইলেন, কাপুরচুপুর যা লাগে সবতা কিন্না দিলেন। বলছিলাম না মামা, আল্লাহয় চাইলে কী না হয়!

মামার কথা শুনে আমার সারা শরীর শিউরে উঠলো, সুবহানআল্লাহ! এ-ও সম্ভব! নিয়ে আসা টাকার প্যাকেট মামার হাতে দিয়ে বললাম এটা রাখেন, যদি কোনো কাজে লাগে।

মামা এবারো ফিরিয়ে দিয়ে বললেন
লাগবো না মামা। আপনে খালি আমার জন্য দোয়া কইরেন। মালিক জানি আমার হজ্জ ওমরা কবুল করেন।

আমি পুনরায় টাকাটা এগিয়ে দিয়ে বলি
- অবশ্যই দোয়া করি মামা, তবে এই টাকাটা আপনাকে নিতেই হবে। নিয়ত করে নিয়ে আসছি, ফেরত নিবো না। যে কোনো ভালো কাজে খরচ করিয়েন। নিজে তো যেতে পারলাম না, অন্তত একটা সওয়াবের কাজে শরিক হলাম।

- কঠিন নিয়ত রাখেন মামা, একদিন আপনেও যাইতে পারবেন ইনশাআল্লাহ।

- ইনশাআল্লাহ!

দূর থেকে দেখছি "লাব্বাঈক আল্লাহুম্মা লাব্বাঈক " ধ্বনিতে সুর তুলে সম্মানিত হাজীগণের সাথে এক কাতারে এগিয়ে চলেছেন একজন অর্থ -বিত্তহীন ভ্যানচালক আরিফুল মামা। তিনি শিক্ষিত নন , নেই এ্যাকাডেমিক সার্টিফিকেট। সহায় - সম্পত্তি খ্যাতি কিছুই নেই তার, সমাজে কেউ তাকে চেনে না। তবে যিনি চেনার তিনি ঠিকই চিনেছেন এবং পুরষ্কারও এই দুনিয়ায় দিয়ে দিলেন। ভাবছি মামার ইয়াকীনের কতো জোর! অথচ আমি কেমন ইলম অর্জন করলাম যে রবের প্রতি পূর্ণ তাওয়াক্কুল রাখতে পারি না।

কোথায় যেন শুনেছিলাম - "আল্লাহ বান্দার সাথে তার ধারণা অনুযায়ী আচরণ করেন।" দুআ করার সময় বান্দা যদি পূর্ণ আস্থা রাখে যে তাকে ফিরিয়ে দেয়া হবে না, তাহলে রব তাকে সত্যিই ফিরিয়ে দেন না। যার ইয়াকীনের জোর যত বেশি, তার দুআ কবুলের সম্ভাবনা ততো বেশি।
নিজেকে প্রবোধ দিলাম- সময় এখনো ফুরিয়ে যায়নি, সংশোধন হতে হবে।

অবশেষে প্রশান্ত চিত্তে মামাকে বিদায় জানিয়ে বাড়ির পথ ধরলাম। আল্লাহ আমার এবং মামার সমস্ত নেক ইচ্ছা কবুল করুন।

( Collected)

সময় কতো দ্রুত চলে যায় 🤔
30/04/2025

সময় কতো দ্রুত চলে যায় 🤔

সকাল সকাল একটা ভালো জিনিসের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেই। আমি মনে করি ভাল জিনিসের সব সময় রিভিউ করা উচিত। আজকালকার দিন...
03/03/2025

সকাল সকাল একটা ভালো জিনিসের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেই। আমি মনে করি ভাল জিনিসের সব সময় রিভিউ করা উচিত। আজকালকার দিনে ভেজালের ভিড়ে ভালো জিনিস পাওয়া দায়। অনেক আগে মানুষ হলুদ, মরিচ, জিরা এগুলো পাঠায় বেটে খেত। কিন্তু এখন আর আমাদের এত সময় কোথায়? তাই এই সমস্ত মসলার গুড়াই এখন আমাদের ভরসা। এখন কথা হল কোথায় পাবো একদম পিওর ভেজালমুক্ত জিনিস? এত ভেজালের ভিড়েও আমি খুঁজে পেয়েছি একটা পিওর অথেন্টিক পেইজ যেখানে আপনারা পাবেন সব রকম মসলার গুড়া, ঘি,সরিষার তেল আরো অনেক কিছু।আমি তো আমার প্রয়োজনীয় জিনিস নিয়ে নিয়েছি।আপনারা চাইলে আপনাদের প্রয়োজনীয় জিনিসও এই পেজ থেকে অর্ডার করতে পারেন।আপনাদের সুবিধার্থে আমি পেজটা মেনশন করে দিচ্ছি।
https://www.facebook.com/hffoodservice?mibextid=ZbWKwL
HF Food Service Family

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shobnom & Mohaimenul's Vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shobnom & Mohaimenul's Vlog:

Share